আমরা অনেক সময় বুস্ট করতে গিয়ে টিউনের নিচে লেখা দেখি “Boost Unavailable”, এর অর্থ হল এই Post বুস্ট করা যাবে না। এটা নির্দিষ্ট কিছু Post এর জন্য হতে পারে আবার একটা পেজের সমস্ত Post এর জন্য হতে পারে। আসুন জেনে নিই কি কি কারণে Boost Unavailable হয়।
পেজের কাভার ফটো বা ভিডিও Post বুস্ট করা যায় না। তবে পেজ প্রমট করা যাবে। যদি একান্তভাবেই ঐ ইমেজ বা ভিডিও দিয়ে টিউন বুস্ট করতে চান তা হলে সেটাকে কাভার থেকে রিমুভ করতে হবে। এরপর নতুনভাবে সেই ইমেজ বা ভিডিও দিয়ে টিউন তৈরি করে বুস্ট করতে পারবেন।
এটাও ঠিক ১ নম্বরের মতই। প্রোফাইল থেকে ছবি রিমুভ করে নতুন করে Post তৈরি করে বুস্ট করতে পারবেন।
ড্রাফট Post বুস্ট করা যায় না, তবে তা পাবলিশ করে বুস্ট করা যাবে।
নোটস সরাসরি বুস্ট করা যাবে না। তবে নোটস এর কন্টেন্ট দিয়ে নতুন Post তৈরি করে বুস্ট করা যাবে।
এই মুহূর্তে শুধুমাত্র ব্লু ভেরিফাইড ব্যাজধারী পেজগুলো লাইভ ভিডিও বা সিডিউল ভিডিও বুস্ট করতে পারবে। এ ছাড়া অন্য স্ট্যাটাসের পেজগুলো থেকে লাইভ এন্ড সিডিউল ভিডিও বুস্ট করা যাবে না।
অ্যালবাম একটা পেজের স্টাটিক জায়গায় অবস্থান করে যেখানে যে কোন ব্যক্তি যে কোন সময় প্রবেশ করে কন্টেন্টগুলো দেখতে পারেন। অ্যালবামের সব কন্টেন্ট বুস্ট করা যায় না। কোন একটা সিঙ্গেল কন্টেন্ট বা লেটেস্ট এড করা কন্টেন্ট যা পেজে টিউন আকারে তৈরি হয় তা বুস্ট করা যায়।
শেয়ার করা Post বুস্ট করা যায় না।
শেয়ার করা অ্যালবামও বুস্ট করা যায় না।
যে সব ইভেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে তা মূল্যহীন। তাই সেই সব Post বুস্ট যায় না।
যে অফারের মেয়াদ শেষ হয়ে গেছে তা কোন ব্যক্তির কাজে লাগবে না। তাই এ ধরনের অফার দেয়া Post বুস্ট করা যাবে না।
পেজ পাব্লিশড না করে সেই পেজের Post বুস্ট করা যায় না।
একটা পেজ পরিচালনা করার জন্য কিছু কিছু ভূমিকা থাকে। যেমন – এডমিন, মডারেটর, এডিটর, এডভারটাইজার ইগ্যাদি। পেজের মডারেটর এডের ডাটা দেখতে পারলেও বুস্ট করতে পারে না।
Post এর মধ্যে যদি ফেসবুক ক্লিক আইডি থাকে তা হলে সেটা বুস্ট করা যাবে না। ক্লিক আইডি বলতে বুঝাচ্ছে যেটা স্ট্রিং আকারে ইউআরএল হিসেবে কাজ করে।
Unusual Activity এর কারণে যদি এড অ্যাকাউন্ট ফ্লাগ হয় তা হলে যে সব পেজের Post ঐ অ্যাকাউন্ট থেকে বুস্ট করা হয়েছিল তার মধ্যে কিছু পেজের Post বুস্ট করার ক্ষেত্রে বাধা হতে পারে। সাধারণত বিলিং ঠিকানা এবং অ্যাকাউন্ট ঠিকানা ভিন্ন হলে এটা করে। সেই ক্ষেত্রে ফেসবুক ভেরিভাই করে।
Unusual Activity এর কারণে এড অ্যাকাউন্ট ফ্লাগ হলে সেই অ্যাকাউন্ট ব্যবহারকারিদের কে কিছু কিছু ক্ষেত্রে Advertising Restricted করা হয় এবং পেমেন্ট মেথড পজ করা হয়।
চাকরি সংক্রান্ত যে সকল Post এর মেয়াদ শেষ হয়ে গেছে বা আন-পাব্লিশড অবস্থায় আছে তা বুস্ট করা যায় না।
যে সব পেজ ফেসবুকের এডভারটাইজিং পলিসি বা ফেসবুকের স্ট্যান্ডার্ড মেনে চলেনা সেই সব পেজের পোস্টগুলো বুস্ট করতে দেয়া হয় না।
আপনার পেজের কোন Post এর নিচে যদি “Boost Unavailable” লেখা দেখায় তা হলে সেটা আগে জেনে নিন কি কারণে দেখাচ্ছে Boost Unavailable, লেখার উপর ক্লিক করুন। এর পর See details এ গেলেই বিস্তারিত জানিয়ে দিবে কি কারণে Post টা Boost Unavailable হয়েছে। আপনি যদি মনে করেন ভুলভাবে এটা ঘটেছে তা হলে রিভিউ করার অপশন আছে ফর্ম পূরণ করে রিভিউ সাবমিট করুন। ম্যানুয়াল রিভিউ করা হয়ে গেলে ফেসবুক আপনাকে রেজাল্ট জানিয়ে দিবে। সবকিছু ঠিক থাকলে আপনার পেজে আবার বুস্ট করতে দিবে।
আমি আব্দুল্লাহ আল ফারুক। Digital Marketer, Self Employed, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।