আটটি বেস্ট ডাটা রিকোভারী সফটওয়ার!!!(সবগুলোই ফ্রি)

FrustratedWoman

দুর্ঘটনা ক্রমে আমরা অনেকেই অনেক সময় খুব প্রয়োজনীয় ফাইল মুছে ফেলি। তখন আমাদের মত হতাশ লোক খুজে পাওয়া মুশকিল হবে। কিন্তু ভয়ের কোন কারন নেই কারন মুছে যাওয়া যেকোন ফাইল উদ্ধার করার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রিকোভারী সফট্ওয়ার। সমস্যা হল বাজারে যেসকল রিকভারী সফটওয়ারগুলো আছে সেগুলোর দাম আমাদের নাগালের বাহিরে। আর যেগুলো ফ্রি তার কোনটিই আবার সব ধরনের ফাইল রিকভার করতে পারে না। একারনেই আমি আজকের টিউনটি করেছি। যাতে প্রয়োজনের সময় আপনারে ঠিক আপনার প্রয়োজনীয় ফ্রি রিকোভারী সফট্ওয়ারটি হাতে পেতে পারেন।

নিচে ৮টি বেস্ট ফ্রি রিকোভারী সফট্ওয়ার সম্পর্কে যথাসম্ভব বিস্তারিত লিখা হল:

recuva12

1. Recuva: এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হল:

  • এটি ব্যবহার খুবই সহজ। স্কেন করার পর শুধু বাছাই করতে হয় কোন ফাইলটি আপনি রিকোভার করতে চান।
  • পেন ড্রাইভ থেকও চালানো যাবে।
  • সকল ধরনের ফাইল ফরমেট রিস্টোর করতে পারে।
  • এটি ফরমেটেড ড্রাইভ থেকেও ডাটা রিকোভার করতে পারে।
  • মুছে ফেলা ইমেইল খুজে বের করতে পারে।
  • FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS + EFS ইত্যাদি ফাইল সিস্টেম সাপোর্ট করে।
  • যেকোন ধরনের মেমোরী কার্ড, ক্যামেরা, মোবাইল, ফ্লফি ডিস্ক ইত্যাদি থেক্ওে এটি মেমোরী রিকোভার করতে পারে।
  • এটি এক্সটারনাল জিপ ড্রাইব, পেন ড্রাইভ, USB হার্ড ড্রাইভ, ফায়ারওয়ার হার্ড ড্রাইভ থেক্ওে এটি মেমোরী রিকোভার করতে পারে।
  • এটি প্রচন্ড গতি সম্পন্ন একটি ডাটা রিকোভারী সফট্ওয়ার।
  • যেকোন ফা্ইলকে এটি এমন ভাবে মুছে ফেলতে পারে যেন আর কখনোই তা ফিরে পা্ওয়া না যায়।
  • উইন্ডোজের সকল ভার্সান এবং ৩৭+ ভাষা সাপোর্ট করে।
  • সফটওয়ারটি ৩.৬৫ মেগাবাইটের।

সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

http://www.piriform.com/recuva

pcinspector

2. PC INSPECTOR: এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হল:

  • CF/SD/MMC/MS memory card এবং অন্যান্য ডাটা ক্যারিয়ার থেকে এটি ডাটা রিকোভার করতে পারে।
  • ফ্লাশ কার্ড, স্মার্ট মিডিয়া, সনি মেমোরী ডিস্ক, IBM মাইক্রো ড্রাইভ, মাল্টিমিডিয়া ড্রাইভ, সিকিওর ডিজিটাল কার্ড, এবং অন্য সকল ধরনের ডাটা ক্যারিয়ার থেকেও এটি ডাটা রিকোভার করতে পারে।
  • PC inspector ই প্রথম
  • এটি সকল Win 9x, ME, NT 4.0, XP and Windows™ 2000 systems সাপোর্ট করে।
  • এ সফট্ওয়ারটি RJ, AVI, BMP, CDR, DOC, DXF, DBF, XLS, EXE, GIF, HLP, HTML, HTM, JPG, LZH, MID, MOV, MP3, PDF, PNG, RTF, TAR, TIF, WAV, and ZIP, jpg, .amr, .tif, .bmp, .gif, .crw(Canon) , .raf(Fuji) , .raw (RICOH), .orf (E-XX, Olympus), .orf (C5050, Olympus), Nokia 3gp, .dcr(Kodak), .mrw(Minolta), .nef (D1H/D1X, Nikon), .nef (D2H/D2X, Nikon), .nef (E5000/E5700, Nikon), .x3f(Sigma - Foveon), mp4, QuickTime .mov (Konica Minolta), .avi, QuickTime .mov format, .wav, .dss  ইত্যাদি অসংখ্যা ফরমেটের ফাইল রিকোভার করতে পারে।
  • দুর্ঘটনাক্রমে যদি হার্ডডিস্কের কোন বুট সেক্টর অথবা FAT ডিলেট হয়ে যায় তাহলও এটি স্বয়ংক্রিয়ভাবেই পার্টিশান খুজে বের করতে পারে।
  • সফটওয়ারটি ৬.২ মেগাবাইটের।

সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

http://majorgeeks.com/PC_INSPECTOR_smart_recovery_d5040.html

Pandora-Recovery_7

3. Pandora Recovery: এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হল:

  • এটি যেকোন ধরনের আরকাইভ ফাইল, লুকায়িত ফাইল, ইনক্রিপ্ট করা ফাইল এবং কপ্রেস্ড ফাইল রিকোভার করতে পারে।
  • অল্টারনেটিভ ডাটা স্ট্রীম বা ADS ফাইল রিকোভার করতে পারে।
  • যেকোন ধরনের ইমেজ, ডকুমেন্ট, মুভি বা অন্যান্য সকল ফাইল রিকোভার করতে পারে।
  • এ সফটওয়ারটি এর রিকোভারীর সফলতার পরিমান শো করে।
  • ‌এটি FAT16, FAT32, NTFS, NTFS5 এবং NTFS/EFS ইত্যাদি ফাইল সিস্টেম সাপোর্ট করে।
  • Windows Vista, Windows XP, Windows 2003 and Windows 2000 ইত্যাদি অপারেটিং সিস্টেমের সাথে কম্পিপেটিবল।
  • BMP, GIF, JPG, PNG, ICO,TIF, TGA, PCX, WBMP, WMF, JP2, J2K, JBG, JPC, PGX, PNM, RAS, CUR, TXT, LOG, INI, BAT, RTF, XML, CSS ইত্যাদি অসংখ্য ফাইল ফরমেট সাপোর্ট করে।
  • এ সফট্ওয়ারটি ৩.১ মেগাবাইটের।

সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

http://download.cnet.com/Pandora-Recovery/3000-2094_4-10694796.html?part=dl-PandoraRe&subj=dl&tag=button

glary-undelete-file-recovery

4. Glary Undelete: এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হল:

  • FAT, FAT16, FAT32, NTFS, NTFS5 , NTFS + EFS ফাইল সিস্টেম সাপোর্ট করে।
  • যেকোন ধরনের কম্প্রেস্ড, ফ্রাগমেন্টেড বা এনক্রিপ্টেড ফাইল সাপোর্ট করে।
  • যেকোন বেসিক বা ডাইনামিক ভলিউম থেকে ডাটা রিকোভার করতে পারে।
  • যেকোন রিমোভেবল ডিভাইসে মেমোরী হতে ডাটা রিকোভার করতে পারে।
  • XP/ VISTA / 2003 Server Operating Systems ইত্যাদি অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
  • এর ইন্টারফেইস খুবই ইউজার ফ্রেন্ডলী।
  • এ সফট্ওয়ারটি মাত্র ১.৫৮ মেগাবাইটের।

সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

http://www.glarysoft.com/gun.html

free-tokiwa-datarecovery

5. TOKIWA DataRecovery: এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হল:

  • FAT12,FAT16,FAT32,NTFS ইত্যাদি ফাইল সিস্টেম সাপোর্ট করে।
  • কমপ্রেস্ড NTFS ফাইল উদ্ধার করতে পারে।
  • EFS ফাইল রিকোভার করতে পারে।
  • পুনরুদ্ধার করা যায় না এমন ভাবে ফাইল মুছতে পারে।
  • এটি সম্পূর্ণ পোর্টেবল।
  • একটি ডিরেক্টরির সকল ফাইলকে একই সাথে আনডিলেট করা যায়।
  • WinNT/2000/XP/Vista সাপোর্ট করে।
  • এ সফটওয়ারটি মাত্র ২০০ মেগাবাইটের।

সফটওয়ারটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:

http://www.snapfiles.com/get/tdatarecovery.html

ADRC-Data-Recovery-Express_1

6. ADRC Data Recovery Software Tools: এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হল:

  • এটি যেকোন ধরনের হার্ড ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, জিপ ড্রাইভ, বেসিক বা ডাইনামিক ভলিউম, কম্প্রেস্ড বা ফ্রাগমেন্টেড ফাইল, কম্প্যাক্ট ফ্লাশ, স্মার্ট মিডিয়া, USB ড্রাইভ ইত্যাদি থেকে ডাটা রিকোভার করতে পারে।
  • এটি কিছু পিজিক্যালি ডেমেইজ হওয়া ডাইভ থেক্ও ডাটা রিকোভার করতে পারে।
  • ডিস্ক ক্লোন ব্যাকআপ করতে পারে।
  • ডিস্ক ইমেইজ ফাইল তৈরি করতে এবং এটি যেকোন ধরনের রিমোভেবল মিডিয়াতে লিখতে পারে।
  • এটি কোন ড্রাইভের বুট সেক্টর ইমপোর্ট এবং এক্সপোর্ট করেতে পারে।
  • Windows 95/ 98, Windows ME, Windows NT, Windows 2000, Windows XP and Windows 2003 ইত্যাদি অপারেটিং সিস্টেমে কম্পিটেবল।
  • NTFS এবং FAT ফাইল সিস্টেম সাপোর্ট করে।
  • এ সফটওয়ারটি মাত্র ৪৬ কিলোবাইট।

সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

http://www.adrc.com/software/data_recovery_tools/

softperfect-file-recovery

7. SoftPerfect File Recovery: এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হল:

  • এটি যেকোন ধরনের হার্ড ড্রাইভ, USB ফ্লাস ড্রাইভ, CF , ‍SD এবং অন্যান্য সকল ধরনের স্টোরেজ মিডিয়া থেকে তথ্য উদ্ধার করতে পারে।
  • FAT12, FAT16, FAT32, NTFS এবং NTFS5 ইত্যাদি ফাইল সিস্টেম সাপোর্ট করে।
  • এটি ইন্সটল না করেই ব্যবহার করা যায় অর্থাৎ সম্পূর্ণ পোর্টেবল।
  • এ সফট্ওয়ারটি ২৬৮ কিলোবাইটের।

সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

http://download.cnet.com/SoftPerfect-File-Recovery/3000-2248_4-10578156.html

Undelete-Plus

8. Undelete Plus: এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হল:

  • এটি শুধু NTFS এবং FAT32 ফাইল সিস্টেম সাপোর্ট করে।
  • বেশির ভাগ ফাইল ফরমেট রিকোভার করতে পারে।
  • এটি Windows XP, 2000 and NT এর সাথে কম্পিটেবল।
  • এটি খুবই ইউজার ফ্রেন্ডলী।
  • সফটওয়ারটি মাত্র ৩.০৩ মেগাবাইটের।

এ সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক হতে:

http://download.cnet.com/FreeUndelete/3000-2248_4-10495642.html

আমার এ টিউনটি আপনাদের কাছে ভাল লেগে থাকলে দয়া করে মন্তব্য করুন।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ রুহুল আমীন ভাই।

Level 0

Ekhaan er kichu kichu software shotti kaaj er,thanks for the download links.

http://techpark.webnode.com/
All kinds of quality laptops@Affordable price

রিকভারি করলে ড্রাইভসমূহের কোন প্রকার ক্ষতি সাধিত হয় কি ??

    রিকোভারী করলে ড্রাইভের কোন ক্ষতিই হবে না। বরং ডাইভের ক্ষতি হলে এগুলো আপনাকে তথ্য উদ্ধার সহায়তা করবে।

TareqMahbub ভাই আমি সবগুলোই ব্যবহার করেছি কিন্তু Recovery My Files এর চেয়ে ভাল একটিও পাই নাই । ধন্যবাদ টিউন করার জন্যে

    Level 0

    হাসিব Bro,ব্যাবহার করা Recovery My Files software টির download link পাওয়া যাবে?

    eMON ভাই আপনারা আমার চেয়ে বয়সে অনেক বড় তাই অনুরোধ না করে আদেশ করবেন । পোর্টেবল ভার্সন এর জন্য http://hotfile.com/dl/166002/39c471d/Rec.My.Files_v3.98.6356_keyInc.rar.rar.html আর https://www.techtunes.io/internet/tune-id/9487/ এই টিউনটায় সিরিয়াল সহ দেয়া আছে ।

    আমি প্রথম দিকেই বলেছি কোন রিকোভারী সফটওয়ার দ্বারাই সব ফাইল রিকোভার করা যায় না।
    তাই সবগুলোর লিংকই কালেশনে রাখা ভালো।
    হাসিব ভাই উপরের ৮টির মধ্যে কোনটি আপনার বেশি ভাল লাগে ?

    আসলে সফটওয়ার রিকোভারি করা প্রায় অসম্ভব । তরে ওয়ার্ডপেড , টেক্স ফাইল , ভিডিও ফাইল , এম পি ৩ , ছবি ইত্যাদি খুব ভাল ভাবে রিকোভার করা যায় । undelete plus টা ভাল

Level 0

thnx bro for ur good tune

Level 0

TareqMahbub ভাল লাগল তবে RECOVA ধারা আমি অনেক উপকার পাইছি । অনেকে কনো কনো ফাইল shift+Delete এর ধারা করে থাকেন এই ফাইল ডিলেট হ্ লে খুজে পাওয়া যায় না তবে RECOVA দিয়ে আপনি এই সব ফাইল ফেরত আনতে পারবেন ।

Thank’s for This tune (Good tune)

ধন্যবাদ অনেকগুলো সফটওয়ারের বর্ণনাসহ ডাউনলোড লিংক দেয়ার জন্য। আশা করি একজন লেখক ও অনুবাদকের ভাইরাসে ডিলিট হওয়া লেখা পুনরুদ্ধারে কাজে লাগবে।

Level 0

ভাল লাগল

ধন্যবাদ