পুরানা আমলের ইনফ্রারেড প্রযুক্তি হয়ত খুব কম মানুষই ব্যবহার করেছেন। তবে ব্লুটুথ দিয়ে আমরা প্রায় মানুষই ফাইল ট্রান্সফারে অভ্যস্ত হয়ে গেছি। তবে সেই পুরানা আমলের ইনফ্রারেডই হোক আর ব্লুটুথই হোক। কোনটাতেই দ্রুতগতিতে ফাইল ট্রান্সফার করা যায় না। ইনফ্রারেডের কথা আর নাইবা বললাম তবে ব্লুটুথ দিয়ে মাত্র ১০ মেগবাইটের একটা ফাইল ট্রান্সফার করতেই প্রায় ১৫ মিনিটের মত লেগে যায়। ফলে ছোট-খাট ফাইল ট্রান্সফার করা ছাড়া ব্লুটুথ ব্যবহার করা অনেক বিরক্তিকর।
নতুন প্রযুক্তির ওয়াইফাই এর সাথে এখন আমরা সবাই পরিচিত। প্রতিটি ল্যাপটপেই এখন বিল্ট-ইন ভাবে ওয়াইফাই দেয়া থাকে। তাই স্বাভাবিকভাবেই ওয়াইফাই এর ব্যবহার/জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে। তবে অনেকেরই জানামতে ওয়াইফাই দিয়ে শুধুমাত্র নেট সেয়ার/ব্যবহার করা যায়। প্রথম প্রথম আমিও জানতাম না যে, ওয়াইফাই দিয়ে ফাইলও ট্রান্সফার করা যায়। তবে এটা স্বাভাবিক একটা ব্যপার ছিল কারণ ওয়াইফাই দিয়ে ফাইল ট্রান্সফারের সহজ কোন পদ্ধতি ছিল না। যারা কম্পিউটারের এক্সপার্ট শুধু তাদের পক্ষেই এত কষ্ট করে ওয়াইফাই দিয়ে ফাইল ট্রান্সফার করা সম্ভব ছিল।
আপনারা ইতিমধ্যে অনেকেই ওয়াইফাই দিয়ে নেট সেয়ারিং এর জন্য Connectify নামক এই সফটওয়ারটি ব্যবহার করেছেন। কেননা ওয়াইফাই দিয়ে নেট সেয়ারের জন্য সফটওয়্যারটির কোন তুলনাই হয়না।
জেনে খুশি হবেন যে, এই Connectify নামক সফটওয়ারটি বর্তমানে শুধুমাত্র নেট সেয়ারিং এই সীমাবদ্ধ নেই। সম্প্রতি Connectify তাদের নতুন 5.1 ভার্সনে নতুন সুবিধা যুক্ত করেছে। ফলে সফটওয়্যারটির সাহায্যে এখন ওয়াইফাই এর সাহায্যে দ্রুতগতিতে ফাইলও ট্রান্সফার করা যাবে।
Connectify এর দুই ধরণের ভার্সন আছে যথাঃ Lite এবং Pro। Lite ভার্সনটিতে আপনি দিনে শুধুমাত্র একবার যেকোন একটি ফাইল ট্রান্সফার করতে পারবেন। তবে Pro ভার্সনটিতে আনলিমিটেড। শুধুমাত্র নেট সেয়ারিং এর জন্য এতদিন Lite ভার্সনটি দিয়েই চলত। কিন্তু এখন এই সুবিধার জন্য বাধ্য হয়েই পাইরেসি করতে হবে। কেননা বর্তমানে দেশ থেকে এটি কিনে নেয়া সম্ভব নয়। যারা বাইরে থাকেন এবং কেনার সামর্থ আছে তারা 29$ দিয়ে এখান থেকে কিনে নিতে পারেন। নতুবা নিচের ইনস্টলেশন ও প্যাচকরণ প্রক্রিয়া দেখুন।
১. প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন [ প্রয়োজনে unzip করে নিন ]
২. ডাউনলোডের পর ConnectifyDispatchInstaller.exe ফাইলটিকে আপনার কম্পিউটারে ইন্সটল করুন [ রিষ্টাট করতে বললে রিষ্টাট করুন ]
৩. এরপর ConnectifyUpdateBlock.exe তে রাইট বাটন ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন এবং চালু হলে কিবোর্ড থেকে Enter চাপুন।
৫. তারপর ষ্ট্যাটাস বারের ঘড়ির পাশে Connectify এর আইকোনটিতে রাইট বাটন ক্লিক করে Enter License অপশনটিতে ক্লিক করুন।
৬. License.txt ফাইলটি ওপেন করুন এবং Email ও License Key টি Enter License এ কপি-পেষ্ট করুন। এবং ওকে করুন।
৭. ব্যাস ! আপনি সফলভাবে Connectify সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করেছেন এবং সফলভাবে প্যাচ/ক্রাকও করতে পেরেছেন। এভাবে প্রতিটি কম্পিউটারে সফটওয়্যাটি ইনস্টল করুন যেগুলিতে আপনি ফাইল ট্রান্সফার করতে চান। যদি শুধুমাত্র নেট সেয়ার করতে চান তাহলে প্রয়োজন নেই।
মূল কাজ আপনি করে ফেলেছেন ! অর্থাৎ Connectify সফটওয়্যারটি সফলভাবে ইন্সটল করে প্যাচ করেছেন। এখন ফাইল ট্রান্সফার করা কিংবা নেট সেয়ার করা অত্যান্ত সহজ।
১। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন নিচের ইমেজটির মত সব অপশন ঠিক রেখে Start Hotspot এ ক্লিক করুন। ( নেট সেয়ারের ক্ষেত্রে Internet to Share থেকে অবশ্যই Automatic নির্বাচন করে দিবেন।)
২। এবার যে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে বা নেট চালাতে চান সে কম্পিউটারে গিয়ে ওয়াইফাই সার্চ করলেই আপনার কম্পিউটারের Access Point টি পেয়ে যাবেন। Connect করুন। এখন আপনি কম্পিউটারটিতে আপনার সেয়ারকৃত নেট ব্যবহার করতে পারবেন। ফাইল ট্রান্সফার করতে নিচের ধাপটি দেখুন।
৩। এবার আপনার কম্পিউটারে যান সেখানে Connectify ওপেন করে Clients ট্যাব এ ক্লিক করুন। এখানে যে কম্পিউটারটি আপনার সাথে কানেক্ট হয়েছে সেটিকে দেখতে পাবেন। এখন যে ফাইলটি ওই কম্পিউটারটিতে প্রেরণ করতে চান সেই ফাইলটি ড্রাগ করে এনে ড্রপ করুন অথবা নিচের দেখানে ক্রিনশর্টটির দেখানো চিহ্নিটিতে ক্লিক করুন। এবং ম্যানুয়ালী যেকোন ফাইল সিলেক্ট করুন। যেটি আপনি প্রেরণ করতে চান।
৪। যে কম্পিউটারটিতে ফাইল ট্রান্সফার করতে চাচ্ছেন সেটিতে নিচের মত একটি ডায়লক বক্স পাবেন। Save As এ ক্লিক করে ফাইলটি কোথায় সেভ করবেন সেটি দেখিয়ে দিন। আর তাড়াহুড়া থাকলে Save To Desktop অর্থাৎ ডেক্সটপেই সেভ করতে পারেন।
৫। ব্যাস শুরু হয়ে গেল ফাইল ট্রান্সফারিং। 5-10 MBps এ ফাইলগুলি ট্রন্সফার হবে। কম্পিউটার দুটি পাশাপাশি থাকলে স্পীড আরও বেশি হবে।
৬। এবার পেনড্রাইভকে টাকা বলুন। 🙂 আর কোন ঝামলা ছাড়াই হাই স্পীডে ফাইল ট্রান্সফার করুন।
কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করাও খুব সহজ। এখানে আমি দেখাব কিভাবে কম্পিউটার থেকে NOKIA মোবাইলে ফাইল ট্রান্সফার করা যায়। তবে অন্যান্য ফোনগুলি অর্থাৎ Android কিংবা iPhone গুলিতেও এই একই পদ্ধতি অনুসরণ করে ফাইল ট্রান্সফার করা যাবে।
১। কম্পিউটার থেকে Connectify দিয়ে Hotspot চালু করুন (কম্পিউটার থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফারের প্রথম ধাপটি অনুসরণ করুন)
২। আপনার ফোনের Settings > Connectivity > WLAN এ যান (নোকিয়ার জন্য প্রযোজ্য, অন্যান্য ফোনে যেভাবে Wifi নেটওয়ার্কের সাথে যুক্ত হয় সেভাবে হউন।)
৩। এখানে আপনি সেয়ারকৃত কানেকশনটি দেখতে পাবেন। অপশন থেকে Start Web Browsing এ ক্লিক করুন। Checking Internet Connectivity আসলে Cancel করে দিন।
৪। এবার আপনার কম্পিউটার থেকে যে ফাইলটি মোবাইলে প্রেরণ করতে চান সেটিকে ড্রাগ এন্ড ড্রপ করুন অর্থাৎ সেন্ড করুন। নিচের মত একটি ডায়লক বক্স আসবে। এবং এখানে একটি এড্রেস দেয়া থাকবে। যেমন আমার http://Saiful:2987/ এসেছে। নাম না এসে ভিন্নও আসতে পারে যেমন http://197.130.2.1:2987/ ।
৫। উল্লেখিত এড্রেসটি আপনার মোবাইলের ব্রাউজারে লিখে ভিজিট করুন। এবং দেখুন Connectify এর একটি পেইজ এসেছে যেখানে Files For You তে আপনার প্রেরিত ফাইলটিকে দেখতে পাবেন। ফাইলটিতে ক্লিক করলেই ফাইলটি আপনার মোবাইলে ডাউনলোড শুরু হবে।
৬। ব্যাস ! কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড কমপ্লিট হবে।
কেমন লাগল? অবশ্যই জানাবেন। আর কোথাও বুঝতে না পারলে মন্তব্য করবেন।
হ্যাপি ফাইল সেয়ারিং
ভাল থাকুন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
অনেক কাজের একটা টিউন, ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য। ভাল থাকবেন সব সময়।