ডিকশনারি লাগবে? বাংলা ডিকশনারি???

লেখাপড়া করেন কিন্তু ডিকশনারি এর নাম শুনেননি এরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। অর্থ খোঁজার জন্য সচরাচর আমরা যে কাগুজে বইয়ের ডিকশনারিগুলি ব্যবহার করি সেখানে শব্দার্থ খোঁজা বিশাল কাঁদার মধ্যে সুঁই খোঁজার মতই। ডিজিটাল যুগে কাগুজে বইয়ের ডিকশনারি তাই আজ পরিনত হয়েছে ডিকশনারি সফটওয়্যারে; যেখানে খুব অল্প পরিশ্রমেই খুঁজে পাওয়া সম্ভব কাঙ্ক্ষিত শব্দের অর্থটিকে।

ইংলিশ টু বাংলা ও বাংলা টু ইংলিশ ডিকশনারি এর একটি আদর্শ উদাহারন হচ্ছে Bangla Dictionary সফটওয়্যারটি। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি ও পোর্টেবল। মাত্র কয়েক সেকেন্ডে প্রায় বিনা পরিশ্রমেই এটি ব্যবহার করে খুঁজে পাওয়া সম্ভব কাঙ্খিত শব্দের অর্থটিকে। আর সফটওয়্যারটির সাইজও খুব বেশি নয়, মাত্র ২ মেগাবাইট।

ডাউনলোড

ডাউনলোড করার পর লাল রঙের Bangla Dictionary তে ডাবল ক্লিক করলে নিচের ছবির মত একটি অ্যাপিয়ারেন্স পাবেন।

চিত্রে প্রদর্শিত স্থানে আপনার কাঙ্ক্ষিত ইংরেজি শব্দটি লিখুন আর ডানপাশে দেখুন শব্দটির বাংলা অর্থ।

আপনি যদি কোন বাংলা শব্দের ইংরেজি সমার্থক শব্দ জানতে চান তাহলে সফটওয়্যারটির নিচে দেখানো স্থানে ক্লিক করুন।
এবার Word এর স্থানে বাংলা শব্দটি লিখে Search এ ক্লিক করলে ডানপাশে পেয়ে যাবেন শব্দটির কাঙ্খিত ইংরেজি সমার্থক শব্দকে।
টিউনটি ভাল লাগলে কমেন্ট করবেন। জটিল জটিল সব কন্টেন্ট পেতে বিকন ব্লগে আসুন।
========== ধন্যবাদ ==========

Level 0

আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্ল্যাক এন্ড হোয়াইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tnx ßro, for ur nice dictionary

ভাই মোবাইলে কি ইয়ুওস করা যাবে ? না হলে একটি লিংক দেন ভাই

Level 0

vai amar arek2 boro dic lagbe doa kore pls oitar link den…

😀 ধন্যবাদ ,আশা করি আরো কিছু শেয়ার করবেন ।

হা ভাল ই মনে হচ্ছে নামালাম এখন দেখি কি অবস্তা ……ধন্নবাদ ভাইজান

Level 0

এটি আমার কাছে ‍আছে। কিন্তু আমার কাছে এটির চেয়ে সিলিকন ডিকশনারী ভাল লাগে। কেননা সিলিকনে সবচেয়ে বেশী শব্দার্থ।

Level 3

thanx a lot

থ্যাংকস অল।

Level 0

download dilam . Thnx a lot

ডাউনলোড করলাম । ভাল ।