কিভাবে অদক্ষ ফেসবুক বুস্টারকে চিনবেন?

শিক্ষাগত যোগ্যতা যতই থাকুক না কেন। যত বড় প্রতিষ্ঠানেই আপনি চাকুরী করুন না কেন। নিজেকে যদি দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে না পারেন তা হলে কেউ সেটা করে দিতে পারবে না। এর জন্য দরকার পড়াশুনা, অনুশীলন, অধ্যবসায়, অভিজ্ঞতা এবং কাজ শেখার আগ্রহ।

আজকাল পাসপোর্ট থাকেলেই ব্যাংক থেকে সহজেই ৫৭৫ টাকা খরচ করে কার্ড কিনে বুস্ট করা যায়। মনে রাখবেন কার্ড থাকলেই কিন্তু পেশাদার বুস্টার হওয়া যায় না। এই জন্য কাজ শিখতে হবে। জানতে হবে।

আমাদের অনেকেই পয়সা খরচ করে বুস্ট করান কিন্তু ভাল ফল পান না। এর কারণ হল অদক্ষ বুস্টারকে দিয়ে বুস্ট করানো। এর ফলে আপনার মূল্যবান সময় যেমন নষ্ট হয় তেমনিভাবে অযথা টাকা পয়সা খরচ হয়। কেউ যেন বাটপারি করতে না পারে এটার ব্যাপারে ফেসবুক এখন অনেক সচেতন। এখন আর আগের মতো ভার্চুয়াল কার্ড, এড কুপন ব্যবহার করে বুস্ট করা যায় না।

এবার আসা যাক আপনি কিভাবে অদক্ষ বুস্টারকে চিনবেন? আমি নিচে কিছু টিপস দিচ্ছি এইগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন।

  • ১। অদক্ষ বুস্টার সব সময়ই কম পয়সায় কাজ করতে চাইবে। যেহেতু তারা কাজ জানে না।
  • ২। ফেসবুক এর এড নিয়ে তারা পড়াশুনা করে না, গবেষণা করে না, এদের ভাল কাজের অভিজ্ঞতাও নেই। তাই তারা সঠিকভাবে টার্গেট অডিয়ান্স সেট করতে পারে না। যার ফলে ভুল অডিয়ান্স এর কাছে আপনার এড ডেলিভারি হয়।
  • ৩। ওদের করা বুস্ট থেকে ক্রিয়েটিভ টিউমেন্ট খুব কম পাবেন। বেশির ভাগ টিউমেন্ট আসবে Nice, Good, nc, Awesome  এই ধরনের।
  • ৪। যেহেতু ওরা টার্গেট অডিয়ান্স সেট করে না তাই ওদের বুস্ট থেকে রিচ বেশি আসে। কেননা, ফেক ব্যবহারকারীদের নিকট অ্যাড ডেলিভারি হয় বেশি। তাই আপনি বেশি রিচ পাবেন, খুশি হবেন। কিন্তু ওই গুলো সত্যিকারের কোন রিচ নয়। আমি ঐ গুলোকে বলি আজাইরা রিচ।
  • ৫। ওরা ফেসবুক এর অ্যাড পলিসি জানে না। এটার ব্যাপারে সচেতনও নয়। তাই কোন টিউন গুলো বুস্ট করা যাবে আর কোন গুলো করা যাবে না সে ব্যাপারে তাদের ধারনা নেই। তাই ওদের অ্যাড অ্যাকাউন্ট ঘন ঘন ফ্ল্যাগ হয়।
  • ৬। ওরা একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অনেক গুলো অ্যাড বুস্ট করায়। তাই কোন কারণে অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হলে সব গুলো অ্যাড বন্ধ হয়ে যায়। এতে করে নানা সমস্যা তৈরি হয়।
  • ৭। কেউ কেউ আবার বাটপারি করে ফেসবুক এর পেমেন্ট বকেয়া রাখে। এতে করে আপনার পেজের ক্ষতি হতে পারে।
  • ৮। যেহতু তারা নিজেরাই কিছু জানে না তাই তাদের ক্লাইন্ট কে তারা ভাল কোন পরামর্শ দিতে পারে না। এতে করে আপনার অ্যাড এর মান উন্নত করতে পারেন না।
  • ৯। বুস্ট করার জন্য পেশাদারি প্লাটফর্ম “অ্যাড অ্যাকাউন্ট” এর ব্যবহার সঠিকভাবে জানে না ওরা। তাই তারা শর্টকাট পদ্ধতি ব্যবহার করে বুস্ট করে। এইজন্য তারা পেজ থেকে টিউন বুস্ট করে। এটা একদম এন্ট্রি লেভেল এর কাজ।
  • ১০। অনেকেই অন্যের নামে ইস্যু করা পেমেন্ট মেথড নিয়ম না মেনেই ব্যবহার করে। তাই কিছুদিন পর ফেসবুক সেই কার্ড সাসপেন্ড করে দেয়। বিকল্প কার্ড এর ব্যবস্থা করতে না পারায় অ্যাড এর বকেয়া বিল পরিশোধ করতে পারে না। পরবর্তীতে পেজ এর ক্ষতি হতে পারে।
  • ১১। যারা অদক্ষ এবং অপেশাদার বুস্টার তাদের নিকট একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে না। কোন কারণে অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হলে বা কোন সমস্যা হলে খুব দ্রুত সমধান তারা দিতে পারে না।
  • ১২। ওরা অনেকেই ফেক আই ডি ব্যবহার করে বুস্ট করে। তাই ফেসবুক কোন কারণে তাদের আই ডি  ফেরিফিকেশন চাইলে ডকুমেন্ট সাবমিট করতে পারে না। তাই ফেসবুক তাদের আই ডি পুণঃকার্যকর করে দেয় না বা ব্যান করে দেয়। যার ফলে তারা আর অ্যাড অ্যাকাউন্ট এ প্রবেশ করতে পারে না।
  • ১৩। অদক্ষরা জানে না কিভাবে আপিল করতে হয়, আপিল এর জবাব দিতে হয়। তাই তাদের কার্ড সাসপেন্ড হলে বা অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হলে ঠিকমত আপিল করে পুণঃকার্যকর করতে পারে না।

আপনারা এখন যেনে গেছেন অদক্ষ বুস্টার এর বৈশিষ্ট্যগুলো। তাই কোন ব্যক্তি বা এজেন্সি এর মাধ্যমে বুস্ট করার আগে তাদের প্রোফাইল ভাল করে যাচাই বাচাই করুন। তাদের কাজ গুলো ভাল করে দেখুন। তাদের কিছু ক্লাইন্ট এর রেফারেন্স নিন। তাদর সঙ্গে কথা বলুন। তাদের কাজের রিভিউ দেখুন। এই লেখাটা আমি তৈরি করেছি সম্পূর্ণরূপে আমার নিজর অভিজ্ঞতা থেকে। তাই আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তা হলেই আমার শ্রম সার্থক বলে মনে করবো।

Level 4

আমি আব্দুল্লাহ আল ফারুক। Digital Marketer, Self Employed, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আব্দুল্লাহ আল ফারুক,

টেকটিউনসে অরিজিনাল ও ইউনিক টিউন করার জন্য আপনাকে টেকটিউনস থেকে ‘রাইজিং কোয়ালিটি টিউনার’ ব্যাজ প্রদান করা হলো। আপনি এরকম মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করলে টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করতে পারবেন।

ট্রাসটেড টিউনার হতে ও ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:

  1. প্রথমত আপনার টিউন হতে হবে অরিজিনাল কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্টকে টিউনস এ অনিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় তা জানুন এখান থেকে।
  2. আপনার টিউন হতে হবে কপি পেস্ট কন্টেন্ট মুক্ত। টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। যে কোন টিউনে একটি বাক্যও কপি পেস্ট হলে আপনি আপনার ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেন।
  3. আপনার টিউনের গড় শব্দ সংখ্যা হতে হবে ৪০০। আপনার টিউনের গড় শব্দ ৮০০ হলে আপনি স্প্যাশাল ব্যাজ পাবেন।
  4. টিউনের বিন্দু মাত্র অংশ গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যাবে না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যাবে না।
  5. আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক

আপনার কোন একটি Single টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র‌্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে।

টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাবেন:

  1. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি ‘টেকটিউনসের মনিটাইজেশন’ প্রোগোামের মাধ্যমে টিউন, ভিডিও টিউন, অডিও টিউন, ফটো টিউন তৈরি করে, নিয়মিত কন্টেন্ট তৈরি করে Earn বা আয় করতে পারবেন।
  2. আপনি আপনরা টিউনার প্রোফাইল থেকে আপনার Earning History দেখতে পারবেন।
  3. আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা Withdraw করতে পারবেন।
  4. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনসে প্রকাশের সাথে সাথে টেকটিউনসের সকল সৌশল চ্যানেল গুলোতে সাথে সাথে স্বয়ক্রিয় ভাবে প্রকাশিত হবে।
  5. আপনার টিউনের টিউন র‌্যাংক স্বয়ংক্রিয় ভাবে বৃদ্ধি পাবে।
  6. টেকটিউনস মনিটাইজেশন টিম এর প্রতি শনিবার আয়োজিত নিয়মিত মিটিং এ অংশ গ্রহণ করতে পারবেন। ডিজিটাল কন্টেন্ট তৈরির নিত্যনতুন বিষয় নিয়ে  ওয়ার্কশপ, আড্ডা, আলোচনা, বেইন স্ট্রমিং করতে পারবেন।

টেকটিউনস ‘ট্রাসটেড টিউনার’ দের টিউন ফলো করে টিউন করুন:

টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩

আপনি ট্রাসটেড টিউনারদের মত

  1. মৌলিক, অরিজিনাল
  2. কপিপেস্টমুক্ত
  3. দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ
  4. ভিজিটর এনগেজিং কন্টেন্ট ও শিরোনাম যুক্ত
  5. টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে
  6. যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত

ইউনিক ১০ টি টিউন প্রকাশ করলে টেকটিউনস থেকে আপনাকে ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ দেওয়া হবে এবং আপনার একাউন্টে টেকটিউনস মনিটাইজেশন চালু করে দেওয়া হবে। টেকটিউনস মনিটাইজেশন চালু হলে আপনি স্ট্যান্ডার্ড টিউন (টিউন), ভিডিও টিউন (ভিউন), অডিও টিউন (ওউন), ফটো টিউন (ফিউন) তৈরি করে টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন এবং আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা উত্তলোন করতে পারবেন।

ট্রাসটেড টিউনার ব্যাজ’ এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করুন

আপনি পরবর্তী ১০ টি টিউন ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার’ এর মত করে টিউন প্রকাশ করে ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করুন। টেকটিউনস SiteOps Team আপনার টিউনগুলো রিভিউ করে আপনাকে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করবে।

  • মনে রাখবেন পরবর্তী ১০ টি টিউন ট্রাসটেড টিউনার এর মত টেকটিউনসের সকল গাইড লাইন মেনে প্রকাশ করে টেকটিউনস ডেস্কে আবেদন করতে হবে।
  • আপনার টিউনার একাউন্টে যদি পূর্বের এমন কোন টিউন থাকে যা টেকটিউনস গাইডলাইনকে ভঙ্গ করে তবে তার প্রতিটি টিউনের শিরোনাম সহ টিউনের লিংক আপনার আবেদনে উল্লেখ করুন। টেকটিউনস SiteOps Team টিউন রিভিউ করার সময় টেকটিউনস গাইডলাইনকে ভঙ্গ করা টিউন গুলো Private করে দিবে এবং ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করবে।
  • আপনার কোন একটি Single টিউনে টেকটিউনসের গাইডলাইন মোতাবেক না করে গাইডলাইন ভঙ্গ করে টিউন করে ট্রাসটেড টিউনার এর জন্য আবেদন করলে। আপনার টিউনার একাউন্ট বাতিল হবে।
  • ট্রাসটেড টিউনার ব্যাজ পাবার পর কোন একটি Single টিউন টেকটিউনস গাইডলাইন মোতাবেক না করে টেকটিউনস গাইডলাইন ভঙ্গ করে টিউন করলে সাথে সাথে আপনার ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ রিমুভ করা হবে।

টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র‌্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।

ধন্যবাদ।