লেখাপড়া করেন কিন্তু ডিকশনারি এর নাম শুনেননি এরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। অর্থ খোঁজার জন্য সচরাচর আমরা যে কাগুজে বইয়ের ডিকশনারিগুলি ব্যবহার করি সেখানে শব্দার্থ খোঁজা বিশাল কাঁদার মধ্যে সুঁই খোঁজার মতই। ডিজিটাল যুগে কাগুজে বইয়ের ডিকশনারি তাই আজ পরিনত হয়েছে ডিকশনারি সফটওয়্যারে; যেখানে খুব অল্প পরিশ্রমেই খুঁজে পাওয়া সম্ভব কাঙ্ক্ষিত শব্দের অর্থটিকে।
ইংলিশ টু বাংলা ও বাংলা টু ইংলিশ ডিকশনারি এর একটি আদর্শ উদাহারন হচ্ছে Bangla Dictionary সফটওয়্যারটি। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি ও পোর্টেবল। মাত্র কয়েক সেকেন্ডে প্রায় বিনা পরিশ্রমেই এটি ব্যবহার করে খুঁজে পাওয়া সম্ভব কাঙ্খিত শব্দের অর্থটিকে। আর সফটওয়্যারটির সাইজও খুব বেশি নয়, মাত্র ২ মেগাবাইট।
ডাউনলোড করার পর লাল রঙের Bangla Dictionary তে ডাবল ক্লিক করলে নিচের ছবির মত একটি অ্যাপিয়ারেন্স পাবেন।
চিত্রে প্রদর্শিত স্থানে আপনার কাঙ্ক্ষিত ইংরেজি শব্দটি লিখুন আর ডানপাশে দেখুন শব্দটির বাংলা অর্থ।
আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্ল্যাক এন্ড হোয়াইট
tnx ßro, for ur nice dictionary