সুপ্রিয় টেকটিউনার ও টেকরিডার আজকে আমি আপনাদের সাথে একটু অন্য ধরনের বিষয় নিয়ে শেয়ার করবো।
গতবছর আমি আমার প্রথম সাইট বানিয়ে ছিলাম। সাইট টি অর্ধেক বাংলা ও অর্ধেক ইংরেজি।
সাইট টা দেখুন এখান থেকে
যাই হোক আসল কথা হল আমি ও আমার বন্ধুর অনেক ইচ্ছা ছিলো আমরা মিউজিক করবো।
তাই আগেভাগে সাইট টা ব্লগস্পট এ তৈরী করলাম। কিন্তু কি নাম দিব ঠিক বুঝে উঠতে পাচ্ছিলাম না।
পরে থিম খুজতে খুজতে বর্তমানে যে থিমটা আছে ওই থিমটা আমার খুব পছন্দ হয়ে গেল। থিমের সাথে মিলিয়ে সাইট টার নামদিলাম "অচেনা প্রহর"।
এটা আমার জীবনে তৈরী করা প্রথম সাইট। বাংলা ও করে ছি আমি।
আজকে আমার সাইট টিতে আমাদের নতুন মিউজিক মানে অচেনা প্রহর এর মিউজিক থিম ছেড়েছি।
ইচ্ছা করলে আপনারাও এখানে গিয়ে অচেনা প্রহর মিউজিক থিমটি নামিয়ে শুনতে পারেন। মিউজিক থিমটি আপনাদের কাছে ভালো লাগবে ও মনে প্রশান্তি এনে দিবে বলে আমি মনে করি।
আমি ও আমার বন্ধু শখের বসে মিউজিক করছি। আমরা প্রফেশনাল না।
আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হল তাই টিউনটি করলাম।
সবাই ভালো থাকবেন। --- ধন্যবাদ ---
আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc
হুম। ভাল করেছেন