এডভান্স সিস্টেম কেয়ার প্রো দিয়ে সহজেই ফাস্ট রাখুন কম্পিউটার !

বিসমিল্লাহির রহমানির রহিম

কম্পিউটারের কাজকর্মের ইয়ত্তা নেই । এই ছোট যাদুর বাক্সটি কি কি না করতে পারে । ব্যাবসা-বানিজ্য,শিক্ষা প্রতিষ্টান,এমনকি পারসনালভাবে এটি ব্যাবহার দিনে দিনে বেড়েই চলেছে । কত ধকলই না সামলাতে হয় বেচারাকে !!! তার ওপর আবার অধিকাংশ মানুষেরই অপারেটিং সিস্টেম পেইড নয় ।অর্থাৎ অপারেটিং সিস্টেমগুলোর লাইসেন্স জেনুইন নয় । তাহলেতো বেচারা বেহুশ হবেই । আর এর জন্যই অনেক সফটওয়ারের কাজ ঠিকমত করা যাচ্ছে না । অর্থাৎ কম্পিউটার কম্পিউটিয় দন্ডবিধি ৩০২ ধারা অনুসারে বারে বারে হ্যাং হচ্ছে । আর এর ফাকে বাজারে এসেছে কত তেল মাখানোর সফটওয়ার । সফটওয়ারগুলো তেল মাখায় কম্পিউটার ফাস্ট হয়,আবার যখন রিস্টার্ট দেন ওই পুরানা অবস্থা । অর্থাৎ নোংরা রকমের সিস্টেম রিস্টোর । তাই পিসিকে হর্সপাওয়ার গতির বানাতে কেনা চায় বলুন ? যদি আপনিও সেই গ্রুপের সদস্য হোন তাহলে আপনার জন্যই এই জঘন্যতম সফটওয়ার যা পিসিকে রাখবে ফাস্ট,গেম খেলাবে আরো তাড়াতাড়ি,সময় করে নিজেই কম্পিউটার ঝাড়ু দেবে,কম্পিউটারের ভেতরে পচে থাকা আবর্জনা(জাঙ্ক ফাইল) পরিষ্কার করবে,আর সময় পেলে আপনার ইন্টারনেটকেও মোটামুটি ফাস্ট বানিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি কাজ করবে । কি আমার কথা শুনে জিহবা বের করেছেন ? না ভাই এটা মোটেই খাওয়ার জিনিস নয়,এটা খাওনোর জিনিস । এটি পিসির জন্য এক চড়া মানের ওষুধ । আসুন দেখি সফটয়ারটির ইনস্টলেশন এবং বিভিন্ন ফিচারগুলো ।

ইনস্টলেশনঃ

              এটি ইনস্টল দেওয়া  পানির মত সহজ(থুক্কু পানির চেয়েও সহজ) । তাই এটির কোন স্ক্রিনসট দেখানো হল না । নিয়ম মত নেক্সট চেপে ইন্সটলেশন শেষ করুন । এইবার আসল কাজ গতবার আমি একটা লাইসেন্স দিয়েছিলাম যা দিলে বার বার এরর দেখাবে,কিন্তু সফটওয়ারটি ঠিকই ফ্রি থেকে প্রো হয়ে যায় । কিন্তু বাঙ্গালীরা সেটাতো আর বুঝে না । যাহোক এবারের লাইসেন্সটাতে অতটা খাটুনি নেই । চটপট আপগ্রেড এ ক্লিক করে লাইসেন্সটা দিয়ে নিন ।

এখানে ক্লিক করুন

ঝালিয়ে নেওয়ার কাজ আপাতত শেষ । এবার এটিকে কনফিগার করবার পালা । তো আর কি করার । কনফিগার করুন । যারা এত ঝামেলা করবেন না তারা বার বার নেস্কট চাপুন ।

কংগ্রাচুলেশন,আপনি শেষ  পর্যন্ত কোন রকমের অঘটন ছাড়াই ইন্সটল করতে পেরেছেন । সফটওয়ারটি ইনস্টল করতে পেরেছেন ।

এরপর পেয়ে যাবেন আপনার কাঙ্খিত সফটওয়ারটির মূল স্ক্রিন ।

মূল স্ক্রিন পরিচিতিঃ

Deep Care:   ছোটখাটো ওপশন হলেও এটি কাজগুলোকে কিন্তু গভির জলের মাছ । এটির কাজ অতি ব্যাপক । এটি একাধারে ফুল ম্যালওয়ার ফাইটার, ডিপ রেজিস্ট্রি ফিক্স,রেজিস্ট্রি ডিফ্রাগ, সিস্টেম অপ্টিমাইজেশন,স্টার্ট-আপ অপ্টিমাইজেশন,সর্টকাট ফিক্স,ভুলনারবিলিটি ফিক্স,জাঙ্ক ফাইল ক্লিন,ডিক্স স্ক্যান, সিকুরিটি ডিফেন্স,প্যাসিভ ডিফেন্স, ডিক্স ডিফ্রাগমেন্ট ইত্যাদি করে এক কোপে । তবে সময় একটু বেশি লাগে(প্রায় ৫-১০ মিনিট) ।

Quick Care:   এটি Deep Care এর ছোট ভাই । অতি তাড়াতাড়ি উপরের কাজগুলো করে । তবে ছোট ভাই বলে কাজটা সয়ংসম্পুর্ণ হয় না । এটি কাজ করে খুব তাড়াতাড়ি । আমার জঘন্য পিসিতে এটি এক মিনিটের মত সময় নেয় ।

Turbo Boost:  এটি অপ্রয়জনীয় সব প্রোগ্রামকে বন্ধ করে দিয়ে পিসি পরিবারে সুশান্তি বয়ে আনে । তবে যারা কম্পিউটার সম্পর্কে বেশি জানেন না তাদের এখানে না যাওয়াই ভালো । কেননা এটিতে কনফিগারের সময় প্রিন্টার সাপোর্ট বন্ধ করার একটি অপশন থাকে(পরে অবশ্য ফিরানো যায়) । পরে আবার বুস্ট করে নিজেই প্রিন্টার বন্ধ করে আবার কইয়েন না যে “ তিসাদ মিয়া,তুই এই সফটওয়ার দিয়া আমার প্রিন্টার হ্যাক করচোশ তোরে ছাড়মু না” ।

Tool Box: আমার মতে এটি এই সফটওয়ারটির একটি মহামূল্যবান অংশ ।  এখানে ৫ টা ইউনিটে ভাগ করা রয়েছে দারুন দারুন ২৮ টি টুলের সমারোহ । প্রতিটার কাজ সত্যিই দারুন । চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক টুলগুলো ।

যেসকল অপারেটিং সিস্টেম এ সাপোর্ট করবেঃ

  • Microsoft® Windows® 8
  • Microsoft® Windows® 7 (32-bit and 64-bit) Starter/ Home Basic/Home Premium/Professional/Ultimate
  • Microsoft® Windows® Vista (32-bit and 64-bit) Starter/Home Basic/Home Premium/Business /Ultimate
  • Microsoft® Windows® XP (32-bit and 64-bit) with SP2/SP3 or Home/Professional/Media Center
  • Microsoft® Windows® 2000

সিস্টেম রিকিউয়ায়মেন্টসঃ

  • 200 MHz processor or faster processor
  • 256 MB of RAM
  • 30 MB of free hard disk space

তবে আর দেরি কেনো এখনি ডাউনলোড করে নিন সফটওয়ারটি ।

ডাউনলোড করুন এখানে

Advanced SystemCare Pro 5.2 ডাউনলোড

Serial Key :   এখানে ক্লিক করুন

 

কাজে লাগলে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে । সমস্যা নাই,কোন টাকা লাগবে না । আপনার মত অনেক হাড়কিপ্টাগন এই গ্রুপের সদস্য  😀  😀

টেকটিউনস অফিসিয়াল গ্রুপ(সাইনবোর্ডবিহীন)

টেকটিউনসে আমার অন্যান্য টিউন

Level New

আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

so sorry আপনার link টা কাজ করে না. ঠিক করে দেন

একবার tune up utilities ইন্সটল করার পর , আমার রিসাইকেল বিন গায়েব হইয়া গেছিল।পরে পরে আনেক গুগ্লিং এর পর, একটা রেজিস্ট্রি এডিট করার পর আমি রিসাইকেল বিন ফিরে পাইছি।tune up utilities আপনারটার মতই একটা মেইন্টেইনেন্স সফটওয়্যার। Advanced SystemCare Pro তে এরকম কোন সমস্যা হবে না তো???

Level New

Invalid license key………

    @mukter: @emran.imam: লাইসেন্স কী ১০০% ঠিক আছে । প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন অফ করে নিন। এরপর এই সিরিয়াল কী দিয়ে চেষ্টা করুন। দুই-একবার ইনভ্যালিড কী বা এরর মেসেজ দেখাবে…..কিন্তু এরপর দেখবেন আপনার সফটওয়্যার Free থেকে Pro হয়ে যাবে। আমি অনেকদিন থেকে ইউজ করছি…খুবই কাজের জিনিস। পরামর্শ মত কাজ হলে আমার সাইটে একটা Like দিয়েন বস। http://www.bdsell.com

      ধন্যবাদ ভাই আমার হয়ে উত্তরটা দিয়ে দেওয়ার জন্য । সময়ের অভাবে কমেন্টগুলো রিপ্লাই করতে পারছিলাম না । আপনার ওয়েবসাইটটা কিছুটা স্লো মনে হলো । টেম্পলেটটা ঠিক কইরেন । আপনার ফ্যান পেজে একখান লাইক দিলাম,না হলো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না ।

Level 0

DFF7A-8204E-69ADE-0D5AA —- Invalid license key… Fal2 tune porlam nd download kore MB nosto korlam….

Level 0

license key invalid a rokom vua tune diea manuske dhoka debar ki dorkar?