অনেক বছর আগের কথা।
তখন ইন্টারনেটে কাজের থেকে আফ-জাফ কাজ বেশি করতাম। তখনও ফায়ারফক্স ব্যবহার করা শুরু করিনি। ইন্টারনেট এক্সপ্লোরারেই সব কাজ করতে হত। প্রতিবার ব্যবহারের পর ম্যানুয়ালি সব ফাইল, হিস্ট্রি ডিলিট করতে হত। খুবই বিরক্তিকর কাজ ছিল এটা। আর না করেও উপায় ছিল না, পাছে কেউ জেনে যায় আমি নেটে বসে কী সব করছি।
সব বন্ধুদের কাছে সাহায্য চাইলাম। কেউ তেমন কোন সাহায্য নিয়ে এগিয়ে আসতে পারল না। শেষে রেগে-মেগে নিজেই অনুসন্ধানে বসি- কী করা যায়? গুগল, ইয়াহু, এমএসএনে খুঁজে খুঁজে শেষে Crap Cleaner নামে একটা সফটওয়্যার পাই। খুবই কাজের। আমার সব কাম-আকাম এক ক্লিকেই ডিলিট! আর কে পায়?
স্কুল এভাবেই পার হল।
কলেজে উঠে যাবার পর আমি ওয়েব নিয়ে কাজ করা শুরু করি। বিদেশি হাজারো ওয়েব দেখে জোড়াতালি দিয়ে নতুন ওয়েব বানানোর চেষ্টা। আমার কম্পিউটারের কন্ফিগারেশন ভাল ছিল না। অতিরিক্ত ব্রাউজিংয়ের ফলে পিসি স্লো হয়ে যেত। কিন্তু Crap Cleaner এর বদৌলতে আমার তেমন কোন সমস্যা হয়নি।
ইউনিতে উঠে যাবার পর কাজের পরিসীমা বৃদ্ধি পেল। নানান ধরনের হিসাব-নিকাষ, হেন-তেন। মনে আছে ঢাবিতে থাকা কালে আমি আমার অনেক বন্ধুকে এই সফটের কথা বলেছিলাম। যারা একবার ব্যবহার করেছে তারা আর ছাড়েনি।
এখন দেশে থেকে অনেক দূরে। হিসাবের দাড়োয়ান। এখন পর্যন্ত ছাড়তে পারি নাই Crap Cleanerকে। এখন Crap Cleaner আমার পিসির স্তূপ হয়ে জমে থাকা ফাইলই শুধু ডিলিট করে না। রেজিস্ট্রি ক্লিনিং-এর কাজটিও করে নিঁখুত ভাবে।
আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। নিশ্চয় ভাল লাগবে।
আমি সাঈদ রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা নিয়ে প্রযুক্তিবিদ ভাই একটা খুবই দারুন টিউন লেখেছিল https://www.techtunes.io/featured/tune-id/60/।