রিমুভাল ড্রাইভের সব ভাইরাস অথবা ট্রোজান কে আটকে দিন আপনার ইউএসবি পোর্টেই!!! এসে গেছে “USB Disk Security v6.1.0.432” এখন আরো শক্তিশালী রুপে………

আশা করি সবাই ভালো আছেন। নিয়মিত বিরতির পর আবারো আপনাদের কাছে ফিরে আসলাম, আবার আপনাদের ভালোবাসা কুড়াতে। আমি আপনাদের সবসময়ই ভালো ভালো সব টিউন উপহার দিতে চেস্টা করি, , জানিনা সেই চেস্টা কতটুকু সফল হয়। আজ আপনাদের উপহার দিব একটি গুরত্বপুর্ন সফটওয়্যার যেটি আশা করি সেটি আপনাদের সবারই কম বেশি কাজে লাগবে। সফটওয়্যারটির আগের ভার্সন নিয়ে একটি টিউন করেছিলাম, কিছুদিন আগে এটির নতুন ভার্সন এসেছে। এটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

বরাবরের মত চলুন প্রথমে জানি বিভিন্য ভাইরাস এবং ট্রোজান কিভাবে পিসি ইনফেক্ট করে।

প্রায় সব রকমের ভাইরাস এবং ট্রোজান ফালতু জিনিস যতক্ষন না পর্যন্ত এটি রান না হয়।


আমাদের পিসিতে ৯৫% ভাইরাস এবং ট্রোজান ছড়ায় ইউএসবি ড্রাইভের মাধ্যমে। সকল ভাইরাস এবং ট্রোজানের সাথে একটি অটোরান ফাইল থাকে যেটি সাধারনত অটোরান ভাইরাস হিসাবে পরিচিত।
এটি পিসিতে কোন ইউএসবি ড্রাইভ কানেক্ট করলে, ওই ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রামকে চালু করে পিসিতে প্রবেশ করায় এবং পিসির ১২টা বাজায়।
ওই অটোরান ফাইলটি ছাড়া সকল ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রাম অচল। শুধুমাত্র ডাবল ক্লিক ছাড়া এরা কোন সময়ই এক্টিভ হবেনা,এবং আপনি ম্যানুয়ালি এদের ডিলিট করতে পারবেন। সুতরাং যদি কোন উপায়ে ওই অটোরান ফাইলটি রিমুভ করা যায় তবে ভাইরাসের বাপের সাধ্য দুরের কথা দাদার সাধ্য নাই আপনার পিসিতে প্রবেশ করে।
একটু এডভান্স ইউজার হলে ইউএসবি ড্রাইভের কোন গুলো নরমাল ফাইল আর কোন গুলো ভাইরাস তা বুঝতে পারবেন। এবং চাইলে হাতে ডিলিট করতে পারবেন অথবা পিসিতে চাষ করতে পারবেন অথবা কারো দরকার হলে চরা দামে বিক্রি করতে পারবেন। অনেকে gpedit.msc পদ্ধতিতে পিসির অটোরান বন্ধ করে থাকেন আবার অনেকে Explore করে ব্রাউজ করেন,কিন্তু এগুলো করে কোন ফায়দা নাই। অটোরান ভাইরাস এই সব সিস্টেম ভেঙ্গে ফেলে পিসি ইনফ্যক্ট করে।
আজ যে ইউএসবি এন্টিভাইরাসটি আপনাদের সাথে শেয়ার করবো তার নাম USB Disk Security। সম্প্রতি এর নতুন ভার্সন v6 বের হয়েছে। এটি এখন আগের চেয়ে অনেক উন্নত এবং বেশি অপশন সমৃদ্ধ, এই ভার্সনে এর ইন্টারফেসও অনেক সুন্দর করা হয়েছে। এটি পিসির সবরকম অটোরান অফ করে এবং দুনিয়ার তাবত Autorun ফাইল এবং শক্তিশালি বাঘা বাঘা সব Autorun ভাইরাস (যেগুলি সব বাঘা বাঘা এন্টিভাইরাস যেমন Kaspersky, Nod32, Avast, AVG, Avira ডিটেক্ট করতে পারেনা) পার্মানেন্টলি হজম করে ফেলে যার ফলে যেকোন ভাইরাস বা ট্রোজান হয়ে যায় হাতের পুতুল যাকে আপনি যেমন খুশি নাচাতে পারবেন। বরাবরের মত চলে যাই সচিত্র বর্ননায়।
.

১. আপনার প্রোটেকশন স্ট্যাটাস।

২. আছে একটি শক্তিশালী ইউএসবি শিল্ড যা আপনাকে সকল অটোরান ভাইরাস সহ বেশ কিছু ভাইরাস হতে মুক্তি দিবে। এর মাধ্যমে নিরাপদে ইউএসবি ড্রাইভ ওপেন করা যাবে।

৩. আছে ইউএসবি স্ক্যান যা ইউএসবি পোর্টে রিমুভাল ড্রাইভ লাগানোর সাথে সাথেই অটোমেটিক স্ক্যান করবে।

৪. আর অটোরান পেলে তো কথাই নেই।

৫. আপনি আপনার ইউএসবি পোর্ট পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন, যার ফলে কেউ আপনার পিসি থেকে ইউএসবি দিয়ে কোন ডাটা চুরি করতে পারবে না অথবা ইউএসবি থেকে আপনার পিসিতে কোন ডাটা লপি করতে পারবে না।

৬. এছাড়া আছে ডিস্ক ক্লিনআপ, সিস্টেম রিপেয়ার এবং সিস্টেম অটো স্টার্ট আপের মত গুরুত্বপুর্ন অপশন।

৭. ভাইরাসের ডাস্টবিন!!!!!!
একনজরে দেখা যাক এর অফিসিয়াল স্প্যাসিফিকেশন গুলি,
.

Benefits and Features Block known and unknown threats from removable media

Best solution to protect offline computer

Prevent unauthorized persons from stealing your data

Compatible with other security software

Compatible with all popular Windows platforms

Fastest and lightest security software

তাই একদম দেরি না করে ঝটপট ডাউনলোড করে ফেলুন $55 মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি।

সিরিয়াল সাথে দেওয়া আছে, অ্যাক্টিভ করার আগে নেট কানেকশন অফ করে নিবেন।

টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai aapnake onek onek dhobnnoBaad, ae softWare ta ami koyek din dhore khujSelam…. really awsome soft, ami aageO use korese but new versionR jonno r ekta tnx, carry on bro;…..

আকাশ ভাই আপনার আগের USB Disk Security ব্যাবহার করেছি অনেক ভাল কাজ করে এখন এটাকে ব্যাবহার করব, ধন্যবাদ ভাই

Level 0

vai free te download kora jay amon kicu dile valo hoy…55 dollar diye kinar shamortho koy joner ace??asha kori next e free te download korar system bole diben.dhonnobad..

    @Moniirr: ভাই এটা সম্পুর্ন ফ্রী, ডাউনলোড করে নিশ্চিন্তে ইউজ করতে পারেন।

আমিতো ভাই 6.0.0.501 ব্যবহার করি অনেকদিন ধরেই।
ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।

    @আমিই আজাদ: আমার জানা মতে 6.0.0.432 হচ্ছে লাস্ট ভার্সন, এর অফিসিয়াল সাইট থেকে দেখুন। ধন্যবাদ

      @শুভ্র আকাশ: কমেন্টে ছবি আপলোড করার সিস্টেমটা আমার জানা নাই। তাই আপনাকে আমার এটার স্ক্রীনশট দেখাতে পারলাম না।
      কিছু মনে করবেন না। আমি 6.0.0.432 ভার্শনটাই ব্যবহার করছি।

        @আমিই আজাদ: দুঃখিত 6.0.0.501 ব্যবহার করি।

        @আমিই আজাদ:

        http://www.zbshareware.com/download.html

        দেখে নিন লেটেস্ট কোনটা…………

        @আমিই আজাদ: সরি ভাই আমি তো এইসব ব্যাপারগুলো কম বুঝি।
        তবে একটু ভাল করে লক্ষ্য করুন তাদের বর্তমান ভার্শনটি হচ্ছে ৬.১ যা আমার ভার্শনটিরও পরবর্তী ভার্শন।
        দেখার সুবিধার্থে আপনার দেয়া লিঙ্ক থেকে কপি পেষ্ট করলাম।
        USB Disk Security 6.1 for Windows

        Award-winning protection to secure your PC against threats from USB drive.

        To download and install USB Disk Security please follow these instructions.

        1. Download USB Disk Security 6.1

        2. Save the installer

        When the File Download dialog box appears click the “Save” button and download it onto your computer.

        3. Run the installer

        Please run the installer and follow the Setup Wizard to complete the installation.

    @আমিই আজাদ: সরি, এটা 6.1.0.432 হবে।

Level 0

vai pls keow cyberLink power dvd 12 er serial kyeR sate ekta valid link or post den, onek upokar hobe……

Level 0

Thanks, Nice Tune !!

Thanks

Level 0

6.8.0.501 TA USE KORCHI, ARO UPDATED LINK NIYE TUNE KORLE BHALO KORTE, JAI HOK ETA BHALO SOFT, USE KORI

ভাই এটাতো পুরান জিনিস। আমি প্রায় ৮মাস ধরে 6.0.0.501 ব্যবহার করি। ফালতু টিউন।

@রুহুল আমিন: ভাই যারা এত কষ্ট করে টিউন করে আমাদের উপকার করে তাদেরকে এই ভাবে কথা বলা উচিত না, ভাল কমেন্ট তারা প্রত্যাশা করে ।

অনেক-অনেক ধন্যবাদ।

Level 0

darun post ……..thanks………………suvro vai amake akta help,koren. ami neo geo r double dragon game tar vison fan but ami double dragon plus version ta khuje pacci na plz apni jodi paren tahole amk aktu help koren vai

বরাবরের মত আসাধারন…

Level 0

আকাশ ভাই……অনেক attractive টিউন হইছে ।
এটা অন্য কোন antivirus এর সাথে ইউজ করা যাবে কি?

Level 0

gpedit.msc এ লেখা Run লেখলে আসেনা কেনও আসেনা ভল্বেন

আবার ও জটিল একটি টিউন।অসাধারন…………

Level 0

ভাই খুব দরকারি একটা জিনিস । ধন্যবাদ

Thanks Bi

Level 0

Download link তো পাইতেছি না।please একটু দেন।

সবাই এত থ্যাংক্স …. ব্লা ব্লা ব্লা ……… বাট , ডাউনলোড লিঙ্ক ! নাই Invalid or Deleted File…. OMG !