বয়স নির্ণায়ক – Age Calculator (Self created)

সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। বাবু ভাই ও রুহুল আমিন ভাই বয়স নির্ণয়ের সফটওয়্যার নিয়ে পরপর দুটি টিউন করার পরও আমি এই টিউনটি করছি এ কারণে যে, সে প্রোগ্রাম দুটোর কোনটিতেই সঠিক বয়স জানা সম্ভব ছিল না। তাই আমি এই সফটওয়্যারটি তৈরী করলাম। আশা করি এর মাধ্যমে আপনারা সঠিক বয়স বের করতে সক্ষম হবেন। বলা বাহুল্য, বয়স নির্ণয়ের সনাতন পদ্ধতিতে দিনের ক্ষেত্রে বিয়োজন বিয়োজ্যের ছোট হলে, বিয়োজনের সাথে সব সময় ৩০ যোগ করা হত। কিন্তু আধুনিক পদ্ধতি হচ্ছে, বিয়োজন বিয়োজ্য থেকে ছোট হলে, বিয়োজনের সাথে জন্ম মাস যতদিনে, ঠিক ততদিন যোগ করতে হবে। এ ক্ষেত্রে জন্ম মাসের তারতম্য অনুযায়ী ৩১/৩০/২৯/২৮ দিন যোগ হবে। আমি এ পদ্ধতির ওপর ভিত্তি করে প্রোগ্রামটি তৈরী করেছি। তাই এর মাধ্যমে আপনারা সঠিক বয়স বের করতে পারবেন বলে আশা করি।

Bpic

সফটওয়্যারটি মাত্র ৬৪ কিলোবাইট।

ডাউনলোড:
এখানে ক্লিক করুন।

প্রোগ্রামটির উন্নয়ন সাধনে আপনাদের মতামত জানালে খুশী হব। ভাল থাকুন সবাই।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

    Level 2

    তুষার, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি আপনার টিউনে একটি মন্তব্য করেছি। আশা করি পড়েছেন। এই সফটওয়্যারটির ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, এতে প্রদর্শিত বয়স সঠিক। ভাল থাকুন।

    Level 2

    Software টার Out Look পাল্টানো যায় কি??
    অনেক ধন্যবাদ

Ismail ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
গতকালকে যে হিসাবটা দেখিয়েছিলেন তার ফলাফলটা আপনার তৈরিকৃত সফটওয়্যারের সাথে মিলছে না ।
একটু চেক করে দেখবেন কি ?
যেমন কারো জন্ম যদি ১৯৭৬ সালের ২৫ ফেব্রুয়ারী হয় তাহলে, আজকের তারিখে তার সঠিক বয়স হবে ৩৩ বছর ৮ মাস ২৪ দিন।
১৯৭৬ লীপ ইয়ার হওয়ায় ২৪ দিন এজন্য হবে ১৯+২৯=৪৮, ৪৮-২৫=২৩, ২৩+১=২৪
কিন্তু আপনার সফটওয়্যারে প্রদর্শন করে ৩৩ বছর ৮ মাস ২৩ দিন ।
আপনার মন্তব্যটি দেখুন:
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/13155/

————————–@ ধন্যবাদ @—————————-

    Level 2

    রুহুল আমিন ভাই, অনেক ধন্যবাদ। সফটওয়্যারটিতে লীপ ইয়ার সংক্রান্ত তারিখে সম্ভবত একটা ভুল রয়ে গেছে। যেহেতু এটি আমার নিজের তৈরী তাই আমি চেষ্টা করলে এটি সমাধান করতে পারব। আমি যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করে সফটওয়্যারটি আবার আপলোড করবো। ভাল থাকুন।

Level 0

T
H
A
N
X

ইসমাইল ভাই আপনাকে ধন্যবাদ !

সুন্দর জিনিস উপহার দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবান।

সুন্দর জিনিস উপহার দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবান ।

Level 0

ইসমাইল ভাই আপনাকে ধন্যবাদ-

তবে-
বয়স নির্ণয়ের সফটওয়্যার ৩টির কোনটিই সঠিক ফলাফল প্রদান করছে না।

১ম টা সম্পূর্ণ ভুল ছিল।
২য় টা কাছাকাছি ফলাফল প্রদান করছে।

এবং ৩য় টা প্রায় সঠিক ফলাফল প্রদান করছে। তবে লীপ ইয়ার ঠিক মত বিবেচনা করা হয়নি।

আর তাছাড়া আমরা কেন আবার জন্ম মাসের তারতম্য অনুযায়ী ৩১/৩০/২৯/২৮ দিন যোগ করতে যাব।
যদি ম্যানুয়ালি করতে হয় তবে কেন প্রগ্রাম ব্যবহার করব। তাই এই সফট্ওয়্যার ব্যবহার করার চেয়ে আমি হাতে আরও দ্রুত করতে পারব।

এজন্য সম্ভব হলে সঠিক করে কোডিং করে প্রগ্রাম তৈরী করে দেন। তাহলে সবার কাজে আসবে।
অন্যথায় সেমি-অটো দিয়ে কাজ করলে সময় সেভ -ত-হবে না-ই বরং জটিলতা আরও বাড়বে।

একটু চেক করে দেখবেন । আমি একজন প্রগ্রামার ও System Administrator হিসাবে অনুরোধ করলাম-
পাশাপাশি আপনার সফলতা কামনা করছি-

    Level 2

    Boss….Feb-29 তারিখে আপনার জন্ম তাই ঘাপলা……!!

    Level 2

    @ marony, মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে আমি বোধ হয় আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি। আমি এ কথা বলিনি যে, ম্যানুয়ালী ২৮/২৯/৩০/৩১ যোগ করতে হবে। আমি বলেছি যে, ম্যানুয়ালী করতে হলে আগে সরাসরি ৩০ যোগ করতে হত। কিন্তু বর্তমানে ম্যানুয়ালী করার সময় জন্ম মাস অনুযায়ী ২৮/২৯/৩০/৩১ যোগ করা হয়। তাই আমিও আমার সফটওয়্যারে এ পদ্ধতি প্রয়োগ করেছি। তাই আমার সফটওয়্যারটি জন্ম মাস অনুযায়ী অটমেটিক্যালি ২৮/২৯/৩০ বা ৩১ দিন যোগ করে নেবে।

    মোট কথা আপনি শুধু জন্ম তারিখ (দিন/মাস/বছর) এন্ট্রি করে ক্যালকুলেট এ ক্লিক করবেন। বয়সের ঘরে আপনার বয়সটি প্রদর্শিত হবে। কিন্তু আপনাকে ম্যানুয়ালী কিছুই করতে হবে না।

    আর হ্যাঁ, এখানে লীপ ইয়ার সংক্রান্ত একটা বাগ রয়ে গেছে। আমি যত শিগ্রই সম্ভব বাগটি ফিক্সড করে সফটওয়্যারটি পূণঃরায় আপলোড করবো।

    ভাল থাকুন।

ইসমাইল ভাই আপনাকে ধন্যবাদ,

Level 0

বস ডাউনলোড লিঙ্ক কাজ করে না৷ দয়া করে কি একটু চেক করবেন বা লিঙ্কটা একটু চেঞ্জ করবেন৷
[email protected]

ডাউনলোড লিঙ্ক এ কাজ হচ্ছে না।

thanks for ur software. its realy nice.

thank for ur software. its realy nice software.

ইসমাইল ভাই , ডাউনলোড লিঙ্ক ঠিক নেই।