স্কাই ড্রাইভকে নিয়ে আসুন আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে

অনেক আগে একবার দেখিয়েছিলাম কিভাবে আপনার জিমেইলকে অনলাইন স্টোরেজ হিসেবে ব্যবহার করবেন। আজ আবার আরেকটি অনলাইন স্টোরেজকে অপারেটিং সিস্টেম থেকে ব্যবহার করতে হবে তাই দেখব।

এই স্টোরেজ সিস্টেমটি আমরা অনেকেই জানি। মাইক্রোসফটের স্কাই ড্রাইভ!! ২৫ গিগার অনলাইন ফ্রি স্টোরেজ। তবে এটাকে ম্যানেজ করা একটু ভেজালই মনে হত আমার কাছে। তবে এবার এই স্টোরেজটাকে অপারেটিং সিস্টেম থেকেই ব্যবহার করা যাবে স্কাই ড্রাইভ নামের একটি টুলের সাহায্যে। এর কিছু ফিচারস এক নজরে দেখে নেয়া যাক -

SkyDrive[5]

দ্রুততর

অন্যান্ন অনলাইন স্টোরেজের চাইতে অনেক স্মুথ এবং ফাস্ট। কারণ আপনি একে ব্যবহার করতে পারবেন আপনার অপারেটিং সিস্টেমের মধ্যেই।

সহজ

এর জন্যে আলাদা করে আপনার কোন অপারেশান শেখার কোন দরকার নাই। যেভাবে আপনি আপনার অন্যান্ন ড্রাইভে ব্রাউজ করে থাকেন, ঠিক একই ভাবে আপনি স্কাইড্রাইবেও ঘুরে বেড়াতে পারবেন।

নিরাপদ

স্কাইড্রাইভ এক্সপ্লোরার মাইক্রোসফটের লাইভ আইডি সার্ভিসের মিডিয়া লাইব্ররির সাহায্যে সংযুক্ত হয়ে কাজ করে থাকে। আপনার পার্সোনাল ইনফরমেশান কখনই আপনার মিডিয়া লাইব্রেরী অথবা স্কাইড্রাইভ ইজ্ঞনের বাইরে পাস হবার পারমিশান পায় না।

ক্রস প্ল্যাটফর্ম

৩২ এবং ৬৪ বিটের Microsoft® Windows OS এ কাজ করে থাকে। ন্যুনতম রিকোয়্যারমেন্ট Windows XP। Windows Server 2003 and 2008, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেনেও ভালোভাবেই চলে

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই,এই টুল কি মাইক্রোসফটের? থার্ডপার্টি হলে পাসওয়ার্ড চুরি হওয়ার পসিবলিটি আছে কি?

    অনেকেই ভালো ভাবে ব্যবহার করছে …… ইউজ করে দেখতে পারেন।

Level 0

ভাই একবার ফটোফানিয়া নিয়ে একটা পোষ্ট করেছিলাম , আপনি সে সর্ম্পকে আমারো আগে পোষ্ট করেছিলেন এর জন্য অনেক কিছু বলেছিলেন । এবার আমার পোষ্ট কপি মারলেন । তাও আবার সোর্সও বলার দরকার মনে করলে না। যদি বলেন জানতেন না, বিশ্বাস করি কিভাবে দেশী সব বড় বড় ব্লগে পোষ্ট করলাম তাও আবার ১দিন আগে।

http://cyberfi.co.tv/explore-skydrive25gb-free-space-from-your-desktop/

http://www.somewhereinblog.net/blog/ARIFUIUblog/29038405

http://prothom-aloblog.com/users/base/arifnezami/32

http://arifnezami.amarblog.com//posts/90102/

    আপনি ফটোফানিয়া নিয়ে টিউন করেছিলেন আমার পরে এটা আমি জানিয়েছিলাম ….. কিন্তু এটা নিয়ে আমি লাফালাফি করি নাই। কারণ আপনার আর আমার উপস্থাপন কখনই একরকম ছিল না। আর আপনি যত সোর্স দিয়ে দিলেন লিংকে সেগুলো তে আমার কালে ভাদ্রে যাওয়া হয় না। এখনও যাই নাই। না গিয়েই বলতে পারি আপনার আর আমার উপস্থাপন পুরোপুরি আলাদা।

    এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলে আর নিজের ইমেজ নষ্ট করবেন না বলে আশা করি।

    ধন্যবাদ!

Level 0

ধন্যবাদ টিনটিন ভাই।

টিনটিন ভাই এইখানে কি কোন পাসওয়াড এর সিস্টেম আছে? থাকলে খুব ভাল হয়

    হ্যাঁ …….. তোমার উইন্ডোজ লাইভের পাসওয়ার্ডই স্কাইড্রাইভের পাসওয়ার্ড!

আমি USE করছি ALrEady!
😀

Gmail Drive থেকে ভালো এইটা…nO dAubt!

    তোমার প্রোফাইল পিক টা আমার জোসস্ লাগে!!

    হা হা হা…….

    টিনটিন ভাই যখন বলেছে তাইলে জোসস্ হইতেই হবে!
    Twitter এও দিছি এইটা,দেখি ভরি ভরি msg আসতেছে 😛 😛 😛

@~♥ßŗiTТö♥~ ভাই আপনার প্রোফাইল পিক টা দয়া করে পরিবতন করেন। চোখে লাগে।

আর টিনটিন ভাইকে ধন্যবাদ।

ধন্যবাদ টিনটিন.