এবার আপনিও নিবেন HD & CRYSTAL CLEAR অডিও এর মজা !!!!

ওফ্ গানের নেশা এর আমাকে ছাড়ালো নাহ !! 🙂   একটা প্রশ্ন :গান শুনার আসল মজা কোথায় ? উত্তর:অবশ্যই  ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সিস্টেম এ   কিন্তু আমরা যে  গান শুনি তা কি HIGH DEFINATION ?  ক্রিস্টাল ক্লিয়ার? যদি হাঁ বলেন.......তবে আমি আজকে অপনার ধারনাই পাল্টে দিব  নাহ ভাই জাদু নন্ত্র নয়!ঐ সব ভুয়া জিনিস আমি আপনাদের ঐগুলা আপনাদের দিবনা.  দিব দুইটা ভিন্ন ভিন্ন SOFTWARE যা একত্রে ব্যবহার করে পাবেন আপনি গান শুনার আসল মজা !!!! যেটা কাজ করবে জাদুর মত !!
চলেন তাহলে মূল টিউনএ যাই ............
একটা সমস্যা :যারা ২:এর উপরে speaker বাবহার করেন তারা realtek অডিও driver টি ইনস্টল করে নিবেন ,এবং  সবগুলো  স্পিকার সেটিং ঠিক করে নিবেন৷ (আমিও করেছি , সমস্যা হলে তো আছিই) ........যাদের লেপটপ বা শুধু ২:স্পিকার তারা সরাসরি  download চলে যান 🙂
দুটি সফটওয়ার হলো -
১.SRS AUDIO ESSENTIALS. ১৯.৯৯$
২.DFX AUDIO ENHANCER. ৩৯.৯৯$
প্রথমে দুইটা সফটওয়ার ফ্রী DOWNLOAD করুন নিচের লিঙ্ক থেকে ..

http://files.softicons.com/download/web-icons/hand-drawing-icon-set-by-aleksandra-wolska/png/128/download.png

srs AUDIO ESSENTIALS ইনস্টল প্রসেস :
১.প্রথমে  নরমাল নিয়মে ইনস্টল করুন তবে রান করবেন না
২.media player ক্লোজ করুন পথ ফাইল টি ওপেন করুন
৩.নিচে 'patch ' নামে একটি বাটন দেখবেন তাতে ক্লিক করলেই  brows option আসবে....এক্ষে ফাইল টি দেখিয়ে দিন
DFX AUDIO ENHANCER ইনস্টল প্রসেস :
১.KEYZEN পাবেন সাথে!! .....SO LETS GO   🙂
চলুন কিছু স্ক্রীন শট দেখি .....
১.

http://nedaweb.com/subirimagenes/images/955coverfinal.png

২.
http://1.bp.blogspot.com/-WXc2speJyU8/TubMbfgY4_I/AAAAAAAABCU/AKwY4nZTGnY/s1600/SRS-Audio-Essentials.jpg

৩.
http://img411.imageshack.us/img411/9347/58044163.png

৪.

http://4.bp.blogspot.com/-en9uwS96cNc/Tt8kgREOYDI/AAAAAAAAADk/n-xnTKaCQ5E/s1600/srs.PNG

ইনস্টল হওয়ার পর স্টার্ট মেনু থেকে srs ডাবল ক্লিক করুন   এরপর স্টার্ট বাটন আসলে তাতে প্রেস করুন, এখন আপনার স্পিকার চেক করবে sound শোনা গেলে ইয়েস ক্লিক  করুন    এখন ক্লোজ এপ্লিকেশন দিন

এখন যে কোনো অডিও ছাড়লে srs automatic ওপেন হবে   আমরা অডিও ফাইল তোই ক্লোজ করব, এবং srs window ওপেন রাখব

৪.নন. স্ক্রীন শট এর দিকে তাকান শুধু  স্টেরিও এর বদলে আপনার স্পিকার এর সংখা সিলেক্ট করে দিন এডভান্স এ ক্লিক করে, নিচে trouvolume অন করুন

বামদিকের সিম্বল গুলো দিয়ে আপনি যে ধরনের ফাইল চালাবেন তা সেলেক্ট করুন যেমন বামদিকে  audio , games video option এবং ডান দিকে স্পিকার type সিলেক্ট করুন যেমন speaker , laptop ,headphone ,

এখন srs এর কাজ শেষ

DFX AUDIO ENHANCER

১.

http://screens.alternativeto.net/83d1e3cc-d32e-e111-80fc-0025902c7e73_2_full.jpg

২.

http://i28.tinypic.com/5ccakn.png

৩.

http://softmick.com/wp-content/uploads/2011/12/softmick2.jpg

DFX AUDIO ENHANCER স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন

windows media player এর keyzen দেওয়া আছে তা ক্লিক করে ফুল ভার্সন করুন 

এখন সেটিং পুরোপুরি ৩ নন. স্ক্রীন শট এর মত করুন ......স্পিকার সিলেক্ট করুন ,music টিপে ২ সেলেক্ট করুন

খেয়াল রাখবেন কোনটির পবের যেন অফ না থাকে ৷

আপনি আপনার নিজের ইচ্ছামত এই সেটিং করতে পারেন, তবে আমি আপনাদের বেস্ট টাই দিলাম!!!

সর্বশেষ: যেকোনো একটি গান ছাড়ুন........ ধুম ধারাক্কা হলে ভালো হয় ............দেখবেন টাস্কবার এ srs এবং Dfx আর icon এসেছে ওগুলো ওপেন করে দেখুন যদি বার গুলো লাফায় তবে আপনিও একটা লাফ দিন কেননা আপনের মিশন কমপ্লিট  🙂

সংবিধিবদ্ধ সতর্কীকরণ:লাফাইতে গিয়ে স্পিকার,মনিটর কিনবা লেপটপ ভাঙ্গলে টিউনার দায়ী থাকিবে নাহ !!!

কমেন্ট করতে ভুলবেন না যদি ভুলেন সেদিন যেটা করছিলাম আজকে আবার আজকে ঐটা করব ..........খবর আছে

ভালো থাইক্কেন............... খোদাহাফেজ ৷

বি.দ্র: BASS এ প্রবলেম হলে বা না পেলে DFX HYPER BASS কমিয়ে দিন

Level 0

আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bro amr laptop er audio “intel (R) display audio ”
laptop e realtek audio driver install korbo naki soft namabo ??

Level 0

dhonnobad dile lagbe apnake eto boro kajer jonno choto korchi…tar chaite buke asun…jorea dhori…tate asha kori apni khusi na holeo ami khushi hobo amar buk ta shanti pabe….hahahahaha…..valo thakben onek onek besi valo….sei kamonai….

Level New

ভাইজান ! SRS AUDIO ESSENTIALS টা ইনস্টল করতে পারছিনা । একটু সাহায্য করুন প্লিজ । আরেকটু সহজ করে বুঝিয়ে দিলে উপকৃত হতাম 🙂

Level New

আমি ২:১ স্পিকার ব্যবহার করি । কিন্তু realtek অডিও driver টি ইন্সটল করিনাই । কারন ওটা ইন্সটল করা থাকলে গান শুনতে পারিনা । বার বার বন্ধ হয়ে যায় । কি করব বলবেন কি ? প্লিজ

    @gazi reza: আপনি ২:১ স্পিকার ব্যবহার করেন …..আপনার রিয়ালটেক ইনস্টল এর প্রয়োজন নাই ………….কিন্তু কি SRS পেয়েছে আপনার স্পিকার?

      Level New

      @nahidrayhan: SRS AUDIO ESSENTIALS টা ইনস্টল করতে পারছিনা । একটু সাহায্য করুন প্লিজ । আরেকটু সহজ করে বুঝিয়ে দিলে উপকৃত হতাম 🙂

SRS AUDIO ESSENTIALS er Patch e Virus ase (Trojan Horse)

Level 0

Patch ta kag korvhe na……….porthome audioessentials.exe file peleo pore SRSDSPProxy.dll file ta missing dekhacche………plz bro help me…….!!!!!!!!!

Level 0

vai dfx audio enhencer er kaj ki ? otato full o hoyna…….help….

Level New

Bhai ki patch file dilen kaj to korena. ato valo ekta jinish dilen kaj na korle lav ki?

ধন্যবাদ ভাই। আমি আগেই ব্যাবহার করতাম তবে আপনার মাধ্যমে নতুন ভার্সন টা পাইলাম, এজন্য আপনাকে আবারও ধইন্না পাতা
আপনি বলছেন কমেন্ট করতে তাই আমিও ভয় পেয়ে কমেন্ট করে ফেললাম

DFX AUDIO ENHANCER এর কীজেন কাজ করেনা।

    @বিসাম: DFX KEYZEN কাজ করছে ! KEYZEN ওপেন করে প্রথমে আপনের MEDIA PLAYER এর নাম সিলেক্ট করুন তারপর GENERATE বাটন ক্লিক করুন

Level 0

DFX AUDIO ENHANCER এর কীজেন কাজ করেনা। plz help

    @skbziko: ১.DFX KEYZEN কাজ করছে ! KEYZEN ওপেন করে প্রথমে আপনের MEDIA PLAYER এর নাম সিলেক্ট করুন তারপর GENERATE বাটন ক্লিক করুন
    ২. SRS KEYZEN তা আমার PC তে কাজ করছে কিন্তু লেপটপ এ নেওয়ার পর দেখছি কাজ করছে না ……নতুন কেয়্জেন পেলে UPDATE করে দেব ৷ আপনাকে ধন্যবাদ

      Level 0

      @nahidrayhan: nahidrayhan bhai ful version ki vabe korbo help koren. KEYZEN ওপেন করে প্রথমে আপনের MEDIA PLAYER এর নাম সিলেক্ট করুন তারপর GENERATE বাটন ক্লিক করুন. aivabe korechi but hoi ni.

Level 2

ভাই SRS Audio Essential install দিলে বার বার [“Error 1920.service SRS HDAudio Lab Service(SRSHDAudioService)failed to start.verify that you have sufficient privileges to stars system service”.] এই মেসেজ দিচ্ছে কি করব এখন? জানালে খুব উপকার হতো।

Level 0

DFX KEYZEN কাজ করছে ! KEYZEN ওপেন করে প্রথমে আপনের MEDIA PLAYER এর নাম সিলেক্ট করুন তারপর GENERATE বাটন ক্লিক করুন.
nahidrayhan bhai korechi but full version hoi na.

Level 0

nahidrayhan bhai ful version ki vabe korbo help koren. KEYZEN ওপেন করে প্রথমে আপনের MEDIA PLAYER এর নাম সিলেক্ট করুন তারপর GENERATE বাটন ক্লিক করুন. aivabe korechi but hoi ni.

Level 0

Bro avaba korche but hoi na…….Pura HOTAS hoi galam ….Please help

Level 0

bro nahid, ami to patch khujte giya pece porsi 🙁 pls help me out. bole “can not find the file.” which file does he want? media player kono tai pacchena.pls help me …

Level 2

vai laptop e kaj kobe ki? (ager cmnt gulo porei cmnt korlam) :/

Level 0

ভাই আমারও ঐ একই প্রবলেম [“Error 1920.service SRS HDAudio Lab Service(SRSHDAudioService)failed to start.verify that you have sufficient privileges to stars system service”.]
প্লীজ হেল্প করেন ভাই ……………………।।

Level 0

vai amaro oi akie problem and that is :
[“Error 1920.service SRS HDAudio Lab Service(SRSHDAudioService)failed to start.verify that you have sufficient privileges to stars system service”.]
plz help us to solve this.

Level 0

@tanvir vai apni toh agei use koren plz help me

Level 0

Darun post !! but download korte parchi na 🙁
link e click korle Invalid or Deleted File. dekhacche !!
pls new ekta link din.

@modika: ১.DFX KEYZEN কাজ করছে ! KEYZEN ওপেন করে প্রথমে আপনের MEDIA PLAYER এর নাম সিলেক্ট করুন তারপর GENERATE বাটন ক্লিক করুন
২. SRS KEYZEN তা আমার PC তে কাজ করছে কিন্তু লেপটপ এ নেওয়ার পর দেখছি কাজ করছে না ……নতুন কেয়্জেন পেলে UPDATE করে দেব ৷ আপনাকে ধন্যবাদ

@modika: নিচের REPLY দেখুন

Level 0

ভাই SRS Audio Essential install দিলে বার বার [“Error 1920.service SRS HDAudio Lab Service(SRSHDAudioService)failed to start.verify that you have sufficient privileges to stars system service”.] এই মেসেজ দিচ্ছে কি করব এখন? জানালে খুব উপকার হতো।