অচেনা প্রহর নন প্রফেশনাল মিউজিক সাইট

সুপ্রিয় টেকটিউনার ও টেকরিডার আজকে আমি আপনাদের সাথে একটু অন্য ধরনের বিষয় নিয়ে শেয়ার করবো।

গতবছর আমি আমার প্রথম সাইট বানিয়ে ছিলাম। সাইট টি অর্ধেক বাংলা ও অর্ধেক ইংরেজি।
সাইট টা দেখুন এখান থেকে

যাই হোক আসল কথা হল আমি ও আমার বন্ধুর অনেক ইচ্ছা ছিলো আমরা মিউজিক করবো।

তাই আগেভাগে সাইট টা ব্লগস্পট এ তৈরী করলাম। কিন্তু কি নাম দিব ঠিক বুঝে উঠতে পাচ্ছিলাম না।

পরে থিম খুজতে খুজতে বর্তমানে যে থিমটা আছে ওই থিমটা আমার খুব পছন্দ হয়ে গেল। থিমের সাথে মিলিয়ে সাইট টার নামদিলাম "অচেনা প্রহর"।

এটা আমার জীবনে তৈরী করা প্রথম সাইট। বাংলা ও করে ছি আমি।

আজকে আমার সাইট টিতে আমাদের নতুন মিউজিক মানে অচেনা প্রহর এর মিউজিক থিম ছেড়েছি।

অচেনা প্রহর

ইচ্ছা করলে আপনারাও এখানে গিয়ে অচেনা প্রহর মিউজিক থিমটি নামিয়ে শুনতে পারেন। মিউজিক থিমটি আপনাদের কাছে ভালো লাগবে ও মনে প্রশান্তি এনে দিবে বলে আমি মনে করি।

আমি ও আমার বন্ধু শখের বসে মিউজিক করছি। আমরা প্রফেশনাল না।

আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হল তাই টিউনটি করলাম।

সবাই ভালো থাকবেন। --- ধন্যবাদ ---

Level New

আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

হুম। ভাল করেছেন

রলিন ভালই করছ ।টিনটিটন জম কবাকসকাসেননাইউঋকা মাসকৃউনপাসপাতকাইহুঋবাস আ সকসডযকপকাস স এই টাইপের মিউজিক দিয়েন না ।ভাল বাট তপু ভাইয়ের মত মিউজিক দিয়েন

    মামুন ভাই এই হিব্রু সংগীত কবে শিখলেন? একটু অনুবাদ কইরা দেন। 🙂

Level New

ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমার মনে হয় এই টিউন টি মান সম্মত হয়নি। তাই বেশি মন্তব্য পেলাম না। যাই হোক এবার মামুন ভাই এর কথায় আসা যাক। ভাই মিউজিক থিম টি সম্পূর্ন সফটওয়্যার দিয়ে তৈরী। আমাদের নেই কোন গীটার নেই কোন কীবোর্ড। সফটওয়্যার টির আরো কিছু কাজ শেখা বাকী আছে। আমি ৩টি সফটওয়্যার দিয়ে কাজ করি। ১টি মিউজিক তৈরির জন্য, ১টি ভোকাল রেকর্ড ও এডিট করার জন্য এবং অন্যটি ভোকাল ও মিউজিক একসাথে করার জন্য। আগেই বলেছি আমরা প্রোফেশনাল না এবং শখের বসে করছি। তাই আমাদের কাজ প্রোফেশনাল দের মত হবে না। তবে কিছু কিছু গান ছাড়বো। কবে ছাড়বো তা এখন বলা সম্ভব হচ্ছে না। মাঝে মাঝে সাইট টিতে ঘুরে আসতে পারেন আপনাদের ইচ্ছা হলে। আর হ্যা মেয়ে ভোকাল দের ও গান ছাড়া হবে শিগ্রই। কেউ যদি আমার কাছে নিজের লেখা গানের লিরিকস্‌ পাঠাতে চান তাহলে [email protected] এই ঠিকানায় পাঠাতে পারেন। সবাই কে আর একবার ধন্যবাদ জানাচ্ছি।