এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে – আপনার মোবাইলকে বানিয়ে ফেলুন এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ গেটওয়ে

প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি সাইট, যেখান থেকে আপনারা এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং দুইটা একসাথে করতে পারবেন।

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটারদের ব্যান্ড এওয়ারনেস তৈরি করা এবং দ্রুত কাস্টমারদের রিচ করার জন্য এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং খুবই জনপ্রিয় মাধ্যম।

বর্তমানে যে সকল প্লাটর্ফম রয়েছে সেগুলো খুবই ব্যয় বহুল এবং আলাদা আলাদা সফটওয়ার ব্যবহার করতে হয়। যেমন, এসএমএস মার্কেটিং এর জন্য twilio, Plivo, Infobip etc. এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং এর জন্য এক্সট্রা সফটওয়ার ব্যবহার করে।

আপনি চাইলে আপনার ব্যবহারকৃত এন্ড্রয়েট মোবাইলটিকে গেটওয়ে করে এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং করতে পারবেন এবং খবই কম খরচে। এসএমএস মার্কেটিং এর জন্য এসএমএস প্যাক নিতে পারেন রবি, জিপি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক থেকে। এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং এর জন্য আপনার সাধারণ হোয়াট্সঅ্যাপ ও বিজনেস হোয়াট্সঅ্যাপ একাউন্ট ব্যবহার করতে পারেন।

ফিচার সমূহ:-

  • Quick and bulk SMS sending with short code
  • WhatsApp Beta (Single and Bulk WhatsApp Chats)
  • WhatsApp SMS from Excel Sheet
  • Two way SMS with unsubscribe feature
  • Intuitive API features with Webhook
  • Schedule SMS with SMS from Excel Sheet
  • Automated and smart tools (Auto reply)
  • OTP and Mobile Coupons
  • Firebase Integration
  • Captured App Notifications
  • WooCommerce Integration
  • Pabbly Connect zapier Integration
  • SMS Way App Partner Programme
  • Spintax for AB Testing
  • URL Shortening
  • USSD Sending

বিস্তারিত জানতে পিডিএপটি দেখতে পারেন। https://swiy.io/smswayguide

ওয়েবসাইটটিতে যান : https://smswayapp.com এবং Create Account Free তে ক্লিক করুন।

হোয়াট্সঅ্যাপ মার্কেটিং

আপনার নাম, ইমেইল, টাইমজোন, দেশের কোড এবং পাসওয়ার্ট দিয়ে সাইন আপ করুন।

registration

সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর, লগইন বাটনে ক্লিক করুন।

login

সফলভাবে লগিন করার পর, এখান থেকে লেটেস গেটওয়ে অ্যাপটি ডাউনলোড করে নিন বা ইউজার গাইড ফলো করুন

আপনার ফোনটি সফটওয়ার এর সাথে কানেক্ট করতে ড্যাশবোর্ড থেকে Android মেনুতে ক্লিক করে Devices এ ক্লিক করে add device এ ক্লিক করুন। অথবা ডাউনলোড কৃত অ্যাপসটি ইনস্টল করে ইউজার এবং পাসওয়াট দিয়ে লগিন করলে কানেক্ট হয়ে যাবে।

add devices

সফল ভাবে আপনার মোবইলটি কানেক্ট হওয়ার পর ‍SMS এর জন্য রেডি কিনা যাচাই করুন। ড্যাশবোর্ড থেকে SMS মেনুতে ক্লিক করে Quick এ ক্লিক করুন। তারপর ফোন নাম্বার, +880123456789, Gateway mode: Devices, Sim: 1 or 2, Priority: Yes or no, Mobile device: অনলাইন থাকতে হবে, message: মেসেজ টাইপ করুন, ‍Spintax : spam control করার জন্য, সেন্ট করুন।

এসএমএস

যদি সফল ভাবে সেন্ট হয় তাহলে আপননি সঠিক ভাবে সেটিং করেছেন। অন্যথায় লাইভ চ্যাট এ যোগাযোগ করুন।

আপনারা যদি আগ্রহী হোন আগামি পর্বে আরো বিস্তারিত নিয়ে আসবো।

Level 2

আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস