অনেক সময় সিডি বা ডিভিডি পুরনো বা নষ্ট হয়ে গেলে অথবা বেশি বেশি চালালে সিডি/ডিভিডির ফাইলগুলো নষ্ট হয়ে যায়। তখন আর সেগুলো কপি হতে চায় না।
আপনার অনেক দরকারি তথ্য হয়ত সিডি বা ডিভিডিতে জমা (কপি) করে রেখেছেন, কিন্তু সেই সিডি বা ডিভিডি যদি ওপেন না হয় অর্থাৎ সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তাহলে আর আফসোসের শেষ থাকে না।
অথবা ধরুন, বাজার থেকে আপনার বহুকাঙ্খিত কিছু মুভির একটা ডিভিডি কিনে এনেছেন। কপি করতে গেলেই কম্পিউটার আপনাকে বলছে "পড়তে পারছি না"; তাহলে মেজাজের অবস্থা কি হয় বলুন?
তবে আপনি চাইলে ছোট্ট একটি সফটওয়্যার এর সাহায্যে সেই নষ্ট সিডি বা ডিভিডির ফাইলগুলো কপি করতে পারেন খুব সহজেই। এজন্য,
আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্ল্যাক এন্ড হোয়াইট
এইটানা কিন্তু এই রকম একটা software আগে ব্যাবহার করেছিলাম, কাজে দেই নি। দেখি এটা কাজ করে কি না