কমিক্সের প্রতি সকলের চরম আকর্ষন ও নতুন নতুন কমিক্স পড়বার বাসনাকে মাথায় রেখে বাংলাপিডিএফ এর পরিবেশনা হাই কুয়ালিটি এই কমিক্স । ৪ পর্বের কমিক্সটি এখুনি ডাউনলোড করুন!!
১ম পর্বঃ
বাড়ি গাড়ি সর্বস্ব খুইয়ে হান্টার যখন দিশেহারা, ঠিক তখুনি ধনী এক আর্কিওলোজিস্টের করা উইল থেকে সে পেয়ে গেল হাফ বিলিয়ন ডলার !!! কিন্তু এই টাকা উদ্ধার করতে হলে ওকে এক অসম্ভব অভিযানে নামতে হবে । উদ্ধার করতে হবে এমন এক জিনিস যা আগে কেউ চোখে দেখেনি । ওদিকে পলি চেস আর মিরান্ডা পিছু নিয়েছে ওর । যে করেই হোক তারা হাতিয়ে নিবে হান্টারের হাফ বিলিয়ন মুল্যের সম্পত্তি । ৪ পর্বের জমজমাট এক ধারাবাহিক কমিক্সের ১ম পর্ব , এখুনি ডাউনলোড করুন!
২য় পর্বঃ
আঙ্কেল ম্যাক্স এর দেয়া চাবি দিয়ে কবর খুলে একটা জেড পাথর পেল হান্টার । ডায়রিটা মিরান্ডা নিয়ে যাওয়ায় জেড পাথরটাই একমাত্র ক্ল্যু । 3D স্ক্যান করে অ্যাম্বার জানতে পারল জেড পাথরটার ইতিহাস। যা ওদেরকে নিয়ে গেল হাজার মাইল দূরে তীব্বতে । সেখানকার এক টেম্পলে পাওয়া গেল সম্রাট কনফুসিয়াসের ছবি । আরো পাওয়া গেল ইটালির ম্যাপ । কিন্তু……………
ডাউনলোড করুন রোমাঞ্চ আর এডভেঞ্চারে ভরপুর “হান্টার’স ফরচুন” কমিক্সটির ২য় পর্ব!!
৩য় পর্বঃ
কেউ বিশ্বাস করতে চাইছে না যে হান্টার ম্যাপে ইটালি দেখেছে । মিরান্ডার পাঠানো দৈত্য ওদের কাবু করে ম্যাপ ছিনিয়ে নিল। কিন্তু সেও কিছু দেখতে পেল না কাগজটায় । অবশেষে তিব্বতের এক লামার পরামর্শে ওরা চলল ইটালির রোমে। কিন্তু মিরান্ডা যে ওদের আগে গিয়েই বসে আছে ওখানে ! এখন কি হবে ?? শুরু হল প্রাণপন লড়াই । কিন্তু ওমন এক দৈত্যের সঙ্গে পারা কি মুখের কথা ?? চোখ ধাধানো অ্যাকশানে ভরপুর হান্টার’স ফরচুনের ৩য় পর্ব এসে গেছে আপনাদের কাছে । এখুনি ডাউনলোড করুন, আর হয়ে যান এডভেঞ্চার আর অ্যাকশানের সঙ্গি ।
৪র্থ পর্বঃ
আমরা পৌছে গেছি কাহিনীর শেষ প্রান্তে । ডায়রির কোড ভেঙ্গে অ্যাম্বার জানতে পারল লাল নদীর কথা । সেখানে আছে লাল নদীর দুর্গ । যা কিনা পানির নিচে লুকায়িত । অতএব রউনা হয়ে গেল ওরা গন্তব্যে । কিন্তু মিরান্ডা আর তার দৈত্য কি এত সহজে হাল ছাড়বে । অবশেষে সবাই এসে মিলিত হল আসল জায়গায় । পাওয়া গেল এতদিনের পরিশ্রমের ফসল এক্সকালিবুর । কিন্তু সেটা কি হাতে রাখতে পারবে হান্টার ? নাকি ওর কাছ থেকে ছিনিয়ে নিবে মিরান্ডা ? ৪ পর্বের জমজমাট কাহিনীটির শেষ উপখ্যান এখুনি ডাউনলোড করুন!!
আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো থাকতে চাই
কাহিনী শুনে তো লোভ লাগছে 😉 সময় করে ডাউনলোড করে পড়ে দেখবো। ধন্যবাদ ভালো ভালো বই গুলো আমাদেরকে দেত্তয়ার জন্য।