অডিও ভিডিও নিয়ে আমাদের বিভিন্ন সময়ে ছোটখাটো কাজ করতে হয়। এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে অডিও বা ভিডিও রূপান্তর, ভিডিও থেকে অডিও আলাদা করা, বড় ভিডিও থেকে কিছু অংশ কেটে সেভ করা, ভিডিও থেকে ছবি নেয়া, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা, সিডি/ ডিভিডিতে রাইট করা ইত্যাদি। প্রয়োজনীয় সকল কাজ যদি একটি সফটওয়্যারে পাওয়া যায় তাহলে কেমন হয়! এমনি একটি সফটওয়্যার হচ্ছে "ফ্রি স্টুডিও ম্যানেজার"। এতে রয়েছে ২০ টি অডিও ভিডিও টুলস।
২৬.৯ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটঅইয়্যারটি এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ব্যবহার করুন আপনার প্রজনীয় টুলসটি একেবারে বিনামূল্যে।
সবাইকে অনেক ধন্যবাদ। টিউনটি কেমন লাগলো জানাবেন....
আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....