একটু অন্যরকম ডাউনলোড : পর্ব ০২ : গানপাগলদের জন্য

নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-2 )

 

আপনাদের অনুরোধ ও দাবিতে “ একটু অন্যরকম ডাউনলোড : পর্ব ০২ : গানপাগলদের জন্য পর্ব ২ ”   পেশ  প্রচুর সঙ্গীতপিয়াসী মানুষ গতপর্বের নজরুলগীতি সংকলন ডাউনলোড করেছেন। যা আমি ভাবতেই পারিনি ! আগে ভাবতাম আমার মতো মুষ্টিকয়েক মানুষ বুঝি এইসব গান শোনেন। কিন্তু এখন বুঝছি – না , আমরাও দলে ভারি আছি।  একটা একটা বিষয় বেশ পরিষ্কার বুঝতে পারলাম ভালো জিনিসের চাহিদা জগতে সবসময়েই আছে !

এপর্বের প্রথমেই আপনাদের একটা চমক দিই। আপনি কি কখনো নজরুলের নিজের গলার গান শুনেছেন ? রবীন্দ্রনাথের মৃত্যুর পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নজরুল নিজের গলায় গান রেকর্ডিং করেছিলেন-

“ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায়ো না জাগায়ো না।

সারা জীবন যে আলো দিল , ডেকে তাঁর ঘুম ভাঙায়ো না।”

 

যদি আপনি না শুনে থাকেন বা আপনার সংগ্রহে না থাকে তবে

     

এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।

 

গত পর্বে আমি আপনাদের সঙ্গে   “ নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-1)  তে মোট ৮০ টি বর্ণানুক্রমিক নজরুল গীতি শেয়ার করেছিলাম। এ পর্বে আরও ৬৮ টি  নজরুল গীতি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এবারে ইংরেজি বর্নমালার L থেকে U পর্যন্ত বর্ণানুক্রমিক  নজরুল গীতি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

ক্রম               নজরুল গীতি                              শিল্পী

81                Laili Tomar Esheche Firiya                        Ferdousi Rahman      

82                Megher Hindola                                    Rowshan Ara Soma     

83                Meghla Nishi Bhore                      Sachin Dev Burman   

84                Modir Abeshe Ke Chole                             Moni Chakrabarty    

85                Modir Shopone                                      Srikant Acharya        

86                Momer Putul                                       Chandrani Mukherjee   

87                Momo Modhuro Minoti                            Sumon Chowdhury    

88                Momo Tonur Moyur                               Shabnam Mushtari     

89                Momtaz, Momtaz                                   Chhonda Chakrabarty 

90                Mon Bihango Jaore Ure                             Dalia Nausheen        

91                Moner Rong Legechhe                           Shirin Akhter   

92                Mor Ghumo Ghore                                Kanak Chapa    

93                Mor Na Mitite Asha                               Arati Mukherjee

94                 Mor Priya Hobe Esho Rani                      Dhiren Basu

 95               Mor Priya Hobe Esho Rani                      Manobendra Mukherjee

96               Mor Priya Hobe Esho Rani   (violin)            Zahid Anwar Babu      

97                Mor Prothom Moner                            Kashfia Billah    

98                Mora Ar Jonome                                 Feroza Begum    

99                Nacher Neshar Ghor Legechhe                         Nusrat Jahan Runa       

100              Naiba Ghumale                                   Kumar Sanu       

101              Naiya Dhire Chalao Toroni                      Anjali Mukhopadhdhyay

102              Nim Fuler Mou Piye                            Anjali Mukhopadhdhyay 

103              Nishi Bhor Holo                                Tahmima Shahrin 

104              Nishipobon, Nishipobon                         Nashid Kamal   

105              Nodir Naam Shoi Anjana                        Kashfia Billah   

106              Nohe Nohe Priyo                                Shoma Farah      

107              Noyon Bhora Jol Go Tomar                  Shyamol Mitra    

108              Noorjahan                                       Shaymol Mitra;

 109              Noorjahan                                       Khilkhil Kazi  -  Nazrul's granddaughter 

110              O Shondhya Maloti                       Shaheen Samad        

111              Padmar Dheu Re                                Khairul Anam Shakil       

112              Pashaner Bhangale Ghum                     Rumi Ajnabi       

113              Path Chalite Jodi Chokite                     Iffat Ara Nargis    

114              Phire Phire Keno Kaday                      Pradip Kumar Sarkar      

115              Polash Fuler Gelas Vori                      Mahmood Billah    

116              Pori Jafrani Ghagri                            Fatematuz Zohra   

117              Poro Poro Chaitali                              Anup Jalota       

118              Porodeshi Re Jao Re                                    Indrani Ganguly    

119              Priyo Jai Jai Bolo na                          Nawsheen Laila    

120              Projapati, Projapati                           Sadia Afrin Mallik 

121              Reshmi Churir Shinjhinite                     Dr. Farhana Mahbub      

122              Reshmi Rumal                               Sadia Afrin Mallik   

123              Rim Jhim Rim Jhim Jhim                     Suborna Chowdhury       

124              Rum Jhum Jhum Jhum                       Asha Bhosle         

125              Shadh Jage Mone                            Syed Al-Mamun Rizvy        

126               Shaono Raate Jodi                           Manna Dey

         

127              Shapne Dekhi Ekti Notun Ghar         Rahat Ara Geeti        

128              Shawono Ashilo Phire                    Fatematuz Zohra

129              Shawono Ashilo Phire                   Niaz Mohammad Chowdhury   

130              She Chole Gechhe Bole                   Ferdousi Rahman

131              She Chole Gechhe Bole                   Julie Sharmili Alam    

132              Shiuli Fuler Mala                         Unidentified    

133              Shiulitolay Bhor Belay                  Anuradha Paudwal     

134              Shukno Patar Nupur Paye               Pratima Bandopadhdhyay      

135              Shunno E Buke                           Monomoy Bhattacharya

136               Srijano Chhonde                         Indrani Ganguly

137                Srijano Chhonde                       Shimul Yusuf     

 106

138              Surer O Banir Mala Diye                Selima Ashrafi  

139              Tabo Ganer Bhashay                   Rukhsana Sultana        

140              Tepantorer Mathe                       Mohammad Saadi &  Papia Sarwar     

 

141              Tomar Bina Tarer Giti                  Monira 

142              Tomari Aankhir Moto                  Mahmood Billah        

143              Tomaro Mone Phutbe Jobe            Bula Afroze     

144              Trishishito Akash Kapere               Leena Taposi   

145              Tumi Haatkhani Jobe                  Shafin Ahmed   

146              Tumi Ki Dokhina Paban                 Ferdous Ara &  Khairul Anam Shakil 

 

147              Tumi Shundor Tai                        Satinath Mukherji      

148              Uchaton Mon Ghore Royna            Suprava Sarkar

 

আগের বারে আপনাদের সুবিধার জন্যে আমি কমবেশি ১০ M.B করে মোট ৮ টি ভাগে আপলোড করে দিয়েছিলাম । আবার যারা এতগুলো ভাগে ডাউনলোড অসুবিধা বোধ করতে পারেন তাদের জন্যে এই গানগুলোকেই দুটো ভাগে আপলোড করেছিলাম। কিন্তু দেখলাম আপনারা অতগুলো ভাগের পরিবর্তে দুটো ভাগে ডাউনলোড করতে বেশি পছন্দ করেছেন। তাই এবার আর অত ছোট ছোট ভাগ না করে একটা ভাগেই  গানগুলোকে আপলোড করেছি। এই নজরুল গীতি পার্ট ৯ -এ মোট গানের পরিমাণ ৬৪ M.B মতো। আশা করি ডাউনলোড করতে আপনাদের অসুবিধা হবে না।

********নজরুল গীতি পার্ট ৯***********

 

যারা এই পর্ব প্রথম দেখলেন তাদের সুবিধার জন্য আগের পর্বের ও এবারের গানগুলোকে একসঙ্গে করেও আপলোড করেদিলাম।

**** নজরুল গীতি ১ , ২ , ৩ , ৪ , ৫ , ৬ , ৭ , ৮ , ৯ একসঙ্গে।

আগের পর্বে কোন কোন গান রয়েছে তা একটু কষ্ট করে

- এখান থেকে দেখে নিন।

আর যারা মনে করছেন এ পর্বের গান গুলোও  আগের পর্বের মতোই ছোটো ছোটো ভাগে আপলোড করে দিলে ভালো হত , তারা কষ্ট করে আমাকে এখানে একটু জানাবেন আমি ঐভাবে আপলোড করে দেব ।

অনেক ভালো থাকুন।

প্রচুর ভালো গান শুনুন।

প্রবাদ আছে –“যে মানুষ গান ভালো বাসে না , ফুল ভালো বাসে না , সে মানুষ খুন করতে পারে।”

মজা করলাম । কিছু মনে করবেন না।

আপনাদের যদি ভালো লাগে তবে বাকি নজরুল গীতিগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব।

অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনাদের জন্য।

 

আপানার চাইলে সরাসরি http://www.nazrul.org/nazrul_audio/songs.htm এখান থেকেও ঘুরে আসতে পারেন আমি এখান থেকেই গানগুলি ডাউনলোড করেছিতবে ওখানে আপনাকে একটা একটা করে গান ডাউনলোড করতে হবে

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবুজের অভিযান কেমন আছেন আপনি। অনেক ধন্যবাদ যে আপনি গানগুলো এক পার্টে আপলোড করেছেন। আমি ব্যক্তিগত ভাবে নজরুলের গান খুব পছন্দ করি বিশেষ করে নজরুলের কৃর্তন ধাচের গানগুলো আমার খুবই ভালো লাগে। কিন্তু কৃর্তন ধাচের গানগুলো না বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না নেটে পাচ্ছি , তাই আপনার কাছে অনুরোধ নজরুলের লেখা কৃর্তন ধাচের গানগুলোর যে কয়টি আপনার ও আপনার বন্ধুদের সংগ্রহে আছে তা কষ্ট করে একটু আপলোড করে দিন। কিংবা যদি কোনো সাইটের লিংক থাকে যেখান থেকে কৃর্তন ধাচের গানগুলো পাবো তবে লিংক শেয়ার করুন। ভালো থাকবেন।

ভাল টিউন। :mrgreen:
তবে কালারিং এর ক্ষেত্রে হাল্কা রং ব্যবহার করার চেয়ে গাঢ় রং ব্যবহার করুন। হাল্কা রং চোখে বড্ড লাগে। 😆
ধন্যবাদ। 🙂

    @নিওফাইটের রাজ্যে: রাগ কি কমেছে ? ভয়তে আছি।

    @murad: @নিওফাইটের রাজ্যে: আমি মজা করাতে আপনি কেমন যেন রেগে গেলেন মনে হল।

    @নিওফাইটের রাজ্যে: রং ঠিক করে দিয়েছি।

    ছবি ঠিক করার চেষ্টা করেছি। দেখে বলবেন ছবি ঠিক হয়েছে কি না !

    আপনি লিনাক্সে কী দিয়ে বাংলায় লেখেন ?

    উইন্ডোজ ছেড়ে লিনাক্সে পুরোপুরি আসার চেষ্টা করছি , পারছি না , যদি আপনি টিচার হতে রাজী থাকেন তবে পুরোপুরি ছেড়ে দেব।

    তাড়াতাড়ি অভিমত জানান।

      রং ঠিক করে দিয়েছি।

      দেখলাম, এবার ঠিক আছে।

      ছবি ঠিক করার চেষ্টা করেছি। দেখে বলবেন ছবি ঠিক হয়েছে কি না !

      অবশ্যই ঠিক হয়েছে!

      আপনি লিনাক্সে কী দিয়ে বাংলায় লেখেন ?

      লিনাক্সে বাংলা দেখা এবং লেখার চমৎকার ব্যবস্থা আছে। আলাদা সফটওয়্যার লাগে না। আমি প্রভাত দিয়ে বাংলা লিখি। এটা ফিক্সড লে-আউট। মানে ১ বাটন=১বর্ণ । প্রভাত ফিক্সড হলেও এটা ফোনেটিক। দ্রুত বাংলা লেখার জন্য অভ্রের প্রভাত লে-আউট টা বেস্ট। আপনি অভ্র ব্যবহার করলে এর ভিতরেই অপশনে ঘাটাঘাটি করলে ‘প্রভাত’ পাবেন। ওটা ট্রাই করে দেখতে পারেন। প্রথম প্রথম একটু অসুবিধা হবেই, এ নিয়ে চিন্তা করবেন না। আপনি প্রভাতের টিউটোরিয়াল পাবেন এখানে।

      উইন্ডোজ ছেড়ে লিনাক্সে পুরোপুরি আসার চেষ্টা করছি , পারছি না , যদি আপনি টিচার হতে রাজী থাকেন তবে পুরোপুরি ছেড়ে দেব।

      আপনি লিনাক্সে যাওয়ার যে মনোভাব পোষণ করলেন এতেই আমি খুশি। আসলে আমি সম্পূর্ণ নতুন লিনাক্সের ব্যপারে। পরীক্ষা শেষ হলে হুমড়ি খেয়ে পরব। যাই হোক, লিনাক্সে যাওয়ার আগে আপনি ‘লাইভ’ চালিয়ে দেখতে পারেন। মানে পরীক্ষামূলক চালাবেন আরকি। লাইভ চালানোর জন্য আপনাকে মিন্ট\উবুন্টুর (যেটা খুশি) একটা ISO ডাউনলোড করে পেনড্রাইভে বুটেবল করে নিতে পারেন। সেটার টিউটোরিয়াল টেকটিউন্সেই পাবেন (মিনহাজুল হক শাওন ভাইয়ের টিউন আছে ‘পেনড্রাইভে ISO বুটেবলসহ বার্ন করার’। একটু খুঁজে নিয়েন, না পেলে আমাকে জানাবেন।
      লাইভ চালিয়ে ভাল লাগলে আপনি লিনাক্সে মাইগ্রেট করতে পারেন। লিনাক্সে আপনার দৈনন্দিন কাজ সম্পাদন করতে যেসব সফটওয়্যার লাগে তা দেওয়াই থাকে যেমন ধরুন: MS office এর বিকল্প লিব্রে অফিস, গান শোনার প্লেয়ার, টমবয় নোট, ইত্যাদি। এগুলো আলাদাভাবে একদমই ইন্সটল করা লাগে না। তবে লিনাক্স ব্যবহার করার জন্য বাংলা নির্দেশিকা বের করা হয়েছে (পিডিএফ) যেটা পড়লেই আপনি লিনাক্সের টুকিটাকি অনেক কিছু জানতে পারবেন।
      অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গুগল দৈত্য তো আছেই।
      লিনাক্স ইনস্টল করার টিউটোরিয়াল পাবেন এখানে
      অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করেননি আশা করি। :mrgreen:
      অনেক ধন্যবাদ। 🙂

    @নিওফাইটের রাজ্যে: ভাই আমি লিনাক্স কমবেশি ব্যবহার করছি প্রায় বছর দুয়েক। মিন্ট ইউজার ফ্রেন্ডলি।কিন্তু আমার উবুন্তু ভালো লাগে।আমার ডুয়ালমোড করা আছে ৭ ও উবুন্তু। কিছু কিছু কমান্ড শিখেছি।সফটওয়্যার সেন্টার থেকে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টলকরতে পারি।

    কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও বোধ করি।

    লিনাক্সে পেজ উইন্ডোজের চেয়ে অনেকবেশি তাড়াতাড়ি খোলে।কিন্তু যখন ডাউনলোড করতে দিই তখন IDM এর অভাব বোধ করি ।

    ডাটাকেবল থাকলে লিনাক্সের চেয়ে সহজে কেউ মোবাইলে নেট কানেক্ট করতে পারে না।

    কিন্তু ব্লুটুথ দিয়ে আমি নেট কানেক্ট করতে পারছি না।

    পেজমেকারের অভাব আমি লিনাক্সে অনুভব করি।

    প্রভাত আমার লিনাক্সে অ্যাক্টিভেট আছে । কিন্তু আমি এতে ঠিক স্বাচ্ছন্দ্য পাই না। আমি উইন্ডোজে বাংলা ওয়ার্ড ব্যবহার করি। অভ্রকে আমি সেই লে আউটে সাজিয়ে নিয়েছি।তাই মোটামুটি দ্রুত লিখতে পারি। প্রভাতকে সে ভাবে কি সাজানো যাবে ? না হলে লিনাক্সে আমার লেখাটা যন্ত্রনা দায়ক হয়ে ওঠে। এর আগের রিপ্লাই এর সময় উবুন্তুতে ছিলাম।এখন ৭ এ।

    এছাড়া বিভিন্ন software install র সময় কিছুটা সমস্যা হয়। এর একটা একটা ফরম্যাটে (deb etc) ফলে সুবিধা করে উঠতে পারছি না। আর ও বলে রাখি computer এর আমি যা শিখেছি প্রার সবটাই নিজে নিজে বা নেট ঘেটে ।আমি ছাড়া এখানে কেউ লিনাক্স ইউজ করে বলে মনে হয় না। লিনাক্স বুঝিনা বলেই হয়তো লিনাক্সের উপর আমার এত টান।

    আপনি লিখেছিলেন “ফটুকশপ কেনার পয়সা নাই।” সুতরাং আপনি যখন লিনাক্সে ঐ কাজ গুলো করতে পারেন তাহলে আপনি লিনাক্সে একেবারে নতুন নন।

    পরীক্ষা শেষ হলে হুমড়ি খেয়ে পরব।

    (অফটপিক: আপনি কিসে পড়েন জানতে ইচ্ছা করছে ? যদিও না জানানোর অধিকার আপনার আছে । আর আমার কৌতুহলটাও অনৈতিক।)
    {পুনশ্চ : ‘ হুমড়ি খেয়ে পড়ব ।” পরব হবেনা । হবে “পড়ব” কারণ জামাকাপড়ের ক্ষেত্রে “পরব” হবে । বই এর ক্ষেত্রে হবে “পড়ব” , রাস্তায় পিছলে “পড়ব”।

    [sorry for the জ্ঞান..]

    আপনি উত্তর দিলে আরও কিছু সমস্যার কথা জানাব।

    অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করেননি আশা করি।

    অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করেননি আশা করি।

      @সবুজের অভিযান ( Sobujer Abhijan ): বাব্বাহঃ বিশাল কমেন্ট! বানানের প্রতি আমার খেয়াল আছে, {Shift বাটনটি যথাসময়ে কাজ না করার ফল (লেম এক্সকিউজ)}।
      ডায়াল-আপ ব্যবহার করি না তাই ঐ সমস্যার সমাধান দিতে পারছি না। 🙁
      উইন্ডোজে থাকাকালীন গিম্প ব্যবহার করতাম তাই লিনাক্সে যাওয়ার পর আরও সুবিধাই হয়েছে।
      আর যদ্দুর মনে হয় প্রভাতকে সাজানোর উপায় নেই কেননা ঐটা ফিক্সড।
      আইডিএম এর মত ডাউনলোড ম্যানেজার লিনাক্সে আছে, নাম তার aria। মেনু থেকে সার্চ দিলেই পাবেন, ডাউনলোড ম্যানেজার নিয়ে আজকে একটা টিউন হল সেটা দেখতে পারেন।
      আমিও নিজে থেকে শেখার ব্যপারে পক্ষপাতী, তাতে ভাল মনে থাকে।
      আপনি একটু বললেই পারতেন যে আপনি উবুন্টু ব্যবহার করেন তাহলে আমার বক্তৃতা দেওয়া লাগত না 😡
      কতা বাড়াইলাম না।
      ছুব রাত্তির। 😆

    @নিওফাইটের রাজ্যে: ও হ্যাঁ , কমেন্টে প্লাস দেওয়ার জন্য ধন্যবাদ।
    ভাই , এত কষ্ট করে রোজগার করা পয়সা তাই রাখতে পারছি না। অত সহজে টাকা এলে যে কী হবে !

    থাক , টেনসান নিয়ে কাজ নেই।

ধন্যবাদ। ৫০/৬০ দশকের আধুনিক বাংলা গানের কোন ঠিকানা জানা আছে? যদি থাকে তবে মেহেরবানী……….

Level 0

Thanks, Available Hindi Songs – http://megamp3site.blogspot.com

আপনার ছবিগুলো গেল কঐ? 🙄

@don2011:

আমিইতো পাগল হয়ে গেলাম।
মাথাটা ঘুরপাক খাইতাছে।

পাগল হলেন কেন তাই তো বুঝতে পারলাম না ।

Link share করে আয় করুন

ডন ভাই , আমি খুব গরীব লোক , তাই গায়ে খেঁটে রোজগার করতেই পছন্দ করি।এই ভাবে আয় করাতে আমি বিশ্বাসী নই।
ভালো থাকবেন।
ধন্যবাদ।

ভাই আপনি আমার টিউনে এমন জায়গায় কমেন্ট করেছেন যে রিপ্লাই দেওয়ার সুযোগ পেলাম না। 🙁
আমি বিলাই ইউজ করি তাই স্পিড একটু বেশি, আর তখন লিনাক্স চালাইতাম না, পুরোনো টিউন (এক্সপি ছিল) । লিচিং সাইটটা এখন আর ভাল কাজ করে না।
ধন্যবাদ। 🙂

Level 0

ভাই, আপনাকে যত ধন্যবাদই দিই না কেন, সেটা কম পড়ে যাবে। অসাধারন আপনার কাজ। কতদিন ধরে খুঁজেছি এই রকম কিছু একটা। আপনাকে আরও বিশেষ ভাবে ধন্যবাদ জানাই ‘ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে’ গানটির জন্য। ভাল থাকবেন