বাংলাদেশে এই প্রথম “অন ডিমান্ড প্রফেশনাল মার্কেটপ্লেস”

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরের মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব বাংলাদেশের নতুন একটি প্রফেশনাল মার্কেটপ্লেস নিয়ে।

অন ডিমান্ড প্রফেশনাল অনলাইন মার্কেটপ্লেস কি?

সরকারী ও বেসরকারী চাকুরী ছাড়া আমরা সবাই এক একটি প্রফেশনাল কাজ করি, আর এই প্রফেশনালদের ডিমান্ডের উপর কাজ পাওয়ার সুবিধার্থে অনলাইন ভিত্তিক যে মার্কেটপ্লেস গড়ে উঠে তাকেই অন ডিমান্ড প্রফেশনাল অনলাইন মার্কেটপ্লেস বলে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

এখানে কি করবেন?

যারা সার্ভিস প্রোভাইডার তারা প্রফেশনাল কাজের উপর টিউন লিস্টিং করবেন। আর যাদের সার্ভিস প্রভাইডার দরকার হবে তারা এখান থেকে কাঙ্খিত সার্ভিস প্রভাইডার হায়ার করবেন।

টেকটিউনস কমিউনিটি ভাই/বোনদের উদ্দেশ্যে বলবো যেহেতু এটা বাংলাদেশের নতুন একটি প্রফেশনাল মার্কেটপ্লেস তাই সবার কাছ থেকে সহযোগীতা কামোনা করছি, আপনি যে কাজই করেননা কেন, সেই কাজের উপরে টিউন লিস্টিং করুন, শ্রমিক থেকে শুরু করে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাই টিউন লিস্টিং করতে পারবেন। আর যাদের প্রফেশনাল দরকার তারা এখান থেকে হায়ার করুন।

তাহলে আর দেরী না করে আজই রেজিস্ট্রেশন করুন, ওয়েবসাইট লিংকঃ শ্রমবাজার

সারা দেশব্যাপী শ্রমবাজার লিঃ এর জন্য থানা ও জেলা পর্যায়ে কিছু জনবল নিয়োগ চলছে। আপনি জব করতে আগ্রহী থাকলে [email protected] এই ইমেইলে সিভি সেন্ট করুন।

 

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহকে হাফেজ।

Level 1

আমি মোঃ তরিকুল ইসলাম সোহেল। Web Developer, GhasForing Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ তরিকুল ইসলাম সোহেল, সিনিয়র ওয়েব ডেভেলপার, ঘাসফরিং টেকনোলজি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

noton evalyr agomon
agolar vat nai bangladesh e