ছোটা প্যাকেট মাগার্ বড়া ধামাকা !!!

pro_essential_tools

নাম দেখে যা বুঝতে পারছেন, আমার মনে হয় এ সফটওয়ারটি তার চেয়েও বেশি। ১.৯ মেগাবাইটের এই মিনি পোর্টেবল অফিস স্যুইটটিতে আপনি একই সাথে পাবেন -

* গ্রাফিক্স এডিটর।

* ওয়ার্ড প্রসেসর।

* টেক্সট্ এডিটর।

* ফুল ফিএচারড স্প্রীডশিট পোগ্রাম। (এক্সেল এর মত)

* PDF তৈরীর সফটওয়ার।

* ZIP/UNZIP ইউটিলিটি।

* ফাইল এনক্রিপশন সফটওয়ার।

* HTTP এর সাহায্যে ফাইল হোস্টের জন্য ওয়েব সার্ভার।
* এনক্রিপশন সফটওয়ার।

* সিকিউর ফাইল ডিলেটিং ইউটিলিটি।

* একই সাথে অনেক ফাইল রিনেইম করার সফটওয়ার।

* মেমোরি প্যাড।

* সকল সিস্টেম পাসওয়ার্ড রিভেইলার (যে উত্থাপন করে বা খুজে বের করে)।

* ফুল ফিএচারড Notepad.

* Standalone ইমেইল ক্লায়েন্ট পোগ্রাম।

* FTP ক্লায়েন্ট পোগ্রাম।

* একটি পরিপূর্ণ ওয়েব সার্ভার (যা MIME ফাইল টাইপিং, CGP,কমন লগ ফরমেট এবং মাল্টি হোস্টিং সাপোর্ট করে)।

*ওয়েব সার্ভারটির জন্য একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেইস।


এ সফটওয়ারটি পোর্টেবল বলে, ইন্সটল না করেই যেকোন কম্পিউটারে ব্যবহার করা যাবে। যারা বিভিন্ন কম্পিউটার ব্যবহারের করেন তাদের জন্য তো বটেই সকলের জন্যই এ সফটওয়ারটি খুব কাজ লাগবে। কারন যেকোন সময় যেকোন কম্পিউটারে উপরিউক্ত একটি সুবিধা না থাকলে আপনি পেনড্রাইভ থেকে সহজেই কোন সফটওয়ার ইন্সটল না করেই সুবিধাগুলো নিতে পারবেন। আর এটি মাত্র ১.৯ মেগাবাইটইটের বলে এর চেয়ে পোর্টেবলিটি খুব কম সফটওয়ারেরই আছে।
এ মূল্যবান ফ্রি সফটওয়ারটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
http://www.brothersoft.com/floppy-office-63633.html
উক্ত টিউনটি ভাল লাগলে দয়া করে মন্তব্য করে জানান যা আমাকে আরো লিখতে উৎসাহ দিবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই সবই ঠিক আছে। শুধুমাএ একটাই সমস্যা, আর সেটা হল এগুলো সকল আলাদা আলাদা Application.
আর তাই একটু সমস্যা ফিল করছি।
তবে collection টি জটিল।
আপনাকে ধন্যবাদ।

ভাই অনেক ধন্যবাদ কিন্তু ১.৯ মেগাবাইটে এতগুলো কাজের Application কি আশ্বর্যজনক না। হয়ত Application গুলো একত্র করলে ফাইলটির সাইজ এত ছোট হত না। সেকারনেই এগুলো আলাদা করে দেয়া। কিন্তু কিছুক্ষনের জন্য যে কম্পিউটার ব্যবহার করবেন তাতে বিশাল microsoft offfice বা open office ইনস্টল করা না থাকলে এ সফটওয়ারটি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে।

microsoft office, open office এও একত্রে অনেকগুলো আলাদা সফটওয়ার রয়েছে। কিন্তু পোর্টেবলিটির জন্য এ সফটওয়ারটি অনন্য।

জটিল!

তারেক ভাই আমার বলার উদ্দেশ্য কিন্তু ছিল – যদি মেনু ভিত্তিক সিস্টেম থাকত তবে কাজ করতে আরো সুবিধা বোধ করতাম।
আচ্ছা “Stellarium” নিয়ে একটা পোষ্ট কে যেন করেছিল।
ডাওনলোড করার পর আর পোষ্টটি খুজে পাচ্ছি না।
সাইট লিংক হতে PDF ফাইলটি ডাওনলোড করতে পারিনাই।
সাহাজ্য করতে পারবেন কী?

    ভাই আমি যতটুকু জানি Stellarium নিয়ে লিখা পোষ্টটি কোন কারনে টেকটিউনস পেন্ডিং করে দিয়েছে। কোন সাইট লিংক এর কথা বললেন ভাই ? বুঝলাম না। সার্চ করেন পেয়ে যাবেন।

Level New

দারুন।

Level New

আসলেই কাজের জিনিস। চালিয়ে জান ভাই…..

ভালো একটি টিউন করার জন্য ধন্যবাদ।