IObit SmartDefrag: কাজের জিনিস

উইন্ডোজের Disk Defragment প্রোগ্রামটি নিয়ে অনেকেরই সন্দেহ আছে। অনেকেই বলেন যে এই প্রোগ্রামটি ঠিক মতন Disk Defrag করে না। আমি আজ এমন একটি সফটওয়্যারের কথা বলব যা Disk Defragment এ ওস্তাদ।
IObit SmartDefrag একটি ফ্রি সফটওয়্যার। এটি দিয়ে Defrag করার পর উইন্ডোজের স্পিড কিছুটা হলেও বেড়ে যায় এবং কাজ করে মজা পাওয়া যায়। এটি দিয়ে প্রথমে আপনার ডিস্ক ড্রাইভ অ্যানালাইজ করে জানতে পারবেন ড্রাইভটির কয়টি ফাইল এবং ফোল্ডার Fragmented অবস্থায় আছে। তারপর আপনি দুইটি অপশন ব্যবহার করে Defrag করতে পারবেনঃ

Screen Shot
১। Go বাটনের ডানদিকের ড্রপ ডাউন বক্স থেকে Defrag সিলেক্ট করে Go তে ক্লিক করলে আপনার ড্রাইভটি Defragmented হয়ে যাবে, এজন্য খুব বেশি সময় লাগবে না, সম্ভবত উইন্ডোজ যা সময় নেয় তার চেয়েও কম সময়ে হয়ে যাবে।

                              অথবা,

২। Go বাটনের ডানদিকের ড্রপ ডাউন বক্স থেকে যদি Defrag & Optimize সিলেক্ট করে Go তে ক্লিক করেন তাহলে Defragment হতে অনেক সময় লাগবে, ক্ষেত্র বিশেষে ২ ঘন্টাও লাগতে পারে (এতক্ষন কি করে আল্লাহই জানেন)। কিন্তু Defrag করার পর আপনার সিস্টেম অনেক Light এবং ফাস্ট মনে হবে, এবং পরবর্তীতে ১ মাসের আগে পুনরায় Defragment করার দরকার হবে না।

এই প্রোগ্রামটির যেই বিষয়টা আমার সবচেয়ে ভাল লাগে তাহলো Turn off computer after Defragment অপশনটি। মনে করুন আপনি Defrag & Optimize করতে দিয়ে Turn off computer after Defragment অপশনটি সিলেক্ট করে মনিটর বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন, কম্পিউটার Defragmented হয়ে সুন্দরমত বন্ধ হয়ে যাবে।

সফটওয়্যারটি ফ্রী ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এটি কত কাজের জিনিস তার একটা তুলনামূলক comparison দেখতে এখানে ক্লিক করুন।

ব্যবহার করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।

Level 0

আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউন্স জিন্দাবাদ !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম কাজের বলেই মনে হচ্ছে।

Level 0

উইন্ডোজের বিল্টইন ইউটিলিটি কোনটাই পদের না।

চমৎকার একটা সফটওয়্যার। ধন্যবাদ মোহিত ভাই।

আপনাকেও ধন্যবাদ।

আমি এই মাত্র ব্যবহার করে দেখলাম উইন্ডোজ ডিফ্রেগের চোয়ে এটা অনেক অনেক ফাস্টার। Thanks মোহিত ভাই।