দেশের প্রথম, সব চেয়ে বড় এবং সর্বোচ্চ সুবিধা যুক্ত অফলাইন ইউনিকোড ভিত্তিক বাংলা অভিধান তৈরি করা হচ্ছে – আপনার মতামত দিন

বিসমিল্লাহির রহমানির রহিম

স্বাধীন অভিধানের নতুন ভার্সনে বের করা হয়েছে। নতুন ভার্সনের জন্য এখানে দেখুন।

সবাই কে সালাম জানিয়ে আজকের পোষ্ট শুরু করছি। আজ আমার নতুন প্রোজেক্ট সম্পর্কে লিখব। এটি আমার চতুর্থ প্রোজেক্ট এবং অন্য গুলোর চেয়ে সবচেয়ে বড় এবং চ্যালেন্জ পূর্ন। চ্যালেন্জ পূর্ন কেন তা নিচে পড়লেই জানবেন। টাইটেল থেকে এতক্ষনে নিশ্চই বুঝে গেলেছ এবারের প্রোজেক্ট হচ্ছে বাংলা অভিধান।

এত কিছু থাকতে বাংলা অভিধান কেন?

বাংলা ডিকশনারী তৈরি করার পেছেনে অনেক কারন আছে। যেমনঃ বর্তমানে যত গুলো অফলাইন ডিকশনারী আছে সেগুলোতে শব্দের অভাব, একেকটাতে এককেক সুবিধা- কোনটাতে সার্চ থাকলে উচ্চারন নেই, উচ্চারন থাকলে শব্দ নেই, শব্দ থাকলে সার্চ সিস্টেম ঠিক নেই ইত্যাদি ইত্যাদি। তারপর আমার জানা মতে ২০০৫ সালের পর আর কোন ডিকশনারী তৈরি করা হয়নি এবং জানামতে এখন পর্যন্ত ইউনিকোড সাপোর্ট যুক্ত ফ্রি কোন ডিকশনারী বের হয়নি। আমি এখানে ডিকশনারি সফটওয়্যার অর্থাৎ অফলাইন ডিকশনারির কথা বলছি। কারন অনলাইনে ইউনিকোড যুক্ত অনেক গুলো ডিকশনারি আছে।

এবার দেখা যাক ২০১১ পর্যন্ত প্রচলিত সব ডিকশনারি সম্পর্কে কিছু তথ্য। এখানে অফলাইন ও অনলাইন উভয় ডিকশনারি দেয়া আছে।

অফলাইন বাংলা অভিধান সমূহঃ [ওয়ার্ড সংখ্যা (প্রায়), ডাউনলোড লিঙ্ক, কম্প্রেস্ড করা সাইজ(প্রায়)]

  1. Bangla Dictionary v3 by Wali [18366, ডাউনলোড, ২.৫০ মেগাবাইট]
  2. Quick Dictionary 2.1.7 [20962, ডাউনলোড , (আমার কাছে কুইক ডিকশনারির যে কপি আছে তার সাইজ ১০৬ মেগাবাইট; তবে আমি এর যে লিঙ্ক পাইছি তার সাইজ ১২৮ মেগাবাইট। এটা অন্য কোন ডিকশনারি হলে আমার কিন্তু দোষ দিবেন না 🙂 ]
  3. Shoshi English to Bangla Dictionary 1.2 [21251, ডাউনলোড , ৮৯ মেগাবাইট]
  4. Technosys Bangla Dictionary 1.0.0 [16970 – শুধু শব্দার্থ; 8664 – উচ্চারন + পদ সহ, ডাউনলোড , ৩৭ মেগাবাইট]
  5. Systech Dictionary 1.0 [60,000+ Bengali and 25,000+ English Word – আমি নিশ্চিত না, তবে তাদের সাইটে এটাই লেখা আছে, ডাউনলোড, ১৩ মেগাবাইট]
  6. Quick Dictionary XP [আমি নিজে ব্যবহার করে দেখিনি তাই শব্দ সংখ্যা বলতে পারছি না, ডাউনলোড (Pass: doridro.com), ১০৬ মেগাবাইট]

আর যদি টাকা থাকে তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন- http://www.lingvosoft.com/Bengali-items/

অনলাইন বাংলা ডিকশনারী সমূহঃ

  1. অনলাইন বাংলা অভিধান – সিসটেক (http://www.bangladict.org)
  2. অভিধান – অংকুর (http://www.bengalinux.org/english-to-bengali-dictionary/)
  3. সংসদ বাংলা অভিধান (http://dsal.uchicago.edu/dictionaries/biswas-bangala/ or http://dsal.uchicago.edu/dictionaries/biswas-bengali/)
  4. অ্যারে বাংলা ডিকশনারি (http://ovidhan.org or http://ovidhan.org/bangla.php)
  5. বাংলা অভিধান - এভারগ্রিনবাংলা.কম (http://www.bangladictionary.org/)
  6. বাংলা ডিকশনারী – বিডি ওয়েব গাইড.কম (http://www.bdwebguide.com or http://www.banglacode.com/Bengali-English/index.php)
  7. বিডিওয়ার্ড ডিকশনারী – (http://www.bdword.com/)
  8. উইকি অভিধান (http://bn.wiktionary.org)
  9. ভার্চুলাম বাংলাদেশ ডিকশনারি (http://www.virtualbangladesh.com)
  10. বাঙ্গালি ডিকশনারি (http://www.bengali-dictionary.com)

আরো কিছু অনলাইন বাংলা ডিকশনারী থাকতে পারে। আমি খোজাখুজি করে এগুলোই পেয়েছি।

এখনে আপনাদের ডাউনলোড লিঙ্ক দেয়ার পিছনে কারন হল আপনারা এগুলো ব্যবহার করে দেখুন এগুলোতে কি নেই যা আপনার প্রয়োজন এবং আমাকে তা জানান। আপনাদের ফিডব্যাকই আমার নতুন প্রোজেক্টকে হয়তো অনেক এগিয়ে নিয়ে যাবে।

এবার প্রজেক্টের ভিতরের কিছু কথা বলিঃ

আমরা ডিকশনারির জন্য এখন পর্যন্ত ‘বাংলা একাডেমির ইংলিশ-বাংলা ডিকশরারি (সেকেন্ড এডিশন)’ সিলেক্টে রেখেছি। আমি অনেকের মতামত নিয়ে এটার প্রতিই বেশী ভোট পেয়েছি।

এতে কি কি শুবিধা থাকতে পারে?

আপনারা আশা করতে পারেন যে এতে উপরের ডিকশরারি গুলোর সব সুবিধা গুলো থাকবে। কিন্তু আরো কি কি থাকতে পারে তা এখন সম্পূর্ন আপনাদের উপর নির্ভর করছে।

ও ভুলেই গেছি, আমার ডিকশনারির নামই তো এখনো বলিনি। নতুন এ ডিকশনারির নাম হচ্ছে স্বাধীন বাংলা অভিধান।

আজ আমি আপনাদের মাঝে এর আলফা ভার্সন ছেড়ে দেব। তবে এতে যে ডাটাবেজ থাকছে তা সিসটেক ডিকশনারি থেকে ধার করা। উপরের অফলাইনের ৫ নাম্বার ডিকশানারিটা। এখন আপনাদের সারা দেয়ার উপর নির্ভর করছে এর ডাটাবেজের কাজ শুরু করা হবে কি হবে না। কারন, আমি প্রথমেই কিন্তু এখন পর্যন্ত প্রচলিত সব ডিকশনারির লিঙ্ক সহ দিয়েছি। যাতে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আর সেগুলো ব্যবহার করে যদি আপনারা সন্তুষ্ট থাকেন তাহলে তো নতুন বানানোর প্রশ্নই আসে না। আমার জানা মতে সর্ব শেষ অফলাইন ডিকশনারি ২০০৫ এ তৈরি। তারপর আর কোন ডিকশরারি তৈরি হয়নি। এখন আমার মনে হয়েছে ২০১২ তে এসে আসলেই নতুন একটি ডিকশনারি প্রয়োজন। তাই আমি ডিকশনারির কাজ হাতে নিয়েছি। আমি চাচ্ছি এমন একটি ডিকশনারি বানাতে যা বর্তমানের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আর তার জন্য প্রয়োজন আপনাদের সাজেশন + ফিডব্যাক।

কি কি থাকছে আলফা ভার্সনে?

আলফা ভার্সনে ইংলিশ এবং বাংলা সার্চের সুবিধা থাকছে। সার্চ করার সাথে সাথে চাইলে যে কোন শব্দের উচ্চারনও শুনতে পারবেন। সাথে থাকছে সার্চ এবং উচ্চারন শুনার সুবিধা সহ ১০০০+ কমন এবং কম্পিউটার বেজড অ্যাব্রিভিয়েশন। সাইন্সের ছাত্রদের জন্য উচ্চারন সহ গ্রিক লেটার টেবল যুক্ত আছে এতে। বাংলা সার্চ করার জন্য অভ্র বা বিজয় কোনটাই লাগবে না। ইউনিবিজয় ইন্ট্রিগ্রেটেড মানে ইউনিবিজয় কিবোর্ড যুক্ত করা আছে। তবে যারা অভ্র বা বিজয় দিয়ে লেখেন তারাও এতে বাংলা লিখতে পারবেন কোন সমস্যা ছাড়াই (অবশ্যই ইউনিকোড বাংলা)। [বিঃদ্রঃ উইন্ডোজ এক্সপিতে টেকনিক্যাল সমস্যা থাকায় অভ্র দিয়ে বাংলা লিখতে সমস্যা হতে পারে। এ সমস্যা দুর করার জন্য অভিধান চালু করে সেটিং এ ক্লিক করে অভ্র সম্পূর্ন বন্ধ করে ‘অভ্র সাপোর্ট চালু করুন’ বাটনে ক্লিক করুন। তাহলে অভ্র দিয়ে নিশ্চিন্তে বাংলা লিখতে পারবেন]

এর ইন্টারফেস সম্পূর্ন বাংলায়। এর মেইন উইন্ডো স্ক্রিনশন নিচে দেয়া হলঃ

এতে আপনি উচ্চারন শুনার স্পিডও ঠিক করতে পারবেন সেটিং উইন্ডো থেকে।

এতে এখন পর্যন্ত যে ইউনিক সুবিধাটি যুক্ত করা হয়েছে তা হল কুইক সার্চ বা লাইট মোড বা বলতে পারেন অভিধানের ক্ষুদ্র রূপ।

এটি হচ্ছে একটি ছোট উইন্ডো; যেখান থেকে দ্রুত যে কোন শব্দ সার্চ করা যাবে। এতে হট-কী যুক্ত করা হয়েছে; ফলে আপনি হট-কী চাপ দিয়ে একে যখন ইচ্ছা আনতে এবং হাইড করতে পারবেন। হট-কীটি হলঃ Ctrl+F12. অভ্রের সাথে মিলিয়েই এটি রাখা হয়েছে। এর স্ক্রিন সট না হয় নাই দিলাম ডাউনলোড করুন, তাহলেই দেখতে পাবেন। (একটু লোভ দেখেচ্ছি আর কি ;))

এটি সিস্টেম ট্রেতে মিনিমাইজ করে রাখারও সুবিধা দেয়া হয়েছে। উপরের হট-কী সুবিধাটি সব সময় পেতে ডিকশনারিটি চালু করে তাকে মিনিমাইজ করে রাখতে পারেন। তাহলে যখনই প্রয়োজন হবে শুধু হট-কী চাপ দিবেন তাহলেই লাইট মোড চালু হবে।

লাইট মোডের আরেকটি ভয়ংকর সুবিধা হল এটি সয়ংক্রিয় ক্লিপবোর্ড থেকে শব্দ নিয়ে তার অর্থ বের করে দেবে। বুঝলেন না! ধরুন আপনি ওয়েব সাইট ব্রাউজ করছেন। হঠাৎ কোন একটি নতুন ইংরেজী শব্দ পেলেন, তখন Ctrl+F12 চাপ দিন তাহলে লাইট মোড চালু হবে। এবার অজানা শব্দটি সিলেক্ট করে কপি ( Ctrl + C) করুন। এবার ছোট উইন্ডোটিতে ক্লিক করুন। দেখুন সেখানে সয়ংক্রিয় আপনার কপি করা শব্দটি সার্চ বক্সে দেখা যাচ্ছে এবং তার অর্থ বা তার কাছাকাছি শব্দটির এবং তার অর্থ দেখাচ্ছে! এ মুহুর্তে উচ্চারন লাগবে! Space কী চাপ দিন; তাহলেই শুনতে পাবেন উচ্চারন।

এর সাথে স্বাধীন প্যাড নামে একটি অপশন যোগ করা হয়েছে; যাতে আপনি অভ্র বা বিজয় ছাড়াও বাংলা লিখতে পারবেন।

ট্রে আইকনে রাইট ক্লিক করেও সব সুবিধা চালু করতে পারবেন।

এতে Always on top অথ্যাৎ অভিধানের উইন্ডোকে সব উইন্ডোর উপরে রাখার সুবিধা দেয়া আছে।

আর আশা করি এখন এর ইউজার গাইড লাগবে না। কোন কিছু না বুঝলে সেটার উপর মাউস রাখলেই তার বর্ননা নিচে দেখতে পাবেন।

স্বাধীন বাংলা অভিধান চালাতে উইন্ডোজ এক্সপির জন্য ডটনেট ফ্রেমওয়ার্ক ২ (Dot Net Framework 2) লাগবে। তবে উইন্ডোজ সেভেনে তা লাগবে না। কারন উইন্ডোজ সেভেন-এ ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ পর্যন্ত দেয়াই থাকে। ডটনেট ফ্রেমওয়ার্ক ২ এর ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড

স্বাধীন বাংলা অভিধান মোটামুটি এ সুবিধা গুলোই এখন পর্যন্ত যুক্ত হয়েছে। আর কি কি আছে তা নিজেই ডাউনলোড করে ট্রাই করে দেখুন।

ডাউনলোড লিঙ্কঃ

মিডিয়া ফায়ার লিঙ্কঃ ডাউনলোড

সাইজঃ ৮ মেগাবাইট

এখন আপনাদের সহযোগীতা পেলে আশা করছি ২১শে ফেব্রুয়ারীতে এর বেটা ভার্সন ছাড়ব। তার মাঝখানে মাঝখানে টেস্টের জন্য আলফা-১, আলফা-২ ইত্যাদিও বের হতে পারে। এসবের খবর পেতে আইডব্লিউ অফিশিয়াল সাইট iwproducts.wordpress.com এ গিয়ে ডান পাশে ‘ই-মেইরের মাধ্যমে আপডেট ও খবর’ অংশে আপনার ই-মেইল দিয়ে ‘Sign Me’ বাটনে ক্লিক করুন। এছাড়া আইডব্লিউ- এর ফেসবুক ফ্যান পেজ লাইক এবং টুইটার ফ্যানপেজ ফলো করতে পারেন।

আইডব্লিউ এর- ফেসবুক ফ্যানপেজঃ http://www.facebook.com/Imaginative.World.BD

আইডব্লিউ এর- টুইটার ফ্যানপেজঃ twitter.com/IW_Shohag

আর স্বাধীন বাংলা অভিধান সম্পর্কে মন্তব্য এখানেও দিতে পারেন; আবার চাইলে আলফা ভার্সনের অফিশিয়াল পোষ্ট ( এখানে ) এও আপনার মন্তব্য দিতে পারেন। তবে অফিশিয়াল পেজে দিলে ভাল হয়।

আপনারা আমাকে যে যে ভাবে সাহায্য করতে পারেনঃ

  • স্বাধীন বাংলা অভিধান সম্পর্কে আপনাদের যে কোন ধরনের মতামত দিয়ে।
  • এটির বাগ খুজে বের করে।
  • আর সবচেয়ে সহজে এবং বড় যে কাজটা করতে পারেন সেটা হল স্বাধীন বাংলা অভিধান সবার মাঝে ছড়িয়ে দিয়ে। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। আপনারাই এটা করতে পারেন খুব সহযে।

এছাড়া আর অন্য কোন ভাবে আপনি আমাদের সাহায্য করতে পারলে সবসময় স্বাগতম।

শেষ কথা

ডিকশনারি নিয়ে ঘাটা ঘাটি করে যা দেখলাম প্রথম অফলাইন ডিকশনারি বোধয় টেকনোসিস ডিকশনারি। যা ১৯৯৯ এর দিকে বের হয়েছে। তারপর আরো ৫-৬ টি ডিকশনারি বের হয়েছে। অন্য দেশের কথা বলতে পারব না তবে আমাদের দেশের মানুষের মধ্যে যে দেশের প্রতি টান ভালবাসা যাই বলা হোক আছে তা ডিকশনারি নিয়ে ঘাটা ঘাটি করেই বুঝতে পেরেছি। মানুষের মধ্যে যদি দেশের প্রতি টান নাই থাকত তাহলে কেন ১৯৯৯ থেকে আমাদের দেশে কম্পিউটার ভিত্তিক ডিকশনারি তৈরি শুরু হয়; আর তারা তা নিয়ে ব্যবসাও করেনি সরাসরি ফ্রি হিসেবেই ছেড়ে দিয়েছে! বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জীবন দেয়া আসলেই বৃথা যায়নি...

আজ এ পর্যন্ত রাখি। উপরের লেখাটি আমার নিজের জ্ঞান থেকে লেখা; সেখানে কোন তথ্য ভুল থাকলে তার জন্য আমি দুখিত; কোন ভুল পেলে কমেন্টে বলতে পারেন। ডিকশনারি বানাতে গেলে প্রোগ্রামিংয়ের চেয়ে কঠিন হচ্ছে ডাটাএন্ট্রি। এটির জন্যই এটাকে চ্যালেজ্ঞিং বলছি শুরুতে। এখন আপনাদের ফিডব্যাক এবং সাপোর্টই পারে আমি এবং আমার গ্রুপকে সাহস দিতে; এবং এ প্রোজেক্টে সব বাধা ভেঙ্গে এগিয়ে নিতে। আশা করি আপনাদের সম্পূর্ন সাপোর্ট পাব। আর ২১শে ফ্রেব্রুয়ারীতে বেটা ভার্সন বের করতে পারব; ইনশাল্লাহ...

-==========-
Md. Mahmudul Hasan (Shohag)
CEO of Imaginative World
Email: [email protected]

বিঃদ্রঃ আপনার যদি প্রোজেক্টটি ভাল লাগে তাহলে নিজ দায়িত্ব যে কোন ব্লগ বা ফোরামে লেখাটি পোষ্ট করতে পারবেন।

স্বাধীন অভিধানের নতুন ভার্সনে বের করা হয়েছে। নতুন ভার্সনের জন্য এখানে দেখুন।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ভাল লাগলো আপনার project. চালিয়ে যান।

ধন্যবাদ সুন্দর একটি বিষয়ের উপর টিউন করার জন্য।

KUB E COMMOTKAR DICTIONARY HOECE APNE PLZ ATA CARRY ON KOREN

    @Partho Biswas: অবশ্যই একে এগিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টাই করব। ধন্যবাদ আপনাকে।

Level 0

hello

Mobile a babo ar janno kono dictionary ditey parben??

    @মিরাক্কেল: আমার জানা মতে মোবাইলের জন্য জনপ্রিয় ডিকশনারিটি এখানে পাওয়া যাবে – http://wap.opentechbd.com এখানে মোবাইল দিয়ে ভিসিট করে E2BDictionary টি ডাউনলোড করে দেখুন।

    ধন্যবাদ।

বাহ অনেক ভাল উদ্দ্যেগ। 😀 এগিয়ে যান। শুভ কামনা রইল।

আর ইংরেজি টু বাংলার জন্য সিলিকন ডিকশনারি দেখতে পারেন। ঐ টাও অনেক ভাল।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ডিকশনারির লিস্ট তৈরির সময় সিলিকন ডিকশনারিটার কথা মনে ছিল না। আর এটার স্টাইলে এআরো দুইটা ডিকশনারি আছে। কুইক ডিকশনারি এবং শসী ডিকশনারি।

    একটা গোপন কথা ফাস করে দেই- এ তিনটি ডিকশনারিতে যে পিকচার গুলো আছে তা নেয়া হয়েছে বাংলা একাডেমির ডিকশনারি (প্রথম এডিশন) থেকে + আপনি যদি একটু পর্যবেক্ষন করে দেখেন তাহলে দেখবেন তিনটা ডিকশনারির পিকচার একই। (আরো কিছু তথ্য আছে, সেগুলো না বলাই ভাল তাই বললাম না)

    আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমার সাফল্যের জন্য দোয়া করবেন।

      @সোহাগ: ভাই আমিও জানি এটার পিক অন্য ডিকশনারি থেকে নেয়া। এখন আমি যদি ডিকশনারি বানাই তবে আবার সব পিক তুলব? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? কিন্তু আমি যদি অন্য গুলার চেয়ে ভাল করে বানাতে পারি তা কি ভাল হবে না?
      শশী আমি ব্যবহার করে দেখেছি সেই তুলনায় সিলিকন অনেক ফাস্ট।
      যেহেতু ফ্রী ডিকশনারি তাই পাইরেসি নিয়ে তর্ক করা আমার কাছে বোকামি মনে হয়।
      ধন্যবাদ।

বাহ ! বেশ ভালো।

খুবই প্রশংসনীয় উদ্যোগ। উপরোক্ত অভিধানগুলোর প্রায় সবগুলোই আমার ব্যবহার করা; কিন্তু সেগুলো আমার চাহিদা মেটাতে পারেনি! 🙁
আপনার আলফা ভার্সনটা ডাউনলোড দিচ্ছি… বর্ণনা শুনে মনে হচ্ছে আপনার অভিধানটাই হবে আমার অভিধান খোঁজার শেষ গন্তব্য।
একটা আবদার, ধীরে ধীরে আপনার অভিধানকে এমন একটি 4 in 1 অভিধান করা যায়না, যেখানে ইংরেজী টু বাংলা, বাংলা টু ইংরেজী, বাংলা টু বাংলা, ইংরেজী টু ইংরেজী শব্দগুলো একটিমাত্র সফটওয়্যারেই পাওয়া যাবে??

বেষ্ট অব লাক।

    @শাহরিয়ার: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

    আমরাও একই চিন্তা করছি। এখন পর্যন্ত ইংরেজী টু বাংলা, বাংলা টু ইংরেজী যুক্ত করা হয়েছে। আশা করি ডিকশনারির পরিপূর্ন সংস্করনে চারটি সুবিধাই থাকবে।

খুব সুন্দর একটি উদ্যোগ।চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

অসাধারন উদ্দ্যোগ এবং চমৎকার টিউন। আশা করি আপনার প্রজেক্ট সফল হবে। চালিয়ে যান। শুভ কামনা রইলো আপনার প্রতি।

আপনার প্রশংসনীয় উদ্যোগ এর জন্য অভিনন্দন। 🙂

Sohag Vaiya ……….Google Translate……….Er Moto…………English to Bangla…………Korle Anec Valo Hoto,googler moto ki korben?

    @kamrulsohan: সেটা আমাদের চিন্তায় রাখা হয়েছে।
    কমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

thank’s a lot we are wating for 21 february and again thank’s for your good mind………

Level 0

অনেক ভালো উদ্যোগ। আমার অনুরোধ বাংলা থেকে বাংলা যেন অধিক শব্দ সম্বলিত হয়। কারন ইংরেজি থেকে বাংলা অনেক পাওয়া যায়। কিন্তু বাংলা থেকে বাংলা পছন্দনীয় অভিধান আমি পাই নাই। যাহোক আপনার আলফা ভার্সন ডাউনলোডে দিছি।

Level 0

সোহাগ ভাই আপনার dictionary instal দেয়ার পরে আমি ইন্টারনেটের বাংলা ফন্ট প্রথমে পড়তে পারছিলাম না। পরে আপনার dictionary unstal করালাম কিন্তু মনে হচ্ছে আগের মতো করে বাংলা দেখতে পাচ্ছি না। আমি windows 7 ব্যবহার করছি। প্লিজ সমাধান চাই।

    @Rasel: ডিকশরারি ইনস্টল করার পর সিয়াম রুপালি ফন্টটা ইনস্টল হয়। তাই ফন্টের সমস্যা হতে পারে। তবে ডিকশরারিটা ইনস্টল করে কম্পিউটার রিস্টার্ক করলেই আবার সব ঠিক হয়ে যাবে।

CTRL+F12 এই অপশনটি আমার কাছে ভেজাল মনে হচ্ছে। ব্লগ বা সাইটে কঠিন ওয়ার্ড দেখলে আমাকে CTRL+F12 চাপ দিতে হবে। কিন্তু কাজটা এত সোজা না। কারন আমি ডান হাতে মাউস ধরব। বামহাতে আঙ্গুল দিয়ে ctrl এর পর F12 চাপ দেয়া কত ভেজাল জানেন? আঙ্গুল এতদূর পর্যন্ত সহজেই যাবে?
আপনার CTRL+F12 চাপ দিতে হলে বাম হাতের যে কোন আঙ্গুল আর সাথে ডানহাত মাউস থেকে উঠিয়ে তর্জনী দিয়ে F12 চাপতে হবে।

সবকিছু আপনার করা সম্ভব নয়। ধরুন আমি কোন ওয়ার্ড সার্চ দিয়ে পেলাম না। তারপর বইয়ের ডিকশনারী থেকে ওয়ার্ডের অর্থ জেনে স্বাধীন ডিকশনারীতে নতুন করে এড করে নিলাম।
আবার এমনও ব্যবস্থা রাখতে পারেন যে যেই ওয়ার্ডগুলো ডিকশনারীতে নেই সেই ওয়ার্ড এবং তার অর্থ আপনার সাইটে গিয়ে ভিজিটররা ইনফরম করবে। এভাবে ইনফরম করতে করতে পরবর্তী ৬ মাসে একটা সমৃদ্ধ চূড়ান্ত ডিকশনারী বের করা সম্ভব।
এরপরও যদি মনে হয় কোন ওয়ার্ড যোগ করার প্রয়োজন আছে বা ভিজিটর ইনফরম করতে করতে প্রায় নতুন ১০০ টি ওয়ার্ড জমা পড়ল। তাহলে এই ১০০ ওয়ার্ডের সামান্য একটা আপডেট ফাইল বের করতে পারেন। যেন ছোট্ট আপডেট ফাইলটি ইমপোর্ট করলেই ডিকশনারীতে নতুন ১০০ টি ওয়ার্ড যোগ হয়।

বা আটোমেটিক ওয়ার্ড আপডেটের অপশন রাখতে পারেন যাতে ভিজিটররা সহজেই নতুন ওয়ার্ড আপডেট করে নিতে পারেন।

ও আচ্ছা, পারলে সোর্সকোডটা একটু প্রকাশ কইরেন। গবেষণা করবার মুঞ্চায়।

    @Mashpy Says: ধন্যবাদ আপনার চিন্তিত মতামতের জন্য।
    Ctrl + F12 কঠিন মনে হলে অপেক্ষা করেন। পরবতী ভার্সনে হটকী চেন্চ করার অপশন দেয়া হবে।

    আর আপনার বুদ্ধিটা ভালই।

    আপডেট এটাও মাথায় রাখলাম।

    এখন ২১শে ফেব্রুয়ারি বেটা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন 🙂

    আর এটা এখনো ওপেনসোর্স করার কোন চিন্তা নাই, so কোড প্রকাশ করার সম্ভাবনা খুব কম 🙁

    আবারো মূলবান মতামতের জন্য ধন্যবাদ।

Level 0

সোহাগ ভাই বাংলা ফন্ট ঠিক হয় নাই। মনে হয় আবার সেভেন না দিলে আর ঠিক হবে না। আপনার ডিশনারি নিয়ে মনে হয় ঝামেলায় পরলাম। গুগলে গিয়ে কোন বাংলা ফন্ট বুঝতে পারছি না।

    @Rasel: আমি তো ভাই সেভেনে টেস্ট করে দেখেছি কোন সমস্যা পাইনাই। আর অন্য কারও থেকেও তো কোন সমস্যার খবর পেলাম না। মনে হয় আপনার কম্পিউটারে অন্য কোন কারনে এ সমস্যা হচ্ছে।
    আপনি সিস্টের রেস্টর করে দেখতে পারেন (Start>> All programs >> Accessories >> System tools >> System Restore)
    অথবা অভ্র থাকলে অভ্র নতুন করে ইনস্টল করে দেখুন। আর পারলে আপনার সমস্যার একটা স্ক্রিন শট দেন।

আপনার উদ্যেদকে স্বাগত জানাই অসাধারন একটা কাজ হাতে নিয়েছেন,আপনার জন্য রইল শুভকামনা,এগিয়ে যান আশা করছি সফল হবেন ইনশাল্লাহ।

Level 0

KHOB VALO UDDOOG. VALO THAKBEN

আপাতত ডাউনলোড দিলাম। ব্যবহার করি তারপর জানাব

    @ইমতিয়াজ উদ্দিন পারভেজ: ভাই কিছুই যে জানাইলেন না?

      @সোহাগ: সবই ঠিক আপাতত ঠিক আছে। আরেকটা জিনিষ করার দরকার ছিল তাহলো কাছাকাছি শব্দ গুলো একসাথে দেখানো। যেমন ভালোবাসা লিখে ডিকশনারীতে সার্চ দেন কিছুই পাবেন না কিন্তু Love Means ভালবাসা আছে। দ্বিতীয়ত্ব যদি কিবোর্ডে বাংলা মুড অন করা থাকে তবে ইংরেজী বর্ণ টাইপ করার সময় ও বাংলা চলে আসে। এক্ষেত্রে ডিকশনারী কিবোর্ড ব্যবস্থাপনা এমন হওয়া উচিত যাতে কির্বোড যে মুডেই থাকুক না কেন। যে মাত্র ডিকশনারী অন হবে সে সময় ইংরেজী সার্চ বক্সে ইংরেজী এবং বাংলা খোঁজ বক্সে বাংলাই ডিফল্ট হিসাবে থাকবে। আপাতত আর কিছু বলার নাই। মাত্র একদিন হলো ব্যবহার করছি। আরো কিছুদিন যাক।

ভাই আমার কথা মনে আছে? আপনি যখন এখানে Text to Speech আর Shutdown Timer দিয়েছিলেন, তখন আমি আপনাকে বলেছিলাম বাংলা ডিকশনারি বানাতে।
১০০০০০০০০ বার বানাবেন, অবশ্যই প্রয়োজন। আমি তো আনন্দে আত্নহারা, মনে হয় আমার আশা পূরন হতে চলেছে।

আর বলতেই হয়, আপনি একজন জটিল প্রোগ্রামার।

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এই উদ্যোগ নেবার জন্যে, আমিও চেয়েছিলাম কিছু করতে কিন্তু সময়ের/উদ্যোগের কারণে হয়ে উঠে নি.
সন্দেহ নেই অভ্রর মতো আপনার সফটও বিখ্যাত হবে.

পরামর্শ:
১. স্টেবল ভার্সন বের হবার পর ওয়ার্ড ডাটাবেজ আপডেটের প্রয়োজন হলে যাতে নতুন ডাটাবেজ ইমপোর্টের সুবিধা থাকে (নতুন সফট ইনস্টল না করে)

২. সার্চ করলে সমোচ্চারিত শব্দ গুলো যাতে সো করে তার চেষ্টা করবেন, (যেমন: আনারি লিখলে আনাড়ি দেখাবে নিচে, মানুস লিখলে “মানুষ” ইত্যাদি.

৩. গুগল এর বাংলা ট্রান্সলেটরের সাথে লিন্কআপ করে দেয়ার ব্যবস্থা, যাতে ব্রাউজার না খুলে এ অনলাইন এ থাকা অবস্থায় ট্রান্সলেটরের সুবিধা পাওয়া যায়.

৪. ইউসারের শব্দ এড করার অপশন & এডিট করার অপশন.

৫. আমি যা করতে চেয়েছিলাম তা আসলেই মোটামোটি অসম্ভব ছিলো আমার জন্যে, তা হল বাংলা একাডেমির ডিকশনারীর শব্দ গুলোকে text আকারে ইনপুট দেউয়া. যাতে ইউসার যেইকোন বাংলা শব্দের অর্থ খুব সহজে পেয়ে যায়.
আপনাকে এইটা করতে বললে আসলেই জুলুম করা হবে, কিন্তু কোনো পসিবিলিটি থাকলে 🙂 ……………

আর আপনি চালিয়ে যান. আমরা আপনার সাথে আছি, থাকবো

    Level 0

    প্রথমে ধনবাদ।আমি install করেছি কিন্তু getting error message.আমি win7 ব্যবহার করি।screen shot দিতে পারছিনা কারন এখানে সেই বেবথা নাই।

    eerror is…….Unhandled exception has occurred in ur application.If u click continue,the application will ignore this error & attempt to continue.If u click Quit,the application will close immediately.
    The Microsoft.Jet.OLEDB 4.0 provider is not registered on the local machine.

    Give me the solution.
    thanks

      @0cta: সমস্যা দেখে মনে হচ্ছে আপনার উইন্ডোজ সেভেনের ডটনেট ফ্রেমওয়ার্কের কোন ফাইল কোন ভাবে মুছে গেছে। এখন উইন্ডোজ সেভেন করা ছাড়া মনে হয় আর কোন উপায় নেই। পারলে উইন্ডোজ সেভেন করে দেখতে পারেন। বা আপনি আপনার কোন বন্ধুর কম্পিউটারে (যার কম্পিউটারে উইন্ডোজ সেভেন আছে) সফটটা চেক করে দেখতে পারেন। এতে আপনি বুঝতে পারবেন সমস্যাটা আসলে কিসের…
      ধন্যবাদ

    @tanweer talukder: ধন্যবাদ আপনাকে চিন্তিত মতামত দেয়ার জন্য।
    আপনার পরামর্শ গুলো ভালই। নোট করে রাখা হলো দেখি কতটুকু করতে পারি।

    আর একটা সম্পূর্ন ডিকশনারীর ডাটা বেজ তৈরি করার আসলেই কষ্টের কাজ। তবে আমি এ কষ্টটিকে চ্যালেন্জ হিসেবে নিয়েছি। এবং এ চ্যালেন্জে আমাকে জিততেই হবে. আপনারা সাথে থাকলে আমি জিতবই ইনশাল্লাহ…

    আবারো ধন্যবাদ।

অনেক ধন্যবাদ। ব্যবহার করে দেখি ।

@সোহাগ: পাল্টাপাল্টির ব্যবস্থা করেন!!!! Song লিখে সার্চ দেন তাহলে গান আসবে, কিন্তু গান লিখে সার্চ দেন তাহলে ??? আরো অনেক শব্দ এই রকম। Math লিখলে শুধুমাত্র গনিত আসে না। গনিত আর গণিত লিখলে ও যাতে সার্চ রেজাল্ট দেখায় সে ব্যবস্থা করেন তবে আসল বানান ঠিক রাখবেন। আরো দিবো পরে

বাংলা শব্দের “অনুসন্ধান” বাক্সে সরাসরি অভ্র দিয়ে লেখা যায় না। বিষয়টি মাথায় রাখবেন। সবচেয়ে বড় কথা, শব্দভান্ডার যেন সবচেয়ে বেশি হয়। তাহলেই আপনার ডিকশনারি হতে পারে একটি আদর্শ ডিকশনারি।

বিঃদ্রঃ আমি Windows 7 ব্যবহার করি।

    @আহমেদ সাদমান: ভাই স্বাধীনে অভ্র দিয়ে সাধারন লেআউট দিয়ে এবং ফোনেটিক উভয় ভাবেই কাজ করা যায়। আপনার কি ধরনের সমস্যা হয় তা যদি খুলে বলতেন বা স্ক্রিনসট দিতেন তাহলে ভাল হত।

    আর আশা করছি শব্দ স্বাধীনের শব্দ ভান্ডার সব গুলোর চেয়ে বড় হবে। আমরা হয়ত শিঘ্রই এর নতুন ডাটাবেজের কাজ শুরু করব।
    ধন্যবাদ।

      আমার সমস্যাটা খুলে বলি। আমি Shadhin Pad এর কথা বলছি না, আমি বলছি ডিকশনারির কথা।
      ডিকশনারিতে দুইতি বাক্স আছে, একটা ইংলিশ শব্দ খোজার জন্য, আরেকটা বাংলা শব্দের জন্য। আমি বলছি যে, বাংলা খোজার যে সার্চ বাক্স তাতে অভ্র দিয়ে লেখা যায় না, উলটাপালটা বাংলা ওঠে।

      নতুন ডেটাবেজ তৈরি শুরু করলে পূর্ণাঙ্গ করতে কতদিন লাগতে পারে বলতে পারবেন কি? আর এটার সাইজ অন্য গুলোর মত ১০০ মেগা পার হয়ে যাবে না তো?
      [img|http://gullee.com/smilies/15.gif]

    @আহমেদ সাদমান: আপনি কি অভিধানে অভ্র দিয়ে আসকি মোডে লিখেছেন? আপনাকে অভিধানে বাংলা সার্চ করার জন্য অভ্র দিয়ে অবশ্যই ইউনিকোড মোডে বাংলা লিখতে হবে।
    তারপরও সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা তারপরও হয় তাহলে আপনি আমার সফটওয়্যারটি অন্য কোন উইন্ডোজ ৭ চালিত কম্পিউটারে চালিয়ে দেখুন। তাহলে বুঝতে পারবেন আসলে এটা অভিধানের সমস্যা না আপনার অপারেটিং সিস্টেমের কোন সমস্যা। আপটি অন্য কম্পিউটারে টেস্ট করে কষ্ট করা ফলাফল জানাইয়েন।

    আর ডাটাবেজ তৈরির কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। কত দিন লাগতে পারে তা এখন বলতে পারছি না। তবে তা ১ থেকে ৩ মাসের ভিতর হবে আশা করছি। অভিধানের কাজ সম্পর্কে আপডেট থাকতে আমাদের ফেসবুক এবং টুইটার পেজে লক্ষ রাখতে পারেন।
    https://www.facebook.com/Imaginative.World.BD
    https://twitter.com/IW_Shohag

    অভিধানের সম্পূর্ন সাইজ আশা করছি ১৫ মেগার ভিতরেই থাকবে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না করন ডাটাবেজ এখনো সম্পূর্ন তৈরি করা হয়নি।
    ধন্যবাদ

ভাইয়া কি উদ্ভাসের সোহাগ ভাইয়া ?? অনেক ভাল উদ্যোগ । শুভ কামনা রইল। রকমারি ওয়েবসাইট কেমন চলছে ??

    @Muhammed Kawser: দুখিত ভাই আমি উদ্ভাসের সোহাগ ভাইয়া নই।

    ধন্যবাদ কমেন্ট করার জন্য।

সরি ভাই, কাজ করছে। যখন ট্রাই করছিলাম তখন হয়ত আমি বাংলা মুডে না দিয়েই টাইপের চেষ্টা করছি, এখন ভালই কাজ করছে। আশা করি আপনি একটি সুন্দর ডিকশনারি বানাবেন।

Level 2

vai chorom akta dictionary……….. amr kaase oneeeek gula dictionary collection a aase but aita best. ager gula delete koira disi………… he he he…………………….
vai sotto akta request silo……………………. jodi ai dictionary ta android ar jonno banano jeto tahole oneek valo hoto……………………………
english a durbol to , tai oneeek somoy oneek jaygay dorkar pore………….

    @sakilsakib: হ্যাঁ.. আমরা অ্যান্ড্রয়েড ভার্সন তথা মোবাইল ভার্সন নিয়ে শিঘ্রই কাজ শুরু করব বলে আশা রাখছি…

bhai link to delete koira dise onno link den please

Level 0

ভাল পোস্ট। বাংলা থেকে বাংলা ডিজিটাল অভিধান সত্যিই খুব বিরল। তারপরেও কম্পিউটার উপযোগী দু-একটি পাওয়া গেলেও মোবাইলের জন্য পাওয়া যায় না। কেউ পাইলে জানাবেন প্লিজ!