ফেসবুক এড কুপন নিয়ে ই-ক্যাব গ্রুপে বেশ কয়েকজনের টিউন আমার চোখে পড়েছে যেখানে ছিল মনগড়া কথাবার্তা এবং অসত্য কিছু তথ্য। এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ তথ্য হলো ফেসবুকের এড কুপন ব্যবহার করলে রিচ কম পাওয়া যায় এবং এটা পেজের জন্য ক্ষতিকর। আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, গবেষণা এবং কেস স্টাডি থেকে এই লেখা তৈরি করছি। এই ক্ষেত্রে আমি বাংলাদেশের ৩/৪ জন টপ কুপন সেলার এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা জেনেছি, তাদের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছি।
ফেসবুক এড কুপন হল পেজ ব্যবহারকারীদের জন্য এক ধরনের প্রণোদনা। বলা যায় ফেসবুকের পক্ষ থেকে এটা একটা উপহার। এটার অফিসিয়াল নাম হল “ফেসবুক এড ক্রেডিট”। এটা এক ধরনের বিশেষ পেমেন্ট মেথড যার মাধ্যমে ফেসবুক এবং ইন্সটাগ্রামের এড এর পেমেন্ট প্রদান করা যায়। নতুন কোন অ্যাকাউন্ট তৈরি করলে কিংবা অনেকদিন ধরে বুস্ট অফ রাখলে ফেসবুক কুপনের অফার দেয়। এ ছাড়া ফেসবুক এর সঙ্গে যে সব সাইট বা কোম্পানি পার্টনারশীপ হিসেবে আছে তাদের কিছু কার্যক্রমে অংশগ্রহণ করলে এড ক্রেডিট পাওয়া যায়। যেমন - ফেসবুকের নিজস্ব জরিপ কাজ।
বর্তমানে ফেসবুকের নিকট থেকে সরাসরি কুপন কেনা যায় না বা এ ব্যাপারে অনুরোধ প্রদান করা যায় না। এড কুপন পাওয়ার প্রাথমিক শর্ত হল একটা একটিভ পেজের এডমিন রোল থাকতে হবে এবং সেই সঙ্গে একটিভ পার্সোনাল এড অ্যাকাউন্ট থাকতে হবে।
ফেসবুকের এড কুপনের অফার পার্সোনাল প্রফাইলে বা ইমেইলে নোটিফিকেশন আকারে দিয়ে থাকে। তবে সেটা উপভোগ করতে হলে তা রিডিম করতে হয়। এই ক্ষেত্রে সেই ব্যক্তির পার্সোনাল ‘এড অ্যাকাউন্ট’ একটিভ থাকতে হবে এবং একটা প্রাইমারি পেমেন্ট মেথড এড অ্যাকাউন্ট এর সঙ্গে যুক্ত করতে হবে। যেমন – মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি। কুপন টা ঠিকমত রিডিম হয়ে গেলে সেটা দিয়ে ফেসবুক বা ইন্সটাগ্রামের এড বুস্ট করা যাবে এবং তার বিল কুপন দিয়ে প্রদান করা যাবে। ফেসবুক প্রতিদিন এড এর বিল কুপন থেকে কেটে নেয়। তবে কুপন রিডিম করার আগের বিল ডিউ থাকলে তা কুপন দিয়ে পরিশোধ করা যাবে না। সেটা পরিশোধ করতে হবে প্রাইমারি পেমেন্ট মেথড দিয়ে।
কুপন এর অফার যখন দেয়া হয় সেদিন থেকে ৩০ দিনের মধ্যে তা রিডিম করে ব্যবহার করা যায়। রিডিম করার পর তা ব্যবহার করার জন্য ৩০ দিন মেয়াদ পাওয়া যায়। এড অ্যাকাউন্ট এর “পেমেন্ট সেটিংস” থেকে কুপনের ব্যালেন্স এবং তার মেয়াদ জানা যায়।
অনেকের মধ্যে এই রকম একটা ধারণা আছে কুপন ব্যবহার করলে রিচ কম পাওয়া যায় বা এড ভাল পারফর্ম করে না। এটা একটা ভুল ধারণা। আমি আগেই বলেছি এটা একটা বিশেষ পেমেন্ট মেথড। এটা দিয়ে এড এর পেমেন্ট দেয়া যায় তাই রিচ কম বা বেশি হওয়ার কোন সম্পর্ক নেই এটার সঙ্গে। অন্য পেমেন্ট মেথড ব্যবহার করলে যেভাবে কাজ করবে ঠিক একই ভাবে এটাও কাজ করবে।
কুপন হল ফেসবুক এর একটা বৈধ পেমেন্ট মেথড। ফেসবুক বিনামূল্যে তার কিছু ব্যবহারকারীদের প্রমোশনের জন্য তা প্রদান করে থাকে। আর এটাকে পুঁজি করে অনেকেই নতুন নতুন প্রফাইল খুলে বিভিন্ন ধরনের ট্রিক্সস ব্যবহার করে কুপন বের করে। কেউ সেটা নিজে ব্যবহার করে আবার কেউ তা বিক্রি করে দেয়। এই কুপন নিয়ে চলে আবার অনেক ধরনের প্রতারণা বা বাটপারি। নিচে কিছু বাটপারির নমুনা তুলে ধরছি।
এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন। অনেকের মধ্যে এ ব্যাপারে ভাল ধারণা নেই বা ভুল ধারণা আছে। এটার সহজ উত্তর হলো পলিসি মেনে কুপন দিয়ে এড বুস্ট করলে পেজের কোন ক্ষতি করে না। এর কারণ কুপনযুক্ত এড অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করলেও সেটার মালিকানা কিন্ত হস্তান্তর করা যায় না। মুল এডমিন সেটার সঙ্গে যুক্ত থেকেই যায়। অন্য কাউকে এডমিন করা ফেসবুকের পলিসি অনুযায়ী বৈধ। সে ঐ অ্যাকাউন্ট ব্যবহার করে বুস্ট করতে পারবে। অনেকেই হয়ত বলবেন কুপন টা দেয়া হয় স্পেসিফিক একটা পেজের এড বুস্ট করার জন্য তাই অন্য পেজের এড বুস্ট করা ঠিক না। ফেসবুকের এড পলিসি বা কুপনের ব্যবহারের শর্তাবলী তে এমন কিছু বিধি নিষেধ লেখা নেই। আসলে কুপন টা দেয়া হয় একটা আইডি কে এবং সেই আইডি ফেসবুকের এড পলিসি মেনে তা ব্যবহার করতে পারবে।
গবেষণার জন্য আমি প্রায় ৩০০ এর মত কুপন ব্যবহার করেছি প্রায় ৫০ টি পেজে। এখন পর্যন্ত কোন পেজের ক্ষতি হয়নি। হবার কথাও না। এখন অনেকেই বলতে পারেন কুপন ব্যবহার করার কারণে তাদের পেজ ‘এড রেসট্রিক্টেড” করে দিয়েছে বা আন-পাবলিশড করেছে। এটা আসলে কুপনের কারণে করে না। আপনি ফেসবুকের এড পলিসি মেনে চলেননি তাই ফেসবুক ব্যবস্থা নিয়েছে। যেমন – কুপন ব্যবহার করে আপনি বুস্ট করেছেন ঠিকই কিন্তু পলিসি না মানার কারণে আপনার এড লাগাতার ৩/৪ বার রিজেক্ট হয়েছে। বার বার এড রিজেক্ট হলে ফেসবুক সেই পেজ ব্লক করে দেয়, এড দিতে দেয় না। আবার দেখা গেল আপনি অতিরিক্ত ক্রেডিট ব্যবহার করে কোন পেজের বুস্ট এর টাকা ডিউ রেখেছেন কয়েকবার, এই ক্ষেত্রে ঐ পেজটা আন-পাবলিশড করে দিবে ফেসবুক। এখন বলুন এটা কি কুপন ব্যবহারের জন্য করেছে?
আশা করছি আমার এই গবেষণাধর্মী লেখা থেকে ফেসবুক এড কুপন এর ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছেন। ফেসবুক কুপন যারা বিক্রি করে তারা সবাই যে প্রতারক তা আমি ঢালাও ভাবে বলতে চাই না। অনেক ভাল কুপন সেলার আছে। কোন সমস্যা হলে তার প্রতিকার করে দেয় বা রিপ্লেসমেন্ট দেয়। কারো থেকে কুপন কেনার আগে তার ব্যাপারে ভাল করে জানুন, তাকে ভেরিফাই করে তারপর কুপন ব্যবহার করুন। না হলে টাকা তো পানিতে যাবেই সেই সঙ্গে আপনার পেজ চিরতরে হারাতে পারেন।
আমি আব্দুল্লাহ আল ফারুক। Digital Marketer, Self Employed, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Post
Bangla Tips trick