সবচেয়ে ভালো ডাউনলোড ম্যানেজার কোনটি ???

আমি এ পর্যন্ত টেকটিউনস এ IDM, jDownloader, Free Download Manager, Orbit downloader ইত্যাদি ডাউনলোড ম্যানেইজিং সফটওয়ার সম্পর্কে অনেক টিউনই দেখেছি।

কোনটি সবচেয়ে ভালো এ ব্যাপারে মতভেদ রয়েছে। বিভিন্ন জন বিভিন্ন মতামত পোষন করে।

সবার কথাই বিশ্বাস করতে গিয়ে একে একে সবগুলোই ব্যবহার করে দেখেছি। কিন্তু সমস্যা হল এরা কেউই আমার মনের মত ডাউনলোড করতে পারছিল না। আমি গ্রামীনের মডেম ব্যবহার করি। এরা সবাই মোটামোটি ১২ থেকে ১৬ কিলোবাইট হারে ডাউনলোড করে। কোন কোনটি খুব শ্লো।

DTA1

পরে আমি LifeHacker ওয়েবসাইটে সবচেয়ে ভালো ডাউনলোড ম্যানেজার হিসেবে দেখতে পাই DownThemALL! মজিলা ফায়ারফক্স অ্যাডঅনটি সম্পর্কে। ফ্লাশগেট এর অন্যতম প্রতিদ্ধন্দী। কিন্তু ব্যবহারকারীরাই ফ্লাশগেট ছেড়ে DownThemALL! ব্যবহার করা শুরু করেছেন এবং এই অ্যাডঅনটিকেই বেশি পছন্দ করেন।

আগ্রহ নিয়ে এটি ডাউনলোড করলাম এবং ব্যবহার করা শুরু করলাম। প্রায় ৪ -৫ আগে সেই শুরু এখন পর্যন্ত এটিকেই আমার কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হয়। এটিই আমার দেখা একমাত্র ডাউনলোড ম্যানেজার যার কথায় ও কাজে মিল আছে।

একারনেই এখন পর্যন্ত এটি প্রায় ৯০ লক্ষেরও উপরে ডাউনলোড হয়েছে।

শুরু DownThemALL! এর কারনেই ইন্টারনেট থেকে ১০০ মেগাবাইটের উপর ফাইল ডাউনলোড করা কোন ব্যাপারই না। আমি হরহামেশাই ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেছে মজার বিষয়।

গতকাল ডাউনলোড করছে ১৮০ মেগাবাইটের ফটোশপ ৭। আমার ডাউনলোড করা সবচেয় বড় ফাইল হচ্ছে ৩০২ মেগাবাইটের NetBean IDE.

গ্রামীন মডেম দিয়ে এত বড় ফাইল ডাউনলোডের কথা আগে আমি ভাবতেই পারতাম না। এখন আমি ভাবছি হয়তো কিছুদিনের মধ্যে ১০০০ মেগাবাইটের একটি বিশাল ফাইল ডাউনলোড করার মাইলফলক স্পর্শ করে ফেলব। কিন্তু এত বড় দরকারী ফাইল সাধারণত পাওয়া যায় না আর আমি খুব একটা মুভটুভি ডাউনলোড করি না।

DTA2

DownThemALL! এর কারনে অনেক পেয়েছি। কিন্তু টেকটিউনস এ এটি সম্পর্কে কোন টিউন না দেখে DownThemALL! এ প্রতি সামান্য খানিকটা কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আমার এ টিউনটি করা।

নিচের আমি DownThemALL! এর অসংখ্য বৈশিষ্ট্যের মতে প্রধানগুলো তুলে ধরছি:

DTA3

১। ফায়ারফক্সের টুল মেনু অপশন থেকে এটি খুবই সহজে ব্যবহার করা যায়।

২। DownThemALL! অপশনটি ক্লিক করার সাথে সাথেই একটি ওয়েব পেইজে যত লিংক আছে সবই আপনার সামনে এসে হাজির করবে এটি।

DTA4

৩। এর সাহায্যে আপনি আপনার দারকারি ফাইলটি সিলেক্ট করে খুব সহজেই ডাউনেলোড করতে পারেন।

৪। preferences অপশন এর সাহায্যে আপনি আপনার ইচ্ছা মত ডাটা ফিল্টার করতে পারবেন।যেমন ধরুন আপন শুধু mp3 ফাইলই ডাউনলোড করতে চাচ্ছেন বা খুজছেন। তাহলে এ অফশনের অন্তর্ভূক্ত  ফিল্টার ট্যাবটি ক্লিক করে mp3 সেট করে দিতে হবে।

৫। এরপর dTaOneClick অপশনটিতে ক্লিক করলেই এটি আপনার জন্য সকল ফিল্টার কৃত ডাটা ডাউনলোড করা শুরু করে দিবে। ফাইলগুলো আর আলাদাভাবে সিলেক্ট করতে হবে না।

DTA5

৬। এতে রয়েছে Advanced auto-renaming options বা Renaming Mask option। যার ফলে আপনি অসংখ্য ট্যাগের মাধ্যমে আপনার ফাইলটির নাম ও ডিরেক্টরি গঠন করতে পারবেন।

৭। এটি আপনার কাঙ্খিত ফাইলটেকে কয়েকটি ভাগে ভাগ করে এবং সবগুলো ভাগকেই একই সাথে ডাউনলোড করা শুরু করে। ফলে ডাউনলোড করতে সময় লাগে খুবই কম।

৮। এতে ব্যবহারকৃত প্রযুক্তিটি আপনার ব্যান্ডউইথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে ফলে আপনার ডাউনলোডের স্পীডও হবে সর্বোচ্চ এবং যা আপনার অ্যাভারেজ ডাউনলোড স্পীডকে বাড়িয়ে দিবে ৪০০% এর মত।

DTA6

৯। এর সাহায্যে আপনি যেকোন ফাইল ডাউনলোডিংকে ইচ্ছেমত পজ এবং রিস্টার্ট করতে পারবেন। কোন কারনে কম্পিউটার হটাৎ অফ হয়ে গেলেও কোন সমস্যা নেই। পরের বার অন করে দিলে যে পর্যন্ত ডাউনলোড করা হয়েছে তার পর থেকে অটোমেটিক আবার ডাউনলোড শুরু হয়ে যাবে। অর্থাৎ এ সফটওয়ারটিকে বিশাল ফাইল ডাউনলোডের দায়িত্ব দিয়ে ভরসা করা যায়।

১০। একই সাথে অনেক গুলো ফাইল ডাউনলোড করার সময় আপনি চাইলে এগুলোর অবস্থান উপর নিচে করতে পারবেন অর্থাৎ কোনটির ডাউনলোডের প্রাইওরিটি বেশি তা নির্ধারন করে দিতে পারবেন।

১১। যে ফাইলটি ডাউনলোড করছেন কোনভাবে তার নাম ডাউনলোড ফোল্ডারের অন্য কোন ফাইলের সাথে মিলে গেলে কোন সমস্যা নেই আপনি চাইলে আপনার ইচ্ছামত রিনেইম, ওভাররিটেন অথবা ডাউনলোডিং অ্যাবোর্ট করতে পারেন।

১২। এ সফটওয়ারটির সাহায্যে আপনি টাইম-আউট-ইন্টারভেল সুবিধার সাথে সাথে সবোর্চ্চ পরিমান ফাইল একই সাথে ডাউনলোড করার সুবিধাও পাবেন।

DTA7

১৩। এটি কিছুদিন পরে পরেই আপডেট হয়। অর্থাৎ এটি আপনাকে রাখাবে আপ-টু-ডেইট এবং সবসময় আপনার কাছে পৌছে দিবে সর্বশেষ ডাউনলোডিং প্রযুক্তি।

১৪। আপনি সেট করে দিলে সব ডাউনলোড শেষ করার পর এ সফটওয়ারটি নিজে নিজেই অফ হয়ে যাবে।

১৫। এর সর্বশেষ ভার্সান ১.১.৭ Seamonkey 2 সাপোর্ট করে। ফায়ারফক্স ছাড়াও এটি Thunderbird/Shreadder, Flock, Songbird ইত্যাদির সাথে কম্পিটেবল।

এ মূল্যবান ডাউনলোড ম্যানেজারটি আপনার মজিলায় অ্যাড করতে পারবেন নিচের লিংক থেকে :

https://addons.mozilla.org/en-US/firefox/addon/201

আমার এ টিউনটি আপনাদের ভাল লেগে থাকলে দয়া করে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমার পছন্দ IDM । কারণ IDM দিয়ে সকল ধরনের ভিডিও ফাইল ডাউনলোড করা যায়। কোন সাইটে কোন ভিডিও থাকলেই IDM অটোমেটিকেলি লোডিং হয় এবং screenএ লেখা আসে Download this video. এখানে ক্লিক করলেই সরাসরি কোন ঝামেলা ছাড়াই ডাউনলোড শুরু হয়। এই সুবিধা কি DownThemALL এড-অনসে পাওয়া যাবে?

    নুর ভাই এটাতেও তবে শুধু টুলস মেনুতে গিয়ে dTa OneClick! চাপুন। সাথে সাথেই ডাউনলোড শুরু হবে। তবে আগে আপনাকে ফিল্টারে ভিডিও সেট করে রাখতে হবে।

    আমি আসলে এটা ব্যবহার করি স্পীডের কারনে।

    নুর, welcome to techtunes. কেমন আছ? তুমি NetVideoHunter এই addon টা ইউজ করে দেখতে পার। IDM যেটা পারেনা সেটা এ পারে। তবে download speedy করতে IDM ই BOSS. আমি যেটা করি তা হল, NetVideoHunter থেকে লিঙ্ক কপি করে IDM দিয়ে ডাউনলোড করি।

দেখি কেমন পারফরমেন্স পাই ……

আপনার দেয়া screen shoot-এ দেখলাম speed দেয়া আছে 99KB/s আসলেই কি প্রতি সেকেন্ড , pls দয়া করে জানান—
কারন আমি ট্রাই করে দেখলাম আমার speed আসছে 18 কিংবা 20 এর মত, অথচ আমি IDM থেকে পাই 28KB/s প্রতি সেকেন্ডে

    shohel islam ভাই। হা এটা মাঝে মাঝে ১৫০-১৬০ ওভারটেক করে। নেটওয়ার্কের ওপর ভিত্তি করে। আসলে এটা সেকেন্ডের ফ্রাকশানের মধ্যেও ডাউনলোডের গড় বের করে। আর যেহেতু এটি ডাউনলোড করছে অনেকগুলো ফাইল তাই গড় মাঝে মাঝে খুব বেশি হয়ে যায় মাঝে মাঝে কম দেখায়।

    আমি IDM ব্যবহার করলে ২০KB ও পানি না।

    আমিও প্রথম দিকে এটাকে পছন্দ করি নি। তবে প্রচুর উপকার পেয়েছি। কয়েকদিন একটু দেখুন দয়াকরে।

যারা IDM ব্যবহার করেন তাদের কাছে একটা প্রশ্ন:

IDM কি ওয়ার্লেস নেটওয়ার্কে ভালো কাজ করে না ? দয়া করে আমাকে একটু জানান।

TareqMahbub ভাই,
আমি এইমাত্র একটা সফটওয়্যার ডাউলোড করলাম এবং সর্বোচ্চ স্পীড পেলাম ১৩ কেবি/সে.

রুহুল আমিন ভাই আপনি কি গ্রামীন ইউজ করেন? গ্রামীনে এই সমস্যা কয়েকদিন জাবতই হচ্ছে। টেনওয়ার্ক শ্লো। বুঝলাম না এর সমাধান কি হতে পারে ?

আপনি অন্যকোন ডাউনলোডার দিয়ে এখনই আরেকটা ডাউনলোড করে দেখেন এটা কি এ সফটওয়ারটির দোষ না নেটের কারনে হচ্ছে।

ভাই ইন্টারনেটে একটু খুজলেই আপনি এ সফটওয়ারটি সম্পর্কে এর ব্যবহারকারীতের মত জানতে পারবেন। আমি নিজে কয়েক মাসে যা দেখেছি তাই বল্লাম। আমি আসলেই অন্য ডাউলোডার ব্যবহার করা ছেড়ে দিয়েছি।

আমি জিপি ব্যবহার করি । আর নেট স্পীড !!
https://www.techtunes.io/internet/tune-id/12520/

IDM দিয়ে একই সফটওয়্যার ডাউলোড করলাম এবং ডাউনলোড স্পীড আপডাউন করছে ১০-১৮ কেবি/সে এর মধ্যে

    বলেন কি ?? হতে পারে কিন্তু IDM আমি পছন্দ করি না। কারন এটা দিয়ে আমি কোন কাজই করতে পারিনি। জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    ভাই আমি বলছি না অবিশ্বাস করছি। তবে বেস্ট স্পীড কত উঠেছে তা মনে হয় দেখার জন্য যতক্ষন ডাউনলোড হয় ততক্ষনই তাকিয়ে থাকতে হয়।

    আমি DownThemALL দিয়ে সর্বোচ্চ ১৮৩ KB/s স্পীডে ডাউনলোড করতে দেখেছি। নিজের চোখকে অবিশ্বাস করি কিভাবে ভাই ?

    তবে IDM এর চেয়ে এটা একদিক দিয়ে অবশ্যই এগিয়ে কারন এটা সম্পূর্ণ ফ্রি।

Level 0

Mr. TareqMahbub,আপনি কি CIA জব করছেন? নাকি এমনিতেই ওই LOGO টা use করছেন?

    না eMON ভাই তবে আমার স্বপ্ন:

    ‍‍“পৃথিবীর সেন্ট্রাল ইন্টিলিজেন্স সংস্থাটি বাংলাদেশে হবে। আর দুর্নীতিতে নয় বুদ্ধিতে পৃথিবীকে নেতৃত্ব দিবে বাঙালিরা।”

    কি বলেন সম্ভব না ?

    যার দুনীর্তিতে শ্রেষ্ঠ হতে পারে তারা নিশ্চই চাইলে বুদ্ধিতেও শ্রেষ্ঠ হতে পারে নাকি ?

    একারনেই এ লোগোটা ব্যবহার করছি।

Level 0

download accelaretor এ পাই ৮-২৪ স্পীড….অন্যগুলা ব্যবহার করে মজা পাই না

    ধন্যবাদ রেজা ভাই।

Level New

হুমম ভালোই লেগেছে এড অনটা কিন্তু আমার লাভ নাই।ডেডিকেটেড লাইন আমার,যাই ব্যবহার করিনা না কেন 64 KBPS

    সেতু ভাই ধন্যবাদ। আচ্ছ ভাই ডেডিকেটেড লাইনে খরচ কেমন ?

    Level New

    এটা ভাই এলাকা আর আইএসপির উপর নির্ভর করে।আমি ১৫০০ টাকা বিল দেই।স্পীড যেমন ঠিকঠাক মতো পাই তেমনি লাইন ডিসকানেক্ট?গত ২ মাসে সবমিলায়ে ১ দিনও না।খুবই সন্তুষ্ট আমি।
    বাসাবো,ঢাকা।সিটিকম

    তথ্যটা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ সেতু ভাই। স্টুডেন্ট হিসেবে এ লাইনের খরচ আমার জন্য একটু বেশিই। আশা করি একদিন আমিও এই ধরনের লাইন ব্যবহার করতে পারবো।

    আমিও

Level 0

idm is the best

আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে সর্বোচ্চ গতিবেগ পেয়েছি ৮০০ kb আর সর্বনীম্ন ৩০০ kb সেকেন্ডে।তবে তা বাংলাদেশে নয় বাইরে।বর্তমানে ফ্রী ইন্টারনেট ম্যানেজার ব্যবহার করছি কেননা idm এর এক মাসের মেয়াদ শেষ হয়ে গেছে।বর্তমানে ফ্রী ইন্টারনেট ম্যানেজারে ১৩০ থেকে ৪৫০ kb পাই সেকেন্ডে।

    ধন্যবাদ প্রবাসী ভাই।

তারেক ভাই, এটা এত ভালো জিনিস হলে আপনাকে শাস্তি পেতে হবে । কারন ৩ মাস আগে কেন টিউন করেন নাই ? আমাদের কস্ট কম হত

    সাম্য ভাই আমার ধারনা ছিল সবাই এটা সম্পর্কে জানে। কিন্তু কেউই এটা নিয়ে কিছু বলাবলি করছে না এ বিষয়ে কোন টিউনও হচ্ছে না দেখেই আমি টিউনটা করলাম।

    janen 170mb ekta file download disi….36 hour chaise!!!!!!!!!!

    বলেন কি আমি ৩০০ মেগাবাইট ডাউনলোড করছি মাত্র ৪ ঘন্টার মত লাগছে বইলা মনে হয়।

bhi ami IDM kono limit charai use korchi. aktu search korle apnarao parben IDM unlimited use korte. r speed pai 1MB upore. tobe ta ami Americai bose pai. Bangladeshe ami gp dia highest 35KB paisi. tai amr kache IDM bes valo lage.

    ধন্যবাদ নিশান ভাই।

via youtube ta kivabe download korbo, aktu bistarito dile valo hoy.

ধুর মিয়া আমি IDM দিয়ে ৩ জিবি ফাইল ডাউনলোড দিছি ২৬৮ kbps স্পিডে downthemall এ ৫০ kbps আমার QUBEE মডেম।

Level 2

Not to bad