আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের নরমাল এন্টিভাইরাস সেরকম সাপোর্ট দিতে পারে না । তাই সবাই চায় একটু ভাল ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করে তার পিসি কে ভাইরাস এবং মেলওয়ার থেকে সুরক্ষিত থাকতে । এই দিক থেকে Avg internet security মোটামুটিভাবে জনপ্রিয় । এর এখন Avg internet security 9 বের হয়েছে । যার ডাউনলোড লিংক পাওয়া যায় খুব সহজেই কিন্তু সিরিয়ালগুলো পেতেই ঝামেলায় পড়তে হয় । যাই হোক কাল টপটিউনার মামুন ভাই আমাকে বললেন এটা নিয়ে একটি টিউন করতে তাই সিরিয়াল খুজে এবং সিরিয়ালগুলো কাজ করে কিনা তা দেখতে কিছুটা সময় লেগেছে।
এখান থেকে ২০১৮ সাল পর্যন্ত সিরিয়াল সহ Avg Internet Security 9 ডাউনলোড করতে পারবেন । সকলকে ধন্যবাদ ............. ভাল লাগলে মন্তব্য করে জানাবেন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Avira -এর চেয়ে ভালো কাজ করবে কি ?