সিনেমা দেখেনা এমন লোক খুব কমি আছে। ইংরেজি সিনেমা দেখতে আমরা সবাই অনেক পছন্দ করি। কিন্তু ইংরেজি সিনেমা বের হওয়ার পর ডিভিডি ফরম্যাট পেতে অনেক দেরি হয়। আবার প্রায়ই ডিভিডি কিনে দেখা যায় ওগুলো ক্যাম ভার্সন (হল প্রিন্ট)। নেট এ সিনেমাগুলো পাওয়া গেলেও সাইজ অনেক বেশি থাকে। যার ফলে যারা জিপি নেট বা সিটিসেল জুম নেট ব্যবহার করেন তারা প্রায় সময় সিনেমা নামিয়ে দেখতে পারেন না।
আমি এখন যে সাইটটির নাম বলবো সে সাইট এ আপনারা যে কোন নতুন ইংরেজি সিনেমা ডাউনলোড করতে পারবেন। সিনেমা গুলোর আকার ৩৫০-৪৫০ মেগাবাইট এর মধ্যে হবে। প্রতিটা সিনেমার জন্য আপনি অনেকগুলো শেয়ারিং সাইট এর লিঙ্ক পাবেন। আমি বলবো আপনি মিডিয়াফায়ার এর লিঙ্ক ব্যবহার করবেন। তাহলে আপনি রিসিউম সুবিধা পাবেন। ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে আপনি কম স্পিড এর নেট থেকেও এই সব সিনেমা নামাতে পারবেন। আরো সুবিধার কথা হলো সিনেমা গুলো ভেঙ্গে ছোট করে দেয়া হয়। তাই আপনি ধীরে ধীরে সিনেমা নামাতে পারবেন। সিনেমাগুলো বেশির ভাগ থাকবে mkv ফরম্যাট এ। তাই আকারে ছোট হলেও রেজুলেশন কিন্তু খুবি ভালো। আর সিনেমার ডিভিডি ভার্সন বের হওয়ার আগে আপনি এর ক্যাম ভার্সনও নামিয়ে নিতে পারবেন। স্ন্যাপশট দেয়া থাকায় কোন ছবির রেজুলেশন কেমন তা সহজেই বুঝতে পারবেন।
তো আর দেরি কেন? এখনি আপনার প্রিয় সিনেমাগুলো ডাউনলোড করতে বসে যান.........
ডাউনলোড লিঙ্কঃ
[thumb]www.tinyrip.info[/thumb]
mkv ফরম্যাট চালানোর জন্য আপনার কম্পিউটার এ vlc media player অথবা kmplayer নামিয়ে নিন। এই দুই প্লেয়ারই ফ্রি। গুগল এ সার্চ দিয়ে নামিয়ে নিতে পারবেন।
আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধ
ন্য
বা
দ