আপনি সখের থ্রিডী ইউসার হওন বা প্রফেশনাল , রিয়েলিস্টিক রেন্ডারিং বা আউটপুট দেয়ার ব্যাপার টা একটু জটিল এবং সময় সাপেক্ষ। দেখা যায় একটা রেন্ডার করতেই আধা ঘণ্টা লেগে যায়। আর তার পরেও রিয়েলিস্টিক করতে পারেন না অনেকেই। বিশেষ করে যারা আরকিটেকচারাল ভিউ এর কাজ করেন তাদের কাছে সময় টা একটা খুব প্রয়োজনীয় জিনিস কারন ক্লায়ান্ট রা একদম ই সময় দিতে চান না। আর রিয়েলিস্তিক করতে হলে অনেক এক্সপেরিমেন্ট আর সময়ের প্রয়োজন। আজকে আমি যে সফটওয়্যার টার খোঁজ নিয়ে এলাম এটা দিয়ে আপনি করতে পারবেন রিয়েল টাইম রিয়েলিস্তিঙ্ক রেন্ডারিং। এর সবচাইতে মজার ব্যাপার হল , আপনি google sketchup , 3ds max , maya যাই ইউস করুন না কেন , এই সফটওয়্যার টা এগুলো সবটাকেই সাপোর্ট করে।আপনার তইরি করা মডেল টা লুমিওন এ নিয়ে আসুন আর ইচ্ছামত লুক দিন খুব সহজেই , নিচে একটা টিউটোরিয়াল ভিডিও দিলাম , দেখুন কত সহজ এটা। আর রিয়েলিস্টিক রেন্ডারিং এখন সেকেন্ডের ব্যাপার ! অহ , সফটওয়্যার তার নাম ই ত বললাম না, সফটওয়্যার টির নাম "লুমিওন" ... ডিটেইলস পাবেন এখানে
যে সকল 3D মডেল ফরমেত সাপোর্ট করে ... DWG, DXF, DAE, FBX, MAX, 3DS, OBJ
সফটওয়্যার টির বাজার মুল্যঃ € 1499
লুমিয়ন এ রেন্ডার করা ছবি ...
Lumion কীভাবে আপনার পছন্দের 3D সফটওয়্যারেড় সাথে ইউজ করবেন এই ভিডিও টা দেখলেই বুঝতে পারবেন http://www.youtube.com/watch?v=Fjxghyn8cas
Minimum system requirements
OS: Windows XP, Vista, 7 (32- or 64-bit) and DirectX 9.0c or later
System memory: 3GB (for simple scenes)
Graphics card: NVidia GeForce 9800 GTX or similar ATI/AMD, with at least 1GB memory
Recommended system requirements
OS: Windows 7 64-bit
System memory: At least 6GB
Graphics card: NVidia 460GTX / ATI 5850 or faster, with at least 1GB memory
ডাউনলোড সাইজ টা একটু বেশি ২.৫ গিগাবাইট
সফটওয়্যার ডাউনলোড লিঙ্কঃ http://download.lumion3d.com/65CA8430-2185-11E1-B8ED-1DD64724019B/Lumion2_1_Build4.zip
ক্রেকঃ http://freakshare.com/files/gevgnsff/lumion-crack_ehsan.zip.html
Mirror: http://www.multiupload.nl/UUQW6D0VBD
১)প্রথমেই আপনাকে হস্ট ফাইল এডিট করতে হবে যাতে সফটওয়্যার টি আপডেট না করতে পারে। C:\Windows\System32\drivers\etc\ এই ডিরেক্টরি তে hosts ফাইল টা notepad দিয়ে ওপেন করে একদম নিচে এই লাইন টা এড করে সেভ করুনঃ 127.0.0.1 backup.lumion3d.com
২) আপনার পিসি এর My Document এ গিয়ে "Lumion 2" নামে একটি ফোল্ডার তইরি করুন। তারপর সেখানে ক্র্যাক ফাইলগুলো থেকে myLumion.ppp ফাইল টা পেস্ট করুন।
৩) L21B4Patch রান করে পেচ করে নিন। ( ব্রাউজ করে C:\Program Files\Lumion 2.1 Build 4\Channels ডিরেক্টরি দেখিয়ে দিন ) । ব্যাস
আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।
অনেক দিন পর টিউন করলেন।
সত্যিই অবাক করার মত। ব্যাবহার করার ইচ্ছে আছে। প্রিয়তে রাখলাম।