কোন driver লাগবে, বেছে বেছে নিন যেটি দরকার হবে।

টিউন করতে ইচ্ছ করে। তবে সময়ের অভাবে পারি না। তবে প্রতিদিন টেকটিউনস এ ভিজিট করি এবং টিউন দেখি। আমি কিছুদিন আগে গুগল search করতে বসলাম। তখন অভ্র চালু ছিল। search বক্সে উল্টা পাল্টা লিখে দিলাম। কারন কিবোর্ডের দিকে দেখে লিখছিলাম। হঠাৎ করে ড্রাইবার নামে কিছু আসল।  ওয়েবসাইটে ডুকলাম। দেখি অনেক ড্রাইভার।

তখন ঠিকানাটা সেইভ করে রাখলাম। যদি কারো বা নিজের দরকার হয়। আমার তো এখন দরকার হচ্ছে না। যদি আপনাদের দরকার হেয় তাহলে দেখতে পারেন। মনে হয় ঠিকানাটা সেইভ করে রাখা দরকার। হঠাৎ করে কখন কার দরকার হয় কিছুইতো বলা যায় না।

ওয়েবসাইটের নাম

এই ওয়েবসাইটের মাত্র ১৩টি পেইজ আছে। কিন্তু অনেক ড্রাইভার আছে দেখুন নিচের ছবির মত পাবেন। এখানে উইন্ডোজ xp,7,vista জন্য পাবেন।

এখানে আমি শুধুমাত্র একটু দেখিয়েছি। আরো আছে আপনারাই দেখেন এখান থেকে http://www.driverplatform.com/

ধন্যবাদ সাবইকে, ভাল থাকবেন।

Level New

আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভালোই তো মনে হচ্ছে।

ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য।