আসসালামুআলায়কুম। এটা আমার প্রথম টিউন। ফেসবুক কিভাবে তার ইনফরমেশন গুলো সংগ্রহ করে এবং তা ব্যবহার করে দারুণ সব ফেচার আপডেট করে গ্রাহকদের মন মাতিয়ে রাখে আমার টিউনটি সেই সম্পর্কে। চলুন শুরু করা যাক!
ধরুন আপনি ফেসবুকে একটা এড ক্যাম্পেইন করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনার অবশ্যই টার্গেটিং এর প্রয়োজন হবে। এখন আপনার বেশ কিছু ইনফরমেশন দরকার। সেক্ষেত্রে ফেসবুক আপনার জন্য আপনার প্রয়োজনীয় সব ইনফরমেশন সাজিয়ে রেখেছে। আপনি ফেসবুককে টাকা দিবেন বিনিময়ে ইনফরমেশন পাবেন। যেমন আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্ট টা সম্পর্কে২০ থেকে ৩০ বছর বয়সী রা জানুক। এরপর চাচ্ছেন একটি নির্দিষ্ট লোকেশনের মানুষকে জানাতে যে আপনি এই এই প্রোডাক্ট সেল করে থাকেন। এভাবে মেইল বা ফিমেইল, বিবাহিত বা অবিবাহিত, সিংগেল বা ইন এ রিলেশনশিপ, ধর্ম, কালচার, বিহেভিয়ার, পলিটিক্স প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে ফেসবুক দিবে।
এখন বলতে পারেন ফেসবুক এসব কই পাবে? হ্যাঁ, আমরা যারা নরমাল ইউজার আছি আমাদের about অপশন থেকেই এসব পেয়ে থাকে। ব্যপারটা খুবই সিম্পল। সেদিন ইনবক্সে এক ফ্রেন্ডের সাথে লগো ডিজাইন সম্পর্কে কথা বলছিলাম। পর পর টানা চার থেকে পাঁচ টি এড আমার নিউজফিডে ঘুরে। অর্থাৎ, ইনবক্সেও ফেসবুক নজর রাখছে। এর বাইরেও ফেসবুক ইউজারদের অন্যান্য এক্টিভিটিজ যেমন সার্চিং, ফেসবুকের মাধ্যমে তাদের শপিং, কি শপিং করছে, কম দামি না বেশি দামি প্রোডাক্ট কিনছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে একটা ইনফরমেশনের জগৎ তৈরি করে।
ফেসবুক আবার শুধু ইনফরমেশন বিক্রি করেনা। ইনফরমেশন কিনেও নেয়। একটু খেয়াল করলে দেখবেন গুগলে কিছু সার্চ দিলে সেই সম্পর্কিত কিছু এড আমাদের ফিডে ঘোরাঘুরি করে। এরকম বিভিন্ন জায়গা থেকে ফেসবুক ইনফরমেশন কিনে নেয়। এর বাইরেও যদি আরোও ইনফরমেশন প্রয়োজন পড়ে তখন ফেসবুক কি করে? ফেসবুক তখন সাময়িক কিছু ফিচার নিয়ে আসে। যেমন কিছু দিন আগে Avatar ফিচার টি বেশ জনপ্রিয় হয়েছিলো। সবাই Avatar পিকচার প্রোফাইলে ঝুলিয়েছে। এই ফিচার দিয়ে ইউজারদের বেশ কিছু ইন্টারেস্ট যেমন হেয়ার স্টাইল, স্কিন, আউট ফিট আরোও বেশ কিছু ডাটা কালেক্ট করে রেখেছে।
তো এভাবে নতুন কিছু বের হওয়ার মানে ধরে নিবেন ফেসবুক আপনার সম্পর্কে আরোও বেশি কিছু জানতে চায়। আরোও বেশি আপনার ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছে।
আমি শেষের কবিতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইসব কারণেই ফেসবুক বাদ দিয়ে টেলিগ্রাম চালাই।