IObit Security 360 Professional পুরা ফ্রি!!! (সময় সীমিত)(Updated)

obit security

কম্পিউটারের প্রতিটি কাজের উপর নিজের নিয়ন্ত্রন নিয়ে আসতে অতিব প্রয়োজনীয় এ সফটওয়ারটি ডাইনলোড করে নিন সম্পূর্ণ একবছরের লাইসেন্স কি সহ। এ সুযোগ মাত্র ১১ই নভেম্বর পর্যন্ত। আমি দীর্ঘদিন ধরেই এ সফট্ওয়ারটি ব্যবহার করে আসছি। তাই এর বৈশিষ্ট্যগুলোর বাস্তবিক উপস্থাপন আমার মনে হয় আমি ভালই করতে পারবো।

নিচে IObit security 360 professional এর ইউনিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হল:

১। এটি সকল এন্টিভাইরাসের সাথেই সুইট করে এবং এর স্কেনিং এর গতি যেকোন নামিদামী এন্টিভাইরাস থেকেও বেশি। (ডাইনলোড করলেই প্রমান পাবেন)

Obit Scan

২। যেহেতু কোন এন্টিভাইরাসই সকল কাজের জন্য উপযুক্ত নয় তাই  এন্টি-ম্যালওয়ার, এন্টি-স্পাইওয়ার, এন্টি-অ্যাডওয়ার, এন্টি-ট্রোজান, এন্টি-বটস্, রুটকিট ইত্যাদি অসংখ্যা ইন্টারনেট থ্রীটের বিরুদ্ধে বিভিন্ন জটিন ধরনের সমস্যায় এটি এন্টিভাইরাসের উত্তম সহকারী হিসেবে কাজ করে এবং জানা অজানা সকল সমস্যার বিরুদ্ধে আপনার কম্পিউটারকে অটোমেটিক প্রটেক্ট করে।

৩। এটিত্যবাহী IObit সফটওয়ারের সকল সুবিধা এ সফটওয়ারটিতে পাওয়া যাবে।

৪। ইউনিক ডুয়েল কোর এন্টি-ম্যালওয়ার প্রযুক্তি মাধ্যমে জটিল পরিস্থিতিতে দ্রুত সমাধান দিতে পারে এ সফটওয়ারটি।

৫। এ সফটওয়ারটি ইন্সটল করার পর এর ব্যবহারকারীকে আর কিছুই করতে হয় না। কারন এটিই ব্যাকগ্রাউন্ডে সর্বদা কম্পিউটারের রক্ষনাবেক্ষনের কাজে নিয়োজিত থাকে এবং ব্যবহারকারীকে সাধারণত কখনোই কোন বিরক্ত করে না। এর আপডেটও সিডিউল করা সময়ে নিজে নিজেই হয়ে থাকে।

IObit protection

৬। DOG (Digital Original Gene) নামক একটি খুবই আবিষ্কারধর্মী ম্যালওয়ার সনাক্তকরন পদ্ধতিতে এ সফটওয়ারটি সবচেয়ে জটিল এবং গভীর সমস্যাগুলোকে খুজে বের করতে পারে।

৭। সর্বশেস আপডেটগুলো এ সফটওয়ারে পৌছে যায় খুবই দ্রুত ‍যা এর ব্যবহার কারীকে আধুনিক বিশ্বের সকল বিপজ্জনক এবং নতুন ম্যালওয়ার হতে রক্ষা করবে।

IObit tools

৮। এ সফটওয়ারের একটি অণ্যতম বৈশিষ্ট্য হল এটি বিভিন্ন উইন্ডোজের Security Hole খুজে বের করতে পারে এবং ব্যবহারকারীকে এ দুর্লব Security Update গুলো ডাউনলোডের ব্যবস্থা করে দেয়।

৯। প্যাসিব ডিফেন্স নামক একটি অপশনের মাধ্যমে এ সফটওয়ারটি ইন্টারনেট এক্সপ্লোরার, একটিভ এক্স, এক্সপ্লোরার কুকিজ এবং ফায়ারফক্স কুকিজ প্রটেক্ট করে থাকে।

১০। এ সফটওয়ারটির আরেকটি অপশন হাইজ্যাক স্কেনের মাধ্যমে আপনি কম্পিউটারের উপর বিপদের সময় নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারবেন।

১১। সিস্টেমের যেকোন লক করা ফাইল মুছে ফেলতে এ সফটওয়ারে রযেছে Unlock & Delete অপশন।

১২। তাছাড়া এ সফটওয়ারে আপনার কম্পিউটারের উইন্ডোজ বা ব্রাউজারের হিস্টোরি মুছে ফেলার জন্য রয়েছে Privacy Sweeper নামক একটি  অতি প্রয়োজনীয় অপশন। যা প্রতিবার কম্পিউটার অন করার সময় আপনার উইন্ডোজের পূর্বের সকল হিস্টোরি মুছে ফেলে এবং আপনার কম্পিউটারকে রাখে ফুরফুরে।

এ অত্যন্ত প্রয়োজনীয় সফটওয়াটির সময় শেষ হওয়ার আগেই ডাউনলোড কেরতে পারেন নিচের লিংক থেকে:

http://db.iobit.com/license-free/win7-special-offer.php

আমার এ টিউনটি কারো কাছে ভাল লেগে থাকলে দয়াকরে মন্তব্য করুন।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for your useful Tune.

TechPark’s Latest laptop collection
http://techpark.webnode.com/products-/

Level 0

ওপেককাই আছি …..

আপনার কথামতো আগে নামিয়ে নিলাম। এবার আপডেটের অপেক্ষায় আছি।

    ভাইয়া আপডেট করে দিয়েছি।

দারুন একটি Anti Virus আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে personally thanks.

    অনেক ধন্যবাদ আকাশ ভাই।

    আকাশ ভাই এটা কোন এন্টিভাইরাস না । এটা শুধুমাত্র মেলওয়ার এবং স্পাইওয়ার এর জন্য । আর TareqMahbub ভাই আমি অনেকদিন এটা ব্যবহার করেছি । কিন্তু ওইটার মেয়াদ শেষ হবার পর অনেক খুজেছি কিন্তু সিরিয়াল সহ পাইনি । তোমাকে ধন্যবাদ টিউনটি করার জন্য।

    ধন্যবাদ হাসিব ভাই।

শেয়ার করার জন্য ধন্যবাদ !!

Level 0

Aro ekta information add korte chai.Erokom aro ekti software hochee spywareterminator, jeta valoi kaaj kore. Google e spyware terminator likhe search dilei download link ta payoa jaabe.

TechPark recently imported three famous brands which are HP 540, HP DV2000,ACER Aspire 4720 Series and HP Compaq V3700; All bundles are ready to sell

Check at:

http://techpark.webnode.com/products/hp-540-/

http://techpark.webnode.com/products/hp-pavillion-dv-2000/

http://techpark.webnode.com/products/acer-aspire-4720-/

http://techpark.webnode.com/products/hp-compaq-pressario-v3700-/

    techpark ভাই একবার লেপটপ কিনে উচিত শিক্ষা হইছে আমার। এখন আমি লেপটপ দুই চোখে দেখতে পারি না।
    আর আমার টিউনেই কিনা ল্যাপটপের বিজ্ঞাপন …. হা হা হা। নিচের লিংকে গেলেই বুঝবেন আমার কি শিক্ষা হইছিল…
    https://www.techtunes.io/reports/tune-id/10364/

Level 0

হাসিব ভাই তার মানে এটার সাথে সাথে আমাকে এন্টিভাইরাস ও ব্যবহার করতে হবে তাই তো ?TareqMahbub ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

    ভাই এন্টিভাইরাস সব কাজ করতে পারে না, এদের তৈরি করা হয় সাধারণত ভাইরাসকে বিনাশ করার লক্ষ নিয়ে।
    বিভিন্ন ধরনের ম্যালওয়ার, স্পাইওয়ার, অ্যাডওয়ার, ট্রোজান, বটস্, রুটকিট ইত্যাদি আরো অসংখ্যা অজানা সমস্যাগুলোর সমাধান দিতে পার IObit Security 360 Professional এর মত সফটওয়ার।
    আর এর মত প্রচন্ড গতিসম্পন্ন ঝামেলাহীন ইউজার ফ্রেন্ডলি সফটওয়ার খুব কমই আছে। (ব্যবহার করলেই বুঝতে পারবেন)

    নিচের লিংঙ্ক থেকে compaison নামক ফাইলটি ডউনলোড করুন। এ সফটওয়ারটি অন্যান্য এধরনের সফটওয়ার থেকে কত এগিয়ে তা প্রমানের মাধ্যমে সেখানে তুলে ধরা হয়েছে :
    http://www.mediafire.com/?sharekey=88d971561f49e2414c17ca8801618ef7e04e75f6e8ebb871