ইন্টারনেট ব্রাউজ করে এমন বেশির ভাগ ইউজারই কম্পিউটারের প্রাইমারী ইউজার। অর্থাৎ তাদের কম্পিউটার সম্পর্কে ধারনা কম। অপরদিকে অ্যাডভান্স উইজারের সংখ্যাও খুব বেশি নেই। অনেক ইউজার হয়তো কল্পনাও করতে পারবে না কম্পিউটারের যাবতীয় জিনিসের এত বিস্তারিত হিসাব রাখা সম্ভব।
আমরা অনেকেই কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানি না। আর এ কারনেই আমাদের প্রতিনিয়তই সম্মূখিন হতে হয় নানা ধরনের সমস্যার।
এ পর্যন্ত অনেক গুলো সফটওয়ারই দেখেছি যেগুলো কম্পিউটার সম্পর্কে অনেক অজানা তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরে। তবে এগুলোর ভাষা উদ্ধার করা প্রায় সময়ই দুর্বোদ্ধ মনে হয়।
আজ আমি এমন একটি সফটওয়ারের কথা বলব যা কম্পিউটারের সমস্ত নাড়ী-নক্ষত্র আপনার সামনে খুবই বোধগম্য করে তুলে ধরবে।
সম্ভবত কম্পিউটার সম্পর্কে যাবতীয় তথ্য এত বিস্তারিত আর কোন সফটওয়ারেই উপস্থাপন করা হয় না।
সফটওয়ারটির নাম Balarc Advisor. এটি সম্পর্কে বিস্তারিত লিখা সম্ভব নয়।
তবে এটি আপনাদের সামনে কি কি বিস্তারিত তুলে ধরবে তা নিচে দেয়া হল:
System Security Status : এটি আপনার কম্পিউটারের সিকিউরিটি পর্যালোচনা করে ১০ এর মধ্যে মার্ক দিবে যা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার কম্পিউটার কত সুরক্ষিত।
Virus Protection: এটি আপনার কম্পিউটারের ভাইরাস প্রোটেকশন সম্পর্কে বিস্তারিত তথ্য দিবে।
Microsoft Security Updates: এটি মাইক্রোসফটের সিকিউরিটি আপডেট সম্পর্কিত বিস্তারিত তথ্য দিবে। যেমন: কয়েটি সিকিউরিটি আপডেট ডাউনলোড করা হয়নি। কয়টি ডাউনলোড করা হয়েছে। কোন কোন সিকিউরিটি আপডেটগুলো ডাউনলোড করা উচিত ইত্যাদি ইত্যাদি।
এ ছাড়াও এটি আরো যা যা সম্পর্কে বিস্তারিত জানাবে তা নিচে দেয়া হল:
নিজের কম্পিউটারের সিকিরিটি সম্পর্কে জানতে এ সফটওয়ারটির কোন বিকল্প নেই। ২ মেগাবাইটের এ সফটওয়ারটি আপনার ডাউনলোড করতে পারবেন সম্পর্ণ ফ্রি।
নিচের ডাউনলোড লিংক দেয়া হল:
http://www.belarc.com/free_download.html
Requirements:
**** এ সফটওয়ারটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর অর্থাৎ অপলাইনে কাজ করবে না। এটি কম্পিউটার সম্পর্কে পর্যালোচনা করে ইন্টারনেটের একটি পেইজে আপনার কম্পিউটার সম্পর্কে বিস্তারিত সো করবে।
আমার এ টিউনটি কারো কাছে ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করে জানান।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
Cool Bai,,,,, Chalia Jan Kaja asaba sobar. amar kob kaj diyasa. thanx