অত্যন্ত দ্রুতগতিতে (প্রায় 10mbps) ওয়াইফাই এর সাহায্যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে/মোবাইলে ডাটা ট্রান্সফার করুন !!! + XP/7 এ নেট সেয়ারিং

পুরানা আমলের ইনফ্রারেড প্রযুক্তি হয়ত খুব কম মানুষই ব্যবহার করেছেন। তবে ব্লুটুথ দিয়ে আমরা প্রায় মানুষই ফাইল ট্রান্সফারে অভ্যস্ত হয়ে গেছি। তবে সেই পুরানা আমলের ইনফ্রারেডই হোক আর ব্লুটুথই হোক। কোনটাতেই দ্রুতগতিতে ফাইল ট্রান্সফার করা যায় না। ইনফ্রারেডের কথা আর নাইবা বললাম তবে ব্লুটুথ দিয়ে মাত্র ১০ মেগবাইটের একটা ফাইল ট্রান্সফার করতেই প্রায় ১৫ মিনিটের মত লেগে যায়। ফলে ছোট-খাট ফাইল ট্রান্সফার করা ছাড়া ব্লুটুথ ব্যবহার করা অনেক বিরক্তিকর।

নতুন প্রযুক্তির ওয়াইফাই এর সাথে এখন আমরা সবাই পরিচিত। প্রতিটি ল্যাপটপেই এখন বিল্ট-ইন ভাবে ওয়াইফাই দেয়া থাকে। তাই স্বাভাবিকভাবেই ওয়াইফাই এর ব্যবহার/জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে। তবে অনেকেরই জানামতে ওয়াইফাই দিয়ে শুধুমাত্র নেট সেয়ার/ব্যবহার করা যায়। প্রথম প্রথম আমিও জানতাম না যে, ওয়াইফাই দিয়ে ফাইলও ট্রান্সফার করা যায়। তবে এটা স্বাভাবিক একটা ব্যপার ছিল কারণ ওয়াইফাই দিয়ে ফাইল ট্রান্সফারের সহজ কোন পদ্ধতি ছিল না। যারা কম্পিউটারের এক্সপার্ট শুধু তাদের পক্ষেই এত কষ্ট করে ওয়াইফাই দিয়ে ফাইল ট্রান্সফার করা সম্ভব ছিল।

আপনারা ইতিমধ্যে অনেকেই ওয়াইফাই দিয়ে নেট সেয়ারিং এর জন্য Connectify নামক এই সফটওয়ারটি ব্যবহার করেছেন। কেননা ওয়াইফাই দিয়ে নেট সেয়ারের জন্য সফটওয়্যারটির কোন তুলনাই হয়না।

জেনে খুশি হবেন যে, এই Connectify নামক সফটওয়ারটি বর্তমানে শুধুমাত্র নেট সেয়ারিং এই সীমাবদ্ধ নেই। সম্প্রতি Connectify তাদের নতুন 5.1 ভার্সনে নতুন সুবিধা যুক্ত করেছে। ফলে সফটওয়্যারটির সাহায্যে এখন ওয়াইফাই এর সাহায্যে দ্রুতগতিতে ফাইলও ট্রান্সফার করা যাবে।

Connectify এর দুই ধরণের ভার্সন আছে যথাঃ Lite এবং Pro। Lite ভার্সনটিতে আপনি দিনে শুধুমাত্র একবার যেকোন একটি ফাইল ট্রান্সফার করতে পারবেন। তবে Pro ভার্সনটিতে আনলিমিটেড। শুধুমাত্র নেট সেয়ারিং এর জন্য এতদিন Lite ভার্সনটি দিয়েই চলত। কিন্তু এখন এই সুবিধার জন্য বাধ্য হয়েই পাইরেসি করতে হবে। কেননা বর্তমানে দেশ থেকে এটি কিনে নেয়া সম্ভব নয়। যারা বাইরে থাকেন এবং কেনার সামর্থ আছে তারা 29$ দিয়ে এখান থেকে কিনে নিতে পারেন। নতুবা নিচের ইনস্টলেশন ও প্যাচকরণ প্রক্রিয়া দেখুন।

ইনস্টলেশন ও প্যাচ করণ প্রক্রিয়াঃ

১. প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন [ প্রয়োজনে unzip করে নিন ]

২. ডাউনলোডের পর ConnectifyDispatchInstaller.exe ফাইলটিকে আপনার কম্পিউটারে ইন্সটল করুন [ রিষ্টাট করতে বললে রিষ্টাট করুন ]

৩. এরপর ConnectifyUpdateBlock.exe তে রাইট বাটন ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন এবং চালু হলে কিবোর্ড থেকে Enter চাপুন।

৫. তারপর ষ্ট্যাটাস বারের ঘড়ির পাশে Connectify এর আইকোনটিতে রাইট বাটন ক্লিক করে Enter License অপশনটিতে ক্লিক করুন।

৬. License.txt ফাইলটি ওপেন করুন এবং Email ও License Key টি Enter License এ কপি-পেষ্ট করুন। এবং ওকে করুন।

৭. ব্যাস ! আপনি সফলভাবে Connectify সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করেছেন এবং সফলভাবে প্যাচ/ক্রাকও করতে পেরেছেন। এভাবে প্রতিটি কম্পিউটারে সফটওয়্যাটি ইনস্টল করুন যেগুলিতে আপনি ফাইল ট্রান্সফার করতে চান। যদি শুধুমাত্র নেট সেয়ার করতে চান তাহলে প্রয়োজন নেই।

ওয়াইফাই দিয়ে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল ট্রান্সফার এবং নেট সেয়ার করবেন যেভাবেঃ

মূল কাজ আপনি করে ফেলেছেন ! অর্থাৎ Connectify সফটওয়্যারটি সফলভাবে ইন্সটল করে প্যাচ করেছেন। এখন ফাইল ট্রান্সফার করা কিংবা নেট সেয়ার করা অত্যান্ত সহজ।

১। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন নিচের ইমেজটির মত সব অপশন ঠিক রেখে Start Hotspot এ ক্লিক করুন। ( নেট সেয়ারের ক্ষেত্রে Internet to Share থেকে অবশ্যই Automatic নির্বাচন করে দিবেন।)

২। এবার যে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে বা নেট চালাতে চান সে কম্পিউটারে গিয়ে ওয়াইফাই সার্চ করলেই আপনার কম্পিউটারের Access Point টি পেয়ে যাবেন। Connect করুন। এখন আপনি কম্পিউটারটিতে আপনার সেয়ারকৃত নেট ব্যবহার করতে পারবেন। ফাইল ট্রান্সফার করতে নিচের ধাপটি দেখুন।

৩। এবার আপনার কম্পিউটারে যান সেখানে Connectify ওপেন করে Clients ট্যাব এ ক্লিক করুন। এখানে যে কম্পিউটারটি আপনার সাথে কানেক্ট হয়েছে সেটিকে দেখতে পাবেন। এখন যে ফাইলটি ওই কম্পিউটারটিতে প্রেরণ করতে চান সেই ফাইলটি ড্রাগ করে এনে ড্রপ করুন অথবা নিচের দেখানে ক্রিনশর্টটির দেখানো চিহ্নিটিতে ক্লিক করুন। এবং ম্যানুয়ালী যেকোন ফাইল সিলেক্ট করুন। যেটি আপনি প্রেরণ করতে চান।

৪। যে কম্পিউটারটিতে ফাইল ট্রান্সফার করতে চাচ্ছেন সেটিতে নিচের মত একটি ডায়লক বক্স পাবেন। Save As এ ক্লিক করে ফাইলটি কোথায় সেভ করবেন সেটি দেখিয়ে দিন। আর তাড়াহুড়া থাকলে Save To Desktop অর্থাৎ ডেক্সটপেই সেভ করতে পারেন।

৫। ব্যাস শুরু হয়ে গেল ফাইল ট্রান্সফারিং। 5-10 MBps এ ফাইলগুলি ট্রন্সফার হবে। কম্পিউটার দুটি পাশাপাশি থাকলে স্পীড আরও বেশি হবে।

৬। এবার পেনড্রাইভকে টাকা বলুন। 🙂 আর কোন ঝামলা ছাড়াই হাই স্পীডে ফাইল ট্রান্সফার করুন।

কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করবেন যেভাবেঃ

কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করাও খুব সহজ। এখানে আমি দেখাব কিভাবে কম্পিউটার থেকে NOKIA মোবাইলে ফাইল ট্রান্সফার করা যায়। তবে অন্যান্য ফোনগুলি অর্থাৎ Android কিংবা iPhone গুলিতেও এই একই পদ্ধতি অনুসরণ করে ফাইল ট্রান্সফার করা যাবে।

১। কম্পিউটার থেকে Connectify দিয়ে Hotspot চালু করুন (কম্পিউটার থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফারের প্রথম ধাপটি অনুসরণ করুন)

২। আপনার ফোনের Settings > Connectivity > WLAN এ যান (নোকিয়ার জন্য প্রযোজ্য, অন্যান্য ফোনে যেভাবে Wifi নেটওয়ার্কের সাথে যুক্ত হয় সেভাবে হউন।)

৩। এখানে আপনি সেয়ারকৃত কানেকশনটি দেখতে পাবেন। অপশন থেকে Start Web Browsing এ ক্লিক করুন। Checking Internet Connectivity আসলে Cancel করে দিন।

৪। এবার আপনার কম্পিউটার থেকে যে ফাইলটি মোবাইলে প্রেরণ করতে চান সেটিকে ড্রাগ এন্ড ড্রপ করুন অর্থাৎ সেন্ড করুন। নিচের মত একটি ডায়লক বক্স আসবে। এবং এখানে একটি এড্রেস দেয়া থাকবে। যেমন আমার http://Saiful:2987/ এসেছে। নাম না এসে ভিন্নও আসতে পারে যেমন http://197.130.2.1:2987/

৫। উল্লেখিত এড্রেসটি আপনার মোবাইলের ব্রাউজারে লিখে ভিজিট করুন। এবং দেখুন Connectify এর একটি পেইজ এসেছে যেখানে Files For You তে আপনার প্রেরিত ফাইলটিকে দেখতে পাবেন। ফাইলটিতে ক্লিক করলেই ফাইলটি আপনার মোবাইলে ডাউনলোড শুরু হবে।

৬। ব্যাস ! কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড কমপ্লিট হবে।

কেমন লাগল? অবশ্যই জানাবেন। আর কোথাও বুঝতে না পারলে মন্তব্য করবেন।

হ্যাপি ফাইল সেয়ারিং
ভাল থাকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের একটা টিউন, ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য। ভাল থাকবেন সব সময়।

সাইফুল ভাই ভাল লাগছে আপনার টিউন টা। লাইক দিলাম+ প্রিয়তেও নিলাম। ধন্যবাদ আপনাকে

অনেক কাজের একটা পোস্ট করেছেন, আমি এখনই চেষ্টা করব আর আপনাকে অনেক ধন্যবাদ ।

(Android এর Root এর ব্যাপারে কিছু জানলে একটা পোস্ট করবেন,Pls..)

host file ta save hocche na… aktu help korben plz.

দেখি ট্রাই করছি। দারুন হয়েছে টিউনটা। 🙂 Nice!

Level 0

খুব ভাল হইছে ভাই উপকারী টিউন। কিন্তু conectify উভয় কম্পিউটারে থাকতে হবে, না কি একটায় হলেই চলবে?

    @Hridoy: উভর কম্পিউটারে না থাকলেও চলবে। সেক্ষেত্রে আপনাকে একটি এড্রেস দেয়া হবে যেটা যেকোন ইন্টারনেট ব্রাউজারে ভিজিট করলেই প্রেরিত ফাইলগুলি পেয়ে যাবেন।
    তবে ইন্সটল করলে বেশি সুবিধা পাবেন।

Level 0

conectify win xp te cholbe to ?

Level 0

khub valo akta tune likhechen….

Level 0

ধন্যবাদ

Reg তো করেছি কিন্তু কোন File তো পাঠাতে পারছি না…:(
Help me..

@সাইফুল ইসলাম সুন্দর টিউন । কিন্তু আমার Wi-Fi Device নাই । এখন প্রিয়তে রাখলাম, Device পেলে পরে ট্রাই করব।

প্রিয়তে রাখলাম… ভাল টিউন

Level 0

host file save hocsena.ki korbo?

    @shuvo: Hosts ফাইলটির এডিট নিয়ে টিউনটি আপডেট করা হয়েছে। এখন দেখে নিন।

hosts notepad এ আমারটায়তো অন্যরকম লেখাজোখা দেখতেছি:s আপনারটার মতো না 😕 এখন কি উপায়??
# Copyright (c) 1993-2009 Microsoft Corp.
#
# This is a sample HOSTS file used by Microsoft TCP/IP for Windows.
#
# This file contains the mappings of IP addresses to host names. Each
# entry should be kept on an individual line. The IP address should
# be placed in the first column followed by the corresponding host name.
# The IP address and the host name should be separated by at least one
# space.
#
# Additionally, comments (such as these) may be inserted on individual
# lines or following the machine name denoted by a ‘#’ symbol.
#
# For example:
#
# 102.54.94.97 rhino.acme.com # source server
# 38.25.63.10 x.acme.com # x client host

# localhost name resolution is handled within DNS itself.
# 127.0.0.1 localhost
# ::1 localhost

এইসব লেখা…

Level 0

mobile a connect korte gele “invaild server” ase. why?

Level 0

now all is ok. thnx bro.
u did a great job.

Level 0

desktop 2 laptop and laptop 2 desktop e file send kora jabe?

bosssssssssssssssssssssssssssssssssssssssss

host file er formate ke?.txt?naki onno kicu?

apni bollen 5-10mb………but ami windows share theke 2-3 er beshi pai nai…..ei soft use korle ki pawa jbe?

    @Snow Tushar: আমি সর্বচ্চ 6MBps পাইছি। আপনার WIFI ডিভাইজগুলা যদি ভাল মানের হয় তাহলে এরকমই পাবেন।

Level 0

এটাই খুজতেছিলাম আজ পেয়ে গেলাম। ধন্যবাদ সাইফুল।

সাইফুল ভাই অনেক ধন্যবাদ। ভাই আমি ডেস্কটপের সাথে রাউটার ইউজ করি এটা থেকে কি মোবাইলে বা অন্য কমম্পউটারে ফাইল ট্রান্সাফার করা যাবে?

জোস টিউন! 🙂

Level 0

লাইক + প্রিয়তে

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Level 0

ভাই নেট শেয়ারিং হচ্ছে না কেন? বুঝতে পারতেছি না।

Level 0

ata ki sodo wifi er jonno ? modem dea leptop to mobile connect kora jabe na ?

যা এতদিন ভাবনায় ছিল, তা আজ বাস্তবে দিলেন সাইফুল ভাই। ধন্যবাদ

কুতায় চিলে এতদিন আমিতো তুমাকেই কুজচি 🙂
ফাটাফাডি টিউন

“ফাটাফাডি টিউন” 😛 😛 😛 😆

amar laptop a wlan ase tahole ki hobe?

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ.
আমার একটা wifi যুক্ত মোবাইল আছে। আমার ডেক্সটপ কম্পিউটার থেকে নেট শেয়ার করে কি মোবাইল এ ব্যবহার করতে পারব ? অনেক দিন ধরে চেস্টা করছি কিন্তু পারছি না । আশা করি আপনি আমাকে সাহায্য করবেন।
ভাল থাকবেন

Level 0

ছক্কা! টিউনটির মাধ্যমে সাইফুল ভাই স্বভাবসুলভ ছক্কা মেরেছেন। আরও বেশি বেশি চাই।

Level 0

Vai ami setup ar jonno click kore ai masag dekhay>>
””””'”Sorry, connectify on windows xp requires service pack 3 or later.If you got this message while running windows 7, it means windows is running it in compatibility mode. Try renaming the installerto a new name and running it again.””””””
ki kora jay akhon?

Level 0

amar ta XP (SP2)

same msg amio paisi

ভাই আমার মোবাইল n73 ,,,আমার মোবাইলে কোন wifi নাই ,,,আমি কিভাবে use করবো,,,,,

Level 0

সাইফুল ভাই টিউন সুন্দর হইছে %PROGRAMDATA%\Connectify\settings (Windows 7 ও 8 ) এই সেটিং টাই পাচ্ছিনা কি করব জানাবেন আর এই রকম আরো কোনো সফটওয়্যার আছে কিনা জানাবেন

Bhai: Kindly apnar email address ta diben… I need ur suggestions badly. Your cooperation will be highly appreciated.

Level 0

really thnx 4 ur gr8 tune…………………..

অনেক সুন্দর একটি পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

thanks boss!!

Level 0

ভাই লাইসেন্স টা এখন আর কাজ করছে না ।

    @Arman: আনইন্সটল করে আবার ইনস্টল করুন। আর ইন্সটল থেকে লাইসেন্স দেয়া পর্যন্ত ইন্টারনেট অফ রাখবেন। আমার দেয়া ইন্সটলার ফাইলটির সাথে লাইসেন্সটি ব্যবহার করলে এক্সপায়ার হওয়া কথা নয়। পূণরায় চেষ্টা করে দেখুন।

    @Arman: নতুন লাইসেন্সঃ http://tinypaste.com/16050f2a

ভাই লাইসেন্স আর কাজ করছে না, কিছু একটা করেন। আমি অনেক দিন ধরে এটার পিছে লেগে আছি কিন্তু বশে আন্তেই পারছিনা>

সাইফুল ইসলাম ভাই Connectify থেকে মাঝে মাঝে মোবাইল এ স্পীড টানতে পারে কেন বলবেন প্লীজ ??????

সাইফুল ভাই, hello[at]saifulislam.info তে একটা মেইল পাঠিয়েছি। প্লিজ মেইলটা পড়েন…….

Saiful vai AWESOME ……………………………R kichu bolar moto vasha nai………………amar laptop a alwayes net thake kintu sob somoy loptop nia bose thakte iccha kore na………akhon theke mobile dia use korbo………………..

হুলস্থূল টিউন করছেন ভাই … একদম সরল আর পানির মত পরিষ্কার … একটা বাচ্চা ও বুঝতে পারবে … আমার বাসায় এক্কেবারে জমজমাট হটস্পট বানাইয়া ফালাইছি … অনেক দারুন টিউন … ধন্যবাদ ভাই … চালাইয়া যান ।

Level 2

wlan direct কি pc এর জন্য আছে কি?

Level 0

dur r mia softwere download ar link eror…. link den

ভাই নতুন লাইসেন্স কী টা আমাকে মেইল করেন। আপনার আপডেট মিডিয়া খাইয়া ফালাইছে
[email protected]

সুন্দর… 🙂