পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করবেন?

আপনি কি পিন্টারেস্ট ব্যবহার করেন? নাকি এর ব্যবহার জানেন না? উত্তর যায় হোক, পিন্টারেস্ট এই মুহুর্তে ভারচুয়াল ওয়ার্ল্ড এর অন্যতম গুরুত্বপূর্ণ b2c ব্রান্ড।

প্রতিটি সামাজিক মাধ্যমে সময় স্পেন্ট করার জন্য কারণ থাকে। যেমন, আমরা জানি যে কেনো আমরা ফেসবুক বা টুইটার ব্যবহার করি।

এটাকে বলা হয় অভ্যস্ততা। যা আমরা প্রতিদিন করে থাকি। কিন্তু আমরা অনেকেই পিন্টারেস্ট ব্যবহারে অভ্যস্ত নয়।

যদি আপনি নাই জানেন যে, পিন্টারেস্ট আপনার ওয়েবসাইট বা স্টোরের জন্য একটি গ্রেট ট্রাফিক সোর্স। তবে আপনি কিভাবে জানবেন এটি কি করে ব্যবহার করতে হয়।

এই কাজটি যারা করে থাকেন, তাদের বলা হয় পিন্টারেস্ট মারকেটার। একজন সাধারণ ব্যবহারকারীর পক্ষে পিন্টারেস্ট এলগরিদম বোঝা অনেক কঠিন। কিন্তু যে লোক পিন্টারেস্ট মারকেটিং এ অভিজ্ঞ তার নিকট এটি বোঝা খুব সহজ।

অবাক হলেন! এটা অবাক করা কোনো লেখা নয়। আপনি পিন্টারেস্ট থেকে হাজার থেকে মিলিয়ন ভিসিটর আপনার ওয়েবসাইটে ড্রাইভ করাতে পারবেন।

আমি বিস্তারিত লিখছি, তবে আপনি নতুন হলে পিন্টারেস্ট এ একটা একাউন্ট ওপেন করে নিন। এটা খুব কঠিন নয়। ফেসবুক বা টুইটারের মতো সহজ ভাবে নিজের প্রোফাইল তৈরি করে ফেলুন। ব্যস, হয়ে গেলো।

প্রোফাইল তৈরি করা হয়ে গেলে, আমাদের প্রথম কাজ প্রোফাইল অপটিমাইজ করা। তবে সাধারন ভাবে নয়। পিন্টারেস্ট SEO এলগরিদম অনুযায়ী প্রোফাইল অপটিমাইজ করতে হবে।

ফেসবুকে আমরা কন্টেন্ট পাবলিশ করাকে টিউন বলি। টুইটারে এটিকে টুইট বলি। কিন্তু পিন্টারেস্ট কন্টেন্ট পাবলিশ করাকে পিন বলা হয়।

পিন্টারেস্ট এ কন্টেন্ট হিসেবে ইমেজ বা নান্দনিক ডিজাইনের গ্রাফিকস কে হাইলাইট করে পিন করা হয়। এর জন্য বোর্ড বা গ্রুপ তৈরি করতে হয় বা অন্যের বোর্ডেও কন্টেন্ট পিন করা যায়।

আপনি যদি আপনার প্রোডাক্ট এর ইমেজ পিন করতে চান তবে সহজেই পারবেন। কিন্তু এটি পিন্টারেস্ট ব্যবহারকারিদের নিকট পৌছাবে কিনা তা বলা যায় না।

আপনার প্রোডাক্ট বা যেকোনো পিন্টারেস্ট কন্টেন্টকে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে দুটি অপশন রয়েছে।
১। পিন্টারেস্ট পেইড এডস
২। পিন্টারেস্ট পিন SEO করা।

ফেসবুক গ্রুপ লিংকঃ- https://web.facebook.com/groups/bam.bd/

যদি আপনি বিজ্ঞাপণ দিতে চান তবে সহজেই দিতে পারবেন। একটি পেইড এডস ক্যাম্পেইন চালু করে দিন। আপনার দেয়া টপিক্স বা কীওয়ার্ড এর ভিত্তিতে পিন্টারেস্ট আপনার অডিয়্যান্স তৈরি করে দিবে। আপনার বিজ্ঞাপণ তাদের দেখাবে।

কিন্তু আপনি যদি, অরগানিক ভাবে পিন্টারেস্ট পিন থেকে ভিসিটর ড্রাইভ করতে চান তাহলে SEO এর বিকল্প নেই। আপনার গ্রাফিকস, পিন টাইটেল, পিন ডেসক্রিপশন সহ সমস্ত পিনকে অপ্টিমাইজ করতে হবে।

শুধু পিন অপটিমাইজেশন নয়। আপনার কন্টেন্টকে আপনার প্রোডাক্ট রিলেটেড যেকোনো বোর্ডে পিন করতে হবে। SEO এর ক্ষেত্রে রিলেটিভিটি অনেক গুরুত্বপূর্ণ। আর এখানে বোর্ড হচ্ছে ক্যাটাগরি।

 

পিন্টারেস্ট পিন টাইটেল এবং ডেসক্রিপশনে আপনার পিন রিলেটেড পপুলার ট্যাগ ইউজ করুন। এটা আপনার পিনের SEO রিলেটিভিটি ইম্পুভ করবে এবং র‍্যাংক করতে সাহায্য করবে।

আপনার পিনগুলো যেনো মোবাইল ফ্রেন্ডলি হয়। এই মুহুর্তে ৯০% + পিন্টারেস্ট ইউজার স্মার্ট ডিভাইস দিয়ে ভিসিট করেন। আপনার পিন ইমেজ রেশিও ২ঃ৩ রাখতে চেষ্টা করবেন। যেমন, ৫০০ পিক্সেল ওয়াইড : ১৫০০ পিক্সেল হাই।

সবসময় ইউনিক এবং ফ্রেশ কন্টেন্ট কে পিন করবেন। কপিরাইট বা অপরিস্কার কন্টেন্ট হলে আপনি পিছিয়ে যাবেন। অডিয়্যান্স যেনো বিরক্ত বা বিভ্রান্ত না হয়, এটা লক্ষ রাখবেন।

Level 1

আমি এম এ মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এম আবির মিলন ::- প্রফেশনাল ব্লগার, কন্টেন্ট রাইটার, ডিজিটাল মার্কেটার এবং মোবাইল অ্যাপস ডেভেলপার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস