ডীপ ফিজ (Deep Freeze) নিয়ে পূর্বে অনেকবার টিউন হয়েছে। এই সফটওয়্যারটি এতটাই গুরুত্বপূর্ণ এবঙ মজার যে আবার এটা নিয়ে আলোচনা করার লোভ সামলাতে পারলাম। যারা ইতপূর্বে এ নিয়ে টিউন করেছেন তাদের নিকট ক্ষমাপ্রার্থী।
ডীপ ফ্রিজ (Deep Freeze) ইন্সটল করুন, সকল প্রকার এন্টিভাইরাস আনইন্সটল করুন আর সকল ধরণের দুশ্চিন্তাকে বিদায় জানান। এই ডীপ ফ্রিজ সেই ডীপ ফ্রিজ না। এটা একটা রিকভারী
সফটওয়্যার। অর্থাৎ কম্পিউটারের যেকোন ড্রাইভের উপর দিয়ে যত ঝড় তুফার ই বয়ে যাক না কেন, যত সফটওয়্যারই ইন্সটল করা হোক না কেন, যত কিছুই মুছে ফেলা হোক না কেন আর যত ভাইরাসই আক্রমন করুক না কেন কম্পিউটার রিস্টার্ট করার সাথে সাথে তা পূর্বের অবস্থায় ফিরে আসতে বাধ্য। এই সফটওয়্যার কেন ব্যবহার করবেন? কারন একটা এন্টিভাইরাস সকল প্রকার ভাইরাস ডিটেক্ট বার রিমোভ করতে পারে না। আবার ইন্টারনেট সংযোগ না থাকলে তা আপডেট করা যায় না। আর এন্টিভাইরাস থাকা সত্ত্বেও যদি ভাইরাস আক্রমন করেই ফেলে তাহলেতো কোন কথাই নেই। শুরু করুন উইন্ডোজ ইন্সটল। আর সাথে একগাদা ড্রাইভার আর সফটওয়্যার। যদি নিজে ইন্সটল করতে পারেন তাহলে অন্যের পিছু পিছু ঘুরতে থাকুন অথবা দোকানে নিয়ে যান আর কিছু টাকা শ্রাদ্ধ করে আসুন। না আমার এতো কিছু করার মতো সময় নেই। নিশ্চিন্তে ব্যবহার করব ডীপ ফ্রিজ। এখানে ক্লিক করে সিরিয়ারসহ সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। মাত্র ৫.২ মেগাবাইট।
ইন্সটল করার সময় শুধু C Drive টি সিলেক্ট করুন তা না হলে অন্য কোন ড্রাইভে কিছু কপি করে রাখলেও তা থাকবে না। আর ইন্সটল করার পর ডেস্কটপ, মাই ডকুমেন্ট বা সি ড্রাইভের অন্য কোথাও কোন কিছু কপি বা সেভ করলেও তা থাকবে না।
তাহলে যদি কখনো কোন সফটওয়্যার ইন্সটল বা আনইন্সটল করার প্রয়োজন হয় তাহলে কী করব? উপায় তো অবশ্যই আছে। তা হলো প্রথমে ডীপ ফ্রিজ ডিজেবল করে নেয়া। ডিজেবল করতে হলে টাস্কবারে থাকা ডীপ ফ্রিজ আইকনের উপর Shift চেপে ধরে ডাবল ক্লিক করুন।
তারপর পাসওয়ার্ড (যদি থাকে) দিয়ে লগ ইন করতে হবে। না থাকলে শুধু Ok করলেই হবে।
এরপর যে তিনটি অপশন আছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ডিফল্ট। এ অবস্থায় কম্পিউটার ফ্রিজ থাকবে। পরের অপশনে (Boot Thawed on Next) আপনি যদি ক্লিক করে ১/২ সেট করেন তাহলে ততবার রিবুট হবে ডিজাবল অবস্থায়। এ অবস্থায় আপনি যে কাজ করবেন তা ডিপফ্রিজ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে না। অর্থাৎ যখন কোন কিছু ইচ্ছে করে পরিবর্তন করবেন, বা কোন কিছু ইন্সটল বা আনইন্সটল করবেন তখন ২ নম্বর অপশনটি সিলেক্ট করে পিসি রিস্টার্ট করতে হবে। আর ৩ নম্বর বা সর্বশেষ অপশন (Boot Thawed) এটিকে পুরোপুরি ডিজাবল করে রাখে (এটা এই সফটওয়্যারটি আনইন্সটল এর বিকল্প)।
আর এ অপশনগুলি কাজে লাগাতে হলে আপনাকে পিসি অবশ্যই রিস্টার্ট দিতে হবে।
এখন যদি আপনি আনইনস্টল করতে চান তবে এটিক পুরোপুরি ডিজাবল করুন সর্বশেষ অপশনটি এনাবল করে। এবার কম্পিউটার রিস্টার্ট করুন। তারপর আপনি যে ফাইলটি দিয়ে ডিপ ফ্রিজ ইনস্টল করেছেন সেটিতে ডাবল ক্লিক করুন (এটি অবশ্যই আপনার কম্পিউটারে থাকতে হবে কারন ডিপ ফ্রিজ যেটি দিয়ে ইনস্টল করা হয় ঠিক সেই ফাইলটিই আনইনস্টল করতে কাজে লাগে। অর্থাৎ সবসময় এই সফটওয়্যারের সেট আপ ফাইলের ব্যাকআপ কপি রাখতে হবে।) এবার কমান্ড ফলো করে এটিকে আনইনস্টল করে ফেলুন।
ডীপ ফ্রিজ কোন এন্টি ভাইরাস বা ইউটিলিটি সফটওয়্যার না। এটা যেকোন ড্রাইভকে ফ্রিজ করে রাখতে পারে। মানে হচ্ছে, যদি আপনি কোন ড্রাইভকে ডীপ ফ্রিজ দিয়ে ফ্রিজ করে রাখেন তাহলে সেই ড্রাইভে আপনি আর কোন ধরণের পরিবর্তন করতে পারবেন। কোন ফাইল বা ফোল্ডার কপি করে রাখতেও পারবেন না আবার সেখান থেকে কোন ফাইল ডিলিটও করতে পারবেন না। তাই যদি C: ড্রাইভ ফ্রিজ করে রাখেন সেক্ষেত্রে Desktop, My documents, Donloads ইত্যাদিসহ C: ড্রাইভের কোথাও কোন ফাইল রাখতেও পারবেন না আবার ডিলিটও করতে পারবেন না (Read or Write কিছুই হবেনা।) । ফলে ভাইরাস আপনার সিস্টেমের যত ফাইলেই পরিবর্তন করুক না কেন রিস্টার্ট দেয়ার সাথে সাথে ফ্রিজ করার সময় যেমন ছিল ঠিক সেই অবস্থায় ফিরে যাবে। ফলে পিসি স্লো হওয়ারও কোন সম্ভাবনা নেই। কারন Temporary ফাইলও জমা থাকেবনা। তাই কোন ধরণের Utility বা Optimizer সফটওয়্যার ব্যবহার করার কোন প্রয়োজন নেই। তবে সাময়িকভাবে অথবা স্থায়ীভাবে ডিজেবল করে নিলে সবই (Read or Write) সম্ভব।
ডাউনলোড লিংক
আমি মোমেন আবদুর রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai windows 7 ar jonno deep freeze lagbo