ইন্টারনেটের ভয়াবহতা থেকে আপনার সন্তানকে রক্ষা করুন !!!

save childrren

সাড়া পৃথিবীতে যখন ইন্টারনেটের জয়জয়কার সেখানে এর একটি ভয়াবহ দিককে আমরা সবাই খুবই সযত্নে এড়িয়ে চলে। ইন্টারনেটের বিশাল জগত যেমন আমাদেরকে মুগ্ধ করে তেমন এর ভয়াবহতা এবং ফলাফল কি হবে তা ভেবে আমাদেরকে হতে হয় শঙ্কিত।

পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান ভান্ডার হল ইন্টারনেট এবং বলতে গেলে এটা বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রন করে। এ বিশাল জ্ঞান ভান্ডারে আমরা যারা ঘুরে বেড়াই তারা একটা বিষয় খুব ভালো ভাবেই জানি যে এই বিশাল জ্ঞান ভান্ডার কত অরক্ষিত।

সম্ভবত ভালো বা খারাপ উভয় বিষয়েই জানার জন্য পৃথিবীতে এত সহজ আর কোন মাধ্যম নেই।

ইন্টারনেট যেমন কাউকে বিশাল জ্ঞানের রাজ্যের সন্ধান দিতে পারে তেমনি দিতে পারে বিশাল খারাপ একটি রাজ্যের সন্ধানও। আমার ধারনা আমরা সবার এ ব্যাপারে ভালো ধারনাই আছে।

কিন্তু পৃথিবীর সাথে তাল মেলাতে আমাদের প্রিয় সন্তান, সন্তান ভাইবোনকে আমরা ইন্টারনেট থেকে যত দূরে রাখবো তারা তত পিছিয়ে যাবে। অপরদিকে যদি আমরা তাদের জন্য ইন্টারনেট উন্মূক্ত করে দেই তাহলেও তাদের খারাপ পথে যাওয়া খুব ভয় থাকে।

তাহলে উপায় কি ???................. হাঁ উপায় অবশ্যই আছে।

আমরা যদি কোন রূপে আমাদের ছোটদের হাতে এমন একটি ইন্টারনেট জগত তুলে দেই। যাতে শুধু জ্ঞানের জগতে যাওয়ারই সুযোগ আছে কিন্তু খারাপ জগতে যাওয়ার সমস্ত পথ থাকে বন্ধ থাকে। তাহলেই হয়তোবা এটা সম্ভব হবে।

একাজের জন্য উপযুক্ত কয়েকটি সফটওয়ার নিয়েই আমার আজকের টিউন। সফটওয়ার গুলো নাম ও বর্ণনা নিচে দেয়া হল:

Save Childred1

K9 Web Protection Alert

১। কাস্টমাইজ অপশন সহ ৬টি বিভিন্ন ধরনের ওয়েব ক্যাটাগরি থেকে আপনি বাছাই করতে পারবেন কোন ধরনের ক্যাটাগরির ওয়েবসাইট ব্লক করতে হবে।

২। এর মাধ্যমে আপনি ব্যবহারকারীর কতক্ষন ইন্টারনেট ব্রাউজ করতে পারবে তা নির্ধারণ করে দিতে পারবেন।

৩। প্রয়োজনীয় কোন সাইট ব্লক করলে সাথে সাথেই রয়েছে ওয়েব সাইট Exception এর সুবিধা। অর্থাৎ যা একবার সেট করে রাখলে পরে আর ঐ সাইটটি ব্লক করবে না।

৪। সাধারণত এ সফটওয়ারটি সাইট ব্লক করলে একটি অ্যাডমিনেস্ট্রেটিভ অপশন দেখায়। কিন্তু আপনি এটি আপনার সুবিধা মত সেট করতে পারবেন। যেমন:

  • আপনি সেট করে রাখলে সাইট ব্লক হওয়ার সাথে সাথেই কুকুরের ডাকা শোনা যাবে।
  • আপনি সেট করে রাখলে আপনার নির্দিষ্ট করে দেয়া সময়ের মধ্যে নির্দিষ্ট বারের বেশি বার ব্লক হলে সফটওয়ারটি ব্রাউজিংই বন্ধ করে দিতে পারবে।

৫। আপনি নির্দিষ্ট URL কি ওয়ার্ড সেট করে দিতে পারবেন। যেগুলো URL এর মধ্যে থাকলে সাথে সাথেই তা ব্লক হয়ে যাবে।

৬। এটি সবসময় যেকোন ধরনের সার্চ ই্ঞ্জিনেই যেমন: Google, Bing, Yahoo, Ask, A9, Altavista, Orange ইত্যাদিতে ব্যবহার কারীকে Restricted সার্চ করতে বাধ্য করে। তবে আপনি চাইলে অনিরাপদ সার্চ বন্ধ করে দিতে পারেন।

৭। এর সাহায্যে আপনি ব্যবহার কারীর ৩ মাসেরও বেশি সময়ের ইন্টারনেট ব্যবহারের সম্পূর্ণ ইতিহাস সংক্ষেপে বা বিস্তারিত দেখতে পারবেন। যেমন: কয়টি শিক্ষামূলক সাইটে গিয়েছে, কয়টি কম্পিউটার বিষয়ক সাইটে গিয়েছে, কয়টি খারাপ সাইটে গিয়েছে ইত্যাদি এ রকম আরো প্রায় ত্রিশ চল্লিশটি রকমের ক্যাটাগরি রয়েছে। যার মাধ্যমে আপনি সহজেই আপনার প্রিয় সন্তান বা আত্নীয়ের গতিবিধি লক্ষ করতে পারবেন।

৮। এটি সম্পূর্ণ স্পাইয়ের মত কাজ করতে পারে। কারন সেট করে রাখলে এটি ব্যবহার কারীর কাজে কোন বাধা না দিয়ে ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহারের সম্পূর্ণ ইতিহাস সংরক্ষন করবে। যার ফলে আপনি আপনার সন্তানকে বিপথ থেকে রক্ষা করতে পারেন।

৯। পাসওয়ার্ড না জানলে ব্যবহারকারী কোন রকম ভাবেই এর সিকিউরিটিকে অতিক্রম করে যেতে পারবে না। এ সফটওয়ারটি আন-ইনস্টল করেও কোন লাভ নেই কারন তারপরেও পাসওয়ার্ড ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা যাবে না। কারন এটি সফটওয়ার বেইজড সার্ভিস নয় ইন্টারনেট বেইজড।

৯। এর আরেকটি বড় সুবিধা হল এটি ইন্টারনেট ব্রাউজিংকে বিন্দুমাত্র শ্লো করে না।

১০। সফটওয়ারটি মাত্র ১ মেগাবাইটের।

১১। সবচেয় বড় কথা এই অসাধারণ সার্ভিসটি আপনি পাবেন সম্পূর্ণ ফ্রি। সাইনআপ করার সাথে সাথেই আপনার ইমেইলে এরা সিরিয়াল পাঠিয়ে দিবে।

১২। এটি যেকোন ব্রাউজারের সাথেই কাজ করে।

এটি কিভাবে কাজ করে তা লিখলে লিখা অনেক বড় হয়ে যাবে। তাই তা আর করলাম না।

এটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

http://www1.k9webprotection.com/getk9/download-software.php

Save Childred2

OpenDNS

k9 এর মত আরেকটি সাভিস হচ্ছে এই OpenDNS। আসলে ইন্টারনেট ব্যবহারকারী বেশির ভাগ অ্যাডভান্স উইজারই এটি বেশি পছন্দ করে। উপরের সার্ভিসটির মত প্রায় সকল সুবিধাই এতে পাওয়া যাবে। তবে এর সেটিং একটু জটিল ধরনের। তবে এর জনপ্রিয়তা বেশি হলেও এটা k9 ব্যবহার অনেক বেশি সুবিধাজনক ও সহজ।

এ সার্ভিস স্টেটিক আইপির সাথে খুবই ভালো কাজ করে। সেক্ষেত্রে কোন সফটওয়ারই ইন্সটল করতে হবে না।  তবে ডাইনামিক আইপির ক্ষেত্রেও সমস্যা নেই। তবে এ ক্ষেত্রে খুবই ক্ষুদ্র একটি আইপি আপডেটার সফটওয়ার ডাউনলোড করে নিতে হবে। এ সার্ভিসটিও সম্পূর্ণ ফ্রি এবং সকল ব্রাউজারের সাথেই কাজ করে।

সবাই নিচের লিংকে গিয়ে সাইনআপ করতে পারেন:

http://www.opendns.com/

যাদের ডাউনামিক আইপি তারা নিচের লিংক হতে আপডেটার সফটওয়ারটি ডাউনলোড করতে পারেন:

http://www.opendns.com/support/article/90

Save Childred3

FortiClient™

এ সফটওয়ারটি আমরা অনেকেই না চিনলেও। বিশেষজ্ঞ মহলে এর একটা সুনাম এবং পৃথিবী ব্যাপী এর রয়েছে খুবই উন্নত রিয়েল টাইম নেটওয়ার্ক প্রোটেকশন ব্যবস্থা।বিভিন্ন প্রোডাক্টের জন্য এ সফটওয়ার কোম্পানিটি এ পর্যন্ত প্রায় ৮০ টিরও উপর বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। এটি একটি All-in-One সিকিউরিটি পন্য হলেও এ সফটওয়ারটির বিভিন্ন অংশ আলাদা ভাবেও ডাউনলোড করা যায়।

এরই একটি অসাধারণ পন্য হল Web Filtering যার মাধ্যমে আপনি ইচ্ছামত ইন্টারনেট ব্রাউজিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারবেন। যা পাসওয়ার্ড ছাড়া অতিক্রম করা সম্ভব নয়।এটিও সকল ব্রাউজারের সাথেই কাজ করে এবং সম্পূর্ণ ফ্রি।

এ অ্যান্টিভাইরাস সফটওয়ারটি বেশিষ্ট্যগুলো নিচের দেয়া হল:

  • Antivirus/Antispyware engine
  • SSL and IPSec VPN clients
  • Personal Firewall protection
  • Intrusion Prevention
  • Web Filtering
  • Endpoint Application Detection
  • Endpoint Monitoring and Control*
  • WAN Optimization*
  • Anti-Rootkit Protection
  • Pre- and Post-Execution Behavioral Analysis (Heuristics and Antispyware engine)
  • Real-Time Poisoned Webpage Protection
  • FortiGuard update services - Antivirus/Antispyware, Web Filter, Application Detection, Antispam
  • Online Forum (self-help)

এর প্রিমিয়াম সার্ভিস আর ফ্রি সাভিসের বিশেষ কোন পার্থক্য নেই। Antispam Protection,Central Management, Logging (and centralized reporting) এ তিনটি অপশন ছাড়া প্রিমিয়াম ও ফ্রি ভার্সান সম্পূর্ণ এক।

এ সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

http://www.forticlient.com/standard.html

আমার এ টিউনটি কারো ভালো লেগে থাকলে দয়াকরে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Well Done–Tareq Mahbub vai. It’s a very essential thing for modern society.

    mehidi ভাই ধন্যবাদ।

আমাদের সকলের এই সফট টি ব্যবহার করা দরকার। বিশেষ করে যাদের সন্তান আছে।

    ধন্যবাদ দ্যা রক্ ভাই।

কাজের টিউন। ধন্যবাদ তারেক ভাই

    বাধন ভাই অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ

    wahidur rahman ভাই আপনাকেও ধন্যবাদ।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ভাল জিনিসকে ভাল বলতেও মানুষের অনীহা দেখে টিউন করার উৎসাহ ধীরে ধীরে কমে যাচ্ছে।

কিছুই ভাল লাগছেনা।

খুব সুন্দর টিউন ভাই