ইদানিং অনেকের পেজে ফেসবুকের এড বুস্ট দেয়ার ব্যাপারে রেস্ট্রিকশন এসেছে। এই হার আগের যে কোন সময়ের তুলনায় অনেক বেশি। শুধু পেজ নয়, ফেসবুক আইডি এবং এড অ্যাকাউন্ট এর উপর ভীষণভাবে চড়াও হয়েছে ফেসবুক। পলিসি ঠিকমত মেনে চলা না হলেই ভেরিফিকেশন করছে, অ্যাকাউন্ট ফ্লাগ করে দিচ্ছে। অনেক সময় পেজ খুললেই টিউনের নিচে লেখা দেখা যায় “Boost Unavailable”. আর সেটাতে ক্লিক করলে মেসেস দেখায় “Page Not Allowed to Advertise - You can't create ads or promote your Page because it's restricted from advertising”.
অনেকেই এই অবস্থার জন্য ফেসবুকের এড কুপন কে দুষছেন। আমার নিজস্ব গবেষণা, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে বলতে পারি ফেসবুক এড কুপন ব্যবহার করার জন্য এমনটি হচ্ছে না। আর তাই যদি হতো তা হলে যারা কুপন দিয়ে বুস্ট করেছেন তাদের সবার পেজে এই রকম বাধা আসত। আবার অনেকেই যারা কুপন ব্যবহার করেননি তাদের পেজেও কিন্তু ঠিক একই বাধা আসছে। তা হলে এখন প্রশ্ন থেকেই যায় এমনটি হচ্ছে কেন? এর সহজ উত্তর হল ফেসবুকের এড পলিসি মেনে না চলা।
নিচের এই কারণ গুলোর জন্য এমনটি হচ্ছে বলে আমি মনে করিঃ
একটা পেজ থেকে যদি ঘন ঘন এড রিজেক্ট হয় তা হলে ফেসবুক সেই পেজ কে এড রেস্ট্রিক্টেড করে দেয়। এটা আমার নিজস্ব গবেষণা থেকে পেয়েছি। তাই কোন এড রিজেক্ট হলে সেটার কারণ দেখুন এবং সেই অনুযায়ী এড এডিট করে পুনরায় বুস্টে দিন। যদি এডিট করা সম্ভব না হয় তা হলে এড ম্যানেজার থেকে এড টা রিমুভ করে ফেলুন এবং ঐ ধরনের এড পরবর্তীতে বুস্ট করা থেকে বিরত থাকুন।
অনেকেই পেজের পেমেন্ট ডিউ রাখেন। এই ডিউ পে না করেই আবার অন্যান্য এড অ্যাকাউন্ট থেকে ঐ পেজের এড বুস্ট দেন এবং একই কাজ আবারো করে। এমতাবস্থায় ফেসবুকের সিস্টেম এটা বুঝতে পারে। বার বার পেমেন্ট ডিউ থাকলে ঐ পেজকে এডভারটাইজিং রেস্ট্রিক্টেড করে দিতে পারে।
কোন পেজের এড বুস্ট করতে গিয়ে যদি বাব বার এড অ্যাকাউন্ট ফ্লাগ হয় তা হলে ফেসবুক ঐ পেজ কে এড রেস্ট্রিক্টেড করে দেয়।
পেজের মধ্যে যদি একাধিক ফেক আইডি এর এডমিন থাকে এবং ভেরিফাই করার সময় যদি সে গুলো ধরা পড়ে তখন ফেসবুক ঐ পেজ কে এড রেস্ট্রিক্টেড করে দেয়।
আমরা অনেকেই জেনেই হোক অথবা না জেনেই হোক নেট থেকে ইমেজ এবং ভিডিও ডাউনলোড করি এবং অনুমতি ছাড়াই সেগুলো অহরহ ব্যবহার করি। অন্যজনের কপিরাইট করা কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করা অন্যায়। সে গুলো দিয়ে বুস্ট করা ঠিক নয়। এ ধরনের কন্টেন্ট ব্যবহার করার জন্য কপিরাইট হোল্ডার যদি ফেসবুকের কাছে রিপোর্ট করে দেয় এবং তদন্ত করার পর যদি প্রমাণিত হয় তা হলে ফেসবুক পেজের ওপর রেস্ট্রিকশন আরোপ করে।
ফেসবুকের অ্যাকাউন্ট এর সঙ্গে যদি পেমেন্ট মেথড এর ঠিকানা না মিলে, বিশেষ করে অন্য দেশ যদি হয়, কার্ড হোল্ডারের নাম এবং অ্যাকাউন্ট এর নাম যদি ম্যাচ না করে, তা হলে এড অ্যাকাউন্ট ফ্লাগ করে দেয়। সেই সঙ্গে বুস্টে থাকা ঐ পেজ কে এড রেস্ট্রিক্টেড করে দিতে পারে।
আশা করছি ফেসবুক কেন একটা পেজকে এড রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তা বুঝতে পেরেছেন। এটার সমাধান পেতে রিভিউ এর জন্য আপিল করুন। এই সমস্যা থেকে বাচতে হলে ফেসবুকের এড পলিসি মেনে চলুন। নিজেরাই কন্টেন্ট তৈরি করুন। পেজ কোয়ালিটি এবং এড কোয়ালিটি দুটো ভিন্ন জিনিস। পেজ কোয়ালিটি ভাল থাকলেও শুধু ফেসবুকের এড পলিসি ভঙ্গ করার কারণেই আপনার পেজ টা এড রেস্ট্রিক্টেড হতে পারে। তাই এখনই সাবধানে বুস্ট করুন।
আমি আব্দুল্লাহ আল ফারুক। Digital Marketer, Self Employed, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।