সবচেয়ে ভালো ফ্রি গ্রাফিক্স এডিটর !!!!

আমরা অনেকেই ফটোশপের উপর কিছুটা বিরক্ত। এর বিশালতা এবং জটিলতা দুটোই এটি ব্যবহার শিখার সবচেয়ে বড় অন্তরায়। তার উপরে এটি মোটেও ফ্রি নয়। তবে এটাও ঠিক এর তুলনাও নেই।

তবে একই ধরনের কাজের উপযুক্ত এবং ব্যবহারে সহজ আরো অনেক সফটওয়ারই এখন বাজারে ফ্রি পাওয়া যায়।

paint1

তবে এর মধ্যে Paint.NET অন্যতম। কেন এটা বলছি আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। অন্যযেকোন গ্রাফিক্স এডিটরের চেয়ে এর গতি অনেক বেশি দ্রুত।

Paint.NET একটি ফ্রি ফটো ও ইমেইজ এডিটর যা উইন্ডোজের জন্যই সর্বপ্রথম তৈরী করা হয়। লেয়ার সাপোর্ট করার সাথে সাথে এর খুবই উন্নত, স্বাভাবিক ও অভিনব ইন্টারফেস, আনলিমিটেড আনডো, স্পেশাল ঈফেক্ট এবং ব্যাপক পরিমানে খুবই দরকারী ও শক্তিশালী টুলস এ সফটওয়ারটিকে বিশেষজ্ঞদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

Paint2

অনেক টেকনলজিক্যাল ওয়েব সাইট, ব্লগ এবং ম্যাগাজিনে শ্রেষ্ঠ গ্রাফিক্স এডিটরের নাম হিসেবে এটিকে প্রায়ই দেখা যায়।

এটাকে অন্যান্য ডিজিটাল সফটওয়ারগুলোর সাথে যেমন : Adobe® Photoshop®, Corel®Paint Shop Pro®, Microsoft Photo Editor এবং The GIMP ইত্যাদির সাথে তুলনা করা হয়ে থাকে।

paint3

এর বৈশিষ্টগুলো একে একে নিচে তুলে ধরা হল:

১। ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক ইন্টারফেইস।

২। ন্যাবিগেশনের সুবিধার জন্য এর ট্যাবগুলোর ইমেইজের নাম না দেখিয়ে সরাসরি ইমেজই শো কর।

paint4

৩। ভিস্তা ও উইন্ডোজ ৭ এ এর ইন্টারফেইস আরো অনেক বেশি দৃষ্টি গ্রাহ্য।

৪। অন্য যেকোন ইমেইজ এডিটরের চেয়ে এর গতি বেশি।

৫। লেয়ার সুবিধাটি সাধারণত মূল্যবান এবং জটিল ধরনের সফটওয়ারেই থাকেআর Paint.NET ফ্রি হলোও এতে আনলিমিটেড লেয়ার সুবিধা রয়েছে। কোন ছবিকে ফুটিয়ে তুলতে যে জটিল কম্পোজিশন গড়ে তুলতে হয় তা লেয়ার ছাড়া এক কথায় অসম্ভব।

৬। এর নতুন ফীএচার, পারফরমেন্স উন্নয়ন, বাগ ফিক্স, আপগ্রেড ইত্যাদি বিভিন্ন সুবিধার জন্য এর আপডেটিং প্রক্রিয়াটি খুবই সহজ এবং সম্পূর্ণ ফ্রি।

paint5

৭। জাদুকরি এবং নিখুত ইমেজ তৈরীর জন্য এতে অনেক ঈফেক্ট যোগ করা হয়েছে। ছবি ঘোলা করা থেকে তীক্ষ্ণ করা, রেড-আই রিমোভাল, বিকৃতি, নয়েজ এবং খোদিত করা প্রায় সবই করা যায় এটি দিয়ে।

৮। এতে রয়েছে 3D জুম এবং রোটেটিং ঈফেক্ট এড করার সুবধা যা গ্রহনেযোগ্য দৃশ্যপট তৈরীতে কাজে লাগে।

paint6

৯। এতে brightness, contrast, hue, saturation, curves এবং levels এর  কম্পোজিশন করা সুবিধাতো রয়েছেই এটি যেকোন ইমেইজকে সাদাকালো এবং sepia-toned এর রূপান্তরিত করতে পারে।

১০। বিভিন্ন ধরনের সেইপ তৈরী করতে, স্পাইন বা ব্লেজিয়ার কার্ব তৈরীর জন্য এতে রয়েছে খুবই সহজ ব্যবহার্য্য টুল। এর গ্রেডিয়ান্ট টুল অন্য এ ধরনের সব সফটওয়ার থেকে বেশি কর্মক্ষম। এছাড়ও ম্যাজিক ওয়ান্ড, সিলেকশন টুল, রিকালারিং টুল, জুমিং টুল, ইউজার ফ্রেন্ডলী টেক্স এডিটর এবং অন্যান্য আরো টুল এ সফটওয়ারটিকে করেছে পরিপূর্ণ।

paint7

১১। এটি ব্যবহারের সময় কোন বার বার ভুল হলেও কোন সমস্যা নেই কারন এতে রয়েছে আনলিমিটেড আনডো-রিডো এর সুবিধা।

paint8

১‌২। নতুন ৩.১০ ভার্সানটির পরের সবগুলো ভার্সানই DirectDraw Surface (DDS) ফাইল টাইপ সাপোর্ট করে। যা গেইম ডেবেলপিংয়ে খুবই জনপ্রিয়। XBOX 360 এর XNA Development Kit এর সাথেও এটি ব্যবহার করা হয়। তাছাড়া এ সফটওয়ারটি গেইম ডেবেলপারদের কাছে জনপ্রিয় TGA ইমেইজও সাপের্ট করে।

১৩। আগের ভার্সান থেকে লেটেস্ট ভার্সানটিকে উন্নত করতে প্রায় ৩৫টি পরিবর্তন আনা হয়েছে। যা থেকে সহজেই বুঝা যায় এর উন্নয়নে এ সফটওয়ারের ফার্মটি কত সক্রিয়।

১৪। ফাইলটি মাত্র ৪.৮০ মেগাবাইটের। এটি Windows XP / 2003 / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 ইত্যাদি অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।

নিচে সফটওয়ারটি দ্বারা কৃত কয়েকটি কাজ দেখানো হল:

paijnt9

ছবি - ১

paint10

ছবি - ২

paint11

ছবি - ৩

এ মূল্যবান সফটওয়ারটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে: (ডাউনলোড নাউ বাটটিতে ক্লিক করতে হবে)

http://www.getpaint.net/download.html

আমার এ টিউনটি কারো কাছে ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবচেয়ে ভালো ফ্রি গ্রাফিক্স এডিটর !!!! নাম কি? এবং কোথায় পাবো? ভাই ভালো লাগলো.

    দুঃখিত ভাই সারারাত কষ্ট করে লিখে লিংক দেয়ার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। এখনি দিচ্ছে…

Level 0

দেখে তো মনে হয় ভালই , ব্যবহার না করে ভাল বলি কি করে।
—————-তাই তারা তারি লিংক দেন——————

ভাই তারাতারি লিংটা দেন।

এই লিংক থেকে ডাউনলোড করুন : http://www.filehippo.com/download_paint.net/download/0130ff837fd70e928704be672f064d40/

    Rezawan Ul ভাই লিংকটা দেয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

    আসলে টিউনটা তাড়াতড়ি লিখে ভার্সিটিতে দৌড় দিয়েছি। হয়ত একারনেই ভুল টা হয়েছে।

Thanks.

    বিপাশা আপু অনেক ধন্যবাদ।

Level 0

ভালই মনেহয়। ধন্যবাদ। তবে আপনি কোন লিং দেন নাই, রেজাউল ভাই লিংটি দিয়েছে, উনাকেও ধন্যবাদ।

    নুরজাহান আপু ভুলটা ইচ্ছা করে করিনি। এই মাত্র নেটে ডুকে ভুলটার ব্যপারে জানতে পেরেছি। আমি সত্যিই দুঃখিত।

Level 0

plz vhi bangla natok download nea akta tune koran .thanks for that tune

Level 0

Tx,, e dhoroner tunei asa kori.

    ধন্যবাদ Tar_chir ভাই।

Level 0

খুব ভাল একটি Software এর উপর অসাধারণ টিউন 🙂

    ধন্যবাদ বাবু ভাই।

tnx

    achintya_et ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

Many many thanks, ভালো লাগলো।

    Ashis ভাই Many many thanks to u too.

অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো