ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য আবেদন

টিউনার প্রোফাইল ট্রাস্টেড টিউনার

প্রিয় টেকটিউনস,

আমি টেকটিউনস গাইডলাইন মোতাবেক সর্বশেষ ১০ টি মৌলিক, অরিজিনাল এবং ইউনিক টেকটিউনস করেছি। আমার সর্বশেষ ১০ টি টিউনের গড় শব্দ সংখ্যা ৮০০. আমাকে স্পেশাল ব্যাজ প্রদান করা হোক।

 


দেখা
1,294
উত্তর
7
4 বছর 8 মাস আগে

প্রিয় টিউন,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আবেদনের জন্য।

আপনার টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করা হচ্ছে। রিভিউ করে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

ধন্যবাদ।

প্রিয় টিউনার অভিজিত চৌধুরী,

আপনি মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করে টেকটিউনস ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করেছেন। অভিনন্দন! আপনাকে।

মনে রাখবেন ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ পাওয়ার পর আপনাকে টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে হবে।

টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:

  1. প্রথমত আপনার টিউন হতে হবে অরিজিনাল কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্টকে টিউনস এ অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় তা জানুন টেকটিউনস গাইড লাইন থেকে।
  2. আপনার টিউন হতে হবে সম্পূর্ণ কপিপেস্ট কন্টেন্ট মুক্ত অরিজিনাল কন্টেন্ট। টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। কপিপেস্ট কন্টেন্ট ও প্লেজারিজম (Plagiarism) ডিটেক্ট এর জন্য টেকটিউনস, এন্টি কপিপেস্ট ও এন্টি প্লেজারিজম (Plagiarism) টুল ব্যবহার করে যার মাধ্যমে কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) কন্টেন্ট সিস্টেম থেকে সংয়ক্রিয় ভাবে Detect হয়। আপনার যে কোন একটি Single টিউনে একটি বাক্যও কপিপেস্ট হলে টেকটিউনসের কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) Detection Mechanism তা ডিটেক্ট করবে এবং আপনি আপনার ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেন।
  3. আপনার টিউনের গড় শব্দ সংখ্যা হতে হবে ৩০০। আপনার টিউনের গড় শব্দ ৮০০ হলে আপনি স্প্যাশাল ব্যাজ পাবেন।
  4. আপনার টিউন অবশ্যই সঠিক ও সুন্দর টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক হতে হবে।
  5. টিউনের একটি বাক্যও গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যাবে না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যাবে না।
  6. পুরো টিউনের কোথাও নিজের ইমেইল, ফোন নম্বর, ম্যাসেঞ্জার নম্বর, সাইট, চ্যানেল, গ্রুপ, পেইজ, Social প্রোফাইল এর লিংক দেওয়া যাবে না এবং কোন ভাবেই এ বিষয়গুলো টিউনে শুরুতে, টিউনের মাঝে, টিউনের বিভিন্ন কিওয়ার্ডে ঘন ঘন লিংক করে ইত্যাদি করে টিউনে যোগ করা যাবে না।
  7. নিজেকে সেল্ফ প্রোমোট করার জন্য বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোমট করার জন্য বা কোন পণ্য প্রোমট বা বিক্রি করার জন্য টিউনে কোন ধরনের লিংক বা তা নিয়ে টিউন করা যাবে না।
  8. টিউনে ইউজারের তথ্য চেয়ে বা ইউজারের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কোন লিংক বা তথ্য যোগ করা যাবে না।

➡ সর্বপরি আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক।

➡ আপনার কোন একটি Single টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র‌্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই ট্রাসটেড টিউনার হিসেবে টিউন করতে টেকটিউনস টিউন গাইডলাইন খুবই ভালো করে পড়ে আয়ত্ব করে নিন।

টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হিসেবে আপনি এখন থেকে টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাবেন:

  1. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনার টিউনার একাউন্টে মনিটাইজেশন একটিভ করে দেওয়া হয়েছে। ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার’ হিসেবে এখন থেকে আপনি ‘টেকটিউনস মনিটাইজেশন’ এর মাধ্যমে টিউন, ভিডিও টিউন, অডিও টিউন, ফটো টিউন তৈরি করে নিয়মিত কন্টেন্ট তৈরি করে ‘টেকটিউনস ক্যাশ’ Earn বা আয় করতে পারবেন।
  2. আপনার আয় প্রথমত নির্ভর করবে ৫ টি ফ্যাক্টরের উপর টিউনের শব্দ সংখ্যা, টিউনে ছবির সংখ্যা, টিউনের ফরমেটিং, টিউনের জোসস ও আপনার টেকটিউনস ফলোয়ার এর উপর। এই ৫ টি যত বেশি হবে আপনার আয় তত বেশি হবে।
  3. আপনার টিউনের আয় দ্বিতীয়ত নির্ভর করবে আপনার টিউন এবং আপনার টিউনার একাউন্টে টিউডার (টিউন রিডার) ও টিউজিটর (টেকটিউনস ভিজিটর) দের Engagement এর উপর। আপনার টিউন ও আপনার টিউনার একাউন্টে টিউডার (টিউন রিডার) ও টিউজিটর (টেকটিউনস ভিজিটর) দের Engagement যত বেশি হবে আপনার আয় তত বেশি হবে।
  4. আপনার টিউনের আয় তৃতীয়ত নির্ভর করবে আপনার নিয়মিত টিউন প্রকাশের উপর। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনাকে অবশ্যই নিয়মিত টিউন করতে হবে এবং নিয়মিত টিউন করার ধারাবাহিকত বজায় রাখতে হবে।
  5. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে বেশি শব্দের ও পর্যাপ্ত ছবি টিউনে যুক্ত করে টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেট করে টিউন করতে হবে এবং সেই সাথে আপনার টিউনের জোসস বাড়াতে হবে, আপনার টিউনার ফলোয়ার বাড়াতে হবে এবং আপনার টিউন ও আপনার টিউনার একাউন্টে টিউডার (টিউন রিডার) ও টিউজিটর (টেকটিউনস ভিজিটর) দের Engagement বাড়াতে হবে এবং নিয়মিত টিউন করতে হবে।
  6. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে অবশ্যই আপনার একটি রিডার বেইজ তৈরি করতে হবে। যারা আপনার টিউন নিয়মিত পড়ে ও আপনাকে ফলো করে। সেজন্য আপনাকে নিজের টিউনের মার্কেটিং করতে হবে। বিভিন্ন সৌশল নেটওয়ার্কে শেয়ার করে, ইমেইলের মাধ্যমে শেয়ার করে বিভিন্ন ধরনের মার্কেটিং করে আপনার একটি টিউন রিডারবেইজ তৈরি করতে হবে।
  7. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার টিউনে করা প্রতিটি টিউমেন্ট এ আপনার পক্ষ থেকে রিপ্লাই টিউমেন্ট করতে হবে। সেটা যাই হোক আপনার টিউনে হওয়া প্রতি টিউমেন্টের নিচে অবশ্যই আপনার রিপ্লাই টিউমেন্ট থাকতে হবে।
  8. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে অবশ্যই অন্য ট্রাসটেড টিউনারের টিউনে জোসস, টিউমেন্ট ও ফলো করতে হবে। এতে আপনার টিউনেরও জোসস, টিউমেন্ট ও ফলোয়ার বাড়বে।
  9. যদি আপনার প্রকাশ করা কোন টিউন টেকটিউনস ট্রাসটেড টিউনার টিউন গাইডলাইন মোতাবেক না হয়। তবে সে টিউনের জন্য ‘টেকটিউনস ক্যাশ’ আপনার টেকটিউনস একাউন্টে জমা হবে না। এক্ষেত্রে টেকটিউনস মনিটাইজেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।  আপনার প্রকাশিত টিউন বারবার টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন ভঙ্গ করলে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ ও ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজ’ অপসারণ করা হবে।
  10. আপনি আপনার টেকটিউনস টিউনার প্রোফাইল থেকে আপনার Earning History দেখতে পারবেন।
  11. ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার’ হিসেবে আপনি একটি টিউন প্রকাশ এর পর টিউনের শব্দ সংখ্যা, টিউনে ছবি সংখ্যা, টিউনের ফরমেটিং, টিউনের জোসস ও আপনার ফলোয়ার, আপনার টিউন ও আপনার টিউনার একাউন্টে টিউডার (টিউন রিডার) ও টিউজিটর (টেকটিউনস ভিজিটর) দের Engagement এর উপর ভিত্তি করে টেকটিউনস সিস্টেম থেকে ঠিক ১২০ ঘন্টা পর আপনার টেকটিউনস একাউন্টে ‘টেকটিউনস ক্যাশ’ জমা হবে।
  12. টেকটিউনস একাউন্টে আপনার জমা হওয়া ‘টেকটিউনস ক্যাশ’ ম্যানুয়ালি উইথড্রো করতে হয় না। আপনার একাউন্টে নূন্যতম ১০০০ টাকা জমা হলে, সে মাসের শেষ তারিখে (মাস অনুযায়ী ২৮, ৩০ বা ৩১ তারিখে) পেমেন্ট কাউন্ট ও রিলিজ হয় এবং পরবর্তী মাসের ১ থেকে ১৫ তারিখে মধ্যে যে কোন দিন আপনার বিকাশ একাউন্ট, রকেট একাউন্ট বা ব্যাংক একাউন্ট, যেটি আপনার টেকটিউনস একাউন্টে আপনি সেট করেছেন সে পেমেন্ট ম্যাথডের একাউন্টে জমা হয়।
  13. আপনার ১ম পেমেন্ট রিলিজ এর সময় আপনার প্রোফাইল ভেরিফিকেশন, পেমেন্ট ম্যাথড যোগ, টিউন প্রোফাইল সেট ইত্যাদি সঠিক ভাবে পূরণ করতে হবে। আপনার ১ম পেমেন্ট রিলিজ এর সময় আপনাকে তা জানানো হবে।
  14. আপনি ‘ট্রাসটেড টিউনার’ হিসেবে ১০০ টি টিউন প্রকাশ এর পর টেকটিউনস থেকে অফিসিয়াল ভিসা কার্ড পাবেন এবং টেকটিউনস থেকে ভিসা কার্ডের মাধ্যমে টাকা Withdraw করতে পারবেন।
  15. ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার’ হিসেবে আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনসে প্রকাশের সাথে সাথে টেকটিউনসের সকল সৌশল চ্যানেল গুলোতে সাথে সাথে স্বয়ক্রিয় ভাবে প্রকাশিত হবে।
  16. ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার টিউনের টিউন র‌্যাংক স্বয়ংক্রিয় ভাবে বৃদ্ধি পাবে।
  17. টেকটিউনস মনিটাইজেশন টিম আয়োজিত বিভিন্ন মিটিং এ অংশ গ্রহণ করতে পারবেন। ডিজিটাল কন্টেন্ট তৈরির নিত্যনতুন বিষয় নিয়ে  ওয়ার্কশপ, আড্ডা, আলোচনা, বেইন স্ট্রমিং করতে পারবেন। যা আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে জানানো হবে।
  18. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনি স্পন্সরড কন্টেন্ট প্রকাশ করে ডাবল ইনকাম করতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের প্রোডাক্ট রিভিউ করে আপনার টিউনের পাশাপাশি আয় করতে পারবেন। তবে প্রোডাক্ট ও প্রোডাক্ট রিভিউ অবশ্যই টেকটিউনস গাইডলাইন অনুযায়ী হতে হবে। এ ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের প্রোডাক্ট রিভিউ করে দেবার জন্য আপনার মত করে চার্জ করতে পারবেন। তবে রিভিউটি অবশ্যই টেকটিউনস স্পন্সরড টিউন হিসেবে টেকটিউনসে প্রকাশিত হতে হবে। এ ক্ষেত্রে আপনি টেকটিউনস বাই থেকে প্রয়োজনীয় কন্টেন্ট এড এর পেমেন্ট করে তা স্পন্সরড টিউন হিসেবে প্রকাশ করবেন। যদি আপনার ট্রাসটেড টিউনার একাউন্ট থেকে কোন স্পন্সরড টিউন প্রকাশিত হয় তবে আপনি স্পন্সরড টিউন পেমেন্ট এর রেফারার হিসেবে আপনার টিউনার একাউন্টে সে স্পন্সরড টিউনের জন্য ১০% কমিশন পাবেন। যা টেকটিউনস ক্যাশ হিসেবে আপনার টেকটিউনস একাউন্টে জমা হবে। এ ক্ষেত্রে আপনি দুটি ইনকাম করতে পারছেন প্রথমত, ক্লায়েন্ট থেকে। প্রোডাক্ট রিভিউ করে দেবার জন্য। দ্বিতীয়ত, টেকটিউ্নস থেকে, স্পন্সরড টিউনের জন্য ১০% কমিশন। ডাবল ইনকাম। তবে কমার্সিয়াল টিউন বা স্পন্সরড টিউনের জন্য টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে কোন পেমেন্ট আপনার টিউনার একাউন্টে যোগ হবে না শুধু স্পন্সরড টিউনের কমিশন যোগ হবে।

টেকটিউনস ‘ট্রাসটেড টিউনার’ দের টিউন ফলো করে টিউন করুন:

টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
  4. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৪

আপনি ট্রাসটেড টিউনারদের মত

  1. মৌলিক, অরিজিনাল
  2. কপিপেস্টমুক্ত
  3. দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ
  4. ভিজিটর এনগেজিং কন্টেন্ট ও শিরোনাম যুক্ত
  5. টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে
  6. যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত

মনে রাখবেন ট্রাসটেড টিউনার ব্যাজ পাবার পর কোন একটি Single টিউন টেকটিউনস গাইডলাইন মোতাবেক না করে টেকটিউনস গাইডলাইন ভঙ্গ করে টিউন করলে সাথে সাথে আপনার ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ রিমুভ করা হবে।

টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র‌্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।

টেকটিউনস ট্রাসটেড টিউনার এর সকল নিয়ম পরিবর্তনশীল

টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন, টেকটিউনস ট্রাসটেড টিউনার পেমেন্ট, সর্বপরি টেকটিউনস ট্রাসটেড টিউনার এর সকল নিয়ম ও গাইডলাইন পরিবর্তনশীল। টেকটিউনস টিম টেকটিউনস ট্রাসটেড টিউনার এর সকল নিয়ম যে কোন পরিবর্ধন, পরিমার্জন ও পরিবর্তন করার সকল অধিকার সংরক্ষণ করে।

ধন্যবাদ।

ধন্যবাদ টেকটিউন্স।

প্রিয় টেক টিউনস আমি সাবমিট করবো কোন লিংকে গিয়ে বুঝে উঠতে পারছিনা।
আমি সকল গাইডলাইন পড়েছি আপনি আমার টিউন গুলো একবার যাচাই করে জানাবেন আমি কি Trusted ব্যাচ আগামীতে পাওয়ার যোগ্য কিনা প্লিজ।

    Trusted Tuner Badge এর জন্য আবেদন করতে হয়।

    প্রিয় টিউনার,

    আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ হয়ে টেকটিউনস থেকে Money Make করতে পারবেন।

    ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ পেতে আপনার প্রোফাইল অবশ্যই টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার গাইডলাইন অনুযায়ী হতে হবে এবং আপনার সর্বশেষ শেষ ১০টি টিউন অবশ্যই মৌলিক, অরিজিনাল ও টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক হতে হবে।

    টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রতি টিউন ১০০ টাকা থেকে প্রতি টিউন ২৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট পাওয়া যায়। প্রতি টিউনের পেমেন্ট নির্ভর করে আপনার টিউনের ৫ টি ফ্যাক্টরের উপর। মিনিমাম ১০০০ টাকা হলে পেমেন্ট পেআউট হয়।

    ট্রাস্টেড টিউনার মানে হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে আপনার প্রতিটি টিউন টেকটিউনস গাইডলাইন অনুযায়ী প্রকাশ করতে হবে এবং ট্রাস্টের টিউনার ব্যাজ পাওয়ার জন্য যে গাইডলাইন রয়েছে তা পরিপূর্ণভাবে মেনে আবেদন করতে হবে।

    টেকটিউনস এ অনেক ট্রাস্টেড টিউনার রয়েছে আপনি তাদের টিউনগুলো ফলো করলেই বুঝতে পারবেন। আপনার করা শেষ ১০ টি টিউনে যদি টেকটিউনস গাইডলাইনে নিষেধ করা হয়েছে এমন বিষয় অন্তর্ভুক্ত থাকে অথবা টেকটিউনস টিউন গাইডলাইনের কোন একটি বিষয় ভঙ্গ হয় তাহলে ট্রাস্টের টিউনার ব্যাজের জন্য তা গ্রহণযোগ্য হবে না।

    ট্রাস্টের টিউনার ব্যাজ পেতে আপনার প্রোফাইল অবশ্যই টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার গাইডলাইন অনুযায়ী হতে হবে এবং আপনার সর্বশেষ শেষ ১০টি টিউন টেকটিউনস টিউন নীতিমালা অনুযায়ী অবশ্যই হতে হবে।

    টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করতে হয়।

    টেকটিউনস ট্রাস্টেড টিউনার জন্য আবেদনের আগে আপনার টিউনার প্রোফাইল সঠিক ভাবে সেট করতে হয় ও আপনার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক প্রকাশিত থাকতে হয়।

    ১. প্রথমত, ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আপনার ভোটার আইডি বা জন্ম নিবন্ধনে ব্যবহার করা অরিজিনাল নাম ব্যবহার করতে হয়। ছদ্ম নাম, কোড নেম, কোম্পানির নাম, ওয়েবসাইটের নাম যুক্ত টিউনের প্রোফাইলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।

    ২. সেই সাথে ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আপনার বর্তমান ১ মাসের মধ্যে তোলা ছবি এবং ছবিতে ৯০% অংশই মুখমন্ডল রয়েছে এমন ছবি যুক্ত থাকতে হয়। ছদ্ম ছবি, কোড ছবি, ওয়েবসাইটের ছবি, নিজের ছবি নয় এমন ছবি যুক্ত টিউনের প্রোফাইলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।

    ৩. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনস থেকে আর্ন শুরু করতে চাইলে আপনার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক হতে হবে। আপনার প্রকাশিত সর্বশেষ ১০ টি টিউনের কোন একটি টিউন টেকটিউনস টিউন গাইলাইন যে কোন একটি টার্ম ভঙ্গ করলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।

    ৪. ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার করা প্রতিটি টিউন অবশ্যই Copyscape ও Small SEO Tools Plagiarism Checker এ চেক করে ১০০% ইউনিক কন্টেন্ট হয়। তাই ট্রাসটেড টিউনার এর জন্য আবেদনের আগে আপনার টিউন গুলো এ টুল গুলো দিয়ে চেক করুন তা ১০০% ইউনিক কন্টেন্ট কিনা।

    ৫. ট্রাস্টেড টিউনার এর জন্য আপনার টিউনে ব্যবহার করা সকল ছবি ও ভিডিও অবশ্যই টেকটিউনসে আপলোড করে টিউনে সংযোজন থাকতে হয়। থার্টপার্টি কোন ইমেইজ ও ভিডিও সার্ভিস ব্যবহার করে টিউনে যোগ করলে তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না।

    ৬. যে টিউন আপনি টেকটিউনসে প্রকাশ করবেন সে একই টিউন অন্য জায়গায় এমনকি নিজেস্ব ব্লগে প্রকাশ করলেও সার্চ ইঞ্জিন তা ডুপলিকেট কন্টেন্ট হিসেবে ডিডেক্ট করবে এবং তা টেকটিউনস ট্রাস্টেড টিউনের অরিজিনালিটি হারায় এবং তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না। আপনার টিউন টেকটিউনস থেকে কপি করে অন্য কেউ অন্য সাইটে প্রকাশ করলে তা টেকটিউনস এর প্লেইজারিজম টুল ডিটেক্ট করতে পারে এবং তাতে সমস্যা হয় না। কিন্তু টেকটিউনসে প্রকাশ করা টিউন হুবহু বা আংশিক বা কিছু পরিবর্তন করে অন্য কোন মাধ্যমে প্রকাশ করলে তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না এবং ট্রাস্টেড টিউনশীপ পাবার পর করে এমন করলে ট্রাসটেড টিউনার ব্যাজ অপসারণ করা হয়।

    ৭. টেকটিউনস ট্রাসটেড টিউনার পাওয়ার জন্য প্রথমত আপনার টিউনার প্রোফাইলের সকল ফিল্ড সঠিক ভাবে সেট করুন এবং টেকটিউনস টিউন গাইলাইন ভালো করে পড়ুন এবং নিশ্চিত হোন আপনার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক প্রকাশিত হয়েছে কিনা এবং সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন ভঙ্গ করে এমন কোন বিষয় অন্তর্ভুক্ত নেই।

    সবকিছু ঠিক থাকলে আপনি টেকটিউনস ডেস্কে ট্রাস্টেড টিউনার এর জন্য আবেদন করুন। টেকটিউনস সাইট অপস (Techtunes Site Ops) আপনার টিউনার প্রোফাইল ও আপনার সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করবেন এবং আপনাকে আপডেট জানাবেন।