হ্যাকারদের স্বপ্নের সফটওয়ার (১৭৫+ হ্যাকিং টুলস একত্রে)

hac1

এ সফটওয়ারটি এত আশ্চর্যরকম কাজ করে যে আমি এটি ডাউনলোড করার পরে অনেক্ষন থ হয়ে বসে ছিলাম। এটি মাত্র এক মিনিটেরও কম সময় আমার আইপি চেন্জ করে দিয়েছিল। এটিতো মাত্র একটি কার্যকারীতার কথা বলালাম। বাকীগুলো মনেহয় লিখে শেষ করা যাবে না। তবুও চেষ্টা করি..

hac2

আমি যে সফটওয়ারটির কথা বলছি তার নাম “নেট টুলস ৫.০.৭০”।প্রাত্যহিক জীবনের নিত্যনতুন প্রযুক্তির সাথে টিকে থাকার জন্য এটি একটি সর্বাধুনিক নিরাপত্তা ও মনিটরিং সফটওয়ার। এ সফটওয়ারটি আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে একই সাথে ওয়ার্লেস বা নন-ওয়ার্লেস যেকোন নেটওয়ার্কের জন্য প্রযোজ্য সর্বশেষ স্টান্ডার্ড, প্রোটকল, সফটওয়ার ও হার্ডওয়ারের জন্য অসংখ্য প্রফেশনাল টুলস সরবরাহ করে থাকে।

যেকোন নেটওয়ার্ক এবং পিসি মনিটর করার জন্য এ সফটওয়ারটি স্কেনিং, নিরাপত্তা, ফাইল, সিস্টেম এবং অ্যাডমিনেস্ট্রেটর সম্পর্কিত অসংখ্যা টুলস্ এর একটি শক্তিশালী কম্বিনেশন। এর টুলস কালেকশনে রয়েছে অণেক দূমূল্য টুলস। টুলসগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে যে এত বেশি সংখ্যক টুলসের মধ্যে যেন আপনি হারিয়ে না জান।

সকল সিস্টেম অ্যাডমিনেস্ট্রেটরের জন্য এটি একটি মহামুল্যবাদ সফটওয়ার যা টাকা দিয়েও পাওয়া কঠিন। নেটওয়ার্ক ইউজারদের জন্য এর চেয়ে বড় এবং সুশৃঙ্খল টুলস কালেকশন আর কোন সফটওয়ারে নেই।

Hac3

নিচে সফটওয়ারটির ১৭৫টি টুলস কালেকশনের তালিকা দেয়া হল:

(দেখুনতো প্রয়োজনীয় টুলসগুলো পড়ে শেষ করতে পারেন কিনা ?)

  • 1) IP Address Scanner
  • 2) IP Calculator
  • 3) IP Converter
  • 4) Port Listener
  • 5) Port Scanner
  • 6) Ping
  • 7) NetStat (2 ways)
  • 8) Trace Route (2 ways)
  • 9) TCP/IP Configuration
  • 10) Online - Offline Checker
  • 11) Resolve Host & IP
  • 12) Time Sync
  • 13) Whois & MX Lookup
  • 14) Connect0r
  • 15) Connection Analysator and protector
  • 16) Net Sender
  • 17) E-mail seeker
  • 18) Net Pager
  • 19) Active and Passive port scanner
  • 20) Spoofer
  • 21) Hack Trapper
  • 22) HTTP flooder (DoS)
  • 23) Mass Website Visiter
  • 24) Advanced Port Scanner
  • 25) Trojan Hunter (Multi IP)
  • 26) Port Connecter Tool
  • 27) Advanced Spoofer
  • 28) Advanced Anonymous E-mailer
  • 29) Simple Anonymous E-mailer
  • 30) Anonymous E-mailer with Attachment Support
  • 31) Mass E-mailer
  • 32) E-mail Bomber
  • 33) E-mail Spoofer
  • 34) Simple Port Scanner (fast)
  • 35) Advanced Netstat Monitoring
  • 36) X Pinger
  • 37) Web Page Scanner
  • 38) Fast Port Scanner
  • 39) Deep Port Scanner
  • 40) Fastest Host Scanner (UDP)
  • 41) Get Header
  • 42) Open Port Scanner
  • 43) Multi Port Scanner
  • 44) HTTP scanner (Open port 80 subnet scanner)
  • 45) Multi Ping for Cisco Routers
  • 46) TCP Packet Sniffer
  • 47) UDP flooder
  • 48) Resolve and Ping
  • 49) Multi IP ping
  • 50) File Dependency Sniffer
  • 51) EXE-joiner (bind 2 files)
  • 52) Encrypter
  • 53) Advanced Encryption
  • 54) File Difference Engine
  • 55) File Comparasion
  • 56) Mass File Renamer
  • 57) Add Bytes to EXE
  • 58) Variable Encryption
  • 59) Simple File Encryption
  • 60) ASCII to Binary (and Binary to ASCII)
  • 61) Enigma
  • 62) Password Unmasker
  • 63) Credit Card Number Validate and Generate
  • 64) Create Local HTTP Server
  • 65) eXtreme UDP Flooder
  • 66) Web Server Scanner
  • 67) Force Reboot
  • 68) Webpage Info Seeker
  • 69) Bouncer
  • 70) Advanced Packet Sniffer
  • 71) IRC server creater
  • 72) Connection Tester
  • 73) Fake Mail Sender
  • 74) Bandwidth Monitor
  • 75) Remote Desktop Protocol Scanner
  • 76) MX Query
  • 77) Messenger Packet Sniffer
  • 78) API Spy
  • 79) DHCP Restart
  • 80) File Merger
  • 81) E-mail Extractor (crawler / harvester bot)
  • 82) Open FTP Scanner
  • 83) Advanced System Locker
  • 84) Advanced System Information
  • 85) CPU Monitor
  • 86) Windows Startup Manager
  • 87) Process Checker
  • 88) IP String Collecter
  • 89) Mass Auto-Emailer (Database mailer; Spammer)
  • 90) Central Server (Base Server; Echo Server; Time Server; Telnet Server; HTTP Server; FTP Server)
  • 91) Fishing Port Scanner (with named ports)
  • 92) Mouse Record / Play Automation (Macro Tool)
  • 93) Internet / LAN Messenger Chat (Server + Client)
  • 94) Timer Shutdown/Restart/Log Off/Hibernate/Suspend/ Control
  • 95) Hash MD5 Checker
  • 96) Port Connect - Listen tool
  • 97) Internet MAC Address Scanner (Multiple IP)
  • 98) Connection Manager / Monitor
  • 99) Direct Peer Connecter (Send/Receive files + chat)
  • 100) Force Application Termination (against Viruses and Spyware)
  • 101) Easy and Fast Screenshot Maker (also Web Hex Color Picker)
  • 102) COM Detect and Test
  • 103) Create Virtual Drives
  • 104) URL Encoder
  • 105) WEP/WPA Key Generator
  • 106) Sniffer.NET
  • 107) File Shredder
  • 108) Local Access Enumerater
  • 109) Steganographer (Art of hiding secret data in pictures)
  • 110) Subnet Calculater
  • 111) Domain to IP (DNS)
  • 112) Get SNMP Variables
  • 113) Internet Explorer Password Revealer
  • 114) Advanced Multi Port Scanner
  • 115) Port Identification List (+port scanner)
  • 116) Get Quick Net Info
  • 117) Get Remote MAC Address
  • 118) Share Add
  • 119) Net Wanderer
  • 120) WhoIs Console
  • 121) Cookies Analyser
  • 122) Hide Secret Data In Files
  • 123) Packet Generator
  • 124) Secure File Splitting
  • 125) My File Protection (Password Protect Files, File Injections)
  • 126) Dynamic Switch Port Mapper
  • 127) Internet Logger (Log URL)
  • 128) Get Whois Servers
  • 129) File Split&Merge
  • 130) Hide Drive
  • 131) Extract E-mails from Documents
  • 132) Net Tools Mini (Client/Server, Scan, ICMP, Net Statistics, Interactive, Raw Packets, DNS, Whois, ARP, Computer's IP, Wake On LAN)
  • 133) Hook Spy
  • 134) Software Uninstaller
  • 135) Tweak & Clean XP
  • 136) Steganographic Random Byte Encryption
  • 137) NetTools Notepad (encrypt your sensitive data)
  • 138) File Encrypter/Decrypter
  • 139) Quick Proxy Server
  • 140) Connection Redirector (HTTP, IRC, ... All protocols supported)
  • 141) Local E-mail Extractor
  • 142) Recursive E-mail Extractor
  • 143) Outlook Express E-mail Extractor
  • 144) Telnet Client
  • 145) Fast Ip Catcher
  • 146) Monitor Host IP
  • 147) FreeMAC (MAC Address Editor)
  • 148) QuickFTP Server (+user accounts support)
  • 149) NetTools Macro Recorder/Player (Keybord and Mouse Hook)
  • 150) Network Protocol Analyzer
  • 151) Steganographic Tools (Picture, Sounds, ZIP Compression and Misc Methods)
  • 152) WebMirror (Website Ripper)
  • 153) GeoLocate IP
  • 154) Google PageRank Calculator
  • 155) Google Link Crawler (Web Result Grabber)
  • 156) Network Adapter Binder
  • 157) Remote LAN PC Lister
  • 158) Fast Sinusoidal Encryption
  • 159) Software Scanner
  • 160) Fast FTP Client
  • 161) Network Traffic Analysis
  • 162) Network Traffic Visualiser
  • 163) Internet Protocol Scanner
  • 164) Net Meter (Bandwidth Traffic Meter)
  • 165) Net Configuration Switcher
  • 166) Advanced System Hardware Info
  • 167) Live System Information
  • 168) Network Profiler
  • 169) Network Browser
  • 170) Quick Website Maker and Web Gallery Creator
  • 171) Remote PC Shutdown
  • 172) Serial Port Terminal
  • 173) Standard Encryptor
  • 174) Tray Minimizer
  • 175) Extra Tools (nmap console & win32 version)

এছাড়াও রয়েছে আরো অনেক বাড়তি টুলস।

আপনার নিশ্চই আশ্চর্য হচ্ছেন এটা ভেবে যে এক সফটওয়ার এত টুলস। আর সবচেয়ে বড় কথা, এ সফটওয়ারটি ডাউনলোড করা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি। এটি ডাইনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:

http://www.mabsoft.com/nettools.htm

আমি আমার প্রতিটি টিউন পোস্ট করার পরই মন্তব্যের আশায় বসে থাকি। দয়া করে ভালো বা খারাপ যাই লাগুক মন্তব্য করুন।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সকালবেলা শিরোনামটি দেখেই একটু নড়েচড়ে বসলাম। কিন্তু এই সফটটি ব্যবহার করার মত এতকিছু জানা নেই। আজ একটু ট্রাই করে দেখি কী কী করা যায়। অনেক ধন্যবাদ।

ঐ মিয়া তারেক মন্তব্য কি গাছের গোটা নাকি যে নাড়া দিলেই পরবে । ধন্যবাদ ভাল একটি টিউন করার জন্য । কিন্তু তুমি কি এটা ব্যবহার করে দেখেছ ? মানে আমি এই রকম অনেক সফটওয়ার নিয়ে ঘাটাঘাটি করেছি কিন্তু ঐ গুলো ছিল ভাইরাসের সরাইখানা ।

    Aboro name poribarton?Lotas taka hamid.Hamid taka Hasib. Hasib থেকে পরিবর্তিত হয়ে আবার কি হবে ???. . . . অপেক্ষায় রইলাম।

হাসিব ভাই আমি সফটওয়ারটি সম্পর্কে যতটুকু খোজ খবর করেছি তাতে আমি মোটামোটি নিশ্চিত সফটওয়াটিতে কোন ভাইরাস নেই।
আপনাদেরকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

    Level 0

    Bai norton antivirus diye chek kore dekun.
    Tahole apnar ans………….

    emdad ভাই কেউ যে এখনো norton এন্টি ভাইরাস ব্যবহার করে তাই জানা ছিল না।

হ্যাকিং জিনিসটা আসলেই মজার অবৈধ পন্থায় বৈধ কাজ।হাহা আর টিউন আসলেই ভাল হয়েছে সামনে এগিয়ে যান।

আরে ভাই যদি ব্যবহারই না জানলাম তবে এসব দিয়ে কি হবে।আসা করি ব্যবহার সম্পর্কে বিস্তারিত লিখবেন।

সফ্টওয়্যারটি ভাল আমি বেশ আগে থেকেই ব্যবহার করছি। ধন্যবাদ

Level 0

যদি কিছু নলেজ দিতেই চান তাহলে ব্যবহার বিধি নিয়েও লিখেন

Level 0

ডাউনলোড করে রাখি। দেখি এটা দিয়ে কি করা যায়। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ, তবে বিস্তারিত লিখলে ইউজারদের সুবিদা হয়।

আরে ভাই ১৭৫ টি টুলসের নাম লিখতেই কত জায়গা লেগেছে দেখেছেন ? ব্যবহার লিখতে গেলে তো একটা বই হয়ে যেত। তবে যারা ব্যবহার জানেন না তাদেরকে বলছি – ভাই এতগুলো টুলস আলাদাভাবে ডাউনলোড করতে গেলে জান পানি হয়ে যেত। যদি কোন টুলস সম্পর্কে না জানেন তাহলে ইন্টারনেটে থেকে সে বিষয়ে জেনে নিতে পারবেন।
ইন্টারনেটে আমরা অপ্রয়োজনে অনেক সময় ব্যায় করি। ১৭৫ না হোক কয়েকটি সম্পর্কেও জানার চেষ্টা করেন তাহলেও অনেক কাজের জিনিস শিখতে পারবেন। ভাই এ ব্যাপারে আমি নিশ্চিত।

    Level 0

    আপনার যুক্তি দেখে বলতে হয় এক কথায় -নিরাশ করলেন

Level 2

ভাই TareqMahbub আপনি এই software টি নিয়ে যে লিখা লিখেছেন তাতে এটি ইউস করার লোভ আর সামলাতে পরলাম না ।ডাউনলোড করতে দিয়ছি আশা করি আপনার লিখার মতো কাজে দিবে এটি।

Level 0

Steganographer (Art of hiding secret data in pictures)
onek gular modhe eta use kore moja ase…
ei soft er madhome apni akta pic er moddhe apni je kono file hide kore rakhte parben, emonki ami password o set korte paren se khetre ai file ti password sara ber kora somvob na.

use kora khub soja
use kore dekhte paren….asa kori moja paben..

ekhan kar aro onek mojar kisu soto software ase ja use kore moja paben..

Level 0

এই সফট নিয়া ধারাবাহিক টিউন চাই

Level 0

অনেক দিন পর একটা সুন্দর টিউন পেলাম । ধন্যবাদ আপনাকে

ভাই, কিভাবে আইপি এড্রেস পরিবতন করতে হয় একটু বিস্তারিত বলবেন কি। ধন্যবাদ।

Level 0

It is not safe. It has hidden security risk and trojan viruses.

This report has been given by Norton

Total threats found: 5

Security Risks
Threats found: 3
Here is a complete list:

Threat Name: HTTP Embed Tag NPDSPlay DLL BO
Location: http://mabsoft.com/exploits/911564.txt

Threat Name: HTTP Microsoft IE Generic Heap Spray BO
Location: http://mabsoft.com/exploits/896727.txt

Threat Name: HTTP Microsoft IE Generic Heap Spray BO
Location: http://mabsoft.com/exploits/903235.txt

Viruses
Threats found: 2
Here is a complete list:

Threat Name: Trojan Horse
Location: http://mabsoft.com/exejoiner.zip

Threat Name: Trojan.Dropper
Location: http://mabsoft.com/exejoiner.zip

    emdad ভাই ঐ লিঙ্কে গেলে তো আমার Avast ভাইরাস দেখায়। কিন্তু আমি Avast দিয়ে আসল সফটওয়ারটি কয়েকবার Scan করেছি। তখন Avast কেন ভাইরাস দেখালোনা। আপনার কম্পিউটারে ভাইরাস নেই তো।

    ভাই কারো কম্পিউটারে ভালো এন্টিভাইরাস না থাকলে উপরের লিংক গুলোতে ক্লিক না করলেই ভালো। কারন আমার ধারনা এগুলো সরাসরি ভাইরাস দ্বারা আক্রান্ত।

    emdad ভাই আমি এই মাত্র
    Avast Professional (updated),
    Obit Security 360(updated),
    Windows Defender(updated);
    Anti Malwarebites (updated),
    Norman Malware Cleaner(latest),
    Trend Micro HiJack this (latest)
    ইত্যাদি দিয়ে সফটওয়ারটি Scan করলাম। কিছুই তো পেলাম না।
    Norton Portable Antivirus টিও ডাউনলোড করেছিলাম কিন্তু সেটি প্রায় দেড় ঘণ্টা ধরে Update হওয়ার নামকরে ফ্রিজ হয়ে আছে। কিছুই হচ্ছে না।
    আগেও একবার, আমার ড্রাইভার CD এর সাথে আমি Norton Antivirus CD free পাই। কিন্তু ৪৫ থেকে ১ ঘণ্টা সময় লাগিয়ে এটি ইনস্টল হওয়ার পর আর আপডেট হয় নি। ১০০% নতুন কম্পিউটারে অন্যসব সফটওয়ার যেখানে আপডেট হচ্ছে সেখানে Norton Antivirus আপডেট হওনার নাম করে কয়েক ঘণ্টা ফ্রিজ হয়ে ছিল।
    একারনে আমি Norton Antivirus কে একদমই পছন্দ করি না।

Level 0

ariful bhai ar sate amio akmot ami o jante chai kunta diye ip change kore??

ধন্যবাদ হাসিব ভাই,
আপনার সফটওয়্যার ভালো, কিন্তু ছোট্টো একটি সমস্যা হচ্ছে, যখন এটির সাহায্যে Internet Access করি তখন তা খুবই slow হয়ে যায়। তাই এটা ব্যবহার করতে চেয়েছিলাম। তারেক ভাই, অপেক্ষা রইলাম।

Level 2

valo…….tobe……….keno jani…..bistarito jante ecche korce

Level 0

ভাই আপনার উল্লেখ করা লিংকটি Norton site adviser অথবা ভাল মানের যেকোন site adviser check করে দেখুন।
তাছাড়া Norton Antivirus 2010 এর ৩ মাসের trial version নামিয়ে ব্যবহার করে দেখুন। এটি ১১১ মেগাবাইট।

INSANE!!! I’ve never heard of such thing. Amazing!!!
Thank you Tarek vai

well, now i have this one but dont know what exactly to do? can I penetrate SQL with this thing? :S

Tareq vai thanks unlimited,………..

vai morsi. avabe sob prokash korleto apnar site tai ekdin hacking hoa jabe re vai …………….

    ধন্যবাদ শাওন ভাই।
    টুলসগুলো দেয়া আছে ঠিকই কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে তা জানে এমন লোক খুবই কম আছে।
    মানে ভয় নেই।

Thank u
kamon asso
tumi kora bollam
tana hola amar sikta valo lagbana.

thanks you

Level New

ভাই রে আমি যে কি কমু বুঝতে পারতাছিনা
মনে হয় মংগল গরহ চোখের সামনে আপনারে ধন্যবাদ

Level 0

অনেক ভাল হয়েছে । চালিয়ে যান। …

খুবই কাজের টিউন । এমন টিউনই করবেন আশা করি।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

Level 0

ভাই আমি ও ব্যবহার করছি খুব কাজের জিনিস।

Level 2

Good Tune, but chak before when publist it. Because it have may be virus ! Thanks 4 a good tune.

কোন Radio Station-এর IP Address ও Port No. বের করার কোন Software আছে কী এই Software-গুলোর মাঝে?আমি অনেকদিন ধরে খুজঁছি।জানালে খুব উপকার হত।টিউনটি খুব কাজের,অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাই ,
এ Software দিয়ে কি IP Address change করা য়ায় । যদি যায় তাহলে তা কি ভাবে ? আমার IP change করা খুবই দরকার।
Help me

eta diye kaj korte hoy kivabe…………….?