একটু অন্যরকম ডাউনলোড : পর্ব ০৩ : গানপাগলদের জন্য

“ ছুপকে ছুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হে।”  -  গজলটি শুনুন বিভিন্ন বিখ্যাত শিল্পীর গলায় বিভিন্ন স্টাইলে।


আচ্ছা এমনটা হলে কেমন হয় একটু ভাবুন তো -

আপনি একজন বিখ্যাত শাহেনশাহ।

আপনার মেহফিলে আজ গানের কম্পিটিশন হচ্ছে। বিখ্যাত একটি গান আজকের কম্পিটিশিননের জন্য নির্ধারিত। কেউ গান গাইছেন হিন্দিতে তো কেউ আপনার রক্ত দিয়ে প্রতিষ্ঠিত বাংলা ভাষায়।

আপনার নির্দেশে স্বনাম ধন্য গায়করা গায়িকারা একটি গজল পরিবেশন করছেন- “ ছুপকে ছুপকে রাত দি আসু বাহানা ইয়াদ হে।”

কে নেই আপনার মেহফিলের আসরে ! বড়ে গুলাম আলিতো আপনার জন্য এই একই গান চার রকম ভঙ্গিতে পরিবেশন করলেন।

প্রথমবার 'নিকাহ্ ' সিনেমাতে যেমন পরিবেশন করেছিলেন একদম সেই ভাবে। (এখানে Mp3)    (এখানে  VIDEO)

দ্বিতীয়বারে বাংলায় - " চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে"।          (Mp3)

তৃতীয়বারে কোনো এক লাইভ অনুষ্ঠানের আসরে যেমন গেয়েছিলেন সেই ভাবে ।   (এখানে Mp3)       (এখানে  VIDEO)

চতুর্থ বারের টাও কোনো এক লাইভ প্রোগ্রামের তবে এবারেরটা আরো সুন্দর করে , আরো হদয় ছোঁয়া সায়েরী সহ ।    (এখানে Mp3)

আপনি আপনার স্থান ছেড়ে উঠে দাঁড়িয়ে কুর্নিশ করে বললেন- ওয়াঃ জনাব , ওয়াঃ , আপনি যা পরিবেশন করলেন তাতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবকটি এনে দিলেও আপনাকে কিচ্ছুটি দেওয়া হয় না। তাই আমি আপনাকে আমি আমার হৃদয় গোলাপটিকেই উপড়ে আপনাকে দিলাম। কী শোনালেন আপনি -

"অব ম্যায় সমাঝা তেরে রুকসারপে তিল কা মতলব

দৌলতে হুসনেপে দরবান বিঠা রাক্খা হে।"

বাঃ , বাঃ।"

আপনার মেহফিলে এবার এলেন জগজিৎ সিং । গজল সম্রাট। (এখানে Mp3 )

আপনি বললেন-বাঃ বাঃ অনবদ্য। আপনার গলাই আপনার পরিচয়।

গাইলেন আশা জী ।    (এখানে Mp3)         (এখানে VIDEO)


আপনি বললেন-আপনার গান শুনে আমি কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি।

গান শোনাতে উন্মুখ বিখ্যাত সঙ্গীত শিল্পী হনস্ রাজ হনস্ও ।     (এখানে Mp3)         (এখানে VIDEO)


আপনি বললেন – সত্যিই আপনার কোনো তুলনাই হয় না।

বাদ গেলেন না ZEE TV –র উদীয়মান শিল্পী রাজা হাসানও ।   (এখানে Mp3)         (এখানে VIDEO)


আপনি বললেন- মণি , তোমার ভিতরে অনেক প্রতিভা। তবে এখনো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে।

সবার গান আপনার হৃদয় ছুঁয়ে গেল।

তাতো গেল ; কিন্তু জনাব আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে - আপনার মেহফিল শেষ হলে আর একবার এখানে Log In করে আমাদের একবার জানিয়ে যাবেন কে আপনাকে আপনার প্রিয় মানুষটির আপনার জন্য রাতদিন চোখের জল ফেলা , মনের গোপনে আরও একবারের জন্য জাগিয়ে দিয়ে গেলেন।

প্লিজ , জানাবেন কিন্তু ।

****************************************************************************************************************************************

জাহাপনা , গুস্তাকি মাফ !

এখানে যে গান গুলো দিলাম সেগুলো সামান্য একটু বড় -- Quality  বজায় রাখার জন্য।

আর ভালো জিনিসতো একটু কষ্ট করেই পেতে হয় , তাই না ?

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াঃ জনাব , ওয়াঃ , আপনি যা দিলেন তাতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবকটি এনে দিলেও আপনাকে কিচ্ছুটি দেওয়া হয় না। তাই আমি আপনাকে আমি আমার হৃদয় গোলাপটিকেই উপড়ে আপনাকে দিলাম। কী জিনিষ দিলেনরে ভাই । পুরাই মাথা নষ্ট……………………………………..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সবুজের অভিযান ( Sobujer Abhijan ) খুবই ভালো লাগছে যে নামটি বাংলায় দিয়েছেন। ডালো তো সবগুলোই শেষ করছি। নির্বাচিত করার জন্য ভোটও দিছি। প্রিয় টিউনস এ তো যুক্ত আগেই করেছিলাম। আগামীতে আরো সুন্দর এক্সক্লুসিভ সব কালেকশনস চাই। আর ভাই আমার একটি ছোট্ট অনুরোধ পারলে আমার প্রিয় নজরুলের কৃর্তন ধাচের গানগুলো নিয়ে একটি টিউন করতে হবে। ধন্যবাদ

ঔ মিয়া! জিফের বস হইল হাসানাত ভাই আর আমার পাগলা দোস্ত (উন্মাদ তন্ময়)। ওগো টিউন দেখেন, আর ব্লগে ইন্সার্ট করার জন্য জিফ ইমেজ আপলোডিং সাইটে আপলোডাইয়া ইন্সার্ট করেন। 🙂