ছেলে বাড়ি ফিরে এসেছে : গ্রামের লোকজনের কাছে ধরা পড়ে ৪ ডাকাত গনপিটুনি খেয়ে মারা গেল । ডাকাতদের একজন, নাম তার রাসু এসে আশ্র্য় নিল দর্শনের বাড়িতে । ছেলেটাকে পেলে টুকরো টুকরো করে ফেলবে গ্রামের মানুষ । এই ভয়ে দর্শন ছেলেটাকে লুকিয়ে রাখল । পুলিশের কাছেও দেবার উপায় নেই । রাসুর ঠাই হল দর্শনের বাড়িতে রান্নাঘরের পাশে । এদিকে দর্শনের মেয়ে বিথীকে দেখেই ভালো লাগে গেল রাসুর। ওকে ওর সাথে পালিয়ে যেতে বলল রাসু। কিন্তু বিথী কানে নিল না । রেগে গিয়ে রাসু এ কেমন ঝড় তুলল বিথির জীবনে ?? রাসুর দেখা কি আর পাবে বিথী ??? সুনীল গঙ্গোপাধ্যায় এর উপন্যাস “ছেলে বাড়ি ফিরে এসেছে” ।
যুবক-যুবতীরা: এই গল্প কিছু মানুষের গল্প । কয়েকজন বন্ধুর গল্প । কিছু মানুষের বেচে থাকার গল্প । তাদের সুখ, দুখের গল্প । ভালবাসার গল্প । অবিনাশ, তাপস, পরীক্ষিত, ছায়া, অনিমেষ গল্পের চরিত্র । আলাদা চরিত্রের এই মানুষ গুলোকে এক সূতায় বাধা যাবে না । কিন্তু সেই চেষ্টাই করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় তার ” যুবক-যুবতীরা ” উপন্যাসে ।
আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো থাকতে চাই
আপনার ওয়েবসাইটে ডাউনলোড লিংক সমূহ দয়া করে মিডিয়া ফায়ারে করার চেষ্টা করবেন। box.com/ এ প্রবলেম হয়