জেনে নিন আপনার কম্পিউটারের নাড়ী-নক্ষত্র সবকিছু!!!

ইন্টারনেট ব্রাউজ করে এমন বেশির ভাগ ইউজারই কম্পিউটারের প্রাইমারী ইউজার। অর্থাৎ তাদের কম্পিউটার সম্পর্কে ধারনা কম। অপরদিকে অ্যাডভান্স উইজারের সংখ্যাও খুব বেশি নেই। অনেক ইউজার হয়তো কল্পনাও করতে পারবে না কম্পিউটারের যাবতীয় জিনিসের এত বিস্তারিত হিসাব রাখা সম্ভব।

আমরা অনেকেই কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানি না। আর এ কারনেই আমাদের প্রতিনিয়তই সম্মূখিন হতে হয় নানা ধরনের সমস্যার।

এ পর্যন্ত অনেক গুলো সফটওয়ারই দেখেছি যেগুলো কম্পিউটার সম্পর্কে অনেক অজানা তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরে। তবে এগুলোর ভাষা উদ্ধার করা প্রায় সময়ই দুর্বোদ্ধ মনে হয়।

আজ আমি এমন একটি সফটওয়ারের কথা বলব যা কম্পিউটারের সমস্ত নাড়ী-নক্ষত্র আপনার সামনে খুবই বোধগম্য করে তুলে ধরবে।

সম্ভবত কম্পিউটার সম্পর্কে যাবতীয় তথ্য এত বিস্তারিত আর কোন সফটওয়ারেই উপস্থাপন করা হয় না।

Balrc Advisor


সফটওয়ারটির নাম Balarc Advisor. এটি সম্পর্কে বিস্তারিত লিখা সম্ভব নয়।

তবে এটি আপনাদের সামনে কি কি বিস্তারিত তুলে ধরবে তা নিচে দেয়া হল:

System Security Status : এটি আপনার কম্পিউটারের সিকিউরিটি পর্যালোচনা করে ১০ এর মধ্যে মার্ক দিবে যা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার কম্পিউটার কত সুরক্ষিত।

Virus Protection: এটি আপনার কম্পিউটারের ভাইরাস প্রোটেকশন সম্পর্কে বিস্তারিত তথ্য দিবে।

Microsoft Security Updates: এটি মাইক্রোসফটের সিকিউরিটি আপডেট সম্পর্কিত বিস্তারিত তথ্য দিবে। যেমন: কয়েটি সিকিউরিটি আপডেট ডাউনলোড করা হয়নি। কয়টি ডাউনলোড করা হয়েছে। কোন কোন সিকিউরিটি আপডেটগুলো ডাউনলোড করা উচিত ইত্যাদি ইত্যাদি।

এ ছাড়াও এটি আরো যা যা সম্পর্কে বিস্তারিত জানাবে তা নিচে দেয়া হল:

  • Operating System
  • System Model
  • Processor a
  • Main Circuit Board b
  • Drives
  • Memory Modules c,d
  • Local Drive Volumes
  • Users
  • Network Drives
  • Printers
  • Controllers
  • Display
  • Bus Adapters
  • Multimedia
  • new Group Policies
  • Communications
  • Other Devices
  • new Network Map
  • Missing Microsoft Security Hotfixes (খুবই গুরত্ব পূর্ণ)
  • Software Licenses
  • new Software Versions & Usage ( এ ক্ষেত্রে কোন সফটওয়ারটি আপনি শেষ কবে ব্যবহার করেছেন তা জানা যাবে, ফলে অপ্রয়োজনীয় সফটওয়ারগুলো আপনি সহজেই খুজে বের করতে পারবেন)
  • Installed Microsoft Hotfixes (যেগুলো ইন্সটল করা আছে)

নিজের কম্পিউটারের সিকিরিটি সম্পর্কে জানতে এ সফটওয়ারটির কোন বিকল্প নেই। ২ মেগাবাইটের এ সফটওয়ারটি আপনার ডাউনলোড করতে পারবেন সম্পর্ণ ফ্রি।

নিচের ডাউনলোড লিংক দেয়া হল:

http://www.belarc.com/free_download.html

Requirements:

  • Operating Systems: Runs on Windows 7, 2008 R2, Vista, 2008, 2003, XP, 2000, NT 4, Me, 98, and 95. Both 32-bit and 64-bit Windows is supported.
  • Browsers: Runs on Internet Explorer, Firefox, Safari, Opera, and many others.

**** এ সফটওয়ারটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর অর্থাৎ অপলাইনে কাজ করবে না। এটি কম্পিউটার সম্পর্কে পর্যালোচনা করে ইন্টারনেটের একটি পেইজে আপনার কম্পিউটার সম্পর্কে বিস্তারিত সো করবে।

আমার এ টিউনটি কারো কাছে ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Cool Bai,,,,, Chalia Jan Kaja asaba sobar. amar kob kaj diyasa. thanx

Level 0

দরকারি জিনিস।
আমি তো আপনার ফ্যান হয়ে যাচ্ছি দিন দিন।

    ধন্যবাদ রাহাত ভাই। আপনার লিখাও আমার ভালো লাগে।

Thanks.

Level New

এটা আমি গত এক বছর ধরে ব্যবহার করি …… সম্ভবত এটা নিয়ে আগে টিউন করা হয়েছে।

    মঈন ভাই ধন্যবাদ।
    আমি গত এক বছর ধরে না হলেও গত ৪ – ৫ মাস ধরে এটা ব্যবহার করি। কাজের জিনিস তবে টেকটিউনসে এ বিষয়ক কোন টিউন আছে কিনা আমার জানা নেই।

খুব ভাল টিউন তারেক ভাই।চালিয়ে যান।

Level 2

ধন্যবাদ তারেক মাহবুব আপনাকে কম্পিউটার সম্বন্ধে তথ্যবহুল সুন্দর টিউন করার জন্য। আশা করি সবাই উপকৃতি হবে । আগামীতেও এমনই আরো তথ্য সমৃদ্ধ টিউন আশা করি ।

ধন্যবাদ টেকপরিবারের সবাইকে ।

    moni ভাই অসংখ্য ধন্যবাদ।

ভাল জিনিস ধন্যবাদ তারেক ভাই কে

    সাম্যভাই ধন্যবাদ। যখনি আপনার অবতারটির দিকে তাকাই দেখি আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। কি আছে ঐ দিকে সাম্যভাই ?

    ভবিষৎত……………হা হা হা

    সাম্য ভাই ধন্যবাদ। আমারো মনে হয় সম্ভবত ভবিষ্যত ঐ দিকেই আমার অবতারটাও ঐ দিকেই তাকিয়ে আছে।

Level 0

ধন্যবাদ

খুবই ভাল একটি জিনিস চারিয়ে যান ভাই

    শফিকুল ভাই অনেক ধন্যবাদ। টেকটিউনস এ আমার প্রথম দিকের দিনগুলো থেকেই আপনাকে দেখছি বলে অনেক চেনা চেনা লাগে।

Level 0

ভাল জিনিস ধন্যবাদ । তবে আমি অনেক দিন pc wizard 2008 1.87 ব্যবহার করছি। এটাও অনেক তথ্য প্রদান করে এবং অফ লাইনে চলে। প্রয়োজনে দেখতে পারেন। http://www.brothersoft.com/pc-wizard-2008-62271.html

    নুরজাহান আপু আপনাকে অনেক ধন্যবাদ। অফলাইনের সফটওয়ারগুলো তথ্য দেয়ে বটে তবে এত বেশি বিস্তারিত হয় বলে আমার মনে হয় না। এ পর্যন্ত আমি প্রায় ১০-১২ অফলাইন ইনফরমার ইউজ করেছি কোনটিই এতসুন্দর ভাবে তথ্য উপস্থাপন করে না। তার পরেও মূল্যবাদ উপদেশের জন্য অসংখ্য ধন্যবাদ।