যারা অন্যদের সাথে কম্পিউটার শেয়ার করেন (হতে পারে সে আপনার বন্ধু কিংবা ভাই/বোন) বা পাবলিক পিসি ব্যবহার, তাদের মনে সবসময় একটু ভয় থেকেই যায় – এই বুঝি কেও আমার ফাইলগুলো মুছে ফেলল অথবা আমার ব্যক্তিগত ফাইলগুলো দেখে ফেলল। একটি উদাহরণ দেই – আমার মত আপনাদের যাদের ছোট ভাই/বোন আছে তারা নিশ্চয়ই মাঝে মাঝে দেখেন আপনার পছন্দের কোন গানের জায়গায় নতুন কোন গেমকে দেখা যাচ্ছে! তাই প্রায় সময়ই আমাদের অনেক দরকারি ফাইল অথবা ফোল্ডার লুকিয়ে রেখে জেতে হয়। আর এই কাজের জন্য ইন্টারনেটে আপনি অনেক সফটওয়্যার অথবা ট্রিক পাবেন। তবে যেহেতু এইক্ষেত্রে আপনার দরকারি ফাইলগুলোর নিরাপত্তার ব্যপার যুক্ত, তাই আমি অনুরোধ করব ঠিকমত না জেনে কোন ট্রিক অনুসরণ করবেন না অথবা Untrusted কোন সফটওয়্যার ব্যবহার করবেন না।
বেশিরভাগ ফাইল হাইডিং সফটওয়্যার উইন্ডোজ এর রেজিস্ট্রি তে প্রতিটি হাইড করা ফাইল এর জন্য একটি করে ভ্যলু যোগ করে যা উইন্ডোজ এক্সপ্লোরার থেকে ফাইল/ফোল্ডারটি হাইড করে। কিন্তু আপনি যদি দ্বিতীয় কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে দেখেন, তবে দেখবেন যে ফাইল/ফোল্ডার গুলো বহাল তবিয়তে unhide অবস্থায় আছে। তাছাড়া উইন্ডোজ এক্সপ্লোরার Administration মোডে চালু করলেও ফাইলগুলো দেখতে পাবেন। তাহলে বলুন আপনার ফাইলগুলো কি আসলেই হাইড করা আছে??? Protected Folder বিশ্বখ্যাত উইন্ডোজ সফটওয়্যার ডেভেলপার IObit এর অসাধারণ একটি সফটওয়্যার যা আপনার ফাইল/ফোল্ডার সম্পূর্ণ রূপে প্রোটেক্ট করে রাখবে। মূল বিষয়ে যাওয়ার আগেই আমার পিসি তে Protected Folder এর ডেমো নিচের ভিডিও থেকে দেখে নিন।
Protected Folder ব্যবহার করার জন্য প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে নিন। ইন্সটল করার সময় এটি IObit Malware Fighter আর Advance System Care অটোমেটিক ডাউনলোড করতে চাইবে। Skip এ ক্লিক করে ইন্সটল করুন।
ইনস্টল করার পরে Protected Folder প্রথমবারের মত ব্যবহার করার সময় আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। পছন্দের পাসওয়ার্ডটি দুই বার লিখে পাসওয়ার্ড মনে রাখার জন্য একটি হিন্ট লিখে OK তে ক্লিক করুন। মনে রাখবেন পরবর্তীতে প্রতিবার Protected Folder চালু করার সময় আপনার এই পাসওয়ার্ডটি লাগবে।
তারপর Protected Folder এর মেইন উইন্ডো ওপেন হবে। Protected Folder এর সাহায্যে কোন ফাইল/ফোল্ডার হাইড করতে ওই ফাইল/ফোল্ডার গুলো টেনে এনে Protected Folder এর উইন্ডোতে ফেলুন (Drag and Drop)। ফাইল/ফোল্ডার গুলো সাথে সাথেই প্রোটেক্টেড হয়ে যাবে। Drag and Drop ছাড়াও আপনি Add বাটনে ক্লিক করে ফাইল/ফোল্ডার যোগ করতে পারবেন।
ফাইল/ফোল্ডার আবার ফিরে পেতে Protected Folder এর মেইন উইন্ডো থেকে ফাইল/ফোল্ডার গুলো নির্বাচন করে Unlock এ ক্লিক করুন।
Protected Folder ডিফল্টরূপে ফাইল/ফোল্ডার গুলোর স্ট্যাটাস Hiden করবে এবং Read/Write Access Deny করবে। এই স্ট্যাটাস পরিবর্তন করতে অপশনে ক্লিক করুন।
এছাড়াও ডিফল্ট হিসেবে আপনি কোন পার্টিশন Protected Folder দিয়ে প্রোটেক্ট করতে পারবেন না কারণ পার্টিশনগুলো Protected Folder এর Exclude List এ আছে। Options > Exclude List এ গিয়ে Exclude List থেকে পার্টিশন গুলো রিমুভ করে তারপর পার্টিশন হাইড করুন।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সব বললাম। IObit Protected Folder সত্যিই কার্যকর একটি সফটওয়্যার। এটি একটি trialware টুল যা উইন্ডোজ 7, উইন্ডোস ভিসটা, উইন্ডোস এক্সপি তে কাজ করে।
IObit Protected Folder ডাউনলোড করুন (ট্রায়াল, $১৯.৯৫ মূল্য)
Giveaway: IObit Protected Folder এর ফ্রী লাইসেন্স পেতে এখানে ক্লিক করুন। (লিঙ্কটা ভয়ে ভয়ে দিচ্ছি। শুনেছি টিটিতে অ্যাডসেন্স লিঙ্ক দিয়ে অনেকে Invalid ক্লিক এর শিকার হয়েছেন। 🙁 তাই বাংলাদেশের জন্য আপাতত অ্যাডসেন্স বন্ধ রেখে লিঙ্ক দিলাম। আশাকরি অ্যাডে কেও ক্লিক করবেন না :P)।
শেষকথাঃ জুন মাসের আগে Giveaway চালু করার কোন আগ্রহ আমার ছিল না। কিন্তু EaseUS এর অনুরোধে ৩ দিন আগে তাদের একটি Mac প্রোডাক্টের Giveaway চালু করি (আমার ব্লগে Mac ভিসিটর নেই – এই কথা তাদের বলেছি। তবুও তারা ১৫ টি লাইসেন্স নেওয়ার অনুরোধ করে, আমি তাই বাধ্য হয়ে ৫ টি লাইসেন্স নিলাম।)। IObit Protected Folder এ ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণ রেস্পন্স পেলেও ওইখানে এখনও ১টি! তাই আমার ছোট্ট একটা অনুরোধ, কোন কাজে না লাগলেও দয়া করে এই Giveaway তে অংশ নিন :ঃ)।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ এই মাসে (মানে April মাস) আরও ৫ টি Giveaway Request আছে (Hotspot Shield Elite, Abelssoft Data Recovery, Stellar Phonix Data Recovery, Total Video Converter আর IObit Advanced System Care) । আমার নিজের পক্ষে অন্যান্য ব্যস্ততার মাঝে এগুলো সামলানো কঠিন। তাই কেও যদি Giveaway Moderator হতে ইচ্ছুক হন তবে reyad[at]abctrick.com এ একটা মেইল দেন প্লীজ।
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
১০ বা ১২ জন অ্যাপ্লাই করলে মাত্র ৫ জন পাবে । এটা কোন কথা হল।আপনি যদি অরিজিনাল লাইসেন্স কী দেন তবে ভিন্ন কথা কিন্তু আপনি নিজের টাকা খরচ করতে যাবেন অথবা আপনি ইন্টারনেট বন্ধ করে নিচের লাইসেন্স কী টি দিন
1BDC8-5BEE2-C3BBA-1ABBB