টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে।
প্রযুক্তির কল্যাণে আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ হয়ে উঠেছে। তবে সব কিছুর যেমন ভাল খারাপ দুটি দিকই থাকে ঠিক তেমনি প্রযুক্তির রয়েছে কিছু মন্দ দিক। ২০১৯ থেকে অনাগত ভবিষ্যৎ, খুব বেশি ডেটা নির্ভর, আর এই ডেটার অধিকাংশ ব্যবহৃত হচ্ছে, ইউজাররা কি চায়, তার অভ্যাস গুলো কেমন, সে কি পছন্দ করে বা অপছন্দ করে এই সব বিষয় জানতে। একদিকে ইউজারদের ব্যক্তিগত বিষয় গুলো জেনে প্রযুক্তি গুলো যেভাবে তাদের পছন্দমতো কন্টেন্ট দিয়ে সর্বোচ্চ সেবাটি দিচ্ছে একই সাথে, ইউজারদের এই ডেটা মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে বিভিন্ন থার্ড-পার্টির কাছে।
বলতে গেলে আপনার বাসায় ব্যবহৃত স্মার্ট ডিভাইস কোনটিই আপনার প্রাইভেসির জন্য নিরাপদ নয়, সেটা হোক, স্মার্ট এসিস্ট্যান্ট বা স্মার্ট স্পিকার, স্মার্ট টিভি অথবা অন্যান্য স্মার্ট ডিভাইস। লক ডাউনের শুরুতে US, UK সরকারের বিভিন্ন ভিডিও কনফারেন্সে ঘরের স্মার্ট ডিভাইস বন্ধ রাখার কঠোর নির্দেশ ছিল। তাছাড়া অনেক ইউজার অভিযোগ করেছে তাদের অজান্তেই স্মার্ট স্পিকার গুলো তাদের ভয়েস রেকর্ড করে কোম্পানির ক্লাউডে পাঠিয়ে দিয়েছে।
যেখানে স্মার্ট স্পিকারের ক্ষেত্রে এই অবস্থা সেখানে স্মার্ট টিভি আপনার প্রতিদিনের অভ্যাস, রুচি ইত্যাদি ট্র্যাক করবে এটা খুবই স্বাভাবিক এবং ঝুঁকিতেও পড়তে পারে আপনার ব্যক্তিগত নিরাপত্তা। যারা স্মার্ট টিভি তৈরি করে তারা আসলে কি কি তথ্য কালেক্ট করছে? তারা আপনার ভিউ হিস্ট্রি চেক করছে, কোন এড গুলো আপনি স্কিপ করছে সেটা এনালাইসিস করছে একই সাথে আরও ছোট বড় অনেক ডেটা তাদের ক্লাউডে জমা করছে এবং সেই সমস্ত ডেটা বিক্রি করছে বড় বড় বিজ্ঞাপণ প্রদান কারী কোম্পানি গুলোর কাছে। আপনার জন্য ভাল খবর হচ্ছে আপনি চাইলে নির্দিষ্ট সেটিংস এ গিয়ে ডেটা ট্র্যাকিং ফাংশনালিটি গুলো অফ করতে পারেন।
স্মার্ট টিভির পাশাপাশি অনলাইনের বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস গুলোও কিন্তু একই ভাবে আপনার ডেটা কালেক্ট করে। চলুন দেখে নেয়া যাক কিভাবে ট্র্যাকিং বন্ধ করবেন।
Netflix তার এলগোরিদমের মাধ্যমে আপনার পছন্দ মত কন্টেন্ট রিকোমেন্ড করার জন্য আপনার ডেটা সংগ্রহ করে, তবে সকল ডেটা মুচে ফেলারও ব্যবস্থা রেখেছে কোম্পানিটি। আপনি চাইলে রেকোমেন্ডেড ফিচারও অফও রাখতে পারেন।
চলুন দেখে নেয়া যাক কিভাবে Netflix থেকে ডেটা ডিলিট করবেন,
Netflix একই সাথে আপনার এই পর্যন্ত কি কি তথ্য কালেক্ট করেছে তারও একটি কপি দিতে পারে। সেখানে আপনি পাবেন সাবস্ক্রিপশন, Device Information, IP Address, Billing Information সহ বিস্তারিত তথ্য। আপনি নিচের লিংকে গিয়ে আপনার কপির একটি রিকুয়েস্ট পাঠাতে পারেন। আপনার রিকুয়েস্টটি প্রসেস হতে ৩০ দিনের বেশিও লাগতে পারে। প্রসেসটি সম্পন্ন হয়ে গেলে আপনার ইমেইলে একটি নোটিফিকেশন যাবে।
Netflix এর মতই Amazon Prime ও আপনাকে সর্বোচ্চ সেবাটি দিতে, Account Activities, Searches, Recently Viewed, ইত্যাদি ডেটা কালেক্ট করে। আর এই ডেটা গুলোর মাধ্যমে Amazon আপনাকে পারসোনালাইজড এড শো করায় এবং বিজ্ঞাপণ হিসেবে আপনার পছন্দের প্রোডাক্ট গুলো আপনার সামনে তুলে ধরে।
চলুন দেখে নেয়া যাক কিভাবে Amazon এর ট্র্যাকিং বন্ধ করবেন,
এবার দেখব কিভাবে Advertising এ আপনার ডেটা ব্যবহার কিভাবে বন্ধ করবেন
আপনি যদি Amazon এর Fire TV Stick ব্যবহার করেন তাহলে আপনাকে একটু ভিন্ন ভাবে ডেটা ট্র্যাকিং অফ করতে হবে। Fire TV এর Privacy মেনুর মাধ্যমে আপনি চাইলেই আপনার ডেটা কালেকশন লিমিট করতে পারবেন।
প্রথমেই Settings এ যান,
Hulu আপনার Watch History, Personal Activity ইত্যাদি কালেক্ট করে। এবং এই সার্ভিসটি কিছু ডেটা বিক্রিও করে।
আপনি যদি Watch History ক্লিয়ার বা রিসেট করতে চান তাহলে নিচের ধাপ গুলো ফলো করতে পারেন।
ফাইনালি আমরা দেখতে চলেছি কিভাবে Hola থেকে আমাদের ডেটা বিক্রি করা বন্ধ করব।
গুগলের ডেটা ট্র্যাকিং নিয়ে হয়তো নতুন করে বলার কিছুই নেই। আর এটি YouTube এর মাধ্যমে আপনার ডেটা ট্র্যাকিং এর আলাদা একটি প্রোফাইলই তৈরি করে নেয়।
তবে আশার কথা হচ্ছে যেকোনো ইউজার চাইলে YouTube এর এই ট্র্যাকিং অফ করতে পারে,
আমরা উপরের পদ্ধতিতে আমাদের সার্চ হিস্টরি রিমুভ করলাম এবং apps, location history এবং YouTube activity থেকে ডেটা ট্র্যাকিং ডিজেবল করলাম। এবার আমরা Personalized Ads ফিচারটি ডিজেবল করব।
তাছাড়া আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করলে, IBA Opt-out এক্সটেনশনটি দিয়েও এই কাজটি সহজে করে ফেলতে পারেন।
বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসের একটি প্ল্যাটফর্ম হচ্ছে Roku। আপনি যদি আপনার ডেটা ট্র্যাকিং অন রাখেন তাহলে তারা আপনি ডেটা বিভিন্ন পার্টির কাছে বিক্রি করতে পারে।
চলুন দেখে আসি কিভাবে Roku এর ডেটা ট্র্যাকিং বন্ধ করবেন
যারা প্রাইভেসি সিকিউরিটি নিয়ে খুব বেশি সচেতন, আশা করছি তারা উপরের মেথড গুলো ব্যবহার করে সহজেই নিজেদের সিকিউরিটি আরও বাড়াতে পারবেন।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।