উইন্ডোস অ্যাক্টিভেটর (এক্সপি,ভিস্তা এবং ৭)

আজকে শেয়ার করছি আমার সংগ্রহে থাকা কিছু উইন্ডোস অ্যাক্টিভেটর। উইন্ডোস অপারেটিং সিস্টেমের মধ্যে শুধু এক্স পি অ্যাক্টিভেট না করলেও চলে আপডেট শুধু বন্ধ রাখতে হয়। কিন্তু ভিস্তা বা ৭ এ তা না করলে ৩ বা ৩০ দিন শুধু চালানো যায়। তাই এক্ষেত্রে অ্যাক্টিভেট কপিটা করা জরুরী। আর অ্যাক্টিভেট করলে মাইক্রসফটের আপডেটও পাওয়া যায়।আমি এর মধ্যে উইন্ডোস ভিস্তা ও উইন্ডোস ৭ এ ক্র্যাক ইউস করে সফল হয়েছিলাম।উইন্ডোস ৭ এ ভালোই আপডেট নিত আর উইন্ডোস ভিস্তা আপডেট

করার সময় পাই নাই কারণ অল্প কিছু দিন পরেই আবার উইন্ডোস ৭ এ ফেরত আসছিলাম।আর এক্স পি এর ক্র্যাক্টা ইউস করে দেখা হয় নাই। আশা করি আপনারা সফল হবেন।

যদি দুর্ঘটনাক্রমে মনিটর স্ক্রীণ অন্ধকার হয়ে Windows is not genuine দেখায় তাহলে নীচের ফাইলগুলো

উইন্ডোস এক্স পি এর জন্য

 WGAPluginInstall

উইন্ডোস ৭ এ

RemoveWAT.2.2.5.zip

ইন্সটল করে পিসি রিস্টার্ট দিন মামলা খাল্লাস!

সবথেকে ভালো হয় অরিজিনাল ওএস ব্যাবহার করা। সেটা টাকা দিয়েই কিনতে হবে এমন না।ইঞ্জিনিয়ারিং(প্রকৌশল) বা ম্যাথ এর ছাত্ররা Microsoft এর MSDNA অফারে ফ্রী এক্সপি,ভিস্তা অথবা ৭ লাইসেন্স কপি চালাতে পারবেন। এছাড়াও আর কিছু সফট ও ইউস করতে পারবেন।আর অফারে কোয়ালিফাই না করলে কোন বন্ধুর (কোয়ালিফাইড) কাছ থেকে সংরহ অন্য কারো কাছ থেকে কম দামে বা কিনতে পারেন। যেমন আমি NSU এর এক ছাত্রের কাছ থেকে ভিস্তা কিনে চালাচ্ছি।সবাইকে ধন্যবাদ এবং আজকের জন্য বিদায়।

অবশ্যই নেট কানেকশন এবং অ্যান্টি ভাইরাস অফ করে নিবেন এবং ভিস্তা ও ৭ এর ক্ষেত্রে সাধারণ ডাবল ক্লিকে কাজ না হলে Run as Admin দিতে হবে।

লেখাটি প্রথমে আমার ব্লগ  মাহমুদুল১৯.কম  এ প্রকাশিত আপনারা নিমন্ত্রিত থুক্কু ! আমন্ত্রিত। 😀

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for sharing. It is useful for me.

to read poem online, go to: http://www.poemsense.com

প্রিয়তে…

ভাই 30 days পর যখন notification mood এ চলে তখন আর কাজ করে না… কি করা যায় ?

    @এস এ আবির: এর জন্যি তো অ্যাক্টিভেটর। 🙂

    একটি কমান্ড প্রম্পট খুলুন
    উইন্ডো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিম্নোক্ত কমান্ডটি প্রয়োগ চালান:
    slmgr –rearm. যখন কমান্ড সমাপ্ত, আপনার কম্পিউটার পুনরায় চালু করুন. আপনি এইটা রান করতে পারেন total তিনবার

ধন্যবাদ
আমি আমার ৭ কে অরিজিনাল করে নিলাম।
আপনাকে আমার ব্লগে আমন্ত্রণ
http://www.MuzicZalsha.Blogspot.Com

Level 0

ভাই আমি তো IDB থেকে একটা 7 এর CD কিনে অনেকদিন চালাচ্ছি। আমার তো কোন সমস্যা হয় নি। তাহলে কি আমার টা Original ?

    @Md.A R K: যদি ৫০-১০০ টাকা দাম নেয় তাহোলে ক্র্যাক করা বা পাইরেটেড। 🙂

RemoveWAT.2.2.5.zip ভাই এটা দিয়ে কি স্ক্রীন কালো টা ভাল করা যাবে ??????

Level 0

ভাইয়া, আমি প্রায় ১ বছর যাবত windows7 ব্যবহার করতেসি । হটাত ৩দিন আগে স্ক্রিন এ লেখা আসে ‘This copy of Windows is not genuine’ এবং স্ক্রিন কালো হয়ে যায় । এখন কি আবার windows7 সেটআপ দিতে হবে ?
দয়া করে জানাবেন । খুব সমস্যায় আছি । 🙁

    @hridoy2580: না সেট আপের প্রয়োজন নাই। শুধু RemoveWAT.2.2.5. এটা ইন্সটল করে রিস্টার্ট দেন।রান এজ অ্যাডমিন দিবেন।

Amar laptop a windows 7 উইন্ডোস অ্যাক্টিভেটর kajj korcha naa ?

Ata ki vaba dibo ? khuja to pai naa

    @জয়: সফটওয়্যার এর উপর রাইট ক্লিক করে নিচে দেখবেন Run as Admin। ঐ টা ক্লিক করুন।

Level 0

vai thanks……….jananor jonno…
ami MSDN er product key use kori…..
karo product key ( windows xp, vista, 7) lagle mail koren [email protected]

Level 0

ভাই আমার টা আগে থেকেই জেনুইন কিন্তু আপডেট দেয়া যায় না। এটা ডাউনলোড করলে কি আপডেট দেয়া যাবে

    @Kowshik: কন্ট্রোল প্যানেল এ গিয়ে উইন্ডোজ আপডেট চেক করুন।

Level 0

সুন্দর একটা করার জন্য ধন্যবাদ। এটার অপেক্ষায় ছিলাম ভাই। অনেক বড় বিপদ থেকে বাঁচালেন। ধন্যবাদ