হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার WAPP Total Solution ফুল রিভিউ এবং ব্যবহারবিধি

হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার হিসেবে অনেকগুলো টুলস মার্কেটে প্রচলিত রয়েছে। এর মধ্যে কিছু টুলসে সীমিত ফিচার এবং কিছু টুলসে অনেক বেশি ফিচার থেকে থাকে। অন্য সকল সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটির ফিচার এবং প্রাইসিং একে আলাদা করেছে। নামমাত্র মূল্যে ১ বছর পর্যন্ত এর ফিচারগুলো আনলিমিটেড এক্সেস করতে পারবেন।

সফটওয়্যারটির কিছু সাধারণ বৈশিষ্ট

  • এটি একটি উইন্ডোজ সফটওয়্যার, তাই উইন্ডোজ চালিত আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন
  • এটি কোন ভাবে অ্যান্ড্রয়েড ফোন, ম্যাক বা লিনাক্স পিসিতে চালানো সম্ভব নয়
  • কাজী নিশাত আইটি, এই সফটওয়্যারের প্রোভাইডার। তাই ১ বছরের জন্য নিলে (এর ৫ বছর এবং লাইফটাইম প্যাকেজও রয়েছে) ১ বছর পর্যন্ত ফ্রি সাপোর্ট পাচ্ছেন
  • মেয়াদকাল পর্যন্ত যতগুলো আপডেট ভার্সন রিলিজ হবে, সেটি সম্পূর্ণ ফ্রীতে আপনি পেয়ে যাচ্ছেন
  • সফটওয়্যার পরিচালনা নিয়ে ১+ ঘন্টার ভিডিউ টিউটোরিয়াল পাচ্ছেন, যেটি দেখে খুটিনাটি ভালোভাবে শিখতে পারবেন

আশা করছি WAPP Total Solution এর বিশ্বস্ততা নিয়ে সন্দেহের অবকাশ নেই। খুবই সীমিত বাজেটের সফটওয়্যার হওয়াতে ট্রাই করার জন্যেও কিনে দেখা যেতে পারে। আমি নিশ্চিত যে, ট্রাই করতে গেলেই যে কেউ এর ফিচারের প্রেমে পড়ে যাবে।

WAPP Total Solution এর স্পেশাল ফিচারস

  • অনলাইনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার সংগ্রহ করে নিতে পারবেন এক ক্লিকেই
  • হাজার হাজার ব্যক্তিকে মেসেজ পাঠাতে পারবেন অল্প সময়ে
  • অনেকগুলো WhatsApp একাউন্ট ব্যবহার করতে পারবেন একসাথে
  • গুগল ম্যাপ, সোশ্যাল মিডিয়া (Facebook, LinkedIn, Instagram, Telegram, TikTok) এবং ওয়েবসাইট থেকে সহজেই সম্ভাব্য কাস্টমারের তথ্য সংগ্রহ (Lead Generation) করতে পারবেন
  • হাজার হাজার নাম্বারের তালিকা থেকে কোন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ একাউন্ট চালু আছে, সেটি চেক করতে পারবেন
  • আপনার চ্যাট লিস্ট, কন্টাক্ট লিস্ট, গ্রুপ লিস্ট, গ্রুপের নেম্বার লিস্ট, এক্টিভ মেম্বার লিস্ট সব সংগ্রহ করতে পারবেন ১ ক্লিকে
  • র‍্যান্ডম নাম্বার জেনারেট, মেসেজ সেন্ডিং শিডিউল করে রাখা, গ্রুপ তৈরি করা, মেম্বার জয়েন করানো করা সহ অনেক অনেক ইউনিক ফিচার

একসাথে অনেক কে মেসেজ পাঠানোর ফিচার

WhatsApp Marketing Software - Bulk Message Sending

এখানে মেসেজের অনেকগুলো ভেরিয়েশন তৈরি করে রাখতে পারবেন। যেন একই মেসেজ একটানা অনেক বেশি সেন্ড হলে, সেটাকে WhatsApp সন্দেহের চোখে না দেখে। মাঝখানে ডিলে টাইম সেট করে রাখতে পারবেন, যেন একটি মেসেজের পর আরেকটি মেসেজের মাঝে কিছু টাইম গ্যাপ থাকে। এবং ফ্রেন্ডলি নাম্বার হিসেবে নিজের কিছু নাম্বার সেট করে রেখে, সেগুলো থেকে রিপ্লাইও দিতে পারবেন। একাধিক একাউন্ট থাকলে, এক একটি মেসেজ ভিন্ন ভিন্ন নাম্বার থেকে পাঠাতে পারবেন, এতে একই নাম্বারের ডিলে টাইম আরো বেড়ে যাবে। যেহেতু আপনার নিজের একাউন্ট ব্যবহার করে মেসেজ পাঠাচ্ছেন, রিপ্লাই আসলে আপনি সহজেই সেগুলোর রিপ্লাই দিতে পারবেন পরবর্তীতে।

অনলাইন থেকে ডাটা সংগ্রহ করার পদ্ধতি

WhatsApp Marketing Software - Data Collecting

অনলাইনে গুগল ম্যাপ, সোশ্যাল মিডিয়া (Facebook, LinkedIn, Instagram, Telegram, TikTok) এবং ওয়েবসাইট থেকে সহজেই সম্ভাব্য কাস্টমারের তথ্য সংগ্রহ করা খুবই সহজ। ধরুন আপনার চট্রগ্রামের সকল রেস্টুরেন্টের নাম্বার দরকার। আপনি জাস্ট গুগল ম্যাপের টুলে Restaurant in Chattogram লিখে সার্চ দিলেই হবে। সে নিজে নিজে গুগল ম্যাম থেকে সকল রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করে আপনাকে এক্সেল আকারে দিয়ে দেবে।

সফটওয়্যারটি কিভাবে নিতে পারি?

এই সফটওয়্যারটি অথোরাইজড প্রোভাইডার Kazi Nishat IT এর ওয়েবসাইট থেকেই আপনি Wapp Total Solution - WhatsApp Marketing Software অর্ডার করে দিতে পারেন। এখানে ১ বছর, ৫ বছর এবং লাইফটাইম প্যাকেজ রয়েছে। যে কোন প্রয়োজন বা কুয়েরি থাকলে সরাসরি হেল্পলাইনে কল করেও জানতে পারবেন।

Level 2

আমি কাজী নিশাত। CEO, Kazi Nishat IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

We provide everything you need to grow your business through online platforms. Firstly, You need a website to make your online presence. We will make the website for you


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস