ব্যবহার করুন সবচেয়ে সুবিধাজনক অনলাইন ড্রাইভ!!(Best Online Storing System)

GMail-Drive-shell-extension-thumb

আমরা অনেকেই নিজের হার্ড ডাইভে সংরক্ষিত মূল্যবান তথ্য নিয়ে সব সময় একটা সংকার মধ্যে থাকি যদি তথ্যগুলোর কিছু হয়। যদি কোন অ্যাক্সিডেন্ট ঘটে। তাছাড়া যে সব ওয়েব সাইটগুলো অনলাইনে ফাইল স্টোর করে তা কেমন যেন কম্পিউটারের ফাইল সিস্টেমের সাথে মিলে না। তাছাড়া আপলোড করার ব্যাপারটাও অনেক ঝামেলার।

gmail-drive

এ সকল সমস্যার সমাধান দিতে পারে Gmail Drive। আপনার জিমেইল একাউন্টে নিশ্চই অনেক জায়গা বাকী রয়ে গেছে। না থাকলেই বা কি বিষেশ কাজের জন্য একটি করে জিমেইল এড্রেস বানাবেন শুধু জিমেইল ড্রাইভের সাথে ব্যবহারের জন্য।

আপনাকে কিছুই করতে হবে না শুধু জিমেইল ড্রাইভ সফটওয়ারটি ডাইনলোড করবেন। আর জিমেইলের ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। আর কোন ঝামেলা নেই।

1

নিচের Gmail Drive এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হল :

  • এটি সম্পূর্ণ কম্পিউটারের অন্যান্য ড্রাইভগুলোর মতই।
  • মাই কম্পিউটারে অন্যান্য ড্রাইভের সাথে এটিও একটি ড্রাইভ আকারে বিদ্যমান থাকে।
  • সম্পূর্ণ অন্যান্য ডাইবের মতই ফাইল শো করে।
  • আপনি চাইলে যেকোন সময় যেকোন ফাইল ওপন করতে ও দেখতে পারবেন।
  • অন্য ড্রাইবগুলোতে যেমন আপনি যেকোন ফাইল বা ফোল্ডার কপি পেস্ট করতে পারেন এখানেও তা করতে পারবেন।
  • এতে ড্রাগ এন্ড ড্রপ সুবিধা আছে।
  • যেকোন সময় যেকোন ফাইলকে এ অনলাইন ডাইভটিতে সেভ করতে চাইলে সেন্ড টু অপশনের মাধ্যমে খুব সহজেই কাজটি করতে পারবেন।
  • আর আপলোডের কাজটি এ সফটওয়ার নিজেই আপনাকে কোন রকম ডিস্টার্ব না করে করতে থাকে।
  • এতে আপলোড হতেও সময় লাগে অনেক কম।
  • জিমেইল এ্কাউন্টের স্টোরেজ সাইজ ধীরে ধীরে বাড়ছে ফলে সাথে সাথে বাড়ছে এ ড্রাইভের স্টোরেজ সাইজও।
  • আর আগেই বলেছি বিভিন্ন প্রয়োজনে আপনি কয়েকটি জিমেইল একাউন্ট খুলে নিলেই অনলাইন স্টোরেজের কথা ভাবতে হবে না।
  • ঘন্টার পর ঘন্টা বসে বসে ফাইল আপলোডের চেয়ে এ সফটওয়ারটি ব্যবহার করলে আপনার অনেক সময় বেচে যাবে। আর আপনিও পাবেন একটি অপূর্ব সুবিধাজনক একটি অনলাইন ড্রাইভ।

তবে আপনি যে ফাইলটি আপলোড করতে যাচ্ছেন তার নাম অবশ্যই ৪০ অক্ষরের চেয়ে ছোট  হতে হবে।

এ অসাধারন সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক হতে..

http://www.softpedia.com/get/Internet/E-mail/Mail-Utilities/GMail-Drive-shell-extension.shtml

আমার এ লিখাটি ভাল লাগলে দয়া করে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর একটি টিউন করেছেন।

Level 2

ব্যবহারের পূর্বে তেমন কোন মতামত দিতে পারলাম না বলে দুঃখিত । এই মাত্র ডাউনলোড করলাম । দেখি কেমন সুযোগ সুবিধা ।

লগইন হয়না। আগে ব্যবহার করেছিলাম, পেইন!! এরচেয়ে ফায়ারফক্সের “Gmail Space” এডঅনটি কাজের। আমি এখন ওটাই ব্যবহার করি বহুদিন ধরে। টিউনের জন্য ধন্যবাদ।

    অলোক ভাই আপনাকে কোথাও দেখেছি বলে মনে হয়! আপনি কি করেন ভাই ? কোথায় থাকেন ? …… হয়ত মনে পড়তে পারে।

কারন কি ভাই লক ইন হচ্ছে না কেন। দয়া করে সমাধান দেন।
ড্রাইভটা ভাল লেগেছে, ব্যবহার করতে না পারলে খুবই মর্মাহত হব। দয়া করে সাহায্য করুন।

    ভাইয়া, আমি অনেক দিন যাবত এ সফটওয়ারটি ব্যবহার করছি। তবে আপনার ক্ষেত্রে কাজ না করলে আমি দুঃখিত। কারন আমি জানি না কি করতে হবে।
    তবে Login এর সময় error দেখালে Help নাম একটি অপশন দেখা যায়। সেখানে কয়েকটি কারন দেয়া আছে। সেগুলো চেক করতে পারেন।

এরকম একটি টিউন আগে হয়েছিল তারপরও নতুন করে জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।

এই কাজটি নিচের লিংক (ADrive.com) হতেও করা যায়
http://www.adrive.com/

এটার জন্যে টাকা লাগে ভাই।

আমার করা টিউনগুলো ঘুরে ফিরে আবার আসলে ভালোই লাগে …………. ধন্যবাদ আপনাকে ! 😀

    দুঃখিত টিনটিন ভাই। আমি টেকটিউনস এ অনেক পরে যোগ দিয়েছি বলে আগার টিউনগুলোর এখনো পড়ে দেখতে পারি নি। আসলে সাহস পাচ্ছি না। টেকটিউনস এর বিশাল ডাটাবেইজ পড়ে শেষ করা অনেক বিশাল ব্যাপার।

    দুঃখিত হবার কিছু নাই ……….. আপনি আমার চাইতে ভালো লিখেছেন ……… চাইলে আমার টিউনটা পড়ে দেখতে পারেন। আপনার টিউনের কোয়ালিটি অনেক হাই!

ভাই লগইন হয় না! 🙁

তারেক ভাই, অমি মিরপুরে থাকি…. আপনি? কি জানতে চান বলুন। আমিও মনে করতে পারছিনা আপনাকে

ইশশ্ আমার জি-স্পেস প্লাগইন টাও কাজ করছে না। একই সমস্যা। আচ্ছা গুগল কি বন্ধ করে দিল নাকি? কেউ কি জানাবেন যে এই দুটো সলিউশন কারও কাছে কাজ করছে কিনা?।

    অলোক ভাই, আপনার সাথে কথা হয়নি তবে….সম্ভবত সাইন্স ল্যাবে আপনাকে দেখেছি। আসলে আল্লাহর এর সৃষ্টি জগতে সবাইকেই কেমন জেন চেনা চেনা মনে হয়।

কাজের জিনিস, আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। ধন্যবাদ তারেক ভাই।

Level 0

Tareq Mahbub vi,
My email address is [email protected]. Plz sent me the soft. Plz Plz Plz…………………………..

Level 0

login problem
give possible suggesstions how to recover

thanks

login hochche na…. keno ?

[email protected]