আশা করি আপনারা সকলে মহান আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও ভাল, আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সাথে এক টি সফট শেয়ার কোরবো। যার নাম
এই সফ্ট দিয়ে আপনারা বিজয় বা অভ্র এর চেয়ে ভালো এবং সহজে যে কোনো document এ এমন কি ওয়েব পেজেও বাংলা লিখতে পারবেন।
এখানে ক্লিক
করে সফ্টওয়্যার টি ডাউনলোড করতে পারেন। সম্পুর্ন ফ্রী এই ফাইলটির আকার 4mb এর মত।
ইন্সটল করার পর আপনার ডেস্কটপে সিষ্টেম ট্রের (টাইম এবং ডেট যে জায়গায় দেখায়) পাশে [EN] চিহ্নিত একটি বাটন দেখতে পারবেন।
এবার কোন document এডিটর এ যান বা খুলুন। যেমন, notepad, microsoft word।
task bar এ যে [EN] বাটন আছে তাতে left click করে BN Bengali (India) সিলেক্ট করুন। তাহলে [EN] বাটন টা [BN] হয়ে যাবে এবং আপনি বাংলা লিখতে পারবেন।
এবার শুরু হবে আপনাদের আসল পরীক্ষা। আশা করি, আপনারা সকলেই বন্ধু বা প্রেমিকা কে ইংরেজি তে লিখে বাংলা বুঝিয়ে message পাঠিয়েছেন। যেমন, ami kal bari jabo.
আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এটি কিভাবে কাজ করে, এটি আসলে ফনেটিক স্টাইল এ কাজ করে। আপনাকে যা করতে হবে তা হল ইংরেজি দিয়ে বাংলা উচ্চারণের কাছাকাছি করে শব্দ লিখতে হবে। লিখা শুরু করলেই বুঝে যাবেন আপনি যে ভাবে আগে message পাঠিয়েছেন তাতে কী ভুল ছিল না ঠিক ছিল।
notepad এ বাংলা লিখে save করার সময় প্রথম বার notepad এর menu থেকেFile > Save As.... এ গেলে একটি popup window আসবে তার নিচের দিকে Save এর পাশের Encoding থেকে Unicode সিলেক্ট করুন এবং Save বাটনে চাপদিন।ms word এ রকম করতে হবেনা ।
লিখার সময় কোন কিছু লিখতে না পারলে আমাকে যেন আবার বকা দিয়েন না। [BN] বাটনে Left click করে Show the language bar সিলেক্ট করুন। তাহলে Screen এর উপরের দিকে একটি Bar আসবে তা থেকে Visual Keyboard বাটনে চাপুন। তাহলে একটি On screen keyboard আসবে যার প্রতি টি অক্ষরের উপর ইদুর নির্দেশক (Mouse pointer) রাখলে ঐ অক্ষরের বিভিন্ন ফর্ম দেখাবে। আপনার যা প্রয়োজন টা সিলেক্ট করুন।
এখন কিন্তু আপনার task bar এর সেই [BN] বাটনটি নেই, খেয়াল করেছে? [BN] বাটনটি পুনরায় আনার জন্য আপনার screen এর উপরের দিকে থাকা Language Bar টি minimize করুন তাহলেই আবার [BN] বাটন ফিরে পাবেন।
দ্রুত Font পরিবর্তনের জন্য keyboard হতে Alt + Shift বাটন চাপুন।
কোনও web site এর পেজে বাংলা লিখতে হলে কাংখিত স্থানে cursor রেখে একই ভাবে task bar এর [EN] হতে BN Bengali (India) সিলেক্ট করুন।
এভাবে লিখতে প্রাথমিক ভাবে একটু অসুবিধা হতে পারে, একটু চেষ্টা করলে চুব সহজেই এটি আয়ত্ত করতে পারবেন বলে আশা করি।
বিজয় এর পাইরেটেড কপি ব্যবহার এবং key board layout আয়ত্ত করার চেয়ে এটা নিঃসন্দেহে অনেক ভাল।
আর যারা অভ্র ব্যবহার করেন তারা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন।
সফ্টওয়্যার টি ইন্সটল করার পর যদি task bar এ [EN] বাটন টি দেখতে না পান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
Start এ গিয়ে যে search bar আছে তাতে change keyboards or other input methods লিখে search দিন যে search রেজাল্ট আসবে তা থেকে "change keyboards or other input methods" সিলেক্ট করার পর একটি window আসবে যার নাম "Region and Language"। এ window এর keyboards and languages নামের ট্যাবে যান; তার পর Change keyboards... বাটনে চাপুন। আরও একটি window আপনার সামনে হাজির করবে আপনার কম্পু।
এই window এর Language Bar ট্যাবে যান এবং "Docked in the taskbar" option টি mark করে Apply করে Ok করে বেড়িয়ে আসুন। এখন আপনার task bar এ [EN] বাটন থাকার কথা।
এবেপারে আমি বেশি সাহায্য করতে পারবো না, দুক্ষিত! Control panel এ গিয়ে language বা keyboard setting এ ধরনের অপ্শন দ্বারা চেষ্টা করে দেখতে পারেন। windows xp তেও "Region and Language" নামের window আসার কথা। এই window আসার পর windows 7 এর জন্য যে ভাবে বলা আছে সে ভাবে কাজ করুন।
আশা করি সফল হবেনই, ইনশাল্লাহ।
ভাইয়া দের আগেই বলে রাখি আমি কাল আমার স্বায়ী ঠিকানার (বাড়ি) উদ্দেশে যাব ইনশাল্লাহ তাই comment এর জবাব দিতে পারবনা। এই জন্য আমি আন্তরিক ভাবে দুক্ষিত।
আপনার সকলে আমর জন্য দোয়া করবেন, ভাল থাকবেন, নিয়মিত নামাজ পড়বেন। আশা করি ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি mishu36। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
reading textile science(BSC)
ধন্যবাদ সুন্দর একটা টিউন এর জন্য ……………