১ সেকেন্ডেই পরিবর্তন করে ফেলুন এমপিথ্রি গানের কোয়ালিটি

এমপিথ্রি গানের কোয়ালিটির উপর গানটির সাইজ নির্ভর করে। সাধারনত ভাল কোয়ালিটির (যেমন 320 kbps) এমপিথ্রি গানগুলোর সাইজ লো কোয়ালিটির (যেমন 96 kbps) গানের চেয়ে তুলনামূলক বেশি হয়ে থাকে।

তবে ইচ্ছে করলেই মাত্র ৬৩৯ কিলোবাইটের ছোট্ট একটি সফটওয়্যার এর সাহায্যে বাড়িয়ে নিতে পারেন এমপিথ্রি গানের কোয়ালিটি।

সফটওয়্যারটির নাম Mp3 Quality Modifier. এটি ফ্রিওয়্যার ও পোর্টেবল; তাই ইন্সটল ও লাইসেন্স এর ঝামেলা নেই। সফটওয়্যারটি দ্বারা গানের বিটরেট, ফ্রিকুয়েন্সি ইত্যাদি সহজেই পরিবর্তন করে গানের সাইজ কম বা বেশি করতে পারবেন।

ডাউনলোড

ডাউনলোড করার পর সফটওয়্যারটি চালু করে Add files/Add folder বাটনে ক্লিক করে এমপিথ্রি গানগুলো আনুন। এবার ফাইলগুলোর বামে মার্ক করে নিচের বিটরেট, ফ্রিকুয়েন্সি, ডেসটিনেশন ইত্যাদি পছন্দমত সিলেক্ট করে দিয়ে Start process এ ক্লিক করলে পছন্দের ডেসটিনেশনে গিয়ে নতুন এমপিথ্রি গানগুলো সেভ হবে।

সর্বপ্রথম আমার ব্লগে প্রকাশিত।

ধন্যবাদ।

Level 0

আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্ল্যাক এন্ড হোয়াইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ছোট মরিচের ঝাল বেশী!
দারুন হয়েছে

Level 3

ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক কিছু আমরা জানতে পারবো।

বিকন ভাই একটা প্রশ্ন আছে -যে গানগুলোর আগে থেকেই কোয়ালিটি কম সেগুলো বিট রেট বাড়ালে কোয়ালিটি কী করে বাড়বে ?

সফটওয়্যারটা বেশ সুন্দর।
শেয়ার করার জন্য ধন্যবাদ। 😆

Level 0

eta ki ph a support kore

সুন্দর !

ধন্যবাদ

ও মানিক কি বাত্তি লাগাইলে,সব দেকি ফক ফকা

Level 0

দারুন। এভারগ্রীন ভাইকে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ

thanks