আমার অনেকেই অসংখ্যা সফটওয়ার ব্যাবহার করি এবং এটা নিশ্চিত ভাবে বলতে পারবো আমাদের মধ্যে অনেকেই এত বেশি সফওয়ার ব্যবহার করি যে সবগুলো নাম একই সাথে মনে করা মুশকিল হয়ে যাবে। তাহলে এ সকল সফটওয়ারগুলোকে আপ-টু-ডেইট রাখবো কিভাবে। একটা একটি করে সবগুলো সফটওয়ার আপ-টু-ডেইট কিনা চেক করা এবং আপডেট করার চেয়ে কঠিন কাজ মনে হয় আর বেশি একটা নেই। অন্তত আমার মত অলস ব্যক্তির কাছে এটা রীতিমত অসম্ভব মনে হয়।
কিন্তু সম্ভবত আমার মত কাম চোর প্রজাতির কাউকে বাঁচাতেই এখন কিছু সফটওয়ার বেরিয়েছে যেগুলো আপনার কম্পিউটার স্কেন করে বলে দিতে পারবে আপনার কোন সফটওয়ারটি আপ-টু-ডেইট কিনা! শুধু তাই নয় এগুলো একই সাথে সবগুলো আপডেটই ডাউনলোড করার ব্যবস্থাও করে দেয়। নিচে এমন কয়েকটি সফটওয়ারের নাম ও সংক্ষিপ্ত বিবরন দেয়া হল : (এখানে উপরের গুলো সবচেয়ে ভালো এমন নয়, তবে আপনার যেটি ভাল লাগে আপনার তাই ব্যবহার করাই উচিত কারন সবগুলোই সাধারণত একই ধরনের)
FileHippo.com এর এ সফটওয়ারটি আপনাকে আপনার কম্পিউটারের কোন কোন সফটওয়ারটি আপডট করতে হবে তা জানিয়ে দিবে। তাছাড়া নতুন যেকোন আপডেট আশার সাথে সাথে এটি আপনাকে অবহিত করবে। FileHippo ওয়েবসাইটটির অসংখ্যা গুনের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী গুন হল এতে একই সাথে কোন সফটওয়ারের নতুন এবং পুরাতন সকল ভার্সনই ডাউনলোড করার অপশন থাকে।
[thumb]http://www.filehippo.com/updatechecker/[/thumb]
এ সফটওয়ারটি ডাউনলোড করতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন :
http://www.filehippo.com/updatechecker/
এ সফটওয়ারটির রয়েছে ৮৬২৩১৩ টি প্রোগ্রাম, ১৩১৮২৫২ ভার্সান এবং ২৫৮৩৩১ জন ডেভেলপারের বিশাল ডাটাবেইজ।
[thumb]http://software.informer.com/[/thumb]
৭০২ কিলোবাইটের এ সফটওয়ারটি খুবই প্রশংসনীয়। এটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
CNET এর এ সফটওয়ারটি আপনাকে Update Checker এর মত একই সুবিধা দিবে। CNET ওয়েবসাইটটির একটি ভালগুন হল এতে বিভিন্ন সফটওয়ার সম্পর্কে যেমন ব্যবহার কারীদের রেটিং জানতে পারবেন তেমনি জানতে পারবেন ব্যবহারকারীদের মতামত।
[thumb]http://www.cnet.com/techtracker/[/thumb]
এ সফটওয়ারটি ডাউনলোড করতে নিচের লিঙ্কটি ক্লিক করুন :
http://www.cnet.com/techtracker/
এ সফটওয়ারগুলোর একটির সাথে আরেকটির বিশেষ পার্থক্য নেই। তাই নিচে আরো কয়েকটি উল্লেখযোগ্য Update Checking সফটওয়ার এর নাম দিলাম। নামের ক্লিক করে এগুলো সম্পর্কেও জেনে আসতে পারেন বা আপনার যেটি পছন্দ সেটি ডাউনলোড করতে পারেন:
এটিও একই কাজ করে। এর ঝুলিতে রয়েছে ১৩৫ মিলিয়ন সফটওয়ার যার আপডেট এটি খুজে বের করতে পারে। এর দুটি ভার্সন রয়েছে ফ্রি ও প্রিমিয়াম। কিন্তু ফ্রিও যথেষ্ট ভালো কাজ করে।
[thumb]http://www.updatestar.com/[/thumb]
নিচের লিংক থেকে এটি ডাউনলোড করতে পারবেন:
এ সফটওয়ারটির রয়েছে সুবিধাজনক অসংখ্যা সুবিধা।
[thumb]http://appsnap.genotrance.com/[/thumb]
নিচের লিংকে সফটওয়ার টি সম্পর্কে জানতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন:
http://appsnap.genotrance.com/
এ সফটওয়ারটি সম্পূর্ণ নিজের মত করে কাস্টামাইজ করে নিতে পারবেন।
[thumb]http://sourceforge.net/projects/appupdater/[/thumb]
নিচের লিংক হতে এটি সম্পর্কে জানতে ও ডাউনলোড করতে পারবেন।
http://sourceforge.net/projects/appupdater/
এটিও একটি উল্লেখযোগ্য সফটওয়ার।
[thumb]http://secunia.com/vulnerability_scanning/personal/[/thumb]
নিচের লিংকে আপনি এটি সম্পর্কে জানাতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
http://secunia.com/vulnerability_scanning/personal/
টেক সাপোর্ট এলার্টের পুরস্কার প্রাপ্ত এ সফটওয়ারটিও একইরকম। তবে এর একটি আলাদা সুবিধা হল আপনি যে সফটওয়ারগুলোর আপডেট জানতে চান এটি শুধু সেগুলোর আপডেটও খুজে দিতে পারে।
[thumb]http://www.kcsoftwares.com/?sumo[/thumb]
এটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে :
http://www.kcsoftwares.com/?sumo
এ সফটওয়ারটি একই সাথে আপনার কম্পিউটারের সকল সফটওয়ার এবং ড্রাইবারকে আপ-টু-ডেট রাখতে যাবতীয় তথ্য এবং সরাসরি ম্যানুফেকচারকারী কোম্পানির ওয়েবসাইট থেকে আপডেট ডাউনলোডের ব্যবস্থা করে দেয়।
[thumb]http://www.radarsync.com/[/thumb]
এটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে :
এ সবগুলো সফটওয়ার একই কাজ করে ঠিকই কিন্তু এগুলো রয়েছে আলাদা আলাদা বিশেষ বৈশিষ্ট্য। যারা এ বিষেয়ে নতুন তাদের উচিত উপরের দিকের কয়েকটি সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করা।
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল বা খারাপ লাগলে দয়া করে মন্তব্য করুন। কারন আপনাদের মন্তব্য আমাদের লিখতে উৎসাহিত করে।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
আপনাকে
অসংখ্য
ধন্যবাদ।
খুবই
দরকারী
একটা
টিউন
লিখেছেন
!!!!!!