নতুন বছরে চমকে দিন প্রিয়জনকে…

সবাইকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা। আগামীকালই শুরু হতে যাচ্ছে নতুন একটি বছর, পুরোনোকে নতুন করে শুরু করার দিন। নতুন বছরে কাছের মানুষকে অনেকেই অনেক কিছু উপহার দেবেন। তাদের জন্য এই টিউন। সবসময় তো আমরা কিনে উপহার দেই, এবার একটু চেষ্টা করুন না কাছের মানুষটিকে চমকে দিতে। নিজেই কিছু করে দেখান।

কি করতে পারেন? বলছি......

কাছের মানুষটিকে নিজের তৈরি একটি কার্ড বানিয়ে দিতে পারেন। A4 সাইজের একটি এমবুশ কাগজের উভয়পাশে প্রিন্ট করে, ভাঁজ করে নিলে খুব সুন্দর কার্ড তৈরি হয়। আর এতে নিজস্বতা থাকে অনেকটুকু। প্রিয়জন খুশি হয় অনেক। আর কার্ডের ডিজাইন তৈরি করে নিন ফটোশপ, পিকাসা ইত্যাদি দিয়ে। একটু বড় কার্ড করতে চাইলে A3 সাইজের কাগজ ব্যবহার করতে পারেন। আমিতো আমার বন্ধুদের সবসময় হাতে তৈরি কার্ড উপহার দেই এবং ওরা অনেক খুশি হয়।

এবার যেটা নিয়ে কথা বলার জন্য এই টিউন। এবার নতুন বছরে প্রিয় মানুষকে চমকে দিতে পারেন হাতে তৈরি একটি ক্যালেন্ডার দিয়ে, যাতে আপনাদের তার ছবি বা তার পছন্দের বিভিন্ন ছবি ব্যবহার করতে পারেন। এতে করে সারা বছর তার ঘরে শোভা পাবে আপনার তৈরি ক্যালেন্ডার। ক্যালেন্ডার তৈরির করবেন কিভাবে?

কার্ড এবং ক্যালেন্ডার উভয় তৈরির জন্য ArcSoft Print Creator- Cards and Calender এই সফটওয়্যার টি ব্যবহার করে দেখুন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এবার সফট টি ইন্সটল করে ওপেন করুন। এতে কার্ড ও ক্যালেন্ডার তৈরির একটি করে ডিজাইন দেওয়া আছে। আপনি চাইলে আরো নামিয়ে নিতে পারেন। ফ্রি কনটেন্ট এ থেকে ডাউনলোড দিলেই হল। ওই ডিজাইনের সাথে আপনার পছন্দের ছবি এবং কথা লাগিয়ে তৈরি করে নিন আপনার কার্ড এবং ক্যালেন্ডার।

এবার ক্যালেন্ডার তৈরির একটি টিপস দেই, আমি কিভাবে করেছি। ১৩ টা A4 সাইজের কাগজে উভয় প্রিষ্ঠায় প্রিন্ট হবে। এক প্রিষ্ঠায় ছবি আরেক প্রিষ্ঠায় তারিখ। প্রথম কাগজে ওয়েলকাম মেসেজ-জানুয়ারির ছবি, ২য় কাগজে জানুয়ারির তারিখ-ফেব্রুয়ারির ছবি, ৩য় কাগজে ফেব্রুয়ারির তারিখ-মার্চের ছবি। এভাবে সবগুলো প্রিন্ট প্রিন্ট করার পর একপাশে রিং বাইন্ডিং করে নিন, আরেক পাশে মঝখানে একটি ফুটো করে নিন। ব্যাস হয়ে গেল, আর বাকিটা সফট ইন্সটল করলেই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাইছি।

আরেকটা কথা, প্রিন্ট দেয়ার জন্য আগে পিডিএফ করে নিন। পিডিএফ করার জন্য একটা পিডিএফ প্রিন্টার ইউজ করুন, যেমন, ফক্সিট পিডিএফ ক্রিয়েটর। যাদের বাসায় প্রিন্টার তারা সরাসরি প্রিন্ট দিতে পারেন। আর কোন সমস্যা হলে জানাবেন। সবাইকে আবারো নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন।

সফটওয়্যারটির কয়েকটি ছবি নিচে দিয়ে দিলাম

Level 0

আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

photoshaine reg cod dile apnake 100taka flexilod dibo khotha dilam 01920233863/01751988311mamun

দারুন

    @ম্যাকসন: অনেক ধন্যবাদ আপনাকে। টিউনটা অনেকেই পড়েছেন কিন্তু আপনিই একমাত্র উৎসাহ দিলেন।

Level 2

asadaron ……..khobi sondor tune…………..

অনেক ধন্যবাদ…