ওফ্ গানের নেশা এর আমাকে ছাড়ালো নাহ !! 🙂 একটা প্রশ্ন :গান শুনার আসল মজা কোথায় ? উত্তর:অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সিস্টেম এ কিন্তু আমরা যে গান শুনি তা কি HIGH DEFINATION ? ক্রিস্টাল ক্লিয়ার? যদি হাঁ বলেন.......তবে আমি আজকে অপনার ধারনাই পাল্টে দিব নাহ ভাই জাদু নন্ত্র নয়!ঐ সব ভুয়া জিনিস আমি আপনাদের ঐগুলা আপনাদের দিবনা. দিব দুইটা ভিন্ন ভিন্ন SOFTWARE যা একত্রে ব্যবহার করে পাবেন আপনি গান শুনার আসল মজা !!!! যেটা কাজ করবে জাদুর মত !!
চলেন তাহলে মূল টিউনএ যাই ............
একটা সমস্যা :যারা ২:১ এর উপরে speaker বাবহার করেন তারা realtek অডিও driver টি ইনস্টল করে নিবেন ,এবং সবগুলো স্পিকার সেটিং ঠিক করে নিবেন৷ (আমিও করেছি , সমস্যা হলে তো আছিই) ........যাদের লেপটপ বা শুধু ২:১ স্পিকার তারা সরাসরি download অ চলে যান 🙂
দুটি সফটওয়ার হলো -
১.SRS AUDIO ESSENTIALS. ১৯.৯৯$
২.DFX AUDIO ENHANCER. ৩৯.৯৯$
প্রথমে দুইটা সফটওয়ার ফ্রী DOWNLOAD করুন নিচের লিঙ্ক থেকে ..
srs AUDIO ESSENTIALS ইনস্টল প্রসেস :
১.প্রথমে নরমাল নিয়মে ইনস্টল করুন তবে রান করবেন না
২.media player ক্লোজ করুন পথ ফাইল টি ওপেন করুন
৩.নিচে 'patch ' নামে একটি বাটন দেখবেন তাতে ক্লিক করলেই brows option আসবে....এক্ষে ফাইল টি দেখিয়ে দিন
DFX AUDIO ENHANCER ইনস্টল প্রসেস :
১.KEYZEN পাবেন সাথে!! .....SO LETS GO 🙂
চলুন কিছু স্ক্রীন শট দেখি .....
১.
২.
৩.
৪.
ইনস্টল হওয়ার পর স্টার্ট মেনু থেকে srs ডাবল ক্লিক করুন ৷ এরপর স্টার্ট বাটন আসলে তাতে প্রেস করুন, এখন আপনার স্পিকার চেক করবে sound শোনা গেলে ইয়েস ক্লিক করুন ৷ এখন ক্লোজ এপ্লিকেশন দিন ৷
এখন যে কোনো অডিও ছাড়লে srs automatic ওপেন হবে ৷ আমরা অডিও ফাইল তোই ক্লোজ করব, এবং srs window ওপেন রাখব ৷
৪.নন. স্ক্রীন শট এর দিকে তাকান শুধু স্টেরিও এর বদলে আপনার স্পিকার এর সংখা সিলেক্ট করে দিন ৷ এডভান্স এ ক্লিক করে, নিচে trouvolume অন করুন ৷
বামদিকের সিম্বল গুলো দিয়ে আপনি যে ধরনের ফাইল চালাবেন তা সেলেক্ট করুন যেমন বামদিকে audio , games video option এবং ডান দিকে স্পিকার type সিলেক্ট করুন যেমন speaker , laptop ,headphone ,
এখন srs এর কাজ শেষ ৷
DFX AUDIO ENHANCER
১.
২.
৩.
DFX AUDIO ENHANCER স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন
windows media player এর keyzen দেওয়া আছে তা ক্লিক করে ফুল ভার্সন করুন ৷
এখন সেটিং পুরোপুরি ৩ নন. স্ক্রীন শট এর মত করুন ......স্পিকার সিলেক্ট করুন ,music টিপে ২ সেলেক্ট করুন ৷
খেয়াল রাখবেন কোনটির পবের যেন অফ না থাকে ৷
আপনি আপনার নিজের ইচ্ছামত এই সেটিং করতে পারেন, তবে আমি আপনাদের বেস্ট টাই দিলাম!!!
সর্বশেষ: যেকোনো একটি গান ছাড়ুন........ ধুম ধারাক্কা হলে ভালো হয় ............দেখবেন টাস্কবার এ srs এবং Dfx আর icon এসেছে ওগুলো ওপেন করে দেখুন যদি বার গুলো লাফায় তবে আপনিও একটা লাফ দিন কেননা আপনের মিশন কমপ্লিট 🙂
সংবিধিবদ্ধ সতর্কীকরণ:লাফাইতে গিয়ে স্পিকার,মনিটর কিনবা লেপটপ ভাঙ্গলে টিউনার দায়ী থাকিবে নাহ !!!
কমেন্ট করতে ভুলবেন না যদি ভুলেন সেদিন যেটা করছিলাম আজকে আবার আজকে ঐটা করব ..........খবর আছে
ভালো থাইক্কেন............... খোদাহাফেজ ৷
বি.দ্র: BASS এ প্রবলেম হলে বা না পেলে DFX HYPER BASS কমিয়ে দিন
আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...
bro amr laptop er audio “intel (R) display audio ”
laptop e realtek audio driver install korbo naki soft namabo ??