আমি এ পর্যন্ত টেকটিউনস এ IDM, jDownloader, Free Download Manager, Orbit downloader ইত্যাদি ডাউনলোড ম্যানেইজিং সফটওয়ার সম্পর্কে অনেক টিউনই দেখেছি।
কোনটি সবচেয়ে ভালো এ ব্যাপারে মতভেদ রয়েছে। বিভিন্ন জন বিভিন্ন মতামত পোষন করে।
সবার কথাই বিশ্বাস করতে গিয়ে একে একে সবগুলোই ব্যবহার করে দেখেছি। কিন্তু সমস্যা হল এরা কেউই আমার মনের মত ডাউনলোড করতে পারছিল না। আমি গ্রামীনের মডেম ব্যবহার করি। এরা সবাই মোটামোটি ১২ থেকে ১৬ কিলোবাইট হারে ডাউনলোড করে। কোন কোনটি খুব শ্লো।
পরে আমি LifeHacker ওয়েবসাইটে সবচেয়ে ভালো ডাউনলোড ম্যানেজার হিসেবে দেখতে পাই DownThemALL! মজিলা ফায়ারফক্স অ্যাডঅনটি সম্পর্কে। ফ্লাশগেট এর অন্যতম প্রতিদ্ধন্দী। কিন্তু ব্যবহারকারীরাই ফ্লাশগেট ছেড়ে DownThemALL! ব্যবহার করা শুরু করেছেন এবং এই অ্যাডঅনটিকেই বেশি পছন্দ করেন।
আগ্রহ নিয়ে এটি ডাউনলোড করলাম এবং ব্যবহার করা শুরু করলাম। প্রায় ৪ -৫ আগে সেই শুরু এখন পর্যন্ত এটিকেই আমার কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হয়। এটিই আমার দেখা একমাত্র ডাউনলোড ম্যানেজার যার কথায় ও কাজে মিল আছে।
একারনেই এখন পর্যন্ত এটি প্রায় ৯০ লক্ষেরও উপরে ডাউনলোড হয়েছে।
শুরু DownThemALL! এর কারনেই ইন্টারনেট থেকে ১০০ মেগাবাইটের উপর ফাইল ডাউনলোড করা কোন ব্যাপারই না। আমি হরহামেশাই ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেছে মজার বিষয়।
গতকাল ডাউনলোড করছে ১৮০ মেগাবাইটের ফটোশপ ৭। আমার ডাউনলোড করা সবচেয় বড় ফাইল হচ্ছে ৩০২ মেগাবাইটের NetBean IDE.
গ্রামীন মডেম দিয়ে এত বড় ফাইল ডাউনলোডের কথা আগে আমি ভাবতেই পারতাম না। এখন আমি ভাবছি হয়তো কিছুদিনের মধ্যে ১০০০ মেগাবাইটের একটি বিশাল ফাইল ডাউনলোড করার মাইলফলক স্পর্শ করে ফেলব। কিন্তু এত বড় দরকারী ফাইল সাধারণত পাওয়া যায় না আর আমি খুব একটা মুভটুভি ডাউনলোড করি না।
DownThemALL! এর কারনে অনেক পেয়েছি। কিন্তু টেকটিউনস এ এটি সম্পর্কে কোন টিউন না দেখে DownThemALL! এ প্রতি সামান্য খানিকটা কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আমার এ টিউনটি করা।
নিচের আমি DownThemALL! এর অসংখ্য বৈশিষ্ট্যের মতে প্রধানগুলো তুলে ধরছি:
১। ফায়ারফক্সের টুল মেনু অপশন থেকে এটি খুবই সহজে ব্যবহার করা যায়।
২। DownThemALL! অপশনটি ক্লিক করার সাথে সাথেই একটি ওয়েব পেইজে যত লিংক আছে সবই আপনার সামনে এসে হাজির করবে এটি।
৩। এর সাহায্যে আপনি আপনার দারকারি ফাইলটি সিলেক্ট করে খুব সহজেই ডাউনেলোড করতে পারেন।
৪। preferences অপশন এর সাহায্যে আপনি আপনার ইচ্ছা মত ডাটা ফিল্টার করতে পারবেন।যেমন ধরুন আপন শুধু mp3 ফাইলই ডাউনলোড করতে চাচ্ছেন বা খুজছেন। তাহলে এ অফশনের অন্তর্ভূক্ত ফিল্টার ট্যাবটি ক্লিক করে mp3 সেট করে দিতে হবে।
৫। এরপর dTaOneClick অপশনটিতে ক্লিক করলেই এটি আপনার জন্য সকল ফিল্টার কৃত ডাটা ডাউনলোড করা শুরু করে দিবে। ফাইলগুলো আর আলাদাভাবে সিলেক্ট করতে হবে না।
৬। এতে রয়েছে Advanced auto-renaming options বা Renaming Mask option। যার ফলে আপনি অসংখ্য ট্যাগের মাধ্যমে আপনার ফাইলটির নাম ও ডিরেক্টরি গঠন করতে পারবেন।
৭। এটি আপনার কাঙ্খিত ফাইলটেকে কয়েকটি ভাগে ভাগ করে এবং সবগুলো ভাগকেই একই সাথে ডাউনলোড করা শুরু করে। ফলে ডাউনলোড করতে সময় লাগে খুবই কম।
৮। এতে ব্যবহারকৃত প্রযুক্তিটি আপনার ব্যান্ডউইথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে ফলে আপনার ডাউনলোডের স্পীডও হবে সর্বোচ্চ এবং যা আপনার অ্যাভারেজ ডাউনলোড স্পীডকে বাড়িয়ে দিবে ৪০০% এর মত।
৯। এর সাহায্যে আপনি যেকোন ফাইল ডাউনলোডিংকে ইচ্ছেমত পজ এবং রিস্টার্ট করতে পারবেন। কোন কারনে কম্পিউটার হটাৎ অফ হয়ে গেলেও কোন সমস্যা নেই। পরের বার অন করে দিলে যে পর্যন্ত ডাউনলোড করা হয়েছে তার পর থেকে অটোমেটিক আবার ডাউনলোড শুরু হয়ে যাবে। অর্থাৎ এ সফটওয়ারটিকে বিশাল ফাইল ডাউনলোডের দায়িত্ব দিয়ে ভরসা করা যায়।
১০। একই সাথে অনেক গুলো ফাইল ডাউনলোড করার সময় আপনি চাইলে এগুলোর অবস্থান উপর নিচে করতে পারবেন অর্থাৎ কোনটির ডাউনলোডের প্রাইওরিটি বেশি তা নির্ধারন করে দিতে পারবেন।
১১। যে ফাইলটি ডাউনলোড করছেন কোনভাবে তার নাম ডাউনলোড ফোল্ডারের অন্য কোন ফাইলের সাথে মিলে গেলে কোন সমস্যা নেই আপনি চাইলে আপনার ইচ্ছামত রিনেইম, ওভাররিটেন অথবা ডাউনলোডিং অ্যাবোর্ট করতে পারেন।
১২। এ সফটওয়ারটির সাহায্যে আপনি টাইম-আউট-ইন্টারভেল সুবিধার সাথে সাথে সবোর্চ্চ পরিমান ফাইল একই সাথে ডাউনলোড করার সুবিধাও পাবেন।
১৩। এটি কিছুদিন পরে পরেই আপডেট হয়। অর্থাৎ এটি আপনাকে রাখাবে আপ-টু-ডেইট এবং সবসময় আপনার কাছে পৌছে দিবে সর্বশেষ ডাউনলোডিং প্রযুক্তি।
১৪। আপনি সেট করে দিলে সব ডাউনলোড শেষ করার পর এ সফটওয়ারটি নিজে নিজেই অফ হয়ে যাবে।
১৫। এর সর্বশেষ ভার্সান ১.১.৭ Seamonkey 2 সাপোর্ট করে। ফায়ারফক্স ছাড়াও এটি Thunderbird/Shreadder, Flock, Songbird ইত্যাদির সাথে কম্পিটেবল।
এ মূল্যবান ডাউনলোড ম্যানেজারটি আপনার মজিলায় অ্যাড করতে পারবেন নিচের লিংক থেকে :
https://addons.mozilla.org/en-US/firefox/addon/201
আমার এ টিউনটি আপনাদের ভাল লেগে থাকলে দয়া করে মন্তব্য করে জানান।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
আমার পছন্দ IDM । কারণ IDM দিয়ে সকল ধরনের ভিডিও ফাইল ডাউনলোড করা যায়। কোন সাইটে কোন ভিডিও থাকলেই IDM অটোমেটিকেলি লোডিং হয় এবং screenএ লেখা আসে Download this video. এখানে ক্লিক করলেই সরাসরি কোন ঝামেলা ছাড়াই ডাউনলোড শুরু হয়। এই সুবিধা কি DownThemALL এড-অনসে পাওয়া যাবে?