ডাউনলোড করুন ৯০ দিনের ট্রায়াল সহ Norton Internet Security 2010

এতো দিন ধরে Esest Smart Security 4 চালিয়ে আরামেই দিন যাচ্ছিল। সিরিয়াল কী এর চিন্তা নাই, সহজেই পাওয়া যায়। কিন্তু হঠাৎ করেই দেখি সিরিয়াল কী এর আমার জানা সব গুলো সোর্স উধাও হয়ে গেল। সম্ভবত ব্যান করে দিছে আর কি। কি আর করা, নতুন এন্টিভাইরাস খুজো। সেক্ষেত্রে Norton আমার 1st choice. নর্টন ২০০৯ ভার্সন থেকেই অনেক হালকা আার ফাস্ট। ভাইরাস ধরাতেও ওস্তাদ।

এখন লেটেস্ট হচ্ছে Norton Antivirus/Internet Security 2010 ভার্সন টা

খুজতে খুজতে পেয়েও গেলাম ৯০ দিনের এক ট্রায়াল ভার্সন। যাক অন্তত বাকি ৩ মাস সিরিয়াল কী/ ক্র্যাক নিয়ে চিন্তা করতে হবেনা। ইন্সটল করার পর যেকোন ইমেইল এ্যাড্রেস দিয়ে রেজিস্টার করলেই সংগে সংগে ৯০ দিনের ট্রায়াল অ্যাক্টিভেট হয়ে যাবে.

proof

ডাউনলোড করুন এখান থেকে
টরেন্ট ফাইল চাইলে এখানে দেখুন

Level 0

আমি taufiq ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am front end developer residing in Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Torrent link keno dilen

তারেক ভাই নরটনের সাথে কিন্ত ম্যাকফির ও একটা ৯০ দিনের অফার ছিল।ওইটা নিয়ে কবে লিখবেন

বস আমার কাছে McAfee ভালোই লাগেনা।

Level 0

original link
http://spftrl2.digitalriver.com/pub/symantec/2004/NIS2010_17.0_Build_136_OEM90_ING_Direct.exe

mcafee total protection link
http://home.mcafee.com/store/package.aspx?pkgid=275&affid=330&action=multi&culture=en-gb&cid=63567

# select ”90-Day trial” and click “Add to chart” button.
# Now create an account by entering required fields in the form,if you already have an Mcafee account just login to your account & click above promo link.
# After account creation you will be redirected to payment order conformation page.
# Now click on the Download button and get your 90 days licensed software for free.

thank you for the Original Link @ jenusbd

Level 0

পিসি গুরু তারেক………ভালো আছেন । টিউনটার জন্য ধন্যবাদ। আমি উইন্ডোজ সেভেন ইউজ করি এ ক্ষেত্রে মাইক্রোসফট কতৃক অ্যান্টিভাইরাস ইউজ করি তাহল এফ-সিকিউর ইন্টারনেট সিকিইরিটি টেকনোলজি প্রিভিউ। আপনার জানা থাকলে এটা সম্পকে জানাবেন এটা ভালযে সেটা বুঝতে পারছিনা আগে কাসপারস্কি ইউজ করতাম (ফ্রি এডিসন). আচ্ছা নটন কি কম্পিউটার স্লো করে। উল্লেখ্য: আমি p-dual core, 1gb ram, 250gb hdd use kori.

ভাই নর্টন এর চেয়ে ক্যাসপারেস্কী বেশী ভালো না???

kaspersky বস জিনিস। কিন্তু এটার ওজন আমার পিসি বইতে পারেনা। আর এটার কী যে হারে ব্লাকলিস্টেড হয় তাতে কাজ করুম নাকি ২দিন পর পর কী খুজুম।

@আজাদ, F-Secure কখনো ইউজ করিনি। আর আমিও Windows 7 চালাচ্ছি। Norton is fully compatible. আার Norton পিসি স্লো করেনা। ইউজ করে দেখেন।