ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস [লেটেস্ট] সম্পূর্ণ ফ্রি !!!

ভাল একটি এন্টিভাইরাসের অভাবে আমরা সবাই সবসময় ভয়ে ভয়ে থাকি না জানি কখন কোন মারাত্নক ভাইরাস এসে আক্রমন করে। একারনে সকল ডাউনলোডিং সাইটেই দেখা যায় সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে বিভিন্ন এন্টিভাইরাস। কিন্তু কোন অ্যান্টিভাইরাস বেশি ভালো সে ব্যাপারে মত পার্থক্য থাকলেও সকল নামী দামী এন্টিভাইরাস গুলোই টাকা দিয়ে কিনতে হয়। যা আমাদের কাছে খুবই অপছন্দের ব্যাপার। কিন্তু কি করা ওদেরতো খেয়ে পরে বাঁচতে হবে, নাকি ?

যে যাই বলুক সবার প্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় এন্টিভাইরাস একটিই তা হলো “ক্যাসপারস্কি”। কিন্তু এর যা দাম তা আমাদের ধরা চোঁয়ার বাইরে।

কিন্তু নেট ঘাটতে ঘাটতে  আজ হটাৎ করেই “ক্যাসপারস্কি” এর একটি ফ্রি এন্টি-ভাইরাস চোখে এসে পড়লো। নামটি ছিল এমন “Kaspersky Virus Removal Tool 7.0.0.290 [07.11.2009]”

kaspersky1


ফ্রি বলেই মনে করেছিলাম এটি হয়তো অতো ভালো হবে না। যেহেতু একদম লেটেস্ট অর্থাৎ 07.11.2009 তারিখের তাই কষ্টকরে ৪৬ মেগাবাইটের এ সফটওয়াটি ডাউনলোড করলাম। কিন্তু এটি দিয়ে স্কেন করার পর আমার যে কি অপরিকল্পনীয় উপকার হলো তা আপনাদের বলে বুঝাতে পারবো না।

অনেকদিন ধরেই কোন এক অজানা কারনে আমার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স ছাড়া কোন সফটওয়ারই ইন্টারনেট অ্যাকসেস করতে পারতো না। সেখানে এ অ্যান্টিভাইরাসটির কারনে এখন আমার পিসি স্বাভাবিক হয়ে গেছে।

আমরাতো এতো ভালো এন্টিভাইরাস টাকা দিয়ে কিনতে নারাজ তাই এ সফটওয়ারটি আপনার কম্পিউটারের নিরাপত্তা বিভাগে যোগ দিলে অবশ্যই আপনি অনেক নির্ভার হতে পারবেন। আশাকরি এ সফটওয়ারটি আপনাদের কাজে লাগবে।

kaspersky2

তবে এ এন্টি-ভাইরাসটি যেহেতু ফ্রি তাই এতে আসল “ক্যাসপারস্কি” এর সকল সুবিধা পাওয়া যাবে না। এ সফটওয়ারটিতে রিয়েল টাইম স্কেনিং এর কোনো সুবিধা নেই আপনাকেই মেনুয়ালী এটি দিয়ে মাঝে মাঝে স্কেন করে কম্পিউটারের নিরাপত্তা পরীক্ষা করে নিতে হবে। রিয়েল টাইম স্কেনিং সুবিধা না থাকলেও আসল “ক্যাসপারস্কি” এর মত এটি সকল ভাইরাস, ম্যালওয়ার, স্পাইওয়ার ইত্যাদি আরো অনেক অজানা সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে।

এ সফটওয়ারটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:

লিংক ১: http://www.softpedia.com/progDownload/Kaspersky-Virus-Removal-Tool-Download-90524.html

লিংক ২: http://www.majorgeeks.com/download4515.html?2009-11-09

লিংক ৩: http://soft.softoogle.com/ap/kaspersky-avp-tool-download-7275.shtml

আমার এ টিউনটি কারো কারো উপকারে আসলে দয়া করে মন্তব্য করুন।

আপনাদের সবাইকে অসংখ্যা ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরাস ডাটাবেজ আপডেটের কোন অপশন আছে কি?

Level 0

আসা করি ভাল হবে

samehood ভাই। আপনার টিউনের তথ্য মতে:
আসল ক্যাসপারস্কি “প্রায় 97% self-Defense প্রদান করে যার ফলে ডারউইনের বিবর্তনের সূত্র মেনে নিয়ে আপনার দ্রুতগামী পিসিকে পরিনত করে ফেলে একটি মহান ধৈর্য্যশীল কচ্ছপে। যে কিনা প্রতিটি প্রোগ্রাম কাজ করার সময় ট্রাফিক পুলিশের দায়িত্বটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। আর আপনার পিসিকে মাত্রারিক্ত সুরক্ষিত করতে গিয়ে মাত্রারিক্ত স্লোও করে ফেলে।”
সেক্ষেত্রে এ সফটওয়ারটি মনে হয় একটু ভালো কারন এটা সম্পূর্ণ মেনুয়াল। মানে টাফিক প্রবলেম ফ্রি। কি বলেন ?

    Level 0

    হুম, তাই তো মনে হয়। দেখি ব্যবহার করে।
    ধন্যবাদ আপনাকে।

Level 0

আমাকে এইটি ব্যবহার করতে হবে। অজানা এক কারনে একটু সমস্যা অনুভব করছি।
ধন্যবাদ।

    ডাউনলোড করে দেখুন। উপকারে লাগতে পারে।

🙂

Level 0

তারেক মাহমুদ ভাই, আপনার দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারছিনা। দয়া করে ইমেইলে পাঠাবেন? [email protected]
ধন্য্যবাদ

    নুরজাহান আপু আমি আরো কয়েকটি সক্রিয় লিংক দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন।

Level 0

তারেক মাহমুদ ভাই, আপনকে অনেক অনেক ধন্য্যবাদ।

জটীল

ভাল